সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার উপায় | সোশ্যাল মিডিয়া মার্কেটিং - সোশ্যাল নেটওয়ার্ক অর্থ হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম । সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে সংক্ষেপে (SMM) বলা হয় । আর এই সাইটের নাম সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক নেটওয়ার্ক হওয়ার কারণ হলো এই সকল সাইটে যে কোন সমাজের বা রাষ্ট্রের যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারেন এবং তারা চাইলে তাদের যেকোনো মতামত স্বাধীনভাবে এখানে প্রকাশ করতে পারেন । এটাই হল সোশ্যাল নেটওয়ার্ক ।
আরও পড়ুনঃ ব্লগিং করে আয় করার উপায় | ব্লগিং গাইডলাইন
আরও পড়ুনঃ ছাত্র অবস্থায় ইনকাম | ছাত্র জীবনে অর্থ উপার্জন
আজকের
ব্লগ পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো “সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার উপায় |
সোশ্যাল মিডিয়া মার্কেটিং” সম্পর্কে । যারা এই বিষয়ে জানতে চান তারা এই ব্লগ
পোস্ট সামান্য হলেও সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social media marketing) সম্পর্কে
ধারনা পাবেন । তাহলে চলুন মুল আলোচনায় যাই ।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি বুঝায়?
সোশ্যাল
নেটওয়ার্ক অনলাইনের সবথেকে সহজ ও দ্রুততম যোগাযোগ ও প্রচার এবং প্রসারের মাধ্যম ।
কারণ সোস্যাল সাইটগুলোতে বিপুল পরিমাণে গ্রাহকের বা মানুষের সমন্বয় ঘটে থাকে । আর
সোশ্যাল সাইট গুলো যেহেতু বিপুল পরিমাণ গ্রাহকের সমন্বয় ঘটে, সেহেতু আগে থেকেই
অনেকে এখানে তাদের বিভিন্ন সেবা, পণ্য ইত্যাদি সম্পর্কে এই সাইটগুলোতে প্রচারকার্য
পরিচালনা করে থাকেন ।
পর্যায়ক্রমে
এই ধরনের প্রচারের কাজ দিন দিন বৃদ্ধি পেতে থাকে । আর সে কারনেই সোস্যাল
সাইটগুলোতে এই ধরনের সামাজিক প্রচার কাজের উপর ভিত্তি করে যে ধরনের মার্কেটিং বা
প্রচার ও প্রসার করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে ।
সোশ্যাল
মিডিয়া মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে বিশাল
পরিমাণের ইউজার অথাৎ ব্যাবহারকারী এই সোশ্যাল সাইট এর সঙ্গে সংযুক্ত রয়েছে তাদের
মাধ্যমে যে কোনো বিষয়ের উপর মার্কেটিং করা ।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার উপায়
সোশ্যাল
মিডিয়া মার্কেটিং করার জন্য আপনাকে অবশ্যই কিছু সোশ্যাল মিডিয়া সাইট এর সঙ্গে
যুক্ত থাকতে হবে । এই সকল সোশ্যাল সাইট গুলো হল: Facebook, Twitter, LinkedIn,
Instagram ইত্যাদি । আর এই ধরনের সোশ্যাল সাইট গুলোর মাধ্যমে সোশ্যাল মিডিয়া
মার্কেটিং করা হয়ে থাকে ।
সোশ্যাল
মিডিয়া মার্কেটিং করার জন্য প্রথমে আপনাকে কোনো একটি সোশ্যাল সাইটে গিয়ে
সংযুক্তহয়ে তাদের সোশ্যাল সাইটের মাধ্যমে বড় একটি সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করতে
হবে । এই নেটওয়ার্ক এর অর্থ হচ্ছে বিপুল সংখ্যক লোকের একটি একটি মধ্যস্থল তৈরি
করা, যেমন আপনারা ফেসবুকে যেভাবে বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন ফ্রেন্ডের সমহারে
ফ্রেন্ডলিস্ট অথবা ফ্রেন্ডশিপ করেন ঠিক সেভাবেই ।
তবে
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে বিপুল সংখ্যক লোকের সমাহার ঘটাতে
হবে । আর এরকম একটি বড় সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে আপনি সেই নেটওয়ার্কের
মাধ্যমে খুব সহজেই আপনার যেকোন বিষয়ের উপর মার্কেটিং চালিয়ে যেতে পারবেন । কারণ
আপনি এই নেটওয়ার্কের মাধ্যমে হাজার হাজার লোকের দৃষ্টি আকর্ষণ করে আপনার যে পণ্য,
সেবা এমনকি আপনার নিজস্ব ওয়েবসাইটের জন্য মার্কেটিং করতে পারবেন ।
এই
সোশ্যাল সাইট এর মাধ্যমে আপনি একটি বিশাল ট্রাফিকের সোর্সও পাবেন । এখান থেকে আপনি
চাইলে যেকোনো ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিয়ে যেতে পারবেন । শুধু তাই নয়, আপনি এই
সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও প্রচুর অর্থ আয় করতে
পারবেন । তাছাড়া এই ধরনের বড় বড় সোশ্যাল সাইট নিয়ে বিভিন্ন ধরনের কাজ
ফ্রিল্যান্সার সাইটগুলোতে পাওয়া যায় ।
আপনারা
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, কেন এবং কিভাবে আয় করা যায় তা জেনে
নিয়েছেন । আর এখন কোথায় এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করবেন সে সম্পর্কে
ধারণা আপনাকেই নিতে হবে । সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আপনাকে অবশ্যই কোনো
একটি সোশ্যাল সাইট এর সদস্য হতে হবে । নিম্নে ফেসবুক মার্কেটিং সম্পর্কে সীমিত
বর্ণনা দেওয়া হল ।
ফেসবুক মার্কেটিং
ইন্টারনেট
ব্যবহার করেন কিন্তু ফেসবুক সম্পর্কে জানেন না, আমাদের দেশে এমন ব্যক্তিদের সংখ্যা
খুব কমই রয়েছে । কারণ বাংলাদেশে যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের মধ্যে
অধিকাংশ ব্যবহারকারী এই ফেসবুকের সাথে সংযুক্ত হয়েছেন । আপনারা হয়তো জানেন যে
বিশ্বের মধ্যে সবথেকে বড় যে সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে তা হলো ফেসবুক ।
অন্যান্য
সকল সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ফেসবুকের অবস্থান শীর্ষে । ফেসবুক সব সাইটের মধ্যে
সেরা হওয়ার মূল কারণ হচ্ছে এর বিশেষ সেবা সমূহ, সহজবোধ্যতা, উন্নত যোগাযোগের
মাধ্যম ইত্যাদি । ইতিমধ্যে আপনারা হয়ত জেনেছেন যে, ফেসবুকের আওতায় বর্তমানে ৮০
কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে ।আর আমাদের এই ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করার
মূলেই রয়েছে এই হাজার হাজার কোটি কোটি ফেসবুক ব্যবহারকারী ।
আপনি
এই বিশাল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে আপনার ব্যবসা আপনি স্বাচ্ছন্দে
করতে পারেন । সে ক্ষেত্রে আপনার ফেসবুকে একটি বড় গ্রুপ থাকতে হবে । তবে খুব সহজেই
আপনি আপনার কাংখিত লক্ষ্যে পৌঁছতে পারবেন । যেহেতু ফেসবুকে অন্যান্য সোশ্যাল সাইট
এর তুলনায় বেশি ব্যবহারকারী রয়েছে সেহেতু আমাদের সোশ্যাল মার্কেটিং করার জন্য
ফেইসবুক একটি বিশাল সম্ভাবনাময় স্থান ।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
Facebook,
Twitter, LinkedIn, Instagram ইত্যাদি জনপ্রিয় ও বিখ্যাত সোশ্যাল সাইট । ধরুন
জনপ্রিয় নায়ক সাহারুখ খান সুপারস্টার- এর টুইটার একাউন্ট রয়েছে, যেখানে তার হাজার
হাজার ফ্যান ফলোয়ার রয়েছে এবং তিনি তার টুইটার একাউন্ট এর মাধ্যমে ভক্তদের সাথে
যোগাযোগ করছেন । তিনি তার টুইটার একাউন্টের ওয়ালে তার নতুন ফিল্ম নিয়ে একটি
পোস্ট করেছেন শীঘ্রই বাজারে আসছে এবং সকল ভোক্তারাই তার নতুন ফিল্ম নিয়ে তাকে উইশ
করছেন ।
আপনারা
হয়তো এর মাধ্যমে বুঝতে পেরেছেন যে এই সুপারস্টার একে নিতান্তই ভোক্তাদের সাথে
শুধু যোগাযোগ বলে মনে করছেন না নিশ্চয়ই । এখানে তাঁর ব্যবসায়িক দিকটাই মুখ্য ।
কারন সে এখান থেকে খুব সহজে এবং কোন রকম খরচ ছাড়াই তার নতুন ফিল্ম সম্পর্কে
প্রচার করতে পারছেন ।
কারণ
তার টুইটার একাইন্টের সঙ্গে যুক্ত রয়েছে হাজার হাজার ফ্যান ফলোয়ার্স । আর তার
টুইটার ওয়ালে মাত্র একটি পোস্ট করার মাধ্যমে সে তার হাজার হাজার ভক্তকে তার নতুন
ফিল্ম সম্পর্কে অবহিত করতে পেরেছেন । এই যে তিনি তাঁর ওয়ালে পোস্ট করলেন এবং সেই
পোষ্টটি দেখে তার হাজার হাজার ভক্ত তার নতুন ফিল্ম সম্পর্কে জানতে পারল- এই পুরো
প্রক্রিয়াটি তিনি সংগঠিত করেছেন সোশ্যাল সাইট এর মাধ্যমে অন্যথায় এটি সম্ভব হতো
না । আর সোশ্যাল সাইট এর এই ধরনের কার্যক্রমকে সোশ্যাল মার্কেটিং বলা হয় ।
শেষ
কথা
সোশ্যাল
মিডিয়া মার্কেটিং আপনার পক্ষে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব । আপনি যদি আপনার ফেসবুক
অ্যাকাউন্ট থেকে একটি গ্রুপ অথবা পেজ ক্রিয়েট করতে পারেন তাহলে আপনিও পারবেন
সোশ্যাল মিডিয়া মার্কেটিং জগতে পা রাখতে । তাছাড়া আপনার যদি বর্তমানে ফেসবুকে
৫০০০ ফ্রেন্ড থেকে থাকে তাহলে স্বল্প পরিসরে হলেও আপনিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং
করতে পারবেন ।
আশা করি আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন । আমার এই লেখাটির যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার অভিমত জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না ।
আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য | ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি