সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – পর্ব – ৩ – বর্তমান সময়ে
অনেক ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রয়োজন হয় । আজকের ব্লগ পোস্টটি সাধারণ জ্ঞান এর আরো
কিছু প্রশ্ন-উত্তর দিয়ে সাজানো হয়েছে । এই প্রশ্ন-উত্তরগুলো আপনাদের অনেক কাজে আসবে
। তাহলে চলুন শুরু করা যাক আজকের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – পর্ব – ৩ ------
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – পর্ব - ১
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – পর্ব – ২
প্রশ্ন: পুলিশের এস আই এবং সার্জেন্ট এর কাজ কি?
উত্তর: বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এস আই) আর সার্জেন্ট এর র্যাঙ্কের কোন পার্থক্য নেই । উভয়ই দশম গ্রেডের কর্মকর্তা । তবে তাদের কর্মপরিধির মধ্যে পার্থক্য রয়েছে । একজন এস আই র্যাঙ্কধারী পুলিশ অফিসার সার্জেন্টের সকল আইন ক্ষমতা প্রয়োগ করতে পারেন, কিন্তু এক জন সার্জেন্ট র্যাঙ্কের পুলিশ অফিসার এস আই এর ক্ষমতা প্রয়োগ করতে পারেন না । যেমন --- একজন সার্জেন্ট কোন মামলার তদন্ত থেকে করতে পারেন না । কিন্তু একজন এস আই গাড়ি জব্দ থেকে শুরু করে গাড়ি বিষয়ক যেকোন মামলা দিতে পারেন ।
প্রশ্ন: খেলোয়াড়রা জাতীয় সংগীত গাওয়ার সময় বাচ্চাদের নিয়ে মাঠে নামে কেন?
উত্তর: বাচ্চাদের সব সময় পক্ষ পদ শূন্য বলে ধরা হয়
এবং তারা হাসিখুশি ও খোশমেজাজে থাকে । তাই তাদেরকে গুনাগুন গুলি খেলোয়াড়রা নিজেদের
মধ্যে গ্রহণ করতে করার চেষ্টা করে । মাঠে খেলতে নেমে খেলোয়াড়দের হাত ধরে থাকা এসব
শিশুদের বলা হয় “মাসকট চিল্ড্রেন” বা “প্লেয়ার এস্কর্টস” । সর্বপ্রথম শিশুরা খেলোয়াড়দের
সঙ্গে মাঠে প্রবেশ করে চমক সৃষ্টি করে ১৯৯৯ সালের এফ এ কাপ ফাইনালে । ২০০০ সালের ইউরোপিয়ান
চ্যাম্পিয়নশিপে প্রথম প্রতি খেলোয়ারের সঙ্গে একজন করে শিশু মাঠে প্রবেশ করে । ২০০১
সাল থেকে এ নিয়ম চালু হলেও এর বাস্তবায়ন ঘটে ২০০২ সাল থেকে ।
প্রশ্ন: ইসরাইলের জাতীয় পতাকায় স্টার চিহ্ন দিয়ে কি বোঝানো হয়?
উত্তর: ২৮ অক্টোবর ১৯৪৮ ইজরায়েলের জাতীয় পতাকা প্রবর্তিত
হয় । এর পাঁচ মাস পূর্বে ইসরাইল স্বাধীনতা ঘোষণা করে । পতাকাটিতে সাদা পটভূমিতে দুইটি
আনুভূমিক নীল রেখার মাঝখানে নীল বর্ণের একটি দাউদের তারা চিহ্নিত প্রদর্শিত হয়েছে
। পতাকায় স্টার চিহ্নটি উদীয়মান খিলাফাত তথা অটোম্যান সাম্রাজ্যের প্রতীক । কন্সটান্টিনোপল
এর নগর পতাকায় এ প্রতীকটি ব্যবহার করা হতো । ১৪৫০ সালে কন্সটান্টিনোপল বিজয়ের পর
অটোম্যানরা একে নিজেদের পতাকায় যুক্ত করে । অনেকের মতে চাঁদ-তারা হলো গ্রিক দেবী ডায়ানার
প্রতীক ।
প্রশ্ন: ইমিরেটাস কি? এর সম্পর্কে জানতে চাই ।
উত্তর: ইমেরিটাস অধ্যাপক উচ্চশিক্ষায়তনিক ক্ষেত্রে
অধ্যাপনা পেশায় একটি উচ্চ মর্যাদাসম্পন্ন পদ বা পদবী । বিশ্ববিদ্যালয়ের একজন চাকরি
থেকে অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যাপক এর জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান
এবং নিজ নিজ ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জন এর স্বীকৃতি স্বরূপ এ সম্মানজনক পদ । চাকরি
থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপকদের সাথে তার পার্থক্য হলো অবসর গ্রহণের পরেও তিনি বিশ্ববিদ্যালয়
উচ্চশিক্ষায়তনিক কর্মকান্ডে জড়িত থাকেন । তিনি স্বেচ্ছাসেবক ভিত্তিতে সীমিত সময়ের
জন্য একক কোর্সের অধ্যাপনা করতে পারেন এবং ডক্টরেট ছাত্র-ছাত্রীদের সাহায্য করতে পারেন
।
প্রশ্ন: ধোঁয়া কি? ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণ কি?
উত্তর: ধোঁয়া হলো অতি ক্ষুদ্র, কঠিন, তরল এবং গ্যাসীয়
কণার সমষ্টি । তবে দৃশ্যমান ধোঁয়ার বেশিরভাগ পদার্থই কার্বন, তেল, ছাই ইত্যাদি । যখন
অসম্পূর্ণ দহনে ঘটে অর্থাৎ জ্বালানি সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য পর্যাপ্ত অক্সিজেন
থাকেনা তখন ধোঁয়ার সৃষ্টি হয় । সম্পূর্ণ দহনে সবকিছু পুড়ে যায় । শুধু পানি এবং
কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে । কিন্তু যখন অসম্পূর্ণ দহন ঘটে তখন সবকিছু পুড়ে যায়
না । ধোঁয়া এ অসম্পূর্ণ দহনের অবশিষ্ট ক্ষুদ্র কণাসমূহের একটি সংগ্রহ ।
প্রশ্ন: গোল্ডেন রেশিও কি? এর সম্পর্কে জানতে চাই ।
উত্তর: রহস্যময়তা প্রয়োগিক দিক কিংবা প্রকৃতির মাঝে
খুঁজে পাওয়া বিস্ময়কর অনুপাত গোল্ডেন রেশিও সোনালী অনুপাত । অন্যান্য অনুপাত এর মতোই
গোল্ডেন রেশিও একটি সাধারন অনুপাত, যার মান ১.৬২৮০৩৩৯৮৮... । গোল্ডেন রেশিও অনুপাতকে
প্রকাশ করা হয় ল্যাটিন অক্ষর (PHI/ফাই) দ্বারা । জ্যামিতির জনক ইউক্লিডের এলিমেন্টস
গ্রন্থে গোল্ডেন রেশিও এর প্রথম লিখিত সংজ্ঞা পাওয়া যায় । একটি সরলরেখার উপর এমন
একটি বিন্দু কল্পনা করা হয় যাতে রেখাটি এমনভাবে দুই ভাগে ভাগ করা হয় যেন রেখার বড়
অংশ ও ছোট অংশের ভাগফল লেখাটির সম্পূর্ণ অংশ ও বড় অংশের ভাগফলের সমান হয় ।
প্রশ্ন: Vegan আর Vegetarian এর মধ্যে পার্থ্যক্য কি?
উত্তর: মানুষের দুই রকম খাদ্যাভ্যাস রয়েছে Vegetarian এবং Vegan । বাংলায় Vegetarian কে নিরামিষাশী বলা হয় আর Vegan এর বাংলা প্রতিশব্দ শাকাহারী । এই দুই খাদ্যাভ্যাসের মধ্যে পার্থক্য হল আমিষের উৎসে । আমিষ পুষ্টির ছয়টি মূল উপাদানের একটি । প্রাণীজ খাদ্যের বাইরে বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্যেও আমিষ থাকে । শাকাহারীরা বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য থেকেই আমিষের চাহিদা মিটিয়ে থাকেন । কিন্তু নিরামিষাশীরা উদ্ভিজ্জ খাদ্যের পাশাপাশি প্রয়োজনীয় ও পছন্দমত দুধ, ডিম, দুধ থেকে প্রাপ্ত মাখন, পনির এবং ডিম ব্যবহার করে তৈরি বিভিন্ন খাদ্য থেকে আমি সংগ্রহ করেন । আক্ষরিক অর্থে নিরামিষাশী মানে আমিষ খান না প্রকৃতপক্ষে কিন্তু তা নয়, আমিষ খান তবে মাংস খান না ।
এই রকম আরো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ ইংরেজি নববর্ষের ইতিহাস | বিভিন্ন ভাষায় নববর্ষের শুভেচ্ছা