লাক্স সাবানের দাম | লাক্স সাবানের দাম কত - লাক্স সাবান ইউনিলিভার কোম্পানির একটি ইন্টারন্যাশনাল ব্রান্ড । লাক্স সাবানটি বাংলাদেশসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশে জনপ্রিয় । লাক্স একটি ব্রান্ড এবং এই ব্রান্ডের মধ্যে সাবান, শাওয়ার জেল, শ্যাম্পু এবং কন্ডিশনার রয়েছে ।
এই সাবানটি মূলত নারীদের কাছে অধিক প্রিয় । লাক্স
সাবান কালার, ঘ্রান এবং ওজনের ভেদে আমাদের দেশে কয়েক প্রকারে পাওয়া যায় । আজকে আলোচনা করবো “
আরও পড়ুনঃ Dove সাবানের দাম কত | ডাভ সাবান এর দাম
অন্য পোস্টঃ শরীরের ওজন বৃদ্ধি করার সহজ উপায় | ওজন বাড়ানোর উপায়
বন্ধুরা, আমাদের আমাদের মাঝে অনেকেই আছেন যারা “লাক্স সাবানের দাম | লাক্স সাবানের দাম কত” জানতে চান । আজকের এই ব্লগ পোস্টে লাক্স সাবান এর দাম এবং লাক্স সাবান দিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করবো । যারা লাক্স সাবান ব্যবহার করতে ভালোবাসেন তাদের কাছে এই পোস্টটি আশা করি ভালো লাগবে ।
লাক্স সাবান এর উপকারিতা
অনেকেই লাক্স সাবানের উপকারিতা সম্পর্কে জানতে চান ।
ত্বক থেকে ময়লা দুর করতে লাক্স সাবান বেশ কার্যকারী । লাক্স সাবানে ব্যবহার করা হয়েছে
বিশেষ ময়েশ্চারাইজ যা ত্বককে দ্রুত উজ্জ্বল করতে সাহায্য করে ।
এছাড়া লাক্স সাবানে বেশ কয়েক ধরনের উপাদান রয়েছে যা
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে । লাক্স সাবান ত্বকের গভির থেকে ময়লা বের করে
আনে যা আপনার ত্বকের জন্য খুবই উপকারি । অন্যান্য সাবানের মতো এই সাবান ব্যবহারের ফলে
ত্বকের তেমন ক্ষতি হয় না । তাই আপনার প্রতিদিনের গোসলের সময় এই সাবান নির্দিধায় ব্যবহার
করতে পারেন ।
লাক্স সাবানের দাম
বাংলাদেশে সাধারণত ২ প্রকার এবং ২ কালারে লাক্স সাবান
বাজারে পাওয়া যায় । কালারের মধ্যে সাদা ও গোলাপী । আর ওজনের মধ্যে ৩৫ গ্রাম, ১০০ গ্রাম
এবং ১৫০ গ্রাম । নিচে কালার ও ওজন ভেদে LUX সাবানের দাম দেওয়া হলো ---
সাবানের নাম | সাবানের প্রকার | ওজন | দাম |
---|---|---|---|
লাক্স | সফট গ্লো | ৩৫ গ্রাম | ১৫ টাকা |
লাক্স | সফট গ্লো | ৭৫ গ্রাম | ৪২ টাকা |
লাক্স | সফট গ্লো | ১০০ গ্রাম | ৫৫ টাকা |
লাক্স | সফট গ্লো | ১৫০ গ্রাম | ৭৩ টাকা |
লাক্স | ভেলভেট গ্লো | ৭৫ গ্রাম | ৪২ টাকা |
লাক্স | ভেলভেট গ্লো | ১০০ গ্রাম | ৫৫ টাকা |
লাক্স | ভেলভেট গ্লো | ১৫০ গ্রাম | ৭৩ টাকা |
লাক্স সাবানের উপাদান
লাক্স সাবান কয়েকটি উপাদান দিয়ে তৈরি করা হয় । লাক্স
সাবান তৈরিতে যে সকল উপাদান ব্যবহার করা হয় তা নিচে বর্ননা করা হলো ।
লাক্স সাবানের মূল উপাদান সমুহ ----
সোডিয়াম সোপ, এ্যাকোয়া, পলিওলস, পারফিউম, টাইটেনিয়াম,
ডাইঅক্সাইড, টেট্রাসোডিয়াম ইটিড্রোনেট, টেট্রাসোডিয়াম ইউটিএ, সেরিসিন, রোজা গ্যালিকা
ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট, টোকোফেরিল আসিটেটন, সি আই ১২৪৯০, জেসমিন ফ্লাওয়ার, আলমান্ড
ওয়েল এক্সট্র্যাক্ট, টোকোফেরিল অ্যাসিটেট ।
এছাড়াও সাবান এর প্রকার ভেদে বিভিন্ন ধরনের ভিটামিন
দেওয়া হয় ।
লাক্স সাবান বার সফট গ্লো |
লাক্স সাবান পাইকারি
লাক্স সাবান পাইকারি কিনতে পাওয়া যায় বাজারের বিভিন্ন
পাইকারি দোকান গুলোতে । এছাড়া আপনার যদি কোনো দোকান থাকে তাহলে ইউনিলিভারের কাছ থেকেও
পাইকারি লাক্স সাবান কিনতে পারবেন ।
লাক্স সাবান ১০০ গ্রাম
আমাদের মাঝে অনেকেই আছেন লাক্স সাবান ১০০ গ্রাম এর দাম
জানতে চান । লাক্স ১০০ গ্রাম সাবান দুই ধরনের আছে, একটি হচ্ছে লাক্স সাবান বার ভেলভেট
গ্লো ১০০ গ্রাম দাম ৫৫ টাকা এবং লাক্স সাবান বার সফট গ্লো ১০০ গ্রাম এর দাম ৫৫ টাকা
।
লাক্স সাবান বার ভেলভেট গ্লো |
লাক্স সাবানের ph কত
আমাদের মাঝে অনেকেই আছেন যারা লাক্স সাবানের ph কত জানতে চান । লাক্স সাবানের ph কত? এটা জানতে অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করেও পরিস্কার তথ্য পাওয়া যায়নি । তবে ইউটিউবের একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে লাক্স সাবানের ph হচ্ছে ৫.১৫ ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
অন্য পোস্টঃ ছেলেদের চেহারা সুন্দর করার খাবার | ছেলেদের চেহারা ফর্সা করার উপায়