রাইফেল রোটি আওরাত – আনোয়ার পাশা | বুক রিভিউ - আনোয়ার
পাশা ছিলেন একজন বাংলাদেশি কবি ও কথাসাহিত্যিক । ১৯৭১ সালে যত বুদ্ধিজীবি শহীদ হয়েছেন
তিনি তাদের মধ্যে একজন । বাংলা সাহিত্যে তিনি অনেক অবদান রেখেছেন । “রাইফেল রোটি আওরাত”
বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনি নির্ভর প্রথম উপন্যাস । আজকের বুক রিভিউতে আনোয়ার
পাশা এর “রাইফেল রোটি আওরাত” নিয়ে আলোচনা করবো ।
আরও পড়ুনঃ আরেক ফাল্গুন – জহির রায়হান | বুক রিভিউ
অন্য পোস্টঃ ফুটবল বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে | ফুটবল বিশ্বকাপ ২০২৬
বন্ধুরা, আজকের ব্লগ পোস্টে যে বইটির রিভিউ করবো সেই
বইটির নাম “রাইফেল রোটি আওরাত” । রাইফেল রোটি আওরাত এর লেখক আনোয়ার পাশা । এই উপন্যাসটি
প্রথম প্রকাশীত হয় ১৯৭৩ সালে । তাহলে চলুন বন্ধুরা রাইফেল রোটি আওরাত –আনোয়ার পাশা
সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক ।
রাইফেল রোটি আওরাত উপন্যাসের মুল বিষয়বস্তু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি আওরাত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস । কালজয়ী উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ।
উপন্যাসে তৎকালীন সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট, পাকিস্তানি
সেনাবাহিনী দ্বারা ২৫ মার্চের গণহত্যা, লুটপাট, পৈচাশিকতা, নারী নির্যাতনের ভয়াবহতা,
সাহসী মানুষের যোদ্ধারূপ, মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ, স্বাধীনতার পক্ষে বুদ্ধিজীবীদের
ভূমিকা সবই উঠে এসেছে ।
পাকিস্তানী সৈন্যের বর্বর রূপের বহিঃপ্রকাশ ঘটে এ উপন্যাসে
। “রাইফেল রোটি আওরাত” এ তিনটি শব্দের মাঝে লুকিয়ে আছে রুঢ় সত্য ।
পাক সেনাবাহিনী বোঝে শুধু তিনটি শব্দ । সারাদিন রাইফেল
দিয়ে মানুষ মারো । মানুষ? সে হতে পারে শিশু, যুবক, বৃদ্ধ-বৃদ্ধা । আর ক্ষুধা লাগলেই
রোটি পেটে চালান করে । আর শুধু যুবতী অর্থাৎ আওরাত পেলেই তাকে ধরে নিয়ে যায় । আর
রাতভর সে আওরাত নিয়ে ফুর্তি ।
“রাইফেল রোটি আওরাত” উপন্যাসের এর নামকরণ মূলত পাকিস্তানি
হানাদার বাহিনীর এ স্থূল মানসিকতাকেই নির্দেশ করে ।
রাইফেল রোটি আওরাত pdf
বন্ধুরা, আমাদের মাঝে অনেকেই আছেন যারা রাইফেল রোটি
আওরাত উপন্যাস pdf খোঁজ করে থাকেন । আপনাদের সুবিধার্তে এখানে আরেক রাইফেল রোটি আওরাত
এর pdf ফাইলটি দেওয়া হলো । এখান থেকে উপন্যাসটি ডাউনলোড করে নিতে পারবেন ।
রাইফেল রোটি আওরাত – আনোয়ার পাশা |
রাইফেল রোটি আওরাত লেখক পরিচিতি
👉 নামঃ আনোয়ার পাশা
👉 জন্মঃ ১৫ এপ্রিল ১৯২৮, ডবকাই গ্রাম, বহরামপুর, মুর্শিদাবাদ
।
👉 মৃত্যুঃ ১৪ ডিসেম্বর ১৯৭১ (আলবদর গোষ্ঠীর একটি দল তাকে
বিশ্ববিদ্যালয় আবাসন থেকে চোখ বেঁধে নিয়ে যায় এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
এর নিকট হত্যা করে) ।
👉 উপন্যাসঃ নীড় সন্ধানী (১৯৬৮), নিশুতি রাতের গাথা (১৯৬৮)
।
👉 গল্পগ্রন্থঃ নিরুপায় হরিণী (১৯৭০) ।
👉 কাব্যগ্রন্থঃ নদী নিঃশেষিত হলে (১৯৬৩), সমুদ্র শৃঙ্খলতা
উজ্জিয়িনী ও অন্যান্য কবিতা (১৯৭৪) ।
👉 সম্পাদিত গ্রন্থঃ সাহিত্যশিল্পী আবুল ফজল, প্রবন্ধ ও
অন্যান্য রচনা, রবীন্দ্র ছোটগল্প সমীক্ষা ।
👉 যৌথ সম্পাদিত গ্রন্থঃ মানসিংহ-ভবানন্দ উপাখ্যান, চর্যাগীতিকা,
ঝড়ু চন্ডিদাসের কাব্য, কালকেতু উপাখ্যান, ঈশ্বরগুপ্তের কবিতা সংগ্রহ ।
👉 পুরস্কারঃ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭১ মরণোত্তর)
ও স্বাধীনতা পুরস্কার (২০২০ মরণোত্তর) ।
অন্য পোস্টঃ
- বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | বাটন মোবাইলে নগদ একাউন্ট ২০২৩
- অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম | ই পাসপোর্ট চেক 2023
- ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | Brac Bank Student Account
রাইফেল রোটি আওরাত – গ্রন্থ সংক্ষেপ
উপন্যাসের মূল চরিত্র সুদীপ্ত শাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ইংরেজি বিভাগের অধ্যাপক । বউ আমিনা সহ তিন সন্তান নিয়ে থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টিচার্স কোয়ার্টারের ২৩ নম্বর বিল্ডিংয়ে ।
২৫ মার্চ হানাদার বাহিনীর আক্রমণের ২৩ নম্বর বিল্ডিং
এর সকলেই মারা গেলেও বেঁচে যান তিনি এবং তার পরিবার । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত
অধ্যাপকেরা নিহত হন সপরিবারে । রাতের আধারে ইয়াহিয়া খানের লেলিয়ে দেওয়া পশুরা মেরে
ফেলেছে তারই সহকর্মীদের । হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের । রেহাই
পায়নি শহরের সাধারণ জনগণ ।
শিক্ষক হিসেবে নিজের সন্তানতুল্য ছাত্রদের রক্ষা করতে
না পারার আক্ষেপ, সহকর্মীদের মাঝে ব্যতিক্রমী হয়ে নিজে জীবিত থাকার যে অপরাধবোধ এসবই
কুরে কুরে খায় সুদীপ্তকে । লেখক যেন সুদীপ্ত শাহিনের মধ্য দিয়েই সেসময়ের হতাশা এবং
আক্ষেপ প্রকাশ করেছেন ।
উপন্যাসের মূল সময়কাল খুব অল্প । ২৫ মার্চ ১৯৭১ থেকে
এপ্রিলের একেবারে প্রথম দিক পর্যন্ত । এই ক্ষণকালে চিত্রিত হয়েছে পাকিস্তানি হানাদার
বাহিনীর বর্বরতার প্রতিরূপ ইতিহাসের অন্যতম নিকৃষ্ট গণহত্যার চাক্ষুষ বিবরণ ।
বর্ণিত হয়েছে ৪৭ থেকে ৭১ পর্যন্ত চলে আসা শোষণ এবং
সেই শোষণের প্রতিবাদে বাঙালির ওপর নেমে আসা পাকিস্তানি অপশাসন ।
বর্ণিত হয়েছে ৬৯ এর অধ্যাপক শামসুজ্জোহার আত্মোৎসর্গ,
অতঃপর বাংলার উত্তাল অবস্থা । বর্ণিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃদয় জাগানিয়া
৭ই মার্চের ভাষণ । ইয়াহিয়ার বিশ্বাসঘাতকতা, আলোচনার নামে কালক্ষেপণ । অতঃপর কাল রাত্রি
। হাজার হাজার মানুষের লাশ ।
পরিশেষে, বাঙালির প্রতিশোধ নেওয়ার মানসিকতা অর্থাৎ
যুদ্ধ শুরু করার প্রস্তুতি । কথাশিল্পী আনোয়ার পাশা “রাইফেল রোটি আওরাত” উপন্যাসে
বাঙালি জাতির এক দুর্যোগঘন ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণের সামগ্রিক চিত্র তুলে ধরেছেন ।
রাইফেল রোটি আওরাত FAQ
প্রশ্নঃ “রাইফেল রোটি আওরাত” উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ আনোয়ার পাশা ।
প্রশ্নঃ “রাইফেল রোটি আওরাত” কোন ধরনের রচনা?
উত্তরঃ উপন্যাস ।
প্রশ্নঃ বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ নির্ভর প্রথম
উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ আনোয়ার পাশা ।
প্রশ্নঃ বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ নির্ভর প্রথম
উপন্যাস কোনটি?
উত্তরঃ রাইফেল রোটি আওরাত ।
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তরঃ রাইফেল রোটি আওরাত ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
অন্য পোস্টঃ একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন | একাদশ শ্রেণিতে আবেদনের নিয়ম ২০২৩