সব সিমের নাম্বার চেক কোড ২০২৩ | All Sim Number Check Code Bangladesh - বর্তমান সময়ে আমাদের দেশে মোবাইল কোম্পানিগুলোর সিম সহজ লভ্য হওয়ার কারনে অনেকের কাছেই বিভিন্ন অপারেটরের একাধিক সিম থাকে ।
আমরা সাধারনত একটা বা
দুইটা সিম ব্যবহার করি বাকি সিম গুলা পকেটের মানিব্যাগে পড়ে থাকে । প্রয়োজন অনুযায়ী
সেই সিমগুলো ব্যবহার করা হয় । আর সে কারনে আমারা অব্যবহৃত সিমগুলোর নাম্বার ভুলে যাই
। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সব সিমের নাম্বার চেক কোড ২০২৩ ।
আরও পড়ুনঃ নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার | Election Commission Helpline Number
আরও পড়ুনঃ টেলিটক এমবি চেক কোড 2023 | টেলিটক এমবি চেক করার কোড
আমাদের ঐ সিম গুলোর নাম্বার না জানার কারনে অবশ্যই সিমগুলোর মাঝে মাঝে নাম্বার জানতে হয় । বিভিন্ন কোম্পানির সিমের নাম্বার দেখার নির্দিষ্ট কোড রয়েছে । সেই সব কোড ডায়ালের মাধ্যমে আমরা বিভিন্ন সিমের নাম্বার দেখতে পারি । বন্ধুরা, আমাদের মাঝে অনেকেই আছেন যারা ঐ সকল সিমের নাম্বার দেখার কোড জানেন না ।
আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো “সব সিমের
নাম্বার চেক কোড ২০২৩ | All Sim Number Check Code Bangladesh” বিষয়টি নিয়ে । আপনাদের
মধ্যে যারা সিমের নাম্বার দেখার কোড জানেন না এই পোস্টটি তাদের জন্য ।
আশা করি আপনারা এই পোস্টের মাধ্যমে বাংলাদেশের সকল সিমের
নাম্বার কিভাবে চেক করতে হয় তার উপায় বা নিয়ম খুব সহজেই জানতে পারবেন ।
বাংলাদেশে কি কি সিম আছে?
বাংলাদেশে বর্তমানে মোট ৫টি মোবাইল সিম অপারেটর রয়েছে
। যথা –
- জিপি অর্থাৎ গ্রামীণফোন
- বাংলালিংক
- রবি (পূর্ব নাম একটেল)
- এয়ারটেল (পূর্ব নাম ওয়ারিদ)
- টেলিটক ।
প্রত্যেকটি মোবাইল সিম অপারেটরের রয়েছে সতন্ত্র কোড
। যেমন –
- জিপি এর কোড হচ্ছে 017 ও 013
- বাংলালিংক এর কোড হচ্ছে 019 ও 014
- রবি এর কোড হচ্ছে 018
- এয়ারটেল এর কোড হচ্ছে 016
- টেলিটক এর কোড হচ্ছে 015 ।
এই ৫টি মোবাইল সিম অপারেটরের নাম্বার দেখার কোড অনেকে
মনে রাখতে পারেন না । আর সে কারনে এই সকল সিম অপারেটরের গ্রাহকরা নাম্বার দেখার কোড
গুগলে সার্চ করে থাকেন । আর সব সিমের নাম্বার চেক কোড নিয়েই নিয়ে নিচে বিস্তারিত আলোচনা
করা হলো ।
সিম অপারেটর ও কোড নাম্বার |
জিপি সিমের নাম্বার দেখার কোড - Gp number check code
গ্রামীণফোন বা জিপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মোবাইল সিম কোম্পানি। বাংলাদেশে যে ৫টি সিম অপারেটর রয়েছে তাদের মধ্যে জিপি সেরা এবং অন্যতম । এদেশে ১৯৯৭ সালে জিপি তাদের যাত্রা শুরু করে । আজ পর্যন্ত তারা তাদের জনপ্রিয়তা সমান ভাবে ধরে রেখেছে ।
আজকের আলোচনায় আপনাদের আমি জানাবো যে কিভাবে জিপি সিমের নাম্বার
বের করবেন । এই বিষয়টি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না । যারা জানেন না তাদের এই
বিষয়টি খুব কাজে আসবে ।
জিপি সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে
ডায়াল প্যাড ওপেন করতে হবে । জিপি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# । *2# কোডটি ডায়াল
করলেই আপনার জিপি সিমের নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা
বিষয়টি বুঝতে পেরেছেন ।
স্কিটো নাম্বার দেখার কোড - Skitto sim number check code
স্কিটো সিম হচ্ছে গ্রামীনফোনের একটি স্পেশাল সিম । এই
সিম একটি ডিজিটাল সিম বলে প্রচার করে থাকে জিপি কোম্পানি । এই সিম সাধারনত আমাদের দেশের
ইয়াং জেনারেশান ব্যাবহার করে থাকে বা তাদের উদ্দেশ্য করেই জিপি এই সিম মার্কেটে ছেড়েছে
। এই সিম দিয়ে মোবাইলে ইন্টারনেট অফার গুলো ভালো পাওয়া যায় ।
skitto সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে
ডায়াল প্যাড ওপেন করতে হবে । skitto সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# । এই *2# কোডটি
ডায়াল করলেই আপনার skitto সিমের নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি
বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন ।
রবি সিমের নাম্বার দেখার কোড - Robi number check code
আমাদের মাঝে অনেকেই আছেন যারা রবি সিম ব্যবহার করে থাকেন । রবি সিম এক সময় “একটেল” নামে পরিচিত ছিলো । এর বেশ পরে এসে তারা এই সিমের নাম দেয় “রবি” । তারপর থেকেই এই সিম রবি নামে পরিচিত ।
আমাদের অনেক সময় নিজের ব্যবহৃত নাম্বার
ভুলে যাই । কিভাবে রবি সিমের নাম্বার বের করবেন বা দেখবেন তা আলোচনা করা হলো ।
রবি সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে
ডায়াল প্যাড ওপেন করতে হবে । রবি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# । এই *2# কোডটি
ডায়াল করলেই আপনার রবি সিমের নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা
বিষয়টি বুঝতে পেরেছেন ।
সব সিমের নাম্বার চেক কোড ২০২৩ |
টেলিটক সিম হচ্ছে বাংলাদেশের সরকার কতৃক পরিচালিত একমাত্র সিম অপারেটর । বাংলাদেশের অনেক সার্ভিস আছে যে গুলো নিতে হলে এই টেলিটক সিমের প্রয়োজন পড়ে ।
বাংলাদেশের সরকার পরিচালিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে তার কর্মকর্তারা টেলিটক সিম
ব্যবহার করে থাকেন । টেলিটক সিমের নাম্বার ভুলে গেলে কিভাবে তা বের করবেন তা আলোচনা
করা হলো ।
টেলিটক সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে ডায়াল প্যাড ওপেন করতে হবে । টেলিটক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *551# । এই *551# কোডটি ডায়াল করলেই আপনার টেলিটক সিমের নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন ।
বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড - Banglalink number check
বাংলাদেশের আরেকটি জনপ্রিয় সিম অপারেটরের নাম হচ্ছে
বাংলালিংক । বাংলাদেশের অনেক নাগরিক এই বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন । বাংলালিংকের
সব সার্ভিস গুলো খুব ভালো । যারা বাংলালিংক ব্যবহার করেন তারা যদি নিজেদের সিমের নাম্বার
ভুলে যান তাহলে তা কিভাবে বের করবেন বা দেখবেন তা আলোচনা করা হলো ।
বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে
ডায়াল প্যাড ওপেন করতে হবে । বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড (Banglalink
Number Check Code) হচ্ছে *511# । এই *511# কোডটি ডায়াল করলেই আপনার বাংলালিংক সিমের
নাম্বার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন ।
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড - Airtel number check code bd
বাংলাদেশের আরেকটি অন্যতম সিম আপারেটরের নাম হচ্ছে এয়ারটেল । এই সিম যখন বাংলাদেশের বাজারে আত্মপ্রকাশ করে তখন এই সিমের নাম ছিলো “ওয়ারিদ” । পরে এই “ওয়ারিদ” কোম্পানির কাছ থেকে “এয়ারটেল” কোম্পানি ওয়ারিদের সর্বসত্ব কিনে নেয় ।
তার
পর থেকে এই সিমের নাম হয় “এয়ারটেল” । যারা “এয়ারটেল” সিম ব্যবহার করে থাকেন তারা যদি
নিজেদের সিম নাম্বার ভুলে যান তাহলে কিভাবে নাম্বার বের করবেন বা দেখবেন তা আলোচনা
করা হলো ।
এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলে
ডায়াল প্যাড ওপেন করতে হবে । এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড (Airtel Number
Check Code) হচ্ছে *2# । এই *2# কোডটি ডায়াল করলেই আপনার এয়ারটেল সিমের নাম্বার আপনার
মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে । আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছেন ।
বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানির নাম কি?
সিটিসেল হচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি । দ্য প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এর মালিকানাধীন ছিল সিটিসেল । সিটিসেল মোবাইলের প্রধান বৈশিষ্ট্য ছিল শুধুমাত্র সিটিসেল মোবাইল দিয়েই সিটিসেল এর সিম ব্যবহার করতে হতো ।
যার ফলে অন্যান্য মোবাইল ও সিম কোম্পানি আসার পর সিটিসেল জনপ্রিয়তা হারাতে থাকে
। পরবর্তীতে সিটিসেল কোম্পানিটি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ টেলিটক নাম্বার দেখার উপায় 2023 | Teletalk Number Check Code 2023