Dove সাবানের দাম কত | ডাভ সাবান এর দাম

Dove সাবানের দাম কত | ডাভ সাবান এর দাম - Dove সাবান একটি ইন্টারন্যাশনাল ব্রান্ড । এই সাবানটি প্রায় সারা বিশ্বসহ বাংলাদেশেও অনেক জনপ্রিয় । যারা সৌন্দর্য্য পিপাসু তাদের কাছে এই সাবানটি অধিক পরিচিত এবং জনপ্রিয় । ডাভ সাবান প্রস্তুত কারকদের মতে এইটি ত্বকের জন্য খুবই উপকারী । ত্বকের তারতম্য ভেদে ডাভ সাবানও কয়েক প্রকারে পাওয়া যায় ।

বন্ধুরা, আমাদের মাঝে অনেকেই আছেন যারা “Dove সাবানের দাম কত | ডাভ সাবান এর দাম” জানতে চান । আজকের এই ব্লগ পোস্টে ডাভ সাবান এর দাম এবং ডাভ সাবান দিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করবো । যারা সৌন্দর্য্য পিপাসু তাদের কাছে এই পোস্টটি আশা করি ভালো লাগবে ।

অন্য পোস্টঃ মুখের গন্ধ দূর করার উপায় কি | মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া পদ্ধতি

Dove সাবানের দাম কত | ডাভ সাবান এর দাম

অন্য পোস্টঃ কাঠবাদাম খাওয়ার উপকারিতা কি | কাঠবাদাম খাওয়ার নিয়ম কি

ডাভ সাবানের দাম কত

বাংলাদেশে সাধারণত ৩ প্রকার এবং ২ কালারে ডাভ সাবান বাজারে পাওয়া যায় । কালারের মধ্যে সাদা ও গোলাপী । আর ওজনের মধ্যে ৯০ গ্রাম, ১০০ গ্রাম এবং ১৩৫ গ্রাম । নিচে কালার ও ওজন ভেদে Dove সাবানের দাম দেওয়া হলো ---

সাবানের নাম সাবানের প্রকার ওজন দাম
Dove White Beauty Bar 90 Gram 109 Taka
Dove White Beauty Bar 135 Gram 149 Taka
Dove Pink Beauty Bar 135 Gram 149 Taka
Dove Pink Beauty Bar 100 Gram 117 Taka

ডাভ সাবান এর উপকারিতা

Dove সাবান নিয়ে আলোচনার প্রথমেই বলেছি এই সাবানটি ত্বকের জন্য খুবই উপকারী । ডাভ সাবান নিয়মিত ব্যবহার করলে ত্বকের অনেক উপকার পাওয়া যায় । যারা সাবান ব্যবহার করতে তার এর উপকারীতা সম্পর্কে জানতে চান । নিচে ডাভ সাবান এর উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো ---

ত্বক পরিস্কারে কার্যকরী

ডাভ সাবানে রয়েছে আলফা ও বিটা হাইড্রক্সাইড নামক উপাদান রয়েছে । যেটা ত্বকে জমে থাকা অতিরিক্ত ময়লা এবং মৃত কোষ পরিস্কার করে ত্বকের কোনো প্রকার ক্ষতি না করে ।

Dove সাবানের দাম কত | ডাভ সাবান এর দাম

আদ্রতা প্রদান করে

অনেকের ত্বক তৈলাক্ত । এই তৈলাক্ত ত্বকের জন্য ডাভ সাবান অনেক বেশি উপকারী । ডাব সাবান ত্বকের অতিরিক্ত তেল পরিস্কার করে আদ্রতা বজায় রাখতে সহায়তা করে । এই সাবান ত্বকের জ্বালাপোড়া করাও রোধ করে এবং ত্বকের রংকে আরও উজ্জল করে তোলে ।

প্রাকৃতিক ময়েশ্চারাইজার

ডাভ সাবান ব্যবহারের ফলে আপনার তৈলাক্ত ত্বকের জন্য পাবেন রাড়তি উপকারিতা যা ময়েশ্চারাইজারের মতো কাজ করে । এই সাবান ব্যবহারের ফলে আপনার কোমল ত্বকে দাগ পড়া রোধ করে, ত্বকের রুক্ষতা দুর করে । কেউ এই সাবান নিয়েতিম ব্যবহারের ফলে ত্বকে ময়শ্চারাইজিংয় এর কাজ করে যার ফলে ত্বক নরম এবং কোমল রাখতে সাহায্য করে ।

Dove সাবানের দাম কত | ডাভ সাবান এর দাম

ত্বকের পুষ্টি প্রদান

ডাভ সাবান নিয়মিত ব্যবহারে এটি ত্বকে নিয়মিত প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে । ডোভ সাবান নিয়মিত ব্যবহারে নিশ্চিত করে ত্বকের বাহ্যিক পুষ্টি, যার ফলে ত্বক হয় এবং স্বাস্থ্যকর ও উজ্জ্বল ।

অ্যান্টি-অ্যালার্জিক সাবান

এই সাবানে রয়েছে হাইপোলার্জেনিক উপাদান । এই উপাদান তৈলাক্ত ত্বককে প্রতিক্রিয়া এবং ভেঙে যাওয়া থেকে বিরত রাখে । সহজ বাংলায় এই সাবান ব্যবহারের ফলে অ্যালার্জিক সমস্যা হয় না । এই বাসান ত্বকের জন্য উপযুক্ত বলেও পরিচিত ।

ডাব সাবান ব্যবহারের নিয়ম

অনেকেই ডাব সাবান ব্যবহারের নিয়ম জানতে চান । ডাব সাবান ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে আপনার মুখ ভালো ভাবে ভিজিয়ে নিবেন । তারপর ডাভ সাবান ঘসে ফ্যানা তৈরী করুন । এই ফ্যানা সহকারে ১ মিনিট মুখ ম্যাসাজ করুন । এরপর পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে ফেলুন । আশা করি বুঝতে পেরেছেন ।

ডাভ সাবান কি দিয়ে তৈরি

ডাভ সাবান মানুষের মুখ ও শরীরের যত্নে ব্যবহৃত হয়ে থাকে । ডাভ সাবান সিন্থেটিক সার্ফ্যাক্ট্যান্টস নামক একটি উপাদান, উদ্ভিজ্জ তেল (Palm Kernel) এবং পশুর চর্বির লবণ থেকে সাধারণত তৈরি হয়ে থাকে ।

আসল ডাভ সাবান চেনার উপায়

আসল ডাভ সাবানের প্যাকেটের গায়ে সিরিয়াল নাম্বার, লোগো, বার কোড, দেশের নাম, ঠিকানা, মেইল এ্যাড্রেস এগুলো দেওয়া থাকবে । নামের বানানের ক্ষেত্রে ভুল দেখতে পাবেন । সাবানের প্যাকেট এর তারতম্য দেখতে পাবেন । বিশেষ করে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে সাবানের বার কোড স্ক্যান করলে সব তথ্য দেখা যাবে । আর নকলটাতে তা পাবেন না ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


অন্য পোস্টঃ শারীরিক সুস্থতায় ব্যায়ামের প্রয়োজনীয়তা | ব্যায়ামের সুফল

Previous Post Next Post