স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম | স্কিটো সিম ব্যালেন্স
চেক - আমাদের মাঝে অনেকেই আছে তারা প্রায়শই জানতে চান যে স্কিটো সিমে রিচার্জ করার
নিয়ম | স্কিটো সিম ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে । স্কিটো (Skitto) হচ্ছে গ্রামীণফোনের
বিশেষ একটি সেবার নাম বা প্যাকেজের নাম । গ্রামীণফোনের যে সাধারন সিম আছে ঠিক সে রকম
স্কিটো (Skitto) হচ্ছে আরেকটি সিম প্যাকেজ । গ্রামীণফোন এই স্কিটো (Skitto) সিমকে ডিজিটাল
সিমও বলা হয়ে থাকে ।
আরও পড়ুনঃ বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন চেক | BTRC Mobile Registration Check
আরও পড়ুনঃ খুলনা বিভাগ সম্পর্কে বিস্তারিত ২০২৩ | খুলনা বিভাগ সম্পর্কে তথ্য
কারন এই স্কিটো (Skitto) প্যাকেজের মাধ্যমে ইন্টারনেট সহ বিভিন্ন সুবিধা তাদের গ্রাহকদের দিয়ে থাকে । এই প্যাকেজটি মুলত তরুণ প্রজন্মের জন্য বিশেষ ভাবে সাজানো হয়েছে । যারা প্রচুর পরিমান ইন্টারনেট ডাটা ব্যবহার করে থাকেন তাদের জন্য স্কিটো (Skitto) সিম হতে পারে আদর্শ প্যাকেজ ।
বন্ধুরা, আজকের ব্লগ পোস্টে আলোচনার বিষয়বস্তু হচ্ছে
“স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম | স্কিটো সিম ব্যালেন্স চেক” । অনেকেরই গ্রামীণফোনের
এই বিশেষ প্যাকেজ স্কিটো (Skitto) নিয়ে অনেক জিজ্ঞাসা রয়েছে । আজকের ব্লগ পোস্টের মাধ্যমে
সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো । তাহলে চলুন শুরু করা যাক ।
স্কিটো সিম কি?
প্রথমে আমাদের জানতে হবে স্কিটো সিম কি? আসলে স্কিটো
(Skitto) সিমে হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর মুঠোফোন সংযোগ বা সিম সরবরাহকারী প্রতিষ্ঠান
গ্রামীণফোন এর একটি বিশেষ সিমের প্যাকেজের নাম । এই স্কিটো সিম মুলত তরুণ প্রজন্মের
জন্য বিশেষ ভাবে তৈরী করা হয়েছে । এই প্যাকেজটি স্মার্টফোনের মাধ্যমে একটি অ্যাপের
মাধ্যমে পরিচালনা করতে হয় ।
এই স্কিটো (Skitto) সিমের মাধ্যমে সহজ ইন্টারনেট, আউট
গোইং কল, এসএমএস সহ বিভিন্ন ধরনের অফার গুলো এই বিশেষ প্যাকেজ ব্যাবহারকারীরা ভোগ করে
থাকে । স্কিটো (Skitto) সিমের সকল ফিচারগুলো Skitto মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ
করতে পারবে তার গ্রাহকরা । এই সিমের অফার প্রতিনিয়ত পরিবর্তণ হতে থাকে । যা গ্রাহকদের
জন্য অনেক সুবিধা জনক ।
স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম
স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম হচ্ছে *666*skitto
number*Amount*Flexiload pin# অর্থাৎ গ্রামিনফোনের রিচার্জ পয়েন্ট থেকে রিচার্জের জন্য
দেওয়া কোড *222* এর জায়গায় স্কিটোর জন্য *666* দিতে হবে । তবে স্কিটো সিমে বিকাশ,
নগদ, রকেট, ইত্যাদি মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করেও রিচার্জ করতে পারবেন ।
আরও পড়ুনঃ সুন্দরবন নিয়ে কিছু কথা | সুন্দরবন সম্পর্কে তথ্য
আরও পড়ুনঃ মোবাইল নাম্বার দিয়ে এনআইডি চেক | Mobile Number Diye NID Check
স্কিটো সিমের কল রেট কত
স্কিটো (skitto) থেকে স্কিটো বা অন্য যে কোনো অপারেটরে
কথা বলুন ০.৯০ টাকা/মিঃ VAT, SD & SC সহ । সাথে পাবেন প্রতি সেকেন্ড পালস।
স্কিটো সিম ব্যালেন্স চেক
স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড হচ্ছে *121# । স্কিটো
সিমের ব্যালেন্স চেক করতে হলে প্রথমে আপনাকে *121# ডায়াল করতে হবে । তারপর 1 নাম্বার
অপশনে Balance check সিলেক্ট করে দিলে আপনি স্কিটো সিমের ব্যালেন্স দেখতে পাবেন ।
এছাড়া স্কিটো সিমের অফার করা থেকে শুরু করে স্কিটো সিমের
ব্যালেন্স চেক আপনাকে স্কিটো অ্যাপস এর মাধ্যমেই দেখতে পারবেন । এজন্য আপনাকে স্মার্টফোনে
Skitto অ্যাপটি ইন্সটল করে নিন । তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে ।
স্কিটো সিমের নাম্বার চেক করার উপায়
স্কিটো সিমের নাম্বার চেক করা একে বারে সহজ । যদি আপনি
স্কিটো সিমের নাম্বার দেখতে চান তাহলে আপনার মোবাইল থেকে *২# ডায়াল করুন । *২# ডায়াল
করার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে স্কিটো সিমের নাম্বার চলে আসবে ।
Skitto সিম চালু করার নিয়ম
অনেকেই জানতে চান Skitto সিম কিভাবে চালু করতে হয়? Skitto
সিম চালু করতে হলে প্রথমে আপনাকে একটি Skitto সিম কিনতে হবে । যেখান থেকে Skitto সিম
কিনবেন সেখান থেকে Skitto সিম রেজিষ্ট্রেশন করতে হবে এবং এর জন্য আপনার NID অথবা সিম
রেজিষ্ট্রেশন করা যায় এমন ডকুমেন্টস প্রয়োজন হবে ।
এবার যেখান থেকে Skitto সিম কিনবেন সেখানে তারা আপনার
হাতের আঙ্গুলের ছাপ নিয়ে এবং আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার দিয়ে ৫ থেকে ১০ মিনিট
মধ্যে আপনার Skitto সিম চালু করে দিবে ।
স্কিটো সিমের অফার কোড
অন্যান্য অপারেটরের বিভিন্ন অফারের বিভিন্ন কোড ব্যাবহার
করতে হয় কিন্তু স্কিটো সিমের সেই ঝামেলা নেই । স্কিটো (Skitto) সিমের ইন্টারনেট ,মিনিট
কিংবা অফার সম্পর্কে জানতে চাইলে *121# ডায়াল করলেই আপনি সব কিছুই জানতে পারবেন ।
*121# ডায়াল করলেই আপনি পেয়ে যাবেন সকল ধরণের সুবিধা ।
আপনি স্কিটো (Skitto) সিমের *121# কোড ডায়াল করে নিম্নোক্ত
সুবিধা সম্পর্কে জানতে পারবেন তা হল – মিনিট অফার, এমবি অফার, একাউন্ট ব্যালেন্স, এসএমএস
অফার ।
তাছাড়া আপনি স্কিটো (Skitto) সিমের সকল অফার জানতে পারবেন
Skitto অ্যাপের মাধ্যমে । এ গুগল প্লে স্টোর থেকে স্কিটো এপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল
করে নিতে হবে । এরপর স্কিটো এপ্লিকেশনটি সাইনআপ করলে সকল অফার সম্পর্কে অ্যাপ থেকেই
জানতে পারবেন এবং সেই সাথে এই সংযোগের সকল সুবিধা সমূহ উপভোগ করতে পারবেন ।
স্কিটো নতুন সিম অফার
👉 স্কিটো নতুন সিম এর সাথে থাকছে ১০ টাকা ব্যালেন্স, ১০০
এসএমএস, ৫১০ এমবি ডাটা ৩০ দিন মেয়াদ (বোনাস) ।
👉 স্কিটো অ্যাপ রেজিস্ট্রেশন করলে ৪ জিবি ডাটা ১৫ দিন
মেয়াদ (বোনাস) ।
👉 স্কিটো প্রোমো কোড ব্যবহার করলে ১ জিবি ডাটা ১৫ দিন
মেয়াদ (বোনাস) ।
👉 SIM একটিভ করার ১৫দিনের মধ্যে ফোরামে রেজিস্ট্রেশন করলে
১ জিবি ৭ দিন মেয়াদ (বোনাস)।
👉 SIM একটিভ করার ১৫দিনের মধ্যে অ্যাপ থেকে যে কোনো এ্যামাউন্ট
রিলোড করলে ১ জিবি ৭ দিনে মেয়াদ (বোনাস)।
👉 সিম একটিভ করার পরের মাস থেকে ২.৪ জিবি (১.২ জিবি +
১.২ জিবি ফ্রি) ১৭ টাকা রিচার্জে সাথে সাতদিন ভ্যালিডিটি । প্রতি মাসে ২ বার করে তিন
মাস পর্যন্ত তার মানে তিন মাসে মোট ১৪.৪ জিবি ডাটা সাশ্রয়ী বা কম মূল্যে ।
স্কিটো সিম কিভাবে পাওয়া যায়
আপনি যদি গ্রামীণফোনের এই বিশেষ প্যাকেজ স্কিটো পেতে
চান তাহলে আপনা নিকটস্থ গ্রামীণফোন কাস্টমার কেয়ারে খোঁজ করুন তাহলে খুব সহজেই স্কিটো
সিম পেয়ে যাবেন । এখান থেকে স্কিটো সিম কিনতে চাইলে আপনার শুধুমাত্র NID প্রয়োজন ।
গ্রামীণফোন কাস্টমার কেয়ারে গেলে NID এবং আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে এই সিমটি নিতে
পারবেন ।
স্কিটো সিমে এমবি কেনার কোড
স্কিটো গ্রামীণফোনের একটি ডিজিটাল সিম । যারা এই সিম
ব্যাবহার করেন তাদের স্মার্টফোনে একটি স্কিটো অ্যাপ ইন্সটল করতে হয় । এই স্কিটো অ্যাপের
মাধ্যমে এই সিম ম্যানেজমেন্ট বা পরিচালনা করতে হয় ।
স্কিটো সিমের বিভিন্ন প্যাকেজ কেনার ক্ষেত্রে এই অ্যাপ
দিয়েই করতে হয় । ম্যানুয়ালি কোনো কোড ব্যাবহার করে এর কোনো অফার কেনা যায় না । আপনি
যদি স্কিটো মোবাইল অ্যাপে প্রবেশ করেন তাহলে সেখানে যে অফার গুলো রয়েছে তা দেখতে পাবেন
। বিভিন্ন ধরনের প্যাকেজ কেনা থেকে শুরু করে এই সিমের ব্যালেন্স ও মেয়াদ চেক করার
জন্য স্কিটো অ্যাপ ছাড়া কোন বিকল্প নাই ।
আপনি যে কোনো অফার স্কিটো অ্যাপের মেনু থেকে প্যাকেজ
এক্টিভেট করতে পারবেন । মিনিট এবং ইন্টারনেট এর কম্বাইন্ড প্যাকেজও এখানে পাবেন । এছাড়াও
আপনি চাইলে অ্যাপের সাহায্যে নিজের ইচ্ছেমতো প্যাকেজ তৈরি করে তা এক্টিভেট করতে পারবেন
।
স্কিটো সিমের নাম্বার কেমন
অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্কিটো সিমের নাম্বার কেমন
। আসলে স্কিটো সিম হচ্ছে গ্রামীণফোনে একটি বিশেষ প্যাকেজ । গ্রামীণফোনের অন্যান্য নাম্বার
যেমন 017 এবং 013 দিয়ে শুরু হয়েছে ঠিক তেমনই স্কিটো সিমের নাম্বারও 013 এবং 017 দিয়ে
শুরু হয়েছে । তবে স্কিটো সিমের নাম্বার বেশির ভাগ 013******** এমনই ।
স্কিটো সিমের এমবি অফার
যারা স্কিটো সিম ব্যাবহার করেন তাদের সাধারণত একটি স্মার্টফোন
ব্যাবহার করতে হয় । কারন স্কিটো সিম ব্যাবহার করতে গেলে একটি স্কিটো অ্যাপের মাধ্যমে
এই সিম পরিচালনা করতে হয় । স্কিটো সিমের এমবি অফারগুলো এই স্কিটো অ্যাপেই থাকে । এই
অ্যাপ ব্যাবহারের মাধ্যমে আপনি সকল ধরনের এমবি অফারগুলো পেয়ে যাবেন ।
স্কিটো সিমের দাম কত?
গ্রামীণফোন যখন স্কিটো সিম লঞ্চ করে তখন এর অফিসিয়াল
দাম ছিলো ১১০ টাকা । ২০২০ সালের সেপ্টেম্বর মাসে স্কিটো সিমের দাম বেড়ে ২২০ টাকা হয়
। তবে আন-অফিসিয়ালি যারা গ্রামীনফোনের স্কিটো (Skitto) সিম বিক্রি করে থাকেন তাদের
সাথে দামের পার্থক্য রয়েছে ।
Skitto সিম এর সুবিধা
স্কিটো (Skitto) সিম এর অনেক সুবিধা রয়েছে । স্কিটো
সিম এর কিছু উল্লেখযোগ্য সুবিধা নিচে উল্লেখ করা হলো ---
👉 স্কিটো (Skitto) সিম-এর ইন্টারনেট প্যাকেজ, মিনিট প্যাকেজ,
এসএমএস প্যাকেজ ইত্যাদির মুল্য অন্যান্য সিম অপারেটরের থেকে কম ।
👉 এই সিম গ্রামীণফোনের নেটওয়ার্কের অন্তরভুক্ত হওয়ায়
ফাস্ট ইন্টারনেট সুবিধা ও দেশব্যাপী নেটওয়ার্ক সুবিধা রয়েছে ।
👉 স্কিটো (Skitto) সিম-এর Ready packs এবং Promo
deals এর জন্য কম দামে বেশ ভালো ভালো অফার পাওয়া যায় ।
👉 ই বিশেষ সিম এর সকল ফিচার স্কিটো (Skitto) অ্যাপ এর
মাধ্যমে খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব ।
স্কিটো সিমের সমস্যা
স্কিটো সিমের তেমন কোনো সমস্যা নাই । এই সিম আপনি আপনার
নিকটস্থ গ্রামীণফোন কাস্টমার কেয়ারে পেয়ে যাবেন । বর্তমানে এই সিমের সহজলভ্য করার জন্য
গ্রামীণফোন বিভিন্ন শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ স্কিটো সিম বিক্রেতার দ্বারা সিম
বিক্রয় করে থাকে ।
তবে হ্যাঁ স্কিটো সিমের রিচার্জ করা নিয়ে কিছুটা সমস্যা
রয়েছে । অনেক মোবাইল ফ্লেক্সিলোড এর দোকানদার এই সিম সম্পর্কে না জানার ফলে রিচার্জ
করতে বেশ সমস্যা হয় । ফ্লেক্সিলোড এর দোকানদারকে বলতে হবে যে এটি স্কিটো সিম এবং
*666* দিয়ে ফ্লেক্সিলোড করতে হবে । স্কিটো সিমে বিকাশ, নগদ, রকেট, ইত্যাদি মোবাইল ব্যাংকিং
সার্ভিস ব্যবহার করেও রিচার্জ করতে পারবেন ।
স্কিটো সিম রিপ্লেসমেন্ট
কোনো সমস্যার কারনে যদি আপনার স্কিটো সিম রিপ্লেসমেন্ট
করতে হয় তাহলে আপনাকে আপনার নকটস্থ গ্রামীনফোন কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে ।
তারা আপনাকে কিছু প্রশ্ন করতে পারে এবং আপনার আঙ্গুলের ছাপ নিয়ে স্কিটো সিম রিপ্লেসমেন্ট
করে দিবে । স্কিটো সিম রিপ্লেসমেন্ট করতে ২৫০ টাকার প্রয়োজন পড়বে ।
স্কিটো হেল্পলাইন নাম্বার
স্কিটো হেল্প লাইন নাম্বার হচ্ছে ১২১, অন্য অপারেটর
থেকে ০১৭০১০০০১২১ ।
স্কিটো ই-মেইল: help@skitto.com
স্কিটো ওয়েবসাইট: https://www.skitto.com/
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র কি | NID BD Details