টেলিটক এমবি চেক কোড 2023 | টেলিটক এমবি চেক করার কোড

টেলিটক এমবি চেক কোড 2023 | টেলিটক এমবি চেক করার কোড - আমাদের মাঝে অনেকেই আছেন যারা টেলিটক সিম ব্যাবহার করেন এবং সেই সাথে ইন্টারনেটও ব্যাবহার করে থাকেন । যারা মূলত টেলিটক সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করেন তাদের তাদের প্রায় টেলিটক এমবি চেক করার প্রয়োজন হয় ।

আবার অনেকেই আছেন টেলিটক এমবি দেখার উপায় জানেন না । যাদের টেলিটক এমবি চেক করার নিয়ম জানা নেই বা টেলিটক এমবি চেক কোড না জানেন আজকের এই পোস্ট তাদের জন্য ।

আরও পড়ুনঃ টেলিটক নাম্বার দেখার উপায় 2023 | Teletalk Number Check Code 2023

টেলিটক এমবি চেক কোড 2023

আরও পড়ুনঃ খতিয়ান কি কত প্রকার ও কি কি - বিস্তারিত

বন্ধুরা, আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করার পদ্ধতি ও টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড সম্পর্কে বিস্তারিত শেয়ার করবো ।

আপনারা সম্পূর্ণ ব্লগ পোস্টটি পড়লে টেলিটক এমবি চেক করার কোড ও টেলিটক এমবি চেক করার নিয়ম জানতে পারবেন ।  চলুন তাহলে টেলিটক এমবি দেখার কোড ও বিস্তারিত জেনে নিন ---

টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক | টেলিটক এমবি চেক কোড

আমরা যারা টেলিটক সিম ব্যাবহার করে থাকি তারা জানি যে টেলিটক বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারনেট অফার দিয়ে থাকে । আমরা দেখেছি এবং জানি যে অন্যান্য অপারেটর থেকে টেলিটক সাশ্রয় মূলে বেশি অফার দিয়ে থাকে । আর এই কারনে গ্রাহকরা অনেকেই টেলিটক সিমে ইন্টারনেট অফারগুলোর নিয়ে থাকে ।

যারা টেলিটক সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করেন তাদের ইন্টারনেট ব্যাবহারের পর ইন্টারনেটের এমবি চেক করার প্রয়োজন হয়ে থাকে । কারন এর ব্যাহারকারীরা টেলিটক এমবি চেক করার মাধ্যমে টেলিটক সিমে কতটুকু এমবি রয়েছে তারা তা জানতে পারে ।

সঠিক সময়ে যদি টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করা না হয় তাহলে দেখা যাবে প্রয়োজনের সময় আমাদের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেছে কিংবা প্রচুর ইন্টারনেট ব্যালেন্স রয়েছে কিন্তু মেয়াদ নেই । তাই টেলিটক ইন্টারনেট সঠিক ভাবে ব্যাবহারের জন্য অবশ্যই টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করে দেখতে হবে ।

আজকের আলোচনার টপিক হচ্ছে টেলিটক এমবি চেক করার কোড । অর্থাৎ কোন কোড ব্যাবহার করে টেলিটক এমবি চেক করা যায় । আর টেলিটকের ইন্টারনেট ব্যালেন্স চেক করা খুবই সহজ । সাধারণত টেলিটক এমবি চেক করার কয়েকটি পদ্ধতি রয়েছে। নিম্নে পদ্ধতিগুলি দেওয়া হলো ---

(ক) কোড ডায়াল করে

(খ) ইজি মেনুর মাধ্যমে

(গ) এস এম এস এর মাধ্যমে

(ঘ) মাই টেলিটক অ্যাপের মাধ্যমে

বন্ধুরা, আপনারা কয়েকটি পদ্ধতিতে টেলিটক এমবি চেক করতে পারবেন । আপনারা এই ৪টি পদ্ধতিতেই খুব সহজেই টেলিটক এমবি চেক করতে পারবেন । আপনাদেরকে ৪টি পদ্ধতিতেই টেলিটক ইন্টারনেট ব্যালেন্স দেখার পদ্ধতি জানাবো । তাহলে এবার জেনে নিই টেলিটক ইন্টারনেট চেক করার ৪টি পদ্ধতি ---

টেলিটক এমবি চেক কোড 2023

টেলিটক এমবি চেক করার কোড

আমরা টেলিটক সিম ব্যাবহার করে থাকি তারা কোড ডায়াল করার মাধ্যমে এই সিমের ব্যালেন্স চেক করতে পারি । কোডের মাধ্যমে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে প্রথমত আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করতে হবে । সেখানে টাইপ করুন *152# ।

টেলিটক এমবি চেক করার কোড *152#

টেলিটক এমবি চেক কোড 2023

এই কোডটি মূলত টেলিটক ব্যালেন্স দেখার কোড । কিন্তু আপনার যদি টেলিটক সিমে ইন্টারনেট বা এসএমএস বান্ডেল কেনা থাকে তাহলে এই কোড ডায়াল করার পরপরই একটি ম্যাসেজের মাধ্যমে আপনার টেলিটক সিমের ইন্টারনেট বা এমবি ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে ।

টেলিটক এমবি চেক কোড 2023

টেলিটক ইজি মেনুর মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক

টেলিটক ইজি মেনুর মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে আপনার মোবাইলে ডায়াল প্যাড ওপেন করুন এবং ডায়াল প্যাডে টাইপ করুন *111# ।

এই ইজি মেন্যু থেকে আপনার টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করে নিতে পারবেন খুব সহজেই ।

টেলিটক এমবি চেক কোড 2023

এসএমএসের মাধ্যমে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক

আপনি এসএমএসের মাধ্যমেও টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন । এজন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে । এরপর মেসেজ অপশনে লিখুন ক্যাপিটাল লেটারের “U” ।

এরপর এটি সেন্ড করে দিবেন 111 নাম্বারে । এরপর ফিরতি এসএমএসে আপনাকে আপনার ইন্টারনেট ব্যালেন্সসহ যাবতীয় সব কিছু জানিয়ে দেওয়া হবে ।

টেলিটক এমবি চেক কোড 2023

My Teletalk App এর মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক

টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার আরেকটি সহজ পদ্ধতী হচ্ছে My Teletalk App দিয়ে । আপনি টেলিটক সিম ব্যাবহার করছেন এবং আপনার স্মার্টফোনও রয়েছে, কিন্তু My Teletalk App ব্যাবহার করছেন না? আপনি এখনই আপনার মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

এরপর আপনার My Teletalk App-এ আপনার টেলিটক নাম্বার দিয়ে লগইন করুন । লগইন করার পর মুল ইন্টারফেস ওপেন হলেই ইন্টারনেট ব্যালেন্স এবং এর মেয়াদ ও বিভিন্ন তথ্য সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম | অনলাইনে জমির খতিয়ান চেক

Previous Post Next Post