12 হাজার টাকার মোবাইল Samsung | ১২ হাজার টাকার মোবাইল স্যামসাং

12 হাজার টাকার মোবাইল Samsung | ১২ হাজার টাকার মোবাইল স্যামসাং - বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ যদি ২০২৩ সালের এই সময়ে একটি Samsung মোবাইল কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য । সম্মানিত পাঠকবৃন্দ আজকের এই আর্টিকেলটিতে “12 হাজার টাকার মোবাইল Samsung” মোবাইল ফোন নিয়ে আলোচনা করবো ।

আরও পড়ুনঃ ১২ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ | ১২ হাজার টাকার মোবাইল

12 হাজার টাকার মোবাইল Samsung

আরও পড়ুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ | ১০ হাজার টাকার মধ্যে মোবাইল

মোবাইল ফোনের জন্ম লগ্ন থেকেই Samsung একটি ব্রান্ড মোবাইল কোম্পানি । আমাদের মাঝে অনেকেই Samsung মোবাইল ফোন পছন্দ করে থাকেন । মোবাইল কেনার জন্য অনেকেরই বাজেট নির্ধারণ করা থাকে । আজকের আর্টিকেলটিতে কয়েকটি ১২ হাজার টাকার মোবাইল স্যামসাং মোবাইল নিয়ে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো ।

১২ হাজার টাকার মোবাইল স্যামসাং বাংলাদেশ

বর্তমান এই সময়টি মোবাইল কোম্পানির জন্য মোবাইল রিলিজের ক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখিন হতে হয় । কারন বর্তমানে মোবাইল মার্কেট অনেক বেশি প্রতিযোগিতামূলক । প্রায় সকল কোম্পানিগুলো তাদের ভোক্তাদের কোম্পানির সাধ্য মতো সেবা এবং ছাড় দেওয়ার চেষ্টা করে থাকে । তাই Samsung কোম্পানিও এর ব্যতিক্রম নয় ।

বন্ধুরা, আজকের এই আর্টিকেলটিতে “12 হাজার টাকার মোবাইল Samsung” নিয়ে আলোচনায় বর্তমান সময়ের ৫টি Samsung মোবাইল নিয়ে আলোচনা করবো । তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কোন ৫টি Samsung মোবাইল থাকছে আজকের আলোচনায় ।

12 হাজার টাকার মোবাইল Samsung
Samsung Galaxy A04

Samsung Galaxy A04

Samsung Galaxy A04 মোবাইলটির বাংলাদেশের  মোবাইল বাজারে দাম ৳12,999 3/32 GB ।

এই মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি ও PLS LCD HD+ ডিসপ্লে । এই মোবাইলটির ডিসপ্লেতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে ।

পিছনের মেইন ক্যামেরাটি ডুয়াল 50+2 MP এর মেগাপিক্সেল এবং এর বৈশিষ্ট অটোফোকাস, LED ফ্ল্যাশ, ডেপথ সেন্সর, f/1.8 অ্যাপারচার, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং । সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেল ।

Samsung Galaxy A04 মোবাইলটির রয়েছে 15W দ্রুত চার্জিং সহ 5000 mAh ব্যাটারি ।

এই মোবাইলটিতে রয়েছে 3 GB RAM, 2.3 GHz অক্টা-কোর CPU এবং PowerVR GE8320 GPU । এই ডিভাইসটি MediaTek Helio P35 (12 nm) চিপসেট দ্বারা পরিচালিত।

ডিভাইসটিতে আছে 32 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট । তবে এই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই ।

Samsung Galaxy A04 মোবাইলটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিম, ফেস আনলক ইত্যাদি ।

Samsung Galaxy A04 এর ভালো দিক

  • মোবাইলটিতে রয়েছে 6.5 বড় HD+ স্ক্রীন ।
  • রয়েছে উন্নত মানের 50MP ব্যাক ক্যামেরা ।
  • Android 12 দ্বারা পরিচালিত ।
  • রয়েছে 15W দ্রুত চার্জিং ব্যাবস্থাসহ 5000 mAh ব্যাটারি ।

Samsung Galaxy A04 এর মন্দ দিক

  • কোন প্রকার ডিসপ্লে সুরক্ষা ব্যাবস্থা নেই ।
  • কোন প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই ।
  • নিম্ন মানের কর্মক্ষম চিপসেট ।

12 হাজার টাকার মোবাইল Samsung
Samsung Galaxy A03

Samsung Galaxy A03

Samsung Galaxy A03 মোবাইলটির বাংলাদেশের  মোবাইল বাজারে দাম ৳12,999 3/32 GB, ৳14,999 4/64 GB ।

এই মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি ও PLS TFT HD+ ডিসপ্লে । এই মোবাইলটির ডিসপ্লেতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে ।

পিছনের মেইন ক্যামেরাটি ডুয়াল 48+2 মেগাপিক্সেল এবং এর বৈশিষ্ট অটোফোকাস, LED ফ্ল্যাশ, ডেপথ সেন্সর, f/1.8 অ্যাপারচার, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং । সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেল ।

Galaxy A03 10W মোবাইলটির রয়েছে 10W দ্রুত চার্জিং ব্যাবস্থা সহ 5000 mAh ব্যাটারি ।

এই মোবাইলটিতে রয়েছে 3 বা 4 GB RAM, 1.6 GHz অক্টা-কোর CPU এবং Mali-G71 GPU । এই ডিভাইসটি Unisoc T606 (12 nm) চিপসেট দ্বারা পরিচালিত ।

ডিভাইসটিতে আছে 32 বা 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট । এই ফোনে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই ।

Samsung Galaxy A03 মোবাইলটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিম, ফেস আনলক ইত্যাদি।

Samsung Galaxy A03 এর ভালো দিক

  • মোবাইলটির রয়েছে 6.5 বড় ও HD+ স্ক্রীন ।
  • রয়েছে উন্নত মানের ব্যাক ক্যামেরা ।
  • Android 11 দ্বারা পরিচালিত ।
  • 5000 mAh এর বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং ব্যাবস্থা ।
  • উন্নত ও শালীন কর্মক্ষমতা ।

Samsung Galaxy A03 এর মন্দ দিক

  • মোবাইলটির কোন প্রকার ডিসপ্লে সুরক্ষা নেই ।
  • কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই ।
  • কোন USB Type-C নেই ।

12 হাজার টাকার মোবাইল Samsung
Samsung Galaxy M02s

Samsung Galaxy M02s

Samsung Galaxy M02s মোবাইলটির বাংলাদেশের  মোবাইল বাজারে দাম ৳12,999 4/64 GB

এই মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি x HD+ ডিসপ্লে । এই মোবাইলটির ডিসপ্লেতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে ।

পিছনের মেইন ক্যামেরাটি ট্রিপল 13+2+2 মেগাপিক্সেল এবং এর বৈশিষ্ট অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, ডেপথ সেন্সর, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং । সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেল ।

Galaxy M02s মোবাইলটির রয়েছে 15W দ্রুত চার্জিং ব্যাবস্থা সহ 5000 mAh ব্যাটারি ।

এই মোবাইলটিতে রয়েছে 4 GB RAM, 1.8 GHz octa-core CPU এবং Adreno 506 GPU । এই ডিভাইসটি Qualcomm Snapdragon 450 (14 nm) চিপসেট দ্বারা পরিচালিত ।

ডিভাইসটিতে আছে 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট । তবে এই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই ।

Samsung Galaxy M02s মোবাইলটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এফএম রেডিও, ডুয়াল সিম, ফেস আনলক ইত্যাদি ।

Samsung Galaxy M02s এর ভালো দিক

  • মোবাইলটিতে রয়েছে বড় স্ক্রীন ।
  • রয়েছে উন্নত মানের শালীন ক্যামেরা ।
  • Android 10 দ্বারা পরিচালিত ।
  • 5000 mAh বড় ব্যাটারিসহ 15W দ্রুত চার্জিং ব্যাবস্থা ।
  • রয়েছে 4 জিবি র‌্যাম, 64 জিবি রম ।

Samsung Galaxy M02s এর মন্দ দিক

  • মোবাইলটিতে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই ।
  • কোন ডিসপ্লে সুরক্ষা ব্যাবস্থা নেই ।

12 হাজার টাকার মোবাইল Samsung
Samsung Galaxy M01s

Samsung Galaxy M01s

Samsung Galaxy M01s মোবাইলটির বাংলাদেশের মোবাইল বাজারে দাম ৳11,999 3/32 GB ।

এই মোবাইলটিতে রয়েছে 6.2 ইঞ্চি ও HD+ ডিসপ্লে । এই মোবাইলটির ডিসপ্লেতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে ।

পিছনের মেইন ক্যামেরাটিডুয়াল 13+2 মেগাপিক্সেল এবং বৈশিষ্ট অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, ডেপথ সেন্সর, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং । সামনের ক্যামেরাটি 8 মেগাপিক্সেল ।

Galaxy M01s মোবাইলটিতে রয়েছে ম্যাসিভ 4000 mAh ব্যাটারির ।

এই মোবাইলটিতে রয়েছে রয়েছে 3 GB RAM, 2 GHz পর্যন্ত অক্টা-কোর CPU এবং PowerVR GE8320 GPU। এই ডিভাইসটি Mediatek Helio P22 (12 nm) চিপসেট দ্বারা পরিচালিত ।

ডিভাইসটিতে আছে 32 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট । এই মোবাইলে ব্যাক মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ।

Samsung Galaxy M01s মোবাইলটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এফএম রেডিও, ডুয়াল সিম, ফেস আনলক ইত্যাদি ।

Samsung Galaxy M01s এর ভালো দিক

  • মোবাইলটিতে রয়েছে বড় স্ক্রীন ।
  • রয়েছে উন্নত মানের শালীন ক্যামেরা ।
  • Android 10 দ্বারা পরিচালিত ।
  • রয়েছে 4000 mAh এর বড় ব্যাটারি ।

Samsung Galaxy M01s এর মন্দ দিক

  • কোন প্রকার দ্রুত চার্জিং ব্যাবস্থা নেই ।
  • কম কর্মক্ষমতা সম্পন্ন ।

12 হাজার টাকার মোবাইল Samsung
Samsung Galaxy M11

Samsung Galaxy M11 

Samsung Galaxy M11 মোবাইলটির বাংলাদেশের  মোবাইল বাজারে দাম ৳11,999 3/32 GB ।

এই মোবাইলটিতে রয়েছে 6.4 ইঞ্চি ও HD+ PLS TFT ডিসপ্লে । এই মোবাইলটির ডিসপ্লেতে একটি পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা ডিজাইন রয়েছে ।

পিছনের মেইন ক্যামেরাটিট্রিপল 13+5+2 মেগাপিক্সেল এবং বৈশিষ্ট পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, ডেপথ সেন্সর, আল্ট্রাওয়াইড, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং । সামনের ক্যামেরাটি 8 মেগাপিক্সেল ।

Samsung Galaxy M11 মোবাইলটিতে রয়েছে 15W দ্রুত চার্জিং সহ 5000 mAh ম্যাসিভ ব্যাটারি ।

এই মোবাইলটিতে রয়েছে রয়েছে 3 বা 4 GB RAM, 2.3 GHz octa-core CPU এবং Adreno 506 GPU । এই ডিভাইসটি Qualcomm Snapdragon 450 (14 nm) চিপসেট দ্বারা পরিচালিত ।

ডিভাইসটিতে আছে 32 বা 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট । এই মোবাইলে ব্যাক মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ।

Samsung Galaxy M11 মোবাইলটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এফএম রেডিও, ডুয়াল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি ইত্যাদি ।

Samsung Galaxy M11 এর ভালো দিক

  • মোবাইলটিতে রয়েছে ট্রেন্ডি পাঞ্চ-হোল ডিজাইন ।
  • 15W দ্রুত চার্জিং ব্যাবস্থাসহ 5000 mAh বড় ব্যাটারি ।
  • রয়েছে উন্নত মানের শালীন ক্যামেরা ।
  • Android 10 দ্বারা পরিচালিত ।
  • রয়েছে ইউএসবি টাইপ-সি সুবিধা ।

Samsung Galaxy M11 এর মন্দ দিক

  • মোবাইলটিতে কোন ডিসপ্লে সুরক্ষা ব্যাবস্থা নেই ।
  • এর পারফরম্যান্স আরও ভাল হতে পারতো ।


প্রিয় পাঠক বৃন্দ, আপনারা যখন কোনো মোবাইল কিনতে যাবেন তখন সেই মোবাইলের ওয়েবসাইট থেকে দাম সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন । কারন মোবাইলের দাম প্রায় পরিবর্তন হয় ।


আরও পড়ুনঃ ৯ হাজার টাকার মধ্যে মোবাইল | ৯ হাজার টাকার মোবাইল

Previous Post Next Post