ছাত্র অবস্থায় ইনকাম | ছাত্র জীবনে অর্থ উপার্জন

ছাত্র অবস্থায় ইনকাম | ছাত্র জীবনে অর্থ উপার্জন - জীবনের একটি মহামূল্যবান অধ্যায় হলো ছাত্র জীবন । অনেকে এই সময়টাকে হেলাফেলায় নষ্ট করে । পড়াশোনার পাশাপাশি কাজের সাথে যুক্ত থাকলে নানারকম দক্ষতার সাথে সাথে সময় এর ব্যাপারে সচেতন হওয়া যায়, আর আয় হয় বাড়তি কিছু টাকা যা পরবর্তী জীবনের জন্য তৈরী হয় বিভিন্ন রকম আয়ের রোড ম্যাপ বা সুযোগ ।

আজকের ব্লগ পোস্টে যারা ছাত্র তাদের জন্য একটি অতি উপকারি বিষয় আলোচনা করা হলো । আজকের আলোচ্য বিষয় হচ্ছে “ছাত্র অবস্থায় ইনকাম | ছাত্র জীবনে অর্থ উপার্জন” । তো বন্ধুরা, ছাত্রজীবনে অর্থ উপার্জনের কিছু উপায় নিম্নে বর্ণনা করা হলো ।

আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য | ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি

ছাত্র অবস্থায় ইনকাম | ছাত্র জীবনে অর্থ উপার্জন

আরও পড়ুনঃ SEO কাকে বলে | SEO কিভাবে কাজ করে

কিভাবে ছাত্র অবস্থায় ইনকাম করা যায়?

বর্তমান সময়ে অনেক ছাত্রই ইনকামের সাথে জড়িত । আবার অনেক ছাত্রই জানতে চান যে কিভাবে ছাত্র থাকা অকস্থায় সহজে ইনকাম করা যায় । তাদের কথা চিন্তা করে আজকের এই ব্লগ পোস্ট লেখা । ছাত্র থাকা অবস্থায় কিভাবে ইনকাম করা যায় তার কয়েকটি আইডিয়া নিচে দেওয়া হলো ।

ছাত্র অবস্থায় আপনি দুই ভাবে ইনকাম করতে পারবেন ----

  • অনলাইন ছাড়া ইনকাম (Without online)
  • অনলাইন থেকে ইনকাম (With online)

ছাত্র অবস্থায় অনলাইন ছাড়া ইনকাম এবং অনলাইন থেকে ইনকাম করা সম্ভব । চলুন প্রথমে দেখে আসি কিভাবে আপনি ছাত্র অবস্থায় অনলাইন ছাড়া ইনকাম করতে পারবেন ।

অনলাইন ছাড়া ইনকাম

আপনার যদি কোনো প্রকার স্কিল না থাকে তাহলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না । তাই বলে হাত-পা গুটিয়ে বসে থাকবেন । অনলাইন থেকে ইনকাম করার জন্য স্কিল তৈরীর পাশাপাশি অনলাইন ছাড়া ইনকাম ইনকাম করতে পারেন । তো বন্ধুরা কি কি উপায়ে অনলাইন ছাড়া ইনকাম করতে পারবেন তা নিম্নে বর্ণনা করা হলো ----

টিউশনি

ছাত্র অবস্থায় পড়াশোনার পাশাপাশি সবচেয়ে উত্তম ও সম্মানের পেশা হলো টিউশনি । এর সব থেকে বড় উপকারিতা হচ্ছে বোঝানোর ক্ষমতা, নিজের ধারণা এবং অভিজ্ঞতা বৃদ্ধি । এছাড়া আপনি ছাত্র অবস্থায় নিকটস্থ কোচিং সেন্টারে শিক্ষকতা করতে পারেন ।

কোচিং সেন্টার

পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত সময় থাকলে কোচিং সেন্টার খুলতে পারেন । এতে একসঙ্গে বেশি শিক্ষার্থীদের পড়ানো এবং বেশি অর্থ উপার্জন করা যায় ।

রাইডার

নিজস্ব বাইক থাকলে পাঠাও, উবার ইত্যাদিতে রাইডার হিসেবে যুক্ত হয়ে বা চুক্তিতেও বেশ ভাল আয় করা যায় । এছাড়াও বাইকে কুরিয়ার এর জিনিসপত্র গ্রাহকের কাছে পৌঁছানোর মাধ্যমেও (বাইক মেসেঞ্জারিং) অর্থ আয় করা যায় ।

ইভেন্ট ম্যানেজমেন্ট

যে কোনো অনুষ্ঠান আয়োজনের দক্ষতা থাকলে ফুড ফেস্টিভ্যাল, কর্পোরেট ইভেন্ট, কালচারাল প্রোগ্রাম ইত্যাদি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অর্থ উপার্জন করা যেতে পারে ।

এজেন্ট হওয়া

বিভিন্ন কোম্পানি তাদের বিক্রয় বৃদ্ধির জন্য নির্দিষ্ট কমিশন এজেন্ট নিয়োগ করেন । ছাত্রজীবনে চাইলে এ ধরনের কোম্পানির সাথে যুক্ত হয়ে অর্থ উপার্জন করতে পারেন ।

খণ্ডকালীন চাকরি

বিভিন্ন রেস্টুরেন্ট, সুপার শপ, ফ্যাশন হাউজ উৎসব বা মেলায় খন্ডকালীন লোক নিয়োগ দিয়ে থাকে, সেখানে যথেষ্ট কাজ করার সুযোগও থাকে । তাছাড়া বিভিন্ন কল সেন্টার, এনজিও, কর্পোরেট হাউস বা রিসার্চ ফার্মগুলো মাঝে মাঝে খন্ডকালীন কর্মী নিয়োগ করে, সে সুযোগও কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা যেতে পারে ।

অনলাইন থেকে ইনকাম

ছাত্র থাকা অবস্থায় অনলাইন থেকে ইনকাম একটি মক্ষম উপায় । তাহলে এবার চলুন দেখি অনলাইনে ছাত্রজীবনে কোন কোন উপায় আয় করা সম্ভব ---- 

লেখালেখি করে

ভালো লেখার হাত থাকলে বিভিন্ন ওয়েবসাইটে কনটেন্ট রাইটার হিসাবে কাজের সুযোগ রয়েছে । এছাড়া বিভিন্ন অনলাইন এবং দৈনিক পত্রিকাগুলোতেও লেখালেখির মাধ্যমে অর্থ উপার্জন করা যায় ।

অনুবাদের কাজ

বিদেশি ভাষায় দক্ষতা থাকলে নিবন্ধ, ওয়েবসাইট কন্টাক্ট, সংবাদ ইত্যাদি এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের মাধ্যমে ঘরে বসেই অর্থ আয় করা যায়, যা ভাষার দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক ।

ইউটিউবিং ও ফেসবুকিং

বিভিন্ন আকর্ষণীয় বিষয়ে ইউটিউবে চ্যানেল খুলে বা ফেসবুকে পেজ তৈরী করে বিজ্ঞাপন প্রাপ্তির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করা যায় । 

ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং

কম্পজ, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনিং সহ ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকলে সে বিষয়ে বিভিন্ন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং এ কাজ করে সহজে স্বাবলম্বী হতে পারেন ।

ফটোগ্রাফি

ছবি তোলা কারো শখ হয়ে থাকলে পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি করা যেতে পারে । এক্ষেত্রে অনলাইনে ছবি বিক্রি বা বিবাহ, জন্মদিন সহ বিভিন্ন প্রোগ্রামে ছবি তুলেও অর্থ উপার্জন করা সম্ভব ।

গ্রাফিক্স ডিজাইন/ ভিডিও এডিটিং

গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং এ ভালো দক্ষতা থাকলে বিভিন্ন কোম্পানির লোগো, ওয়েবসাইট ব্যানার, ছবি সম্পাদনা, বিজ্ঞাপন তৈরি, এনিমেশন ইত্যাদি কাজ করে সহজেই স্বাবলম্বী হওয়া যায় ।

ওয়েব ডেভেলপমেন্ট ও অ্যাপস তৈরি

এখন ওয়েবসাইট বানিয়ে গুগল এডসেন্স থেকে অর্থ উপার্জন করা যায় । সেই সাথে কোনো প্রতিষ্ঠান এর ওয়েবসাইট বা কাজের সফটওয়্যার- অ্যাপস তৈরীর মাধ্যমেও যথেষ্ট উপার্জন করা সম্ভব ।

প্রডাক্ট রিভিউ

অনলাইনে পণ্য কেনার আগে পণ্যের চাহিদা থাকায় এখন অনলাইন পণ্য রিভিউ লিখে মোটা অঙ্কের অর্থ আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে ।

সবশেষে, নিজের ভেতরে আত্মবিশ্বাস থাকলে যেকোনো কিছুই করা সম্ভব । তবে মনে রাখতে হবে, পড়াশোনা যেন সব সময় আপনার অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকে । বেশি আয়ের লোভে কাজের প্রতি বেশি ঝুঁকে পড়ে পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না ।।


আরও পড়ুনঃ দোভাষী চাকরি | Interpreter job

Previous Post Next Post