টেলিটক এমবি চেক কোড 2023 | টেলিটক এমবি চেক করার কোড
- আমাদের মাঝে অনেকেই আছেন যারা টেলিটক সিম ব্যাবহার করেন এবং সেই সাথে ইন্টারনেটও
ব্যাবহার করে থাকেন । যারা মূলত টেলিটক সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করেন তাদের তাদের
প্রায় টেলিটক এমবি চেক করার প্রয়োজন হয় ।
আবার অনেকেই আছেন টেলিটক এমবি দেখার উপায় জানেন না । যাদের টেলিটক এমবি চেক করার নিয়ম জানা নেই বা টেলিটক এমবি চেক কোড না জানেন আজকের এই পোস্ট তাদের জন্য ।
আরও পড়ুনঃ টেলিটক নাম্বার দেখার উপায় 2023 | Teletalk Number Check Code 2023
আরও পড়ুনঃ খতিয়ান কি কত প্রকার ও কি কি - বিস্তারিত
বন্ধুরা, আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করার পদ্ধতি ও টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড সম্পর্কে বিস্তারিত শেয়ার করবো ।
আপনারা সম্পূর্ণ ব্লগ পোস্টটি পড়লে টেলিটক এমবি চেক
করার কোড ও টেলিটক এমবি চেক করার নিয়ম জানতে পারবেন । চলুন তাহলে টেলিটক এমবি দেখার কোড ও বিস্তারিত জেনে
নিন ---
টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক | টেলিটক এমবি চেক কোড
আমরা যারা টেলিটক সিম ব্যাবহার করে থাকি তারা জানি যে
টেলিটক বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারনেট অফার দিয়ে থাকে । আমরা দেখেছি এবং জানি যে অন্যান্য
অপারেটর থেকে টেলিটক সাশ্রয় মূলে বেশি অফার দিয়ে থাকে । আর এই কারনে গ্রাহকরা অনেকেই
টেলিটক সিমে ইন্টারনেট অফারগুলোর নিয়ে থাকে ।
যারা টেলিটক সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করেন
তাদের ইন্টারনেট ব্যাবহারের পর ইন্টারনেটের এমবি চেক করার প্রয়োজন হয়ে থাকে । কারন
এর ব্যাহারকারীরা টেলিটক এমবি চেক করার মাধ্যমে টেলিটক সিমে কতটুকু এমবি রয়েছে তারা
তা জানতে পারে ।
সঠিক সময়ে যদি টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করা না
হয় তাহলে দেখা যাবে প্রয়োজনের সময় আমাদের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেছে কিংবা
প্রচুর ইন্টারনেট ব্যালেন্স রয়েছে কিন্তু মেয়াদ নেই । তাই টেলিটক ইন্টারনেট সঠিক
ভাবে ব্যাবহারের জন্য অবশ্যই টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করে দেখতে হবে ।
আজকের আলোচনার টপিক হচ্ছে টেলিটক এমবি চেক করার কোড
। অর্থাৎ কোন কোড ব্যাবহার করে টেলিটক এমবি চেক করা যায় । আর টেলিটকের ইন্টারনেট ব্যালেন্স
চেক করা খুবই সহজ । সাধারণত টেলিটক এমবি চেক করার কয়েকটি পদ্ধতি রয়েছে। নিম্নে পদ্ধতিগুলি
দেওয়া হলো ---
(ক) কোড ডায়াল করে
(খ) ইজি মেনুর মাধ্যমে
(গ) এস এম এস এর মাধ্যমে
(ঘ) মাই টেলিটক অ্যাপের মাধ্যমে
বন্ধুরা, আপনারা কয়েকটি পদ্ধতিতে টেলিটক এমবি চেক করতে
পারবেন । আপনারা এই ৪টি পদ্ধতিতেই খুব সহজেই টেলিটক এমবি চেক করতে পারবেন । আপনাদেরকে
৪টি পদ্ধতিতেই টেলিটক ইন্টারনেট ব্যালেন্স দেখার পদ্ধতি জানাবো । তাহলে এবার জেনে নিই
টেলিটক ইন্টারনেট চেক করার ৪টি পদ্ধতি ---
টেলিটক এমবি চেক করার কোড
আমরা টেলিটক সিম ব্যাবহার করে থাকি তারা কোড ডায়াল করার
মাধ্যমে এই সিমের ব্যালেন্স চেক করতে পারি । কোডের মাধ্যমে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স
চেক করতে হলে প্রথমত আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করতে হবে । সেখানে টাইপ
করুন *152# ।
টেলিটক এমবি চেক করার কোড *152#
এই কোডটি মূলত টেলিটক ব্যালেন্স দেখার কোড । কিন্তু
আপনার যদি টেলিটক সিমে ইন্টারনেট বা এসএমএস বান্ডেল কেনা থাকে তাহলে এই কোড ডায়াল করার
পরপরই একটি ম্যাসেজের মাধ্যমে আপনার টেলিটক সিমের ইন্টারনেট বা এমবি ব্যালেন্স জানিয়ে
দেওয়া হবে ।
টেলিটক ইজি মেনুর মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক
টেলিটক ইজি মেনুর মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে
হলে আপনার মোবাইলে ডায়াল প্যাড ওপেন করুন এবং ডায়াল প্যাডে টাইপ করুন *111# ।
এই ইজি মেন্যু থেকে আপনার টেলিটক ইন্টারনেট ব্যালেন্স
চেক করে নিতে পারবেন খুব সহজেই ।
এসএমএসের মাধ্যমে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক
আপনি এসএমএসের মাধ্যমেও টেলিটক ইন্টারনেট ব্যালেন্স
চেক করতে পারবেন । এজন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে । এরপর
মেসেজ অপশনে লিখুন ক্যাপিটাল লেটারের “U” ।
এরপর এটি সেন্ড করে দিবেন 111 নাম্বারে । এরপর ফিরতি
এসএমএসে আপনাকে আপনার ইন্টারনেট ব্যালেন্সসহ যাবতীয় সব কিছু জানিয়ে দেওয়া হবে ।
My Teletalk App এর মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক
টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার আরেকটি সহজ
পদ্ধতী হচ্ছে My Teletalk App দিয়ে । আপনি টেলিটক সিম ব্যাবহার করছেন এবং আপনার স্মার্টফোনও
রয়েছে, কিন্তু My Teletalk App ব্যাবহার করছেন না? আপনি এখনই আপনার মোবাইলে অ্যাপটি
ডাউনলোড করে ইন্সটল করে নিন ।
এরপর আপনার My Teletalk App-এ আপনার টেলিটক নাম্বার দিয়ে লগইন করুন । লগইন করার পর মুল ইন্টারফেস ওপেন হলেই ইন্টারনেট ব্যালেন্স এবং এর মেয়াদ ও বিভিন্ন তথ্য সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম | অনলাইনে জমির খতিয়ান চেক