গুগল ব্লগ তৈরি করার নিয়ম | কিভাবে ব্লগ তৈরি করা যায়

গুগল ব্লগ তৈরি করার নিয়ম | কিভাবে ব্লগ তৈরি করা যায় - বর্তমান সময়ে অনেকেই ব্লগিং সেক্টরে আসতে চান এবং ব্লগিং করে স্বাবলম্বি হতে চান । এটা অবশ্যই সম্ভব । যারা ছাত্র বা বেকার সময় পার করছেন তাদের জন্য ব্লগিং হতে পারে একটি আদর্শ আয়ের মাধ্যম । আপনি যদি সঠিক নিয়মে ব্লগিং করতে পারেন তাহলে প্রতি মাসেই একটি ভালো পরিমান অর্থ ইনকাম করা সম্ভব ।

আজকের ব্লগ পোস্টের আলোচনার বিষয়বস্তু হচ্ছে “গুগল ব্লগ তৈরি করার নিয়ম | কিভাবে ব্লগ তৈরি করা যায়” । যারা মূলত ব্লগিং করে আয় করতে চান বা ব্লগিং করে আর্থিক ভাবে স্বাবলম্বি হতে চান তাদের জন্য এটি অত্যান্ত উপকারী একটি আর্টিকেল । তাহলে চলুন শুরু করা যাক ।

আরও পড়ুনঃ ব্লগিং করে আয় করার উপায় | ব্লগিং গাইডলাইন

গুগল ব্লগ তৈরি করার নিয়ম | কিভাবে ব্লগ তৈরি করা যায়

আরও পড়ুনঃ ছাত্র অবস্থায় ইনকাম | ছাত্র জীবনে অর্থ উপার্জন

বন্ধুরা ব্লগিং শুরু করার আগে আপনাকে প্রথমে জানতে হবে --- ব্লগ কি?, ওয়েবসাইট কি?, বাংলা ব্লগিং সাইট, মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি, ব্লগিং এর উদ্দেশ্য, ব্লগ সাইট খোলার নিয়ম, ব্লগ তৈরি করার নিয়ম, ব্লগ সাইট খোলার নিয়ম, ব্লগিং করে কত টাকা আয় করা যায় । এই বিষয়গুলো ভালো ভাবে জানতে ও বুঝতে হবে । যা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো । যা আশা করি আপনাদের কাজে আসবে ।

ব্লগ কি?

আমরা অনেকেই আজকাল ব্লগে লেখার কথা চিন্তা করি । কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করা যায় । ব্লগ হল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার মনের কথাগুলো স্বাধীন ভাবে প্রকাশ করতে পারবেন । মনের কথাগুলো প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনি আপনার লেখাগুলো শেয়ার করতে পারবেন । সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন আপনার মনের চিন্তা ভাবনা গুলো ।

ওয়েবসাইট কি?

ওয়েবসাইট হলো এমন একটি প্লাটফর্ম যেখানে কোন বাণিজ্যিক বিষয়গুলি নিয়ে অনলাইনে প্রকাশিত হয় । হতে পারে সেটি একটি বিষয় এর ওপর অথবা হতে পারে একাধিক বিষয়ের উপর, কিন্তু সেটি নির্ধারিত । মনে রাখবেন একটি ব্লগে আপনি শত শত কনটেন্ট প্রকাশ করতে পারবেন । কিন্তু ওয়েবসাইটে সেটি নির্ধারিত থাকে ।

অথবা আপনি আপনার নিজের সম্পর্কে একটি ওয়েবসাইট তৈরী করে রাখতে পারেন যেটাকে Portfolio বলা হয় । এই Portfolio কিন্তু ওয়েবসাইট যা অনেকে চাকরীর ক্ষেত্রে কাজে লাগে । অনেক ফ্রিল্যান্সাররা একটি ব্যবহার করে থাকে । এই Portfolioতে শুধুমাত্র আপনার যোগ্যতা, অভিজ্ঞতার বর্ণনা এবং জীবন বৃত্তান্ত উল্লেখ করা থাকবে । যেটা একেবারেই ফিক্সড । আশা করি বোঝাতে পেরেছি ।

বাংলা ব্লগিং সাইট

ব্লগ সাইট সেটা হোক বাংলা অথবা ইংরেজি! এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কথাগুলো মনের মতো সাজিয়ে লিখতে পারেন । বিভিন্ন বিষয় নিয়ে আপনি আপনার লেখাগুলো প্রকাশ করতে পারেন , যেমন: নাটক, কবিতা, গল্প, উপন্যাস, বিভিন্ন News, Sports, cooking, Online marketing বিষয়ক লেখা, Photography এছাড়াও বিভিন্ন বিষয় আছে যা সম্পর্কে আপনি লিখতে পারেন এবং আপনার ব্লগ সাইটে প্রকাশ করতে পারেন ।

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি

আজকাল স্মার্টফোনের চুড়ান্ত জয়জয়কার চলছে । অনেকেই তার হাতের মোবাইল দিয়ে ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরী করতে চান । হ্যাঁ আপনার হাতের মোবাইল দিয়েও ব্লগ সাইট তৈরী করা সম্ভব । আপনার হাতের যে আধুনিক মোবাইলটি রয়েছে সেটি দিয়ে  Blogger.com – এর মাধ্যমে একটি ব্লগ সাইট অতি সহজেই তৈরী করতে পারেন । নিচের পদ্ধতিগুলো অনুসরণ করলেই সেটা পারবেন ।

ব্লগিং এর উদ্দেশ্য

আজকাল লক্ষ লক্ষ বেকার লোকেরা ব্লগিং করে স্বাবলম্বী হচ্ছে । অনেকে তার ব্লগিংকে নিজেরা আয়ের এর একমাত্র উৎস করে নিয়েছে । তারা ঘরে বসেই ব্লগিং করে হ্যান্ডসাম টাকা আয় করে থাকেন । আপনিও যদি সেটা চান তাহলে ব্লগিং করে গুগলের মাধ্যমে টাকা আয় করতে পারবেন । শুধুমাত্র ধৈর্য ধরে লেগে থাকতে হবে । ব্লগিং এর বিষয়ে জানতে হবে । তাহলে আপনিও সফলতা পাবেন ইনশাআল্লাহ ।

ব্লগ সাইট খোলার নিয়ম

যারা ব্লগ এর বিষয়ে জানেন তাদের কাছে হয়তো ব্লগ বিষয়টি খুবই সহজ । আর যারা এই লাইনে নতুন তাদের কাছে বিষয়টি একটু জটিলই বলা চলে । ব্লগ তৈরী তেমন একটা কঠিন বিষয় নয় । আমরা যারা কম্পিউটার অথবা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি তাদের কাছে গুগল একটি অতি পরিচিত নাম । এই গুগল ছাড়া আমাদের একটি দিন কাটে না ।

গুগলের Blogger.com - দিয়ে আমরা অতি সহজেই একটি ফ্রী ব্লগ সাইট তৈরি করতে পারি । এই বিষয়ে একটু রিসার্চ করলেই আপনিও তৈরি করতে পারবেন একটি ফ্রি ব্লগ সাইট । গুগলের Blogger.com - একটি প্রোডাক্ট । আর এই Blogger.com -দিয়েই আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে একটি ফ্রী ব্লগ সাইট আপনি তৈরি করবেন ।

গুগল ব্লগ তৈরি করার নিয়ম | কিভাবে ব্লগ তৈরি করা যায়
গুগল ব্লগ তৈরি করার নিয়ম | কিভাবে ব্লগ তৈরি করা যায়

আরও পড়ুনঃ SEO কাকে বলে | SEO কিভাবে কাজ করে

ব্লগ তৈরি করার নিয়ম

ব্লগার ডট কম (Blogger.com) Google এর একটি প্রডাক্ট হওয়ার কারনে এটি ব্যাবহারের মাধ্যমে একটি ফ্রি সাইট যে কোন ব্যক্তি নিজের একটি ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন । Blogger.com - গুগলের একটি প্রোডাক্ট বা সার্ভিস হওয়ার কারণে অনেক ভরসা এবং ফ্রিতে ব্লগ সাইট বানানোর জন্য অনেক কার্যকর একটি সার্ভিস ।

Blogger.com - এ একটি ব্লগ সাইট তৈরি করার জন্য কেবলমাত্র একটি গুগলের জিমেইল একাউন্টের দরকার । যেটা আজকাল সকল অ্যান্ড্রয়েড ফোন ইউজারদেরই আছে । আর এই একটি গুগল অ্যাকাউন্ট থাকলেই আপনি Blogger.com - এর মাধ্যমে এক বা একাধিক ব্লগ সাইট তৈরি করতে পারবেন ।

Blogger.com – দ্বারা কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরী করবো তার পদ্ধতি গুলো চলুন জেনে নেওয়া যাক ।

ব্লগ সাইট খোলার নিয়ম

Blogger.com - এ ব্লগ সাইট তৈরীর জন্য আপনাকে একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার থাকতে হবে এবং তাতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে । আশাকরি আপনাদের একটি জিমেইল অ্যাকাউন্ট আছে না থাকলে অবশ্যই তৈরি করে নেবেন । জিমেইল অ্যাকাউন্ট তৈরি অত্যন্ত একটি সহজ কাজ ।

প্রথম ধাপঃ 

গুগল অ্যাকাউন্ট লগইন করুন । প্রথমে কম্পিউটার অন করে যে কোনো ব্রাউজার ওপেন করে তাতে Blogger.com - টাইপ করে ওই সাইটে যেতে হবে । Blogger.com - সাইটে যাওয়ার পর হোমপেজে Dashboard-এ “create your blog” নামের একটি বাটন দেখতে পাবেন । ওই বাটনে ক্লিক করুন ।

create your blog-এ ক্লিক করার পর সাথে সাথে আপনাকে Google account login পেইজে নিয়ে যাবে । এবার আপনি আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন । আর যদি আপনার আগে থেকেই লগ ইন করা থাকে তাহলে আর নতুন করে সাইন আপ করতে হবে না ।

দ্বিতীয় ধাপঃ 

আপনার ব্লগ সাইটের নাম দিন । Blogger.com - সাইটে লগ ইন করার পর আপনার সামনে “Choose a name for your blog” নামক ইন্টারফেসটি আসবে । Titel লেখা স্থানে আপনার পছন্দমত ব্লগ সাইটের একটি নাম দিন । এরপর Next করুন ।

তৃতীয় ধাপঃ 

আপনার ব্লগ এর Address / URL সেট করুন । Next করার পর আপনার সামনে Choose a URL for your blog- এই ইন্টারফেসটি সামনে আসবে । এরপর Address লেখা শূন্যস্থানে আপনার ব্লগের URL টি সেট করুন অর্থাৎ আপনার ব্লগের নামটি দিয়ে দিন । 

আপনার দেওয়া নামটি যদি Blogger.com - এ ফাঁকা থাকে তাহলে URL টি সেট হয়ে যাবে আর যদি ফাঁকা না থাকে তাহলে Unavailable দেখাবে । সেক্ষেত্রে আপনি bd, hd, 24, 360 ইত্যাদি যুক্ত করুন । দেখবেন নিচে available দেখাবে । এরপর Next – এ ক্লিক করুন ।

চতুর্থ ধাপঃ 

আপনার ব্লগের Display Name দিন । Next করার পর Confirm Your Display Name এই ইন্টারফেসটি আপনার সামনে আসবে । Display Name লেখা শূন্যস্থানে আপনার ব্লগের ফাইনাল অর্থাৎ যে নামে প্রকাশিত হবে সেই নামটি আবার দিন । নাম দেওয়ার পর “Finish” লেখা অপশনে ক্লিক করুন ।

পঞ্চম ধাপঃ 

আপনার ব্লগ সাইট প্রায় তৈরি । Finish স্থানে ক্লিক করার পর পর আপনার ব্লগ প্রায় রেডি হয়ে যাবে । এরপর Blogger.com - আপনাকে ব্লগের মূল Dashboard - এ নিয়ে আসবে । এবার আপনি যদি আপনার তৈরীকৃত ব্লগটি দেখতে চান তাহলে মূল Dashboard -এর বাম পাশে একেবারে নিচে “View blog” -এ ক্লিক করলে আপনার তৈরীকৃত ব্লগ টি দেখতে পারবেন ।

এরপরে আপনি নিজের Dashboard থেকে New post - গিয়ে নতুন Article লিখে তাকে Published করতে পারবেন । ব্লগ Design করতে পারবেন, নতুন Page বা Categories যোগ করতে পারবেন এবং Google AdSense এর জন্য Apply করে টাকা আয় করতে পারবেন । সোজা বাংলায় বললে আপনি আপনার নিজের Blogger.com - এর Dashboard থেকে ব্লগের সাথে জড়িত সবকিছুই করতে পারবেন ।

ষষ্ঠ ধাপঃ 

নিজের তৈরি করা ব্লগ টি এবার দেখুন । আপনার বানানো ব্লগ অর্থাৎ ব্লগ সাইটটি দেখতে কেমন হয়েছে সেটি দেখতে চাইলে আপনি নিজের Blogger.com - এর Dashboard বাম সাইডে একেবারে নিচে View Blog - এ ক্লিক করলে আপনার তৈরীকরা ব্লগ টি দেখতে পারবেন । 

আপনি যদি ডাইরেক্ট নিজের ব্লগ দেখতে চান অথবা অন্য কাউকে দেখাতে চান তাহলে আপনার ব্লগের যে URL Address যেটা আপনি ব্লগ বানানোর সময় দিয়েছিলেন অর্থাৎ আপনার ব্লগের নাম.Blogger.com - ইন্টারনেটে সার্চ করলে আপনার ব্লগটি পেয়ে যাবেন ।

এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে .com/ .net/ .org/ .info কেমন করে দিবেন । সে ক্ষেত্রে আমার উত্তর হলো যারা ডোমেইন প্রোভাইড করে তাদের কাছ থেকে এর যে কোন একটা আপনি কিনে নিতে পারেন । 

আপনাকে আরো একটি সংবাদ দিয়ে রাখি যে, Blogger.com - এর হস্টিংয়ের কোন দরকার নেই । শুধুমাত্র একটি টপ লেভেল ডোমেইন কিনে Blogger.com - এর সেটিংসে গিয়ে এটি জুড়ে নিতে পারেন । 

আমি আপনাদের একটি পরামর্শ দিব যে শুরুতেই এটি করার দরকার নেই । আপনি প্রথমে অন্তত ১৫ থেকে ২০ টি পোস্ট করুন তারপর একটি টপ লেভেল ডোমেইন কিনে নিবেন ।

ব্লগিং করে কত টাকা আয় করা যায়

“ব্লগিং করে কত টাকা আয় করা যায়”-এই প্রশ্নটা খুবই Common একটি প্রশ্ন । আপনাদের জ্ঞাতার্থে বলি ব্লগিং করে অনেক ভাবে আয় করা যায়, যেমন – এডসেন্স দ্বারা, এ্যাফিলিয়েট মার্কেটিং দ্বারা, পেইড রিভিউ লিখে ইত্যাদি । 

বর্তমানে যারা ব্লগিং করে আয় করতে চান তাদের মুল উদ্দেশ্য থাকে এডসেন্স দ্বারা আয় করার । একটি ব্লগ যখন গুগল এডসেন্স এপ্রুভ হয় তখন সেই ব্লগ সাইট থেকে ৮০০-১০০০ ডলার পর্যন্ত বা এর থেকে অনেক বেশিও মাসিক আয় হতে পারে । সেক্ষেত্রে আপনার ব্লগের কোয়ালিটি থাকতে হবে ।


আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য | ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি

Previous Post Next Post