বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | বাটন মোবাইলে
নগদ একাউন্ট ২০২৩ - “নগদ” হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল ব্যাংকিং সেবা । বাংলাদেশে
মোবাইল ব্যাংকিং সেবা-এর মধ্যে যতগুলো জনপ্রিয় তার মধ্যে নগদ অন্যতম ।
আমাদের দেশের জনগনের একটি বড় অংশ এখনও বাটন মোবাইল ব্যাবহার
করেন । যারা বাটন মোবাইল ব্যাবহার করেন তারা অনেকেই নগদ মোবাইল ব্যাংকিং সেবা গ্রহনের
জন্য বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম জানতে চান ।
অন্য পোস্টঃ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | IBBL Student Account
অন্য পোস্টঃ ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বাটন মোবাইলের সাহায্যে ভোটার আইডি কার্ড অর্থাৎ NID কার্ড ছাড়াই একটি নগদ একাউন্ট খুলবেন ।
বর্তমানে নগদ একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস
। কারণ অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে নগদ এর ক্যাশ আউট চার্জ সব থেকে কম এবং
অন্যান্য সুযোগ-সুবিধাও অনেক বেশি । তাই আর কথা না বাড়িয়ে চলুন আসল আলোচনায় যাওয়া
যাক ।
বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম
আপনি নিশ্চয়ই বাটন মোবাইলের মাধ্যমে নগদ একাউন্ট করতে
চাচ্ছেন । তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আপনাকে করতে হবে তা নিচে পর্যায়ক্রমে
আলোচনা করা হলো ------
১। প্রথমে আপনার হাতের বাটন মোবাইল থেকে নগদ কোড
*167# ডায়াল করতে হবে ।
২। এবার আপনি যে সিমটি দিয়ে নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন
সেটি সিলেক্ট করে কল দিন ।
৩। এবার যে ইন্টারফেসটি আপনার বাটন মোবাইলে ওপেন হবে
সেখানে লেখা থাকবে Set 4-Digit Pin অর্থাৎ আপনাকে ৪ সংখ্যার একটি পিন দিতে বলা হচ্ছে
।
৪। এবার Reply অপশনে এ ক্লিক করে ৪ সংখ্যার পিন টাইপ
করে Ok বাটনে প্রেস করুন ।
৫। এরপর আপনার বাটন মোবাইলে যে ইন্টারফেসটি ওপেন হবে
সেখানে “Confirm New Pin” লেখা থাকবে । এখানে আবারও আপনার দেওয়া ৪ সংখ্যার পিনটি টাইপ
করে Ok বাটনে প্রেস করুন ।
৬। এবার আপনার বাটন মোবাইলে যে ইন্টারফেসটি ওপেন হবে
সেখানে লেখা থাকবে “Do you want Profit Bearing Account?” 1. Yes 2. No অর্থাৎ আপনি
কি এই অ্যাকাউন্ট থেকে মুনাফা পেতে চান মুনাফা পেতে চাইলে 1 এবং মুনাফা পেতে না চাইলে
2 টাইপ করে Ok বাটনে প্রেস করুন ।
৭। এবার আপনার বাটন মোবাইলে যে ইন্টারফেসটি ওপেন হবে
সেখানে লেখা থাকবে “Set Pin Successful. Please wait for Confirmation SMS” অর্থাৎ
আপনার পিনটি সঠিকভাবে সেট করা সম্পন্ন হয়েছে । এবার কনফার্মেশন SMS এর জন্য অপেক্ষা
করুন ।
৮। আপনার বাটন মোবাইলে কনফার্মেশন SMS আসার পর নগদ কোড
*167# ডায়াল করলে নগদ মেনু আপনার বাটন মোবাইলে ওপেন হবে ।
এবার আপনি নগদ এর সেবা সমূহ, যেমন - ক্যাশ আউট, সেন্ড
মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, একাউন্ট ব্যালেন্স চেক, পিন রিসেট করতে পারবেন
।
নগদ একাউন্টের ক্যাশ আউট চার্জ
যারা নতুন করে নগদ একাউন্ট খুলছেন তারা জানতে চান যে
নগদের ক্যাশ আউট চার্জ কত? যারা জানেন না তাদের জন্য নিচে নগদের ক্যাশ আউট এর বিবরন
দেওয়া হলো ।
মাধ্যম | ক্যাশ আউট চার্জ - প্রতি হাজারে (ভ্যাট ছাড়া) | ক্যাশ আউট চার্জ - প্রতি হাজারে (ভ্যাট সহ) |
---|---|---|
নগদ অ্যাপের মাধ্যমে | ৯.৯৯ টাকা | ১১.৪৯ টাকা |
নগদ USSD ডায়াল করে | ১৩.০৫ টাকা | ১৫.০০ টাকা |
নগদ কোড নাম্বার
প্রতিটি মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা করার জন্য একটি
নির্দ্দিষ্ট কোড থাকে । ঠিক তেমনি নগদ এরও একটি কোড নাম্বার রয়েছে । এই কোডটিকে
USSD কোড বলা হয় । নগদ এর USSD কোড হচ্ছে *167# । *167# কোড ডায়ালের মাধ্যমে বাটন মোবাইল
থেকে এবং স্মার্টফোন থেকে ম্যানুয়ালি নগদ মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা করতে হয় ।
নগদ USSD Code হচ্ছে *167#
অন্য পোস্টঃ
- টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড | Teletalk Emergency Balance Code
- দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম | বিদেশে টাকা পাঠানোর নিয়ম
- বীমা কি ও কেন | বীমা কেন প্রয়োজন
নগদ একাউন্টের সুবিধা ২০২৩
যারা নগদ পরিবারের সাথে একেবারেই নতুন যোগ হয়েছে তারা
জানতে চান নগদ একাউন্টের সুবিধা কি কি? যারা একেবারেই নগদ মোবাইল ব্যাংকিং সেবা নতুন
ব্যাবহার করছেন তাদের জন্য নিচে নগদ একাউন্টের সুবিধা সমূহ দেওয়া হলো ।
১। নগদ প্রথম সুবিধা হলো একটি বাটন মোবাইল অথবা স্মার্টমোবাইল
থেকে যে কোনো মুহুর্তে একাউন্ট খুলতে পারবেন । একাউন্ট খোলার সময় কোনো প্রকার আইডি
কার্ডের প্রয়োজন হয় না ।
২। নগদ একাউন্ট এর প্রথম সুবিধা হলো এই একাউন্ট সম্পূর্ণ
ফ্রিতে খোলা যায় । এই একাউন্ট খোলার সময় কোনো টাকা লেনদেন এর প্রয়োজন পড়ে না ।
৩। একটি নগদ একাউন্ট থেকে অন্য একটি নগদ একাউন্টে টাকা
সেন্ড করতে পারেবেন ফ্রিতে ।
৪। নগদের সব থেকে সেরা সুবিধা হলো সর্ব নিম্ন রেট ৯.৯৯
টাকায় (প্রতি হাজার) ক্যাশ আউটের সুবিধা ।
৫। থাকছে ফ্রিতে নগদের ক্যাশ ইন সুবিধা ।
৬। থাকছে যে কোনো মোবাইল অপারেটরে রিচার্জ এর সুবিধা
যে কোনো সময় ।
৭। থাকছে নগদ একাউন্ট থেকে ব্রান্ড ও শপগুলোতে পেমেন্ট
করার সুবিধা ।
৮। ইউটিলিটি বিল (বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল,
টেলিফোন, ইন্টারনেট ও অন্যান্য বিল) প্রদানের সুবিধা ।
৯। মূল একাউন্টে জমাকৃত টাকার উপর মুনাফা পাওয়ার সুবিধা
।
১০। থাকছে ইসলামিক মতে একাউন্ট পরিচালনার সুবিধা ।
নগদ Customer Care Number
👉 দেশে মধ্য যে কোনো অপারেটর থেকে ২৪ ঘন্টা যে কোনো সমস্যায়
যোগাযোগ করতে পারবেন 16167 নাম্বারে ।
👉 দেশের বাইরে থেকে ২৪ ঘন্টা যে কোনো সমস্যায় যোগাযোগ
করতে পারবেন 096 096 16167 নাম্বারে ।
👉 ইমেই এ্যাড্রেসঃ info@nagad.com.bd যে কোনো সমস্যায়
মেইল করতে পারেন ।
নগদ হেড অফিস ঠিকানা
ডেল্টা ডালিয়া টাওয়ার (লেভেল ১৩ এবং ১৪),
৩৬ কামাল আতাতুর্ক এভিনিউ,
বনানী, ঢাকা -১২১৩
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
অন্য পোস্টঃ এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account