বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি ২০২৩ | New President
of Bangladesh 2023 - মোঃ সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন । তিনি সাবেক জেলা ও দায়রা জজ ও দুর্নীতি
দমন কমিশনের সাবেক কমিশনার ছিলেন । তার রয়েছে একটি বর্নময় রাজনৈতীক ইতিহাস এবং তিনি
একজন সফল রাজনীতিবিদ বলা যায় । মোঃ সাহাবুদ্দিন ২৪ এপ্রিল ২০২৩ তারিখ বাংলাদেশের ২২তম
রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন ।
আরও পড়ুনঃ বান্দরবান জেলা পরিচিতি | বান্দরবান জেলা বিস্তারিত
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিচিতি | চাঁপাইনবাবগঞ্জ জেলা
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি ২০২৩ হিসাবে নির্বাচিত হওয়ায় মোঃ সাহাবুদ্দিনকে জানাই আন্তরিক সুভেচ্ছা ও অভিনন্দন । আজকের ব্লগ পোস্টে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করবো ।
এক নজরে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি
নাম : মোঃ সাহাবুদ্দিন
জন্ম : ১০ ডিসেম্বর ১৯৪৯ ইং
জন্মস্থান : শিবরামপুর সদর, পাবনা
পিতা : শরফুদ্দিন আনছারী
মাতা : খায়রুন্নেসা ।
শিক্ষাজীবন
মোঃ সাহাবুদ্দিন ১৯৬৬ সালে পাবনা রাধানগর মজুমদার একাডেমী
থেকে এস এস সি এবং ১৯৬৮ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন । ১৯৭১ সালে
(১৯৭২ সালে অনুষ্ঠিত) বিএসএস এবং ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানের
স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন । ১৯৭৫ সালে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ
থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন ।
রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধ
কলেজ জীবনে ছাত্রলীগের সাথে যুক্ত হওয়ার পর এডওয়ার্ড
কলেজ শাখার সাধারণ সম্পাদক এবং অবিভক্ত পাবনা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন
করেন । ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এর পদে
দায়িত্ব পালন করেন ।
৯ এপ্রিল ১৯৭১ তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে পাবনা
জেলার বিভিন্ন অঞ্চলে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধ করেন । ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের
সভাপতির দায়িত্ব পান । ১৫ আগস্ট ১৯৭৫ এর পর তিনি কারাবরণ করেন । তিনি সর্বশেষ বাংলাদেশ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন ।
আরও পড়ুনঃ সুন্দরবন নিয়ে কিছু কথা | সুন্দরবন সম্পর্কে তথ্য
আরও পড়ুনঃ ঢাকার পাঁচ তারকা হোটেল | Five Star Hotel in Dhaka
কর্মজীবন
১৯৮০-৮২ দৈনিক “বাংলার বাণী”তে সাংবাদিকতা করেন । ১৯৮২
সালের বিসিএস বিচার ক্যাডারে তিনি মুন্সেফ (সহকারি জজ) পদে যোগ দেন । জেলা ও দায়রা
জজ হিসাবে ২০০৬ সালে অবসরে যান । ২০০১ সালের সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতার কারণ ও
সুপারিশ প্রণয়নের জন্য গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব
পালন করেন । ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব
পালন করেন ।
বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা
১০ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ার
পর এ পর্যন্ত ১৭ জন ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন । নিচে বাংলাদেশের রাষ্ট্রপতিদের
তালিকা দেওয়া হল ---
রাষ্ট্রপতিদের নাম | মেয়াদ শুরু | মেয়াদ শেষ |
---|---|---|
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুপস্থিত ১০.০১.৭২পর্যন্ত) | ১০.০৪.১৯৭১ | ১২.০১.১৯৭২ |
সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী) | ১৭.০৪.১৯৭১ | ১০.০১.১৯৭২ |
বিচারপতি আবু সাঈদ চৌধুরী | ১২.০১.১৯৭২ | ২৪.১২.১৯৭৩ |
মোহাম্মদ উল্লাহ (অস্থায়ী ২৭.০১.৭৪ পর্যন্ত) | ২৪.১২.১৯৭৩ | ২৫.০১.১৯৭৫ |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | ২৫.০১.১৯৭৫ | ১৫.০৮.১৯৭৫ |
খন্দকার মোশতাক আহমদ | ১৫.০৮.১৯৭৫ | ০৬.১১.১৯৭৫ |
বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম | ০৬.১১.১৯৭৫ | ২১.০৪.১৯৭৭ |
লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান | ২১.০৪.১৯৭৭ | ৩০.০৫.১৯৮১ |
বিচারপতি আব্দুস সাত্তার (অস্থায়ী ২০.১১.৮১পর্যন্ত) | ৩০.০৫.১৯৮১ | ২৪.০৩.১৯৮২ |
লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ | ২৪.০৩.১৯৮২ | ২৭.০৩.১৯৮২ |
বিচারপতি আবুল ফজল মোঃ আহসান উদ্দিন চৌধুরী | ২৭.০৩.১৯৮২ | ১১.১২.১৯৮৩ |
লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ | ১১.১২.১৯৮৩ | ০৬.১২.১৯৯০ |
বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ (অস্থায়ী) | ০৬.১২.১৯৯০ | ০৯.১০.১৯৯১ |
আব্দুর রহমান বিশ্বাস | ০৯.১০.১৯৯১ | ০৯.১০.১৯৯৬ |
বিচারপতি সাহাবুদ্দীন আহমদ | ০৯.১০.১৯৯৬ | ১৪.১১.২০০১ |
প্রফেসর ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী | ১৪.১১.২০০১ | ২১.০৬.২০০২ |
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (অস্থায়ী) | ২১.০৬.২০০২ | ০৬.০৯.২০০২ |
অধ্যাপক ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ | ০৬.০৯.২০০২ | ১২.০২.২০০৯ |
মোঃ জিল্লুর রহমান | ১২.০২.২০০৯ | ২০.০৩.২০১৩ |
মোঃ আব্দুল হামিদ (অস্থায়ী ২৪.০৪.২০২৩ পর্যন্ত) | ২০.০৩.২০১৩ | বর্তমান |
বাংলাদেশের রাষ্ট্রপতির সুবিধাদি
রাষ্ট্রপতির পারিশ্রমিক বিশেষাধিকার আইন ১৯৭৫ অনুযায়ী
বর্তমানে রাষ্ট্রপতির মূল বেতন ১ লক্ষ ২০ হাজার টাকা । এ টাকা আয়কর মুক্ত । রাষ্ট্রপতির
জন্য রয়েছে সরকারি বাসভবন (বঙ্গভবন) থাকবে, যার সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণ এর খরচ দেবে
সরকার ।
এছাড়াও আরও যে সকল সুবিধা পেয়ে থাকেন তা নিম্নরুপ ---
👉 আপ্যায়নের জন্য ভাতা ।
👉 পরিবহন (গাড়ি) সুবিধা ।
👉 রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল বছরে ২ কোটি টাকা ।
👉 রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোন হাসপাতালে
বিনা খরচে চিকিৎসা সুবিধা ।
👉 সরকার প্রয়োজন হলে চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে
রাষ্ট্রপতির চিকিৎসার খরচ বহন করবে ।
👉 বিমানে ভ্রমণ করলে বীমা সুবিধা । এ সুবিধা বছরের ২৭
লাখ টাকা ।
রাষ্ট্রপতিদের নিয়ে বিশেষ তথ্য
👉 বাংলাদেশ এর প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান ।
👉 রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছেন শেখ মুজিবুর
রহমান ।
👉 দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ।
👉 সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন ৩ জন রাষ্ট্রপতি
---
১। জিয়াউর রহমান
২। বিচারপতি আবদুস সাত্তার ও
৩। হুসেইন মুহাম্মদ এরশাদ ।
👉 রাষ্ট্রপতি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৩ জন
---
১। শেখ মুজিবুর রহমান
২। জিয়াউর রহমান ও
৩। জিল্লুর রহমান ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ মেট্রোরেল বাংলাদেশ | মেট্রোরেল তথ্য