টেলিটক নাম্বার দেখার উপায় 2023 | Teletalk Number Check Code 2023 - টেলিটক বাংলাদেশের অন্যতম একটি সিম অপারেটর কোম্পানি । আপনারা হয়তো অনেকেই জানেন যে, বাংলাদেশের যতগুলো সিম অপারেটর কোম্পানি রয়েছে তার মধ্যে টেলিটক একমাত্র বাংলাদেশ সরকার পরিচালিত সিম অপারেটর কোম্পানি ।
আরও পড়ুনঃ অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম | অনলাইনে জমির খতিয়ান চেক
বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা টেলিটক সিম ব্যবহার করেন । কিন্তু অনেকেই তাদের নিজের টেলিটক সিমের নাম্বার ভুলে যান বা জানেন না । আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের জানাবো টেলিটক নাম্বার দেখার উপায় 2023 । তাহলে চলুন জেনে নিই কিভাবে আপনার ভুলে যাওয়া টেলিটক সিমের নাম্বারটি দেখবেন ।
টেলিটক নিজের নাম্বার দেখার উপায়
বন্ধুরা টেলিটক নাম্বার
অর্থাৎ টেলিটক নিজের নাম্বার দেখার দুইটি উপায় রয়েছে । যথা ---
(ক) কোড ডায়াল এর মাধ্যমে
(খ) এস এম এস এর মাধ্যমে
টেলিটক নাম্বার চেক কোড
কোড ডায়াল এর মাধ্যমে
যদি আপনি আপনার টেলিটক নাম্বার দেখতে চান তাহলে, আপনার মোবাইলে প্রথম টেলিটক সিমটি
সেট করে মোবাইল অন করবেন ।
টেলিটক নাম্বার চেক কোড হচ্ছে *551# ।
এরপর আপনার মোবাইলের ডায়াল
অপশনে গিয়ে *551# টাইপ করবেন এবং টেলিটক সিম সিলেট করে ডায়াল করলে আপনার মোবাইল স্ক্রীনে
টেলিটক নাম্বারটি ভেসে উঠবে । আপনি আপনার কাংখিত টেলিটক নাম্বারটি দেখতে পারবেন ।
এসএমএসের মাধ্যমে টেলিটক নাম্বার দেখার উপায়
টেলিটক নাম্বার দেখার
আরেকটি উপায় হচ্ছে এসএমএসের মাধ্যমে । আপনি যদি ডায়াল এর মাধ্যমে টেলিটক নাম্বার
দেখতে না পারেন তাহলে এসএমএস এর মাধ্যমে টেলিটক নাম্বার দেখতে পারেন ।
এসএমএসের মাধ্যমে আপনি
যদি টেলিটক নাম্বার দেখতে চান তাহলে প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান সেখানে
টাইপ করুন ক্যাপিটাল লেটার এর “P” এবার সেন্ড করুন 154 নাম্বারে ।
আপনার মোবাইলে ফিরতি এসএমএসে
আপনার ভুলে যাওয়ার নাম্বারটি চলে আসবে । আর এভাবে খুব সহজেই এসএমএসের মাধ্যমে টেলিটক
নাম্বারটি দেখতে পারবেন ।
টেলিটক ব্যালেন্স চেক নাম্বার
আমাদের মাঝে অনেকেই আছেন
যারা টেলিটক সিম ব্যবহার করেন কিন্তু টেলিটক ব্যালেন্স দেখার নাম্বারটি অর্থাৎ কোডটি
জানেন না অথবা ভুলে গেছেন ।
টেলিটক ব্যালেন্স চেক নাম্বার হচ্ছে *152# ।
টেলিটক ব্যালেন্স দেখতে
হলে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *152# এবং টেলিটক সিম সিলেক্ট করুন
। মোবাইলে কোড ডায়াল করার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রীনে টেলিটক ব্যালেন্স এর পরিমান
চলে আসবে ।
আর এ ভাবে খুব সহজেই আপনি
আপনার মোবাইল থেকে টেলিটক সিমের ব্যালেন্স দেখতে পারবেন ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম | ই পাসপোর্ট চেক 2023