২০২৩ সালের রমজান কত তারিখ বাংলাদেশ - ২০২৩ সালের রোজার
ক্যালেন্ডার - বছর ঘুরে আবারও আমাদের সামনে উপস্থিত পবিত্র মাহে রমজান অর্থাৎ আত্মশুদ্ধির
মাস । দুনিয়াবী জীবনাচরণে অবাঞ্চিত ভাবে এসে পড়া পাপ পঙ্কিলতা থেকে মুক্তির ১ উপলক্ষ
এই মাস । রহমত, মাগফিরাত ও নাজাতের রমজানকে ঘিরে আমাদের আজকের এই ব্লগ পোস্ট । আজকের
আলোচনার বিষয়বস্তু “২০২৩ সালের রমজান কত তারিখ বাংলাদেশ - ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার”
।
আরও পড়ুনঃ শবে বরাতের তাৎপর্য | শবে বরাতের গুরুত্ব ও ফজিলত
আরও পড়ুনঃ হিজরী সনের সূচনা ও আশুরায় করণীয়
মাহে রমজান
মাহে রমজান অর্থ রমজানের মাস । রমজান শব্দটি আরবি ‘রমজ’ শব্দ থেকে এসেছে । রমজ শব্দের অর্থ হল দহন বা পোড়ানো । এ মাসে রোযা পালন করলে মানুষের মধ্য থেকে লোভ-লালসা, পাপ-পঙ্কিলতা ও হিংসা-বিদ্বেষ দূরীভূত হয় ।
আগুন যেমন কোন জিনিসকে পুড়িয়ে ফেলে, ঠিক তেমনি রোজাও
রোজাদারদের পাপ রাশিকে পুড়িয়ে ফেলে । রমজানের রোজা ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ
। মহান আল্লাহ তা’আলা সপ্তম শতাব্দীতে রাসুলুল্লাহ (সাঃ) এর মদিনায় হিজরতের দেড় বছর
পর রমযানের রোযা ফরয করেন ।
রোজা কি?
রোজা একটি ফারসি শব্দ এর অর্থ উপবাস । আরবিতে রোজাকে
বলা হয় সাওম । সাওমের বহুবচন সিয়াম, এর অর্থ বিরত থাকা । শরীয়তের পরিভাষায় রোজা
বলতে বোঝায় নিয়ত সহকারে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাসসহ
মহান আল্লাহর নিষিদ্ধ সব কাজ থেকে বিরত থাকা ।
তাক্বওয়া অর্জনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ
করাই রোজার প্রধান উদ্দেশ্য । মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন ---
“হে ঈমানদারগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে,
যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল । আশা করা যায় এ থেকে তোমাদের মধ্যে
তাক্বওয়ার গুণাবলী সৃষ্টি হবে” । (সূরা আল বাকারা: আয়াত নং-১৮৩) ।
২০২৩ সালের রমজান কত তারিখ বাংলাদেশ
সাধারণত আরবি মাসগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল । বাংলাদেশে
২০২৩ সালের মার্চ মাসের ২২ তারিখে যদি আকাশে চাঁদ দেখা যায় তাহলে ২৩ তারিখ ভোর রাত্রে
সাহরি খেতে হবে এবং ২৩ মার্চ ২০২৩ থেকে রোজা শুরু হবে । তবে ২০২৩ সালের রমজান মার্চের
২৩ তারিখ হতে শুরু হওয়ার সম্ভবনা খুবই বেশি ।
২০২৩ সালের রোজার ক্যালেন্ডার
আমাদের মাঝে অনেকেই আছেন যারা ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার
খোঁজ করছেন । আজকের এই ব্লগ পোস্টে আপনাদের জন্য নিচে ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার
দেওয়া হলো ।
আরও পড়ুনঃ হতাশা থেকে মুক্তির উপায় ইসলাম | হতাশা থেকে মুক্তির উপায় কি
২০২৩ সালের রোজার ক্যালেন্ডার |
আরও পড়ুনঃ হযরত ওমর রাঃ এর শাহাদাত | হযরত ওমর রাঃ
রোজার গুরুত্ব ও ফজিলত
মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত অসীম । পবিত্র গ্রন্থ
কুরআন মাজীদ ও হাদিসের মাধ্যমে এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানা যায় ।
|| পবিত্র গ্রন্থ কুরআন মাজীদে বর্ণিত হয়েছে, রমজান
মাসই হলো সেই মাস, যাতে নাজিল করা হয়েছে কোরআন । যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য
পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী
। (সুরা আল বাকারা: আয়াত নং-১৮৫) ।
|| রোজার ফজিলত সম্পর্কে নবী করিম (সাঃ) এরশাদ করেন,
“রমজানের প্রথম রাত্রিতেই শয়তান ও অবাধ্য জিনদেরকে শৃঙ্খলিত করে দেওয়া হয়” । (তিরমিজি)
।
|| জান্নাতের একটি দরজার নাম রাইয়ান । রোজাদারকে এ
দরজা দিয়েই ডাকা হবে । রোজাদার এ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে । যে একবার এ দরজা
দিয়ে প্রবেশ করবে, সে কখনো তৃষ্ণার্ত হবে না । (তিরমিজি) ।
|| যে ব্যক্তি মহান আল্লাহর জন্য একদিন রোজা রাখে, মহান আল্লাহ তাকে দোযখ থেকে ৭০ বছরের পথ দূরে রাখবেন । (বোখারী) ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ রোজা কি | রোজা ভঙ্গের কারণ সমূহ