বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ থেকে লোন ২০২৩

বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ থেকে লোন ২০২৩ - আপনার কি জরুরি মুহূর্তে টাকার বিশেষ প্রয়োজন? বিকাশের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ডিজিটাল ক্ষুদ্রলোন ব্যবস্থা চালু করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক । সেবাটি উদ্বোধনের দিন অর্থাৎ ১৬ডিসেম্বর ২০২১ পরবর্তী ১২ ঘণ্টায় বিকাশের ৪৮৫ গ্রাহককে এ লোন দিয়েছে সিটি ব্যাংক ।

এ লোন পেতে বিকাশ গ্রাহকদের কোথাও যেতে হয়নি । এমনকি কোনো নথিতেও স্বাক্ষর করতে হয়নি । সম্পূর্ণ ডিজিটাল উপায়ে ঘরে বসে হাতের মুঠোফোনেই অনলাইনের মাধ্যমে এ লোন পেয়েছেন গ্রাহকেরা । এর মাধ্যমে ডিজিটাল ওয়েতে অনলাইনের মাধ্যমে গ্রাহককে লোন প্রদানের যুগে প্রবেশ করল বাংলাদেশ ।

আরও পড়ুনঃ বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং ২০২৩ | বয়স্ক ভাতা টাকা চেক

বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ থেকে লোন ২০২৩

আরও পড়ুনঃ বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম ২০২৩ | How to Close a bKash Account

বিকাশের যে গ্রাহকেরা লোন পাওয়ার যোগ্য, তাঁরা বিকাশ অ্যাপসের ‘লোন’ বিভাগে কয়েক ক্লিকেই পাচ্ছেন তাৎক্ষণিক লোন । এ জন্য কোনো নথিতে স্বাক্ষর করতে হচ্ছে না, প্রয়োজন হচ্ছে না কোনো নমিনি বা জামিনদারের । নানা মানদণ্ডের ভিত্তিতে বিকাশের এমন যোগ্য গ্রাহকদের ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত লোন দিচ্ছে সিটি ব্যাংক, যা কাগজপত্র ছাড়া ও জামানত বিহীন লোন ।

বর্তমান বিকাশ অ্যানাউন্সমেন্ট করেছে যে লোন অপশন সবার জন্য । যেখান থেকে আপনি ৫০০ টাকা থাকে ২০,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ লোন সুবিধা পেতে পারেন । একজন বিকাশ গ্রাহক বর্তমানে ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত লোনের আবেদন করতে পারবেন ।

বিকাশ অ্যাপস থেকে কিভাবে লোন নিবেন, লোন নেওয়ার পরবর্তী সময়ে আপনার কি ধরনের কার্যকলাপ হয়ে থাকবে এবং বিকাশ এপস থেকে কেনইবা লোন নিবেন? এই বিষয়গুলি নিয়ে আজকের ব্লগ পোস্টে আলোচনা করা হবে ।

কেন আপনি বিকাশ থেকে লোন নেবেন?

১। বিকাশ কর্তৃপক্ষ সিটি ব্যাংকের সাথে চুক্তি করে বিকাশ গ্রাহকদের জন্য লোন সুবিধা দিচ্ছে ।

২। বিকাশ এপস এর মাধ্যমে সিটি ব্যাংকের লোন নিতে গেলে কোন প্রকার কাগজপত্র বা ডকুমেন্টের প্রয়োজন হবে না । বিকাশ কর্তৃপক্ষ আপনার হয়ে সিটি ব্যাংকে আপনার পরিচয় পত্র সহ সমস্ত কাগজপত্র সরবরাহ নিশ্চিত করবে ।

৩। বিকাশ এপস থেকে লোন পেতে হলে শুধুমাত্র “লোন” অপশনে ক্লিক করবেন । লোন নিতে কোন ধরনের জামানতের প্রয়োজন পড়বে না ।

৪। বর্তমান সময়ে বিকাশ- সিটি ব্যাংকের ঋণের পরিশোধের প্রজেক্ট চালু রয়েছে তিন মাসের জন্য । পরবর্তীতে এই লোন পরিশোধের সময়সীমা বাড়তে পারে বলে বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে ।

৫। আপনি যদি বিকাশ অ্যাপস থেকে লোন নিয়ে থাকেন এবং আপনার একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে সে ক্ষেত্রে সিটি ব্যাংক প্রতিমাসে আপনার কিস্তির টাকা আপনার জমানো টাকা থেকে কেটে নিবে নির্ধারিত সময় ।

অথবা আপনি নিজে চাইলেও কিন্তু একটি নির্দিষ্ট তারিখের দিকে আপনার যে কিস্তি রয়েছে অর্থাৎ সিটি ব্যাংক থেকে লোন নিয়েছেন বিকাশের মাধ্যমে সেটিও কিন্তু পরিশোধ করতে পারবেন ।

লোন নেওয়ার ক্ষেত্রে যে কাজগুলো হয়ে থাকবে

১। আপনি যদি একবার লোন নিয়ে থাকেন সে ক্ষেত্রে তিন মাসের মধ্যে দ্বিতীয় বার লোনের জন্য আবেদন করতে পারবেন না ।

২। বিকাশ - সিটি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী সময়ে এই লোনের পরিমাণ ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে ।

৩। বিকাশ - সিটি ব্যাংকের এই প্রজেক্টটি ছিল প্রাথমিক বা পাইলট প্রজেক্ট । বর্তমান সময়ে এটি পাইলট প্রজেক্ট থেকে সম্পূর্ণ হয়ে নিয়মিত প্রজেক্ট এ পরিণত হয়েছে ।

৪। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে লোনের ইন্টারেস্ট ৯% হয়ে থাকে । বিকাশ অ্যাপস ব্যবহার করে সিটি ব্যাংক থেকে লোন নিলে ইন্টারেস্টের হার ৯% হবে ।

৫। আপনি যদি সময়মতো লোন পরিশোধ না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে লেট ফি প্রদান করতে হবে ।

৬। লেট এর পরিমাণ বাৎসরিক ২% হারে প্রযোজ্য ।

বিকাশ অ্যাপ থেকে কিভাবে লোন নিবেন

১। আপনার যে বিকাশ অ্যাপস টি রয়েছে সেটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিন । তা না হলে আপনার অ্যাপসের ইন্টারফেসে “লোন” অপশনটি নাও থাকতে পারে ।

বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ থেকে লোন ২০২৩

২। এরপর বিকাশ অ্যাপস এ লগইন করে ভিতরে প্রবেশ করলে “আরও” নামে একটি অপশন দেখতে পাবেন ।

বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | বিকাশ থেকে লোন ২০২৩

৩। আরও অপশনে ক্লিক করলে “লোন” অপশন দেখতে পাবেন ।

৩। লোন অপশনে ক্লিক করলে পরবর্তী কার্যক্রম আপনাকে মেনে চলতে হবে ।

বিকাশ অ্যাপ থেকে কারা এই লোন পাবেন

১। সাধারণত যারা বিকাশ অ্যাপস নিয়মিত ব্যবহার করেন তারাই এই লোন সুবিধা পাবেন ।

২। বিকাশ অ্যাপস ব্যবহার করে সিটি ব্যাংক থেকে লোন পেতে হলে বিকাশ অ্যাপস এর লোন অপশনে যান । তাহলে বুঝতে পারবেন যে আপনি লোন পাবেন কি পাবেন না ।

৩। লোন প্রদানের ক্ষেত্রে নির্দ্দিষ্ট নীতিমালা অনুসারে সিটি ব্যাংক কিছু সংখ্যক নির্দিষ্ট বিকাশ অ্যাপস ব্যবহারকারীর জন্যই এই লোন সুবিধা প্রদান করবে ।

৫। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে সিটি ব্যাংক কর্তৃক সংরক্ষিত থাকবে ।

৬। লোন প্রদানের ক্ষেত্রে বিকাশ - সিটি ব্যাংকের অনলাইন অলগারিদমে বিকাশ অ্যাপস এর মাধ্যমে লেনদেনের একটি স্কোর থাকবে । সেই ভিত্তিতে নির্ধারণ করা হবে আপনার লোন পাওয়ার সম্ভাবনা কতটুকু ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম | How to Create Upay Account

Previous Post Next Post