অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম | ই পাসপোর্ট চেক 2023

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম | ই পাসপোর্ট চেক 2023 - আমাদের ভিতরে যারা ই পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করেছি এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে এসেছি তারা অনেকেই জানিনা কিভাবে ই-পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাসটি কি তা কিভাবে জানতে হয় ।

আরও পড়ুনঃ নতুন পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম

আরও পড়ুনঃ অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন

বন্ধুরা আজকের এই পোস্ট এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আপনারা ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানবেন ।

আপনার পাসপোর্টটি ভেরিফিকেশন এর জন্য কমপ্লিট হয়েছে কিনা কিংবা আপনার ই-পাসপোর্ট প্রিন্টিং এর জন্য গিয়েছে কিনা কিংবা আপনার ই-পাসপোর্ট ইস্যু হয়েছে কিনা এ সকল বিষয় আপনারা কিভাবে জানবেন তা আজকের আলোচনায় জানিয়ে দেব ।

অনলাইনে ই পাসপোর্ট চেক করুন

১। ই পাসপোর্ট এর বর্তমান অবস্থান জানার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করবেন ।

২। ব্রাউজার এ প্রবেশ করার পর URL বারে টাইপ করবেন ই passport.gov.bd । আপনাদের সুবিধার জন্য এখানে লিঙ্কটি দেওয়া হল ।

EPassport Portal Link

৩। এবার ওই ওয়েবসাইটে প্রবেশ করার পর Check Status নামে একটি অপশন থাকবে ওইখানে ক্লিক করুন ।

৪। এবার আপনার সামনে Check application status নামে একটি পেজ ওপেন হবে ।

৫। ওই পেজে আপনি দেখতে পাবেন Application ID দিতে বলা হয়েছে ।

৬। এই Application ID টি পেয়ে যাবেন আপনার ই-পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ এর বাম পাশের একেবারে কর্নারে উপরের অংশে ।

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
Application ID 

৭। এখান থেকে Application ID টি নিয়ে নির্দিষ্ট স্থানে টাইপ করে দিবেন ।

৮। এবার আপনি আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম সাল লিখে দিবেন । Select date of birth লেখা অপশনে আপনার জন্ম তারিখ দিন ।

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট চেক 2023

৯। এর পর ক্যাপচা পুরন করে চেক অপশনে ক্লিক করবেন অর্থাৎ I am Human অপশনে ক্লিক করুন ।

১০। I am Human অপশনে ক্লিক করার পর টিক মার্ক আসবে । এবার চেক লেখা বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন ।

** বন্ধুরা পাসপোর্ট তৈরি হওয়ার পরও কিন্তু অনেকের মোবাইলে এসএমএস আসে না কিন্তু ইমেইলের মাধ্যমে জানানো হয় ।

** যারা ইমেইল চেক করতে পারেন না তারা চাইলে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের পাসপোর্ট এর বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন ।

SMS এর মাধ্যমে ই পাসপোর্ট চেক

👉 যারা অনলাইনে ই পাসপোর্ট চেক করতে পারেন না বা অনলাইনে ই পাসপোর্ট চেক করতে সমস্যা তারা SMS এর মাধ্যমে আপনার ই পাসপোর্ট এর অবস্থা চেক করতে পারবেন ।

👉 কিভাবে SMS ই পাসপোর্ট চেক করবেন? SMS এর মাধ্যমে ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করতে হলে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপের বাম পাশে উপরে Application ID দেওয়া থাকবে ।

👉 আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে প্রথমে টাইট করুন EPP তারপর Application ID টাইপ করুন এবং পাঠিয়ে দিন ১৬৪৪৫ নাম্বারে ।

👉 ফিরতি ম্যাসেজ এ আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে দেওয়া হবে ।

👉 EPP স্পেস Application ID Sand to 16445

E Passport Login BD

আপনি যখন ই-পাসপোর্টের জন্য যে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে E Passport পোর্টালে একাউন্ট করেছিলেন সেই ই-মেইল ওপাসওয়ার্ড দিয়ে E Passport পোর্টালে আবার লগইন করুন এবং E Passport এর বর্তমান Status দেখে নিন । 

E Passport Portal Link

E Passport Check Online - OID (Online Registration ID)

১। আপনি যখন অনলাইনে ই পাসপোর্ট এর জন্য আবেদন করবেন তখন আবেদন প্রক্রিয়া শেষ হলে একটি এ্যাপ্লিকেশন সামারি কপি দেওয়া হয় । ঐ এ্যাপ্লিকেশন সামারিতেই OID- Online Registration ID দেওয়া থাকে ।

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
OID- Online Registration ID

২। OID – দিয়ে ই পাসপোর্ট চেক করতে হলে প্রথমে আপনাকে অনলাইনে epassport.gov.bd পোর্টাল ভিজিট করতে হবে ।

৩। এখানে প্রবেশ করলে চেক স্টাটাস নামে একটি অপশন দেখতে পাবেন । ঐখানে ক্লিক করুন ।

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম

৪। এবার যে পেজটি ওপেন হবে সেখানে Online Registration ID লেখা বক্সে আপনার Online Registration IDটি দিয়ে দিন ।

৫। Select date of birth লেখা অপশনে আপনার জন্ম তারিখ দিন ।

৬। এবার I am Huma অপশনে ক্লিক করুন এবং এখানে টিক চিহ্ন আসবে ।

৭। এবার চেক বাটনে ক্লিক করলেই পাসপোর্ট কোন অবস্থায় আছে এবং কোথায় আছে তা জানতে পারবেন ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড | Teletalk Emergency Balance Code

Previous Post Next Post