বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট | Bangladesh Agricultural Research Institute

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট | Bangladesh Agricultural Research Institute - বাংলাদেশের সব থেকে বড় এবং বহু প্রকার ফসল গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) । সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন, কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকার দানা জাতীয় শস্য, কন্দাল ফসল, ডাল ও তেল জাতীয় ফসল, সবজি, ফল, ফুলসহ প্রায় ২১১টি ফসলের উপর গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ।

আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে “বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট | Bangladesh Agricultural Research Institute” বিষয় নিয়ে আলোচনা করব । আশা করি আজকের ব্লগ পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে ।

আরও পড়ুনঃ বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস | বাংলা নববর্ষ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট | Bangladesh Agricultural Research Institute

পটভূমি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ইতিহাস শতাধিক বছরের পুরাতন । ১৮৮০ সালের ফেমিন কমিশনের রিপোর্টের ভিত্তিতে একটি শাখা হিসাবে “বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট” এর অধীনে এ ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় ।

গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কৃষি বিভাগ ল্যান্ড রেকর্ড ডিপার্টমেন্টের আওতামুক্ত করে একে পৃথক করেন এবং “নিউক্লিয়ার এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরি” নামে ঢাকার তেজগাঁও এলাকায় একটি কৃষি গবেষণাগার প্রতিষ্ঠা করেন ।

এরপর ১৯০৮ সালে সালে ঢাকা থেকে গাজীপুরের জয়দেবপুরে ১৬১.২০ হেক্টর জমির উপর ঢাকা ফার্ম প্রতিষ্ঠিত হয় । ১৯৬৬ সালে ঢাকা থেকে গাজীপুরের জয়দেবপুরে ২৬০ হেক্টর জমিতে ঢাকা ফার্ম স্থানান্তরিত হয় ।

১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন । এরই ধারাবাহিকতায় ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে ।

BARI সম্পর্কিত সংস্থাসমূহ

যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান সাথে BARI-এর সম্পর্ক রয়েছে কিংবা উন্নয়নের স্বার্থে BARI যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান সাথে  সংযোগ রক্ষা করে, সে সকল প্রতিষ্ঠান নিম্নে উল্লেখ করা হলো ---

Mexico (CIMMYT) : The International Maize and Wheat Improvement Centre.

Nigeria (IITA) : International Institute of Tropical Agriculture.

Lebanon (ICARDA) : International Centre for Agricultural Research in the Dry Area.

India (ICRISAT) : International crops Research Institute for the Sami-Arid Tropics.

Peru (CIP) : The International Potato Centre.

India (ICAR) : The Indian Council of Agricultural Research.

Australia (CMA) : Climate Modeling Alliance.

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সাফল্য

বাংলাদেশের জলবায়ু ও কৃষকের চাহিদা অনুযায়ী, BARI-এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬২৫ টি উচ্চ ফলনশীল জাত এবং ৬২৬টি ফসল উৎপাদনের প্রযুক্তিসহ মোট ১,২৫১ টি প্রযুক্তি উদ্ভাবন করে । এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ডাল, তেলবীজ, সবজি, ফল ইত্যাদির ১০ হাজারের অধিক কৌলি সম্পদ (জার্মপ্লাজম) জিন ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করছে ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভবিত জাতসমূহ

নাম

সংখ্যা

নাম

সংখ্যা

দানা জাতীয় ফসল

৮৩টি

ফল ফসল

৯৮টি

তেলবীজ ফসল

৫৩টি

ফুল ফসল

২৫টি

ডাল ফসল

৪৩টি

মসলা ফসল

৫০টি

কন্দাল ফসল

১৩৩টি

আঁশ জাতীয় ফসল

০৮টি

সবজি ফসল

১৩১টি

নেশা জাতীয় ফসল

০১টি

মোট

 

 

৬২৬টি

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর গবেষনা কেন্দ্র

নাম

অবস্থান

তেলবীজ গবেষণা কেন্দ্র

জয়দেবপুর, গাজীপুর

উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র

জয়দেবপুর, গাজীপুর

কন্দাল ফসল গবেষণা কেন্দ্র

জয়দেবপুর, গাজীপুর

উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র

জয়দেবপুর, গাজীপুর

মসলা গবেষণা কেন্দ্র

শিবগঞ্জ, বগুড়া

ফল গবেষণা কেন্দ্র

বিনোদপুর, রাজশাহী

সাইট্রাস গবেষণা কেন্দ্র

জৈন্তাপুর, সিলেট

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিস্তারিত

নাম : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)

BARI-এর পূর্ণরূপ : Bangladesh Agricultural Research Institute

প্রতিষ্ঠা : ১৯৭৬ সাল

অবস্থান : জয়দেবপুর, গাজীপুর

ধরন : কৃষি গবেষনা সম্পর্কিত

গবেষণা বিভাগ : ১৭টি

আঞ্চলিক কেন্দ্র : ৮টি । যথা – জামালপুর, চট্টগ্রাম, যশোর, মৌলভীবাজার, পাবনা, বরিশাল, রংপুর ও কুমিল্লা

নির্বাহী প্রধান : মহাপরিচালক

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পুরস্কার ও সম্মাননা

  • বঙ্গবন্ধু গোল্ড মেডেল (১৯৭৪)
  • প্রেসিডেন্ট মেডেল (১৯৭৯)
  • বেগম জেবুননেসা এবং কাজী মাহবুবুল্লাহ কল্যাণ ট্রাস্ট গোল্ড মেডেল (১৯৮২ ও ১৯৯৫)
  • ওমেন্স সাইন্টিস্ট অ্যাসোসিয়েশন গোল্ড মেডেল (১৯৯০)
  • স্পেশাল প্রাইস (১৯৯০)
  • দ্যা রোটারো হাশিমতো এশিয়া প্যাসিফিক ফোরাম ফর এনভায়রনমেন্ট (এপিএফইডি) অ্যাওয়ার্ড গুড প্রাকটিস (২০০৮)
  • বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার (১৪১৭ বঙ্গাব্দ)
  • স্বাধীনতা পুরস্কার (২০১৪)
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কৃষি পদক (২০১৪)
  • কেআইবি কৃষি পদক (২০১৬)
  • ব্র্যাক ম্যান্থন ডিজিটাল ইনোভেশন পদক (২০১৬) ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ইতিহাস শতাধিক বছরের পুরাতন । ১৮৮০ সালের ফেমিন কমিশনের রিপোর্টের ভিত্তিতে একটি শাখা হিসাবে “বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট” এর অধীনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যাত্রা শুরু হয় ।

গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কৃষি বিভাগ ল্যান্ড রেকর্ড ডিপার্টমেন্টের আওতামুক্ত করে একে পৃথক করেন এবং “নিউক্লিয়ার এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরি” নামে ঢাকার তেজগাঁও এলাকায় একটি কৃষি গবেষণাগার প্রতিষ্ঠা করেন । পরে এটি ঢাকা থেকে গাজীপুরের জয়দেবপুরে স্থানান্তরিত করা হয় ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত । ১৯০৮ সালে সালে ঢাকা থেকে গাজীপুরের জয়দেবপুরে ১৬১.২০ হেক্টর জমির উপর ঢাকা ফার্ম প্রতিষ্ঠিত হয় । ১৯৬৬ সালে ঢাকা থেকে গাজীপুরের জয়দেবপুরে ২৬০ হেক্টর জমিতে ঢাকা ফার্ম স্থানান্তরিত হয় । ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে ।

কে কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন

কৃষি গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন । তিনি কৃষি বিভাগ ল্যান্ড রেকর্ড ডিপার্টমেন্টের আওতামুক্ত করে একে পৃথক করেন এবং “নিউক্লিয়ার এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরি” নামে ঢাকার তেজগাঁওয়ে একটি গবেষণাগার প্রতিষ্ঠা করেন ।

কৃষি গবেষণা প্রতিষ্ঠান কোনটি

বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে “বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট” । ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে ।

এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি ২০২৩ | New President of Bangladesh 2023

Previous Post Next Post