ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য
| ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি - বর্তমান সময়ের তরুণ প্রজন্মের মাঝে যারা
অনলাইনে আয় করতে ইচ্ছুক, তাদের মাঝে একটি হট টপিক হল আউটসোর্সিং এবং
ফ্রিল্যান্সিং । আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর নাম শোনেনি এমন কেউ নেই । আমাদের
মাঝে অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য সম্পর্কে
জানতে চান ।
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং দুটো বিষয়ের মধ্যে পার্থক্য কি সেটা হয়তো আমরা অনেকেই জানিনা । সুতরাং যারা এই বিষয়ে আগ্রহী তাদের প্রথমেই “আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং” এর বিষয়টি ভালোভাবে জানতে হবে । আজকের ব্লগ পোস্টে “ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য | ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি” বিষয় সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ SEO কাকে বলে | SEO কিভাবে কাজ করে
আরও পড়ুনঃ দোভাষী চাকরি | Interpreter job
আউটসোর্সিং কি?
আউটসোর্সিং হচ্ছে- একটি প্রতিষ্ঠান
তার কাজ যা নিজেরা না করে দ্বিতীয় কোন প্রতিষ্ঠান সাহায্যে অনলাইনের মাধ্যমে
অর্থের বিনিময়ে করিয়ে নেওয়াটাই হচ্ছে আউটসোর্সিং । এই কাজ সাধারণত অনলাইনের
মাধ্যমেই হয়ে থাকে । এই কাজ হতে পারে যে কোনো পণ্যের ডিজাইন করা, হতে পারে
বিভিন্ন পণ্যের ডিজিটাল মার্কেটিং অথবা অন্য অনলাইন ভিত্তিক যে কোনো একটি বিষয় ।
আউটসোর্সিং-এর সিদ্ধান্ত সাধারণত
নেওয়া হয় খরচ কমানোর জন্য । প্রধানত ইউরোপ এবং আমেরিকার মত ধনী দেশগুলোর
মানুষেরা আউটসোর্সিং করে থাকে যার মূল লক্ষ্য হচ্ছে কাজের গুণগত মান ঠিক রেখে,কম
পারিশ্রমিকের বিনিময়ে কাজটি সম্পন্ন করা । এটাই মূলত আউটসোর্সিং ।
ফ্রিল্যান্সিং কি?
যারা ফ্রিল্যান্সিং এর সঙ্গে জড়িত
তাদের ফ্রিল্যান্সার বলা হয় । ফ্রিল্যান্সার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোনো
প্রতিষ্ঠান সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করে থাকেন । একজন ফ্রিল্যান্সারের
যেরকম রয়েছে কাজের ধরন বাছাই করে কাজ করার স্বাধীনতা, তেমনি রয়েছে যখন খুশি তখন
কাজ করার স্বাধীনতা ।
গতানুগতিক ৯টা-৫টা অফিস টাইমের মধ্যে
ফ্রিল্যান্সাররা সীমাবদ্ধ নয় । ফ্রিল্যান্সাররা মুক্ত-স্বাধীন কর্মজীবী । আপনার
সাথে যদি একটি কম্পিউটার আরেকটি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে যেকোনো জায়গাতে বসেই
আপনি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর কাজ গুলো করতে পারবেন । হতে পারে তা
ওয়েবসাইট তৈরি, ডিজিটাল মার্কেটিং, থ্রিডি এনিমেশন, বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাড
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, ডাটা এন্ট্রি, পেইড টু ক্লিক ইত্যাদি ।
অনলাইন প্রতিষ্ঠাগুলো থেকে প্রাপ্ত কাজগুলোর প্রকারভেদ
অনলাইন প্রতিষ্ঠাগুলো থেকে পাওয়া
কাজগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা যায় ---
১। কোন প্রকার দক্ষতা ছাড়া কাজ (তবে
ইন্টারনেট সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে)
২। অপেক্ষাকৃত কম দক্ষতা সম্পন্ন কাজ
।
৩। যে কোন প্রকার দক্ষতা সম্পন্ন কাজ ।
কোন প্রকার দক্ষতা ছাড়া কাজ
যাদের অনলাইনের উপর বা কম্পিউটার
অপারেটিং এর উপর বিশেষ কোন দক্ষতা নেই তারাও অনলাইন থেকে আয় করতে পারবেন । কারণ
অনলাইনে এমন ধরনের কিছু কাজ আছে যেগুলো করতে তেমন কোন দক্ষতার প্রয়োজন হয় না ।
আর এই দক্ষতা বিহীন কাজের উদাহরণ দিতে গেলে যে কাজগুলো সামনে আসে সেগুলো হলো ---
Email checking, Video uploading, Chatting,
photo sharing, Paid-to-Click – (PTC) ইত্যাদি এসব ধরনের কাজ । একজন নন-টেকনিক্যাল
ব্যক্তি এই ধরনের কাজগুলো করতে পারবেন । এইসব কাজ করার জন্য ইন্টারনেট অপারেটিং এর
সাধারণ ধারণা থাকলেই চলবে ।
অপেক্ষাকৃত কম দক্ষতা সম্পন্ন কাজ
যাদের অনলাইনের কাজের ওপর মোটামুটি
দক্ষতা রয়েছে তাদের জন্য সেই সমস্ত কাজ গুলো রয়েছে সেগুলো হলো --- মাইক্রো জবস,
মাইক্রোওয়ার্কারস, ডাটা এন্ট্রি, ইত্যাদি এই সকল কাজ করার জন্য আপনার কোথাও সাইন
আপ করা অ্যাকাউন্ট তৈরি করা জানতে হবে, কমেন্টস কিভাবে করতে হয় তা জানতে হবে ।
ডাউনলোড এবং আপলোড কিভাবে করতে হয় এই সকল কাজ গুলো জানা থাকলে আপনি উপরোক্ত
কাজগুলো করতে পারবেন ।
যে কোন প্রকার দক্ষতা সম্পন্ন কাজ
যারা অনলাইনের বিভিন্ন কাজের উপর দক্ষ
বা কোনো নির্দিষ্ট কাজ জানেন তাদের জন্য অনলাইনে রয়েছে সেই বিশেষ দক্ষতার উপর
মানসম্পন্ন কাজ । যারা যে কোন কাজে দক্ষ তাদের আয়ের পরিমাণও বেশি । কারণ আপনি যত
দক্ষ হবেন আপনার আয় এবং কাজ করার সুযোগ তত বৃদ্ধি পাবে ।
দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা দক্ষতার উপর
ভিত্তি করে বিভিন্ন কাজ করতে পারেন । যেমন: ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভলপিং, এসইও,
আর্টিকেল রাইটিং, রিভিউ রাইটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি । যারা এইসব কাজ জানেন
তাদের জন্য অনলাইন থেকে আয় করার একটা বিশাল সুযোগ রয়েছে ।
এখন প্রশ্ন হল কোথায় পাবেন এই কাজগুলো
কিছু ওয়েব সাইট বা অনলাইন প্রতিষ্ঠান
আছে যেখানে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে দিতে পারবেন অর্থের বিনিময়ে । যেখানে
ফ্রিল্যান্সাররা কাজ করে থাকেন সে গুলোকে মূলত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলা হয়
। যেমন ---
- Fiber.com
- Freelancer.com
- Upwork.com
- Guru.com ইত্যাদি ।
অনলাইনে আয় এর জন্য যোগ্যতা
অনলাইনে আয়ের পথকে সহজ করে তোলার
জন্য দক্ষতার পাশাপাশি কিছু গুণাবলী আপনার মধ্যে থাকা আবশ্যক ----
বিশ্বাস
আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে,
অনলাইন একটি আয়ের মাধ্যম । যেখান থেকে নিজস্ব উদ্যোগ, চেষ্টা, দক্ষতা এবং
যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আয় করতে পারবেন । কারণ অনলাইন থেকে আয় করা কোন
অবাস্তব বা কাল্পনিক ব্যাপার নয় । আমাদের দেশের এবং পৃথিবীর অনেক মানুষ এখন
অনলাইনের উপর জীবিকা নির্বাহ করছে । শুধু জীবিকা নির্বাহ নয়, অনেকেই জীবনের
সাফল্যের দারগোড়ায় পৌঁছে গেছেন এই অনলাইন এর মাধ্যমে ।
ধৈর্যশীলতা
অনলাইনে আয়ের একটি সময় সাপেক্ষ এবং
ধৈর্যশীলতার কাজ । যারা খুব অল্প সময়ে অনেক টাকা আয় করতে চান তাদের জন্য এ পথ
নয় । কারণ এখানে সাফল্য পেতে প্রথমদিকে আপনাকে অনেক সময় দিতে হবে । হয়তো আপনি
দেখবেন আপনি অনেকদিন যাবৎ এ কাজ করেও সফল হতে পারছেন না ।
সেই ক্ষেত্রে আপনি হয়তো ভুলগুলো
খুঁজে বের করার চেষ্টা করবেন । এতে যত সময় লাগে লাগুক আপনি হাল ছাড়বেন না । তাই
এই পথে তারাই আসবেন যারা ধৈর্যের সাথে কাজ করতে পারবেন কারণ অনলাইন আয়ের এর আরেক
নাম ধৈর্য মূলক কাজ ।
সততা
আপনি পৃথিবীর যেখানেই যান না কেন সততা
ছাড়া আপনি আপনার কাংখিত লক্ষ্যে কখনো পৌঁছতে পারবেন না । আর অনলাইন আয় আমাদের
বাস্তব জীবনের থেকে ভিন্ন কিছু নয়, বাস্তব জীবনের মতো এখানেও আপনাকে আপনার
সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে সততার সাথে কাজ করে যেতে হবে ।
আত্মবিশ্বাস
অনলাইন এর ক্ষেত্রে আত্মবিশ্বাস খুবই
জরুরী । কারণ এখানে আপনাকে আপনার নিজের দক্ষতা এবং যোগ্যতা কে কাজে লাগিয়ে আয়
করতে হবে । সে ক্ষেত্রে আপনাকে নিজের উপর অবশ্যই বিশ্বাস আনতে হবে যে এই কাজের
জন্য আপনি উপযোগী কি না?
কারণ বিশ্বাস ছাড়া আপনি এখানে কাজ
নির্বাচন এবং তা সম্পূর্ণ করার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হবেন । তাই আপনাকে নিজের উপর
বিশ্বাস আনতে হবে । তা না হলে আপনি কোন কাজে সফলতার সহিত করতে পারবেন না । সকল কাজ
করার ক্ষেত্রেই আপনার মনে আত্মবিশ্বাস রাখতে হবে ।
আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর খুবই সামান্য একটা ধারণা আপনাদের সামনে উপস্থাপন করলাম । আশা করি আপনারা উপকৃত হবেন । আর আপনারা কোন ধরনের লেখা চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন । আপনাদের চাওয়া লেখাগুলো এই ব্লগে প্রকাশ করার চেষ্টা করব । আর কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ লাক্স সাবানের দাম | লাক্স সাবানের দাম কত