ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | Brac Bank Student Account

ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | Brac Bank Student Account - আমাদের বাংলাদেশ অনেক ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট আছে । সম্প্রতি ব্র্যাক ব্যাংক ছাত্রদের জন্য তাদের ব্যাংকিং স্কিম এতটাই উন্নত করেছে যার আপডেট আমরা তাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাব ।

স্টুডেন্টদের জন্য ব্রাক ব্যাংক এখন তিন ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে । এক কথায় বলা যায় একের ভিতর তিন সুবিধা । এতটুকু বলতে পারব ব্র্যাক ব্যাংকের এই স্কিমটা যদিও নতুন তারপরও কিন্তু একজন স্টুডেন্ট এর জন্য এই একাউন্ট অনেক ভালো হবে বর্তমান ও ভবিষ্যতের জন্য ।

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | IBBL Student Account

ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | Brack Bank Student Account

আরও পড়ুনঃ এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account

আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট নিয়ে আলোচনা করবো । তাহলে চলুন Brack Bank Student Account সম্পর্কে বিস্তারিত জেনে নিই ।

ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট

আগেই বলেছিলাম যে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সাধারণত তিন রকমের সুবিধা দিচ্ছে তা নিম্নরূপ -----

১। স্টুডেন্ট একাউন্ট

২। আগামী পার্সোনাল লোন

৩। স্টুডেন্ট ক্রেডিট কার্ড

স্টুডেন্ট একাউন্ট স্টুডেন্ট - প্রথম যে সুবিধা স্টুডেন্টদের জন্য ব্র্যাক ব্যাংক দিচ্ছে সেটা হলো ব্র্যাক ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট করার সুবিধা ।

আগামী পার্সোনাল লোন - ব্র্যাক ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট করলে পড়াশোনা করার জন্য লোন সুবিধা আছে । দেশে এবং দেশের বাইরে হায়ার এডুকেশন এর জন্য সহযোগিতা করা হবে লোনের মাধ্যমে । কি কি করলে এই লোন সুবিধা পাবেন তার পরে ধাপে ধাপে আলোচনা করা হবে ।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড - ব্র্যাক ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট করলে একজন স্টুঢেন্ট ক্রেডিট কার্ড এরও ‍সুবিধা পাবে । কোন প্রক্রিয়া ক্রেডিট কার্ড পাওয়া যাবে তা ধাপে ধাপে আলোচনা করা হবে ।

ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ব্র্যাক ব্যাংকে দুই ধরনের একাউন্ট আছে, প্রথমটি হচ্ছে “ব্র্যাক ব্যাংক আগামী স্টুডেন্ট একাউন্ট” এবং দ্বিতীয়টি হচ্ছে “ব্র্যাক ব্যাংক তারা স্টুডেন্ট একাউন্ট” । এই একাউন্ট খুলতে গেলে প্রথমে আপনাকে নিকটস্থ ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে এবং যে একাউন্ট করবেন (আগামী/তারা) সেটির একটি ফরম নিবেন ।

ফরম নেওয়ার পর নিচে বর্ণিত কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট সহকারের নির্দিষ্ট ব্রাঞ্চে জমা দিবেন । তারপর ওই ব্রাঞ্চের ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে জেনে নিবেন যে কবে নাগাদ আপনার একাউন্ট একটিভ হবে ।

ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট প্রকারভেদ

ব্রাক ব্যাংক ছোট এবং বড় স্টুডেন্টদের জন্য সুবিধা দিয়ে সুডেন্ট একাউন্ট এর ব্যাবস্থা করেছে । ব্র্যাক ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট সাধারণত দুই প্রকারের, যথা ----

১। ব্র্যাক ব্যাংক আগামী স্টুডেন্ট একাউন্ট (Brac Agami)

২। ব্র্যাক ব্যাংক তারা স্টুডেন্ট একাউন্ট (Brac Tara)

ব্র্যাক ব্যাংক আগামী স্টুডেন্ট একাউন্ট

ব্র্যাক ব্যাংক আগামী স্টুডেন্ট একাউন্ট হল যে স্টুডেন্টদের বয়স ১৮ বছরের কম তাদের জন্য এই একাউন্টের ব্যবস্থা করা হয়েছে । একজন স্টুডেন্টকে এই একাউন্ট করতে হলে তার অভিভাবককে সাথে করে নিয়ে আসতে হবে ।

ব্র্যাক ব্যাংক তারা স্টুডেন্ট একাউন্ট

ব্র্যাক ব্যাংক তারা স্টুডেন্ট একাউন্ট হল যে স্টুডেন্টদের বয়স ১৮ বছরের উপরে তাদের জন্য ব্র্যাক ব্যাংক এই একাউন্টের ব্যবস্থা করেছে । একজন স্টুডেন্ট এই একাউন্ট সকল প্রকার কাগজ-পত্র (ডকুমেন্ট) জমা দিয়ে খুলতে পারবে । এখানে স্টুডেন্ট এর অভিভাবককে আনার প্রয়োজন নাই ।

আগামী স্টুডেন্ট একাউন্ট করতে যা যা লাগবে

১। প্রথমত এই একাউন্টটি খোলার জন্য ব্র্যাক ব্যাংক থেকে আগামী স্টুডেন্ট একাউন্ট এর একটি ফরম নিতে হবে ।

২। স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন পড়বে ।

৩। স্টুডেন্ট এর জন্ম সনদ লাগবে

৪। দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে

৫। নমিনীর ১ কপি ছবি লাগবে

৬। নমিনির এনআইডি কার্ডের ফটোকপি লাগবে

৭। একাউন্টে ডিপোজিট করার জন্য ২৫০ টাকা লাগবে ।

৮। আগামী একাউন্ট করতে হলে অভিভাবককে সাথে করে নিয়ে আসতে হবে

আরও পড়ুনঃ 

তারা স্টুডেন্ট একাউন্ট করতে যা যা লাগবে

১। স্টুডেন্ট আইডি এর ফটোকপি

২। এন আইডি অথবা জন্ম সনদের ফটোকপি

৩। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি

৪। নমিনীর ১ কপি ছবি

৫। নমেনির এনআইডি কার্ডের ফটোকপি

৬। ২৫০ টাকা ডিপোজিট করার জন্য প্রয়োজন হবে

ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা

ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর স্টুডেন্টদের জন্য ব্র্যাক ব্যাংকের যে সকল সুযোগ সুবিধা থাকছে তা নিম্নরূপ --

১। স্টুডেন্ট একাউন্ট করার সুবিধা

২। স্টুডেন্ট আগামী পার্সোনাল লোন সুবিধা

৩। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সুবিধা

৪। স্টুডেন্ট একাউন্ট করলে পাচ্ছেন একটি মাল্টি কারেন্সি ডেবিট কার্ড (ডুয়েল কারেন্সি)

৫। একাউন্টে টাকা জমানোর সুবিধা

৬। ডিপিএস ও ডিপোজিট এর সুবিধা

৭। মাত্র ২৫০ টাকা জমা দিয়ে একাউন্ট অ্যাক্টিভ এর সুযোগ

৮। কোন একাউন্ট মেনটেনেন্স চার্জ বা হিডেন কোনো প্রকার চার্জ নেই

৯। লোন পাওয়ার সহজ সুবিধা

১০। ক্রেডিট কার্ড নেওয়ার সুবিধা

ব্রাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট লোন সুবিধা কারা পাবে

একজন স্টুডেন্ট যদি ব্রাক ব্যাংকে একটি স্টুডেন্ট করে তাহলে সে একটি সময় লোন সুবিধা পাবে । তবে এই লোন সুবিধা পেতে হলে কিছু শর্ত আছে তা নিচে দেওয়া হলো -------

১। পরিবারের যে কেউ বৈধ ইনকাম হিসাবে মাসিক ২৫ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করলে ।

২। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে ।

৩। দেশের বাইরে স্টুডেন্ট এর ক্ষেত্রে অফার লেটার ও ভিসা প্রসেস হয়ে গেলে ।

ব্রাক ব্যাংক স্টুডেন্ট কত টাকা লোন পাবে

দেশের ভিতরে যে কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াকালীন সেমিস্টার ফি হিসেবে পার্সোনাল লোন পাওয়ার সুবিধা থাকছে । একজন স্টুডেন্ট কত টাকা এবং কিসের উপর ভিত্তি করে লোন পাবে তা নিচে দেওয়া হলো -------

১। দেশের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াকালীন এখানে আপনি পাচ্ছেন সেমিস্টার ফি বাবদ যা লাগবে তার ১৩০% পর্যন্ত লোন পাওয়ার সুবিধা ।

২। দেশের বাইরে যে কোন ইউনিভার্সিটিতে সেমিস্টার ফি বাবদ যা লাগবে তার ১৩০% লোন সুবিধা ।

ব্রাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ক্রেডিট কার্ড কারা পাবে

একজন স্টুডেন্ট যদি ব্রাক ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট করে তাহলে সে একটি সময় ক্রেডিট কার্ড সুবিধা পাবে । তবে এই ক্রেডিট কার্ড সুবিধা পেতে হলে কিছু শর্ত আছে তা নিচে দেওয়া হলো -------

১। যে সকল স্টুডেন্টদের কমপক্ষে এক বছরের একাউন্টের এভারেজ ব্যালেন্স ভালো থাকবে ।

২। স্টুডেন্ট কতৃক ডিপিএস করলে

৩। স্টুডেন্ট কতৃক এফডিআর করলে ।

ব্রাক ব্যাংক হেল্পলাইন

২৪ ঘন্টা এই নাম্বারে দেশের মধ্য থেকে যে কোনো অপারেটর থেকে কল করতে পারবেন – ১৬২২১ নাম্বারে ।

এবং বিদেশ থেকে কল করতে পারেন +৮৮ ০২ ৫৫৬৬৮০৫৬ নাম্বারে ।

ব্র্যাক ব্যাংক হেড অফিস

  • ব্র্যাক ব্যাংক লিমিটেড
  • অনিক টাওয়ার
  • ২২০/বি, তেজগাঁও গুলশান সংযোগ সড়ক
  • তেজগাঁও, ঢাকা ১২০৮
  • ব্রাক ব্যাংক ই-মেইলঃ enquiry@bracbank.com
  • ব্রাক ব্যাংক ওয়েব সাইটঃ https://www.bracbank.com/bn/


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট

Previous Post Next Post