NID স্লিপ হারিয়ে গেলে করণীয় | ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি

NID স্লিপ হারিয়ে গেলে করণীয় | ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি - আমাদের মাঝে অনেকেই আছেন যারা নতুন করে ভোটার হয়েছেন এবং NID কার্ডের জন্য সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছি । এন আই ডি কার্ড করার পরে কিন্তু আমাদের একটি NID কার্ডের স্লিপ দেওয়া হয় । যে স্লিপ এর মধ্যে আট ডিজিটের নাম্বার দেওয়া থাকে । ঐ নাম্বার ব্যবহার করে আমরা অনলাইন থেকে NID কার্ডটি ডাউনলোড করতে পারি ।

NID স্লিপটি দেওয়ার কারণ হল যখন আপনি NID কার্ড ডেলিভারি নিবেন তখন এই স্লিপ দিয়ে আপনাকে NID কার্ড নিতে হবে ।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার | Election Commission Helpline Number

NID স্লিপ হারিয়ে গেলে করণীয়

আরও পড়ুনঃ টেলিটক এমবি চেক কোড 2023 | টেলিটক এমবি চেক করার কোড

আমাদের মাঝে অনেকেই আছেন যারা জানতে চান যে এই NID কার্ডের স্লিপ হারিয়ে গেলে কিভাবে দ্বিতীয়বার সংগ্রহ করতে পারবো অথবা কিভাবে NID কার্ডটি সংগ্রহ করতে পারবো বা স্লিপ ছাড়া NID কার্ড সংগ্রহের উপায় কি?

বন্ধুরা, আজকের ব্লগপোস্টে আপনাদের সাথে শেয়ার করব NID স্লিপ হারিয়ে গেলে করণীয় বা ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি । আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে এর সমাধান পেয়ে যাবেন । তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ----

বন্ধুরা, আপনার NID কার্ডের স্লিপ হারিয়ে গেলে সেটা কিভাবে উত্তোলন করবেন এই বিষয়টি আপনাদের এখন জানিয়ে দেবো ।

আপনার যদি NID কার্ডের স্লিপ হারিয়ে যায় তাহলে আপনি যে কোনো একটি কাগজে আপনার নাম ঠিকানা এবং আপনার বিস্তারিত লিখে নেবেন । সাথে যে যে ডকুমেন্টগুলো NID কার্ড করার সময় জমা দিয়েছিলেন, সেই সমস্ত ডকুমেন্টগুলো সাথে নিয়ে আপনি চলে যাবেন উপজেলা নির্বাচন অফিসে ।

NID স্লিপ হারিয়ে গেলে করণীয় | ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি
ভোটার স্লিপ

সেখানে গিয়ে উপজেলা কর্মকর্তার সাথে কথা বলবেন । আপনার NID কার্ডের স্লিপ হারিয়ে গেছে এই বিষয়টি তাকে জানাবেন । এরপর তারাই আপনাকে একটি নির্দিষ্ট প্রসেস এর মাধ্যমে এন আই ডি কার্ডের স্লিপ দ্বিতীয়বার পুনরায় আপনাকে প্রোভাইড করবে ।

যে স্লিপটি আপনাকে নতুন করে দেওয়া হয়েছে সেটা দিয়েই পরবর্তীতে আপনি আপনার NID কার্ড সংগ্রহ করতে পারবেন । এছাড়াও যারা রিসেন্টলি ভোটার হচ্ছেন তাদের কিন্তু NID কার্ডের স্লিপ ছাড়া এন আইডি কার্ড সংগ্রহ করার একটি অপশন রয়েছে ।

অপশনটি হলো যেদিন থেকে আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন সেদিন থেকে ৭ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে আপনার মোবাইল ফোনে একটি এসএমএস দেওয়া হবে । সেই এসএমএসের ভেতরে কিন্তু NID কার্ডের নাম্বার উল্লেখ করা থাকে । আপনি কিন্তু সেই নাম্বার ব্যবহার করে অনলাইন থেকে NID কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা নির্বাচন কমিশন অফিস থেকে আপনার NID কার্ড সংগ্রহ করতে পারবেন ।

টিপসঃ আমাদের প্রত্যেকের উচিত NID কার্ডের স্লিপটির কয়েক কপি ফটোকপি করে নেওয়া এবং মোবাইল ফোনে ছবি তুলে রাখা । যাতে পরবর্তীতে এই স্লিপ হারিয়ে গেলে আমরা এই ডকুমেন্টগুলো সাহায্যে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারি ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ টেলিটক নাম্বার দেখার উপায় 2023 | Teletalk Number Check Code 2023

Previous Post Next Post