SEO কাকে বলে | SEO কিভাবে কাজ করে - SEO
শব্দের পূর্ণ অর্থ হচ্ছে Search Engine Optimization । আজ আলোচনা করব SEO- এর
একেবারেই বেসিক কিছু ধারনা নিয়ে । SEO বিষয়টি অনেক বিশাল, প্রতিনিয়ত Search
Engine গুলো SEO-সম্পর্কে প্রায় নিয়ম নীতি চেঞ্জ করে থাকে । সেজন্য SEO জানতে হলে
সর্বদা অনুশীলনের উপর থাকতে হয় ।
বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় “SEO কাকে বলে | SEO কিভাবে কাজ করে” । আজ আমি নিম্নে SEO এর বেসিক কিছু ধারণা আপনাদের দিচ্ছি যেটা সাধারনত সহজে পরিবর্তন হয় না । তাহলে চলুন জেনে নেওয়া যাক SEO সম্পর্কে ।
আরও পড়ুনঃ লাইফবয় সাবান দাম ২০২৩ | লাইফবয় সাবানের দাম কত
SEO কাকে বলে এবং কি?
আমরা যখন কোন তথ্য ইন্টারনেটের Search Engine-এ খুঁজি তখন Search Engine আমাদের সামনে একটি ফলাফলের তালিকা প্রকাশ করে । সাধারণত সে সময় ওই তালিকাতে প্রথম দিকে যে ফলাফলগুলো থাকে সেগুলোকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি ।
এই তালিকার উপরের দিকে কিছু অ্যাড
থাকে এবং সাধারণভাবে কিছু রেজাল্ট ক্রমান্বয়ে সাজানো থাকে । কোন প্রকার
বিজ্ঞাপনের আশ্রয় না নিয়ে Search Engine-এ সাধারণ প্রথাগতভাবে ফলাফলগুলো
প্রদর্শন করে এবং প্রদর্শনের ক্ষেত্রে যে নাম্বার অনুসারে ফলাফল প্রকাশ করে, এর
সামগ্রিক প্রক্রিয়াটি হলো SEO অর্থাৎ Search Engine Optimization ।
মনে করুন আপনার একটি ওয়েবসাইট আছে ।
বর্তমানে গুগলে তার রেংকিং ৫০ নাম্বারে । অর্থাৎ গুগোল এ সার্চ দিলে আপনার
ওয়েবসাইটটি পঞ্চাশ নাম্বারে প্রদর্শিত হচ্ছে । এই অবস্থার পরিবর্তন করে সার্চ
রেজাল্টের প্রথম দিকে আপনার ওয়েবসাইটটাকে নিয়ে আসতে হলে, যে প্রক্রিয়াটি
সম্পন্ন করতে হয়, সেটাকেই SEO= Search Engine Optimization বলে ।
এসইও শিখতে কতদিন লাগে
এসইও শিখতে কতদিন লাগে? এই প্রশ্ন
হরহামেশা শোনা যায় । আসলে এটা শিখতে আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট । এসইও-এর মেইন
বিষয়গুলো যদি আপনি আয়ত্ব করতে পারেন তাহলে এই কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে ।
এসইও এর বিষয়গুলো প্রায় আপডেট হয় সেগুলোর প্রতি লক্ষ রাখতে হবে ।
বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা
বিভিন্ন মেয়াদে এসইও কোর্স করিয়ে থাকে । আপনি সেখানকার যে কোনো জায়গা থেকে এই
কোর্স করতে পারেন । আর মূলত এসইও শিখতে এক মাস মতো সময় লাগতে পারে । এরপর আপনাকে
প্রাক্টিস করতে করতে নিজেকে এই কাজের জন্য প্রস্তুত করতে হবে ।
এসইও করে আয়
বর্তমান সময়ে অনেকেই এসইও করে আয়
করছে । এসইও কোর্স করে অথবা বিভিন্ন ভাবে শিখে আয় করছে । অনেক যুবক স্বাবলম্বি
হয়েছে এই এসইও এর কাজ করে । আপনি এসইও এর কাজ বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে পাবেন ।
আপনার শুধু প্রয়োজন নিজেকে যোগ্য করে গড়ে তোলা ।
SEO এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা
SEO এর মূল উদ্দেশ্য হলো Search
Engine-এর সার্চের ফলাফলে আপনার ওয়েবসাইটটাকে অথবা আপনার ওয়েবসাইটের আর্টিকেল বা
কনটেন্ট এর রেংকিং এমনভাবে ম্যানুয়ালি করতে হয় যেন ভিজিটর খুঁজলে খুব সহজেই
সার্চ রেজাল্টের প্রথম দিকে চলে আসে । অর্থাৎ যেন অর্গানিক ভাবে সার্চ রেজাল্ট
যথাসম্ভব উপরের দিকে জায়গা করে নেয় । এটাই SEO এর মূল উদ্দেশ্য ।
SEO এরএর মাধ্যমে দু-একদিনের মধ্যেই
Search Engine-এর ফলাফলে পরিবর্তন আনা সম্ভব নয় । এর জন্য দরকার দীর্ঘমেয়াদী
পরিকল্পনা ও কৌশলের । SEO করার জন্য প্রথম থেকে যে কাজগুলো ধাপে ধাপে করতে হয় তা
নিম্নরূপ……….
- কিওয়ার্ড রিসার্চ (Keyword research)
- অন পেজ SEO (On-page SEO)
- অফ পেজ SEO (Off page SEO)
- টেকনিক্যাল SEO (Technical SEO)
কি-ওয়ার্ড রিসার্চ (Keyword research)
প্রথমত একটা ওয়েব সাইটের উদাহরণ দিয়েই শুরু করি । আপনি যখন একটি ওয়েব সাইট শুরু করবেন, তখন আপনাকে একটি কি-ওয়ার্ড নিয়ে কাজ শুরু করতে হবে অর্থাৎ ব্লগ শুরু করতে হবে । ব্লগটি হতে পারে, হেলথ রিলেটেড, হতে পারে অনলাইন ইনকাম রিলেটেড, হতে পারে ইতিহাস রিলেটেড বিভিন্ন বিষয় হতে পারে ।
সেজন্যই আপনাকে একটি কি-ওয়ার্ড নিয়ে কাজ করতে হবে । অর্থাৎ
আপনি যদি অনলাইন আয় রিলেটেড ব্লগ লেখেন তাহলে কোন শব্দ বেশি ব্যবহার হয়, কোন
শব্দটি ভিজিটরদের কাছে বেশি জনপ্রিয় সেই সকল শব্দ অর্থাৎ কি-ওয়ার্ড নিয়ে আপনাকে
লিখতে হবে ।
এতে করে আপনি সহজেই ভিজিটর পাবেন । যে
কি-ওয়ার্ডটি বেশি জনপ্রিয় সেই কি-ওয়ার্ড দিয়ে যদি আপনি ব্লগ লেখেন, তাহলে
ভিজিটররা যখন গুগলে আপনার ব্লগে লেখার কী-ওয়ার্ডটি দিয়ে সার্চ দিলে যদি আপনার
লেখাটি সবার প্রথমে আসে তবে আপনি হিউজ পরিমান এর ভিজিটর পাবেন । আর এটাই কি-ওয়ার্ড
রিসার্চ ।
অন পেজ এসইও (On-page SEO)
একটি ওয়েবসাইটের কন্টাক্ট অথবা
আর্টিকেল নির্দিষ্ট কিছু নিয়ম মেনে লেখা ও সাজানো এবং উপস্থাপনে প্রক্রিয়াকে
অনপেজ SEO (Search Engine Optimisation) বলে । অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে
আপনার সাইটের ভিজিটরদের কাছে এবং সার্চ ইঞ্জিন এর কাছে ওয়েবসাইটের বিষয়বস্তুগুলো
সুনিপুণভাবে তুলে ধরা ।
অনপেজ এসইও ক্ষেত্রে বেশ কয়েকটি
গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে । তা নিম্নরূপ……
- কি-ওয়ার্ড
- হেডিং
- মূল কন্টাক্ট/ আর্টিকেল
- কন্টেন্টে ব্যবহৃত লিংক
- কন্টেন্টে ব্যবহৃত ছবি ও ভিডিও
- মেটা ট্যাগ
- মেটা ডেস্ক্রিপশন
- URL ইত্যাদি ।
ওয়েব সাইটের কনটেন্ট বা আর্টিকেল এর
ক্ষেত্রে এই বিষয়গুলো ব্যবহার করাটাই হচ্ছে অনপেজ এসইও ।
অফ পেজ এসইও (Off page SEO)
আপনার ওয়েবসাইটের ভিজিটর অথবা সার্চ
ইঞ্জিনের কাছে ওয়েবসাইটের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য ওয়েবসাইট এর
বাহিরেও কিছু কাজ করতে হয় । যেমন অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে লিংকের
মাধ্যমে অর্থাৎ লিংক ব্যবহার করে ভিজিটর নিয়ে আসা । এজন্য অন্য ওয়েবসাইটে লিংক
বিল্ডিং করতে হয় । আর এটাই মূলত অফ পেজ এসইও । এই কাজটি আপনি কয়েকভাবে করতে
পারবেন, যেমন…..
- ব্লগ কমেন্টিং
- ফোরাম পোস্টিং
- গেস্ট পোস্টিং
- আর্টিকেল সাবমিশন
- ডুকুমেন্ট সাবমিশন
- সোশ্যাল বুকমার্কিং ইত্যাদি
টেকনিক্যাল এসইও (Technical SEO)
সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের রেংকিং
বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট টেকনিক্যাল পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইট ব্যবহারে
ইউজারদের স্বাচ্ছন্দ নিশ্চিত করা এবং সার্চ ইঞ্জিন যেন সহজে নির্দিষ্ট সাইটটি
খুঁজে পায় তার ব্যবস্থা করাটাই হল টেকনিক্যাল SEO এর কাজ ।
টেকনিক্যাল SEO এর কাজের মধ্যে
রয়েছে……….
- ওয়েবসাইট এর স্পিড
- ওয়েবসাইটের থিম বা কাঠামো
- ওয়েবসাইট মোবাইল ডিভাইস ফ্রেন্ডলি করা
- ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ক্রল করার সুবিধা দেওয়া
- ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা ইত্যাদি ।
সার্চ ইঞ্জিন কি ধরনের সফটওয়্যার
সার্চ ইঞ্জিন কি ধরনের সফটওয়্যার
ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথমের দিকে নেওয়ার জন্য সার্চ ইঞ্জিনগুলো কিছু
বিষয় বিবেচনা করে থাকে । যেমন……
- কোন কোন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থেকে ভিজিটর আসছে ।
- ভিজিটর কি পরিমাণে আসছে
- ভিজিটরদের আচরণ লক্ষ্য করে
- ভিজিটররা ওয়েবসাইটে কতক্ষণ অবস্থান করছে
- ভিজিটর একবার এসেই চলে গেছে, নাকি ঘুরে ফিরে নিয়মিত আসছে ?
উপরে উল্লেখিত বিষয়গুলোই সাধারণত প্রাথমিক SEO এর কাজ । এ বিষয়গুলোর উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন আপনাকে অর্থাৎ আপনার ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথমে নিয়ে আসবে । আসলে SEO (Search Engine Optimisation) একটি বিশাল বিষয় । প্রতিটি নিয়ম পুঙ্খানুপুঙ্খ রূপে লিখতে গেলে কয়েকদিন কেটে যাবে ।
আপনাদের জন্য সহজ ও সাবলিল ভাবে শুধুমাত্র বেসিক আইডিয়া টুকু লিখলাম । এই কাজ গুলো করলেই আপনি অনেকখানি এগিয়ে যাবেন । এই টুকু লেখা থেকে যদি আপনি উপকৃত হতে পারেন তাহলে নিজেকে কৃতজ্ঞ মনে করব । আল্লাহ হাফেজ ।
আরও পড়ুনঃ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ | Medical Representative Job