আরেক ফাল্গুন – জহির রায়হান | বুক রিভিউ

আরেক ফাল্গুন – জহির রায়হান | বুক রিভিউ - জহির রায়হান ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার । বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য । তিনি তার সাহিত্য ও গল্পের জন্য অসংখ্য পুরুস্কার তিনি লাভ করেন । জহির রায়হানের আরেক ফাল্গুন একটি ছোট উপন্যাস । আজকের বুক রিভিউতে জহির রায়হান এর আরেক ফাল্গুন নিয়ে আলোচনা করবো ।

অন্য পোস্টঃ শরীরের ওজন বৃদ্ধি করার সহজ উপায় | ওজন বাড়ানোর উপায়

আরেক ফাল্গুন – জহির রায়হান

অন্য পোস্টঃ অজু ভঙ্গের কারণ কয়টি | কি কি কারণে অযু ভঙ্গ হয়

বন্ধুরা, আজকের ব্লগ পোস্টে যে বইটির রিভিউ করবো সেই বইটির নাম “আরেক ফাল্গুন” । এর লেখক বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক জহির রায়হান । এই উপন্যাসটি প্রথম প্রকাশীত হয় ১৯৬৮ সালে । তাহলে চলুন বন্ধুরা আরেক ফাল্গুন – জহির রায়হান সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক ।

আরেক ফাল্গুন উপন্যাসের মূল বিষয়বস্তু

১৯৫২ সালের ভাষা আন্দোলনে রক্তদানের মাধ্যমে শোষিত ও অবহেলিত বাঙালিরা ঐক্যবোধে সুসংঘটিত হয় । রক্তস্নাত ভাষা আন্দোলনে জহির রায়হান যোগদান একজন সক্রিয় ও সাহসী কর্মী হিসেবে ।

একুশে ফেব্রুয়ারীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয় জহির রায়হান ছিল তাদের মধ্যে অন্যতম । ১৯৫৫ সালে বর্তমান শহীদ মিনারের স্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় । একুশে ফেব্রুয়ারি উদযাপনের সময় তাকে কারাবরণ করতে হয় ।

১৯৪৮ সাল থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মেলন, ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এই উপন্যাসের মূল বিষয়বস্তু ।

ভাষা আন্দোলনের তিন বছর পর আরেক ফাল্গুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শহীদ দিবস পালনের প্রস্তুতি এবং সরকারি বাধাকে উপেক্ষা করে তাদের অন্যায়কে প্রতিহত করার বলিষ্ঠ প্রত্যয়কে কেন্দ্র করে জহির রায়হান রচনা করেছেন বাংলা সাহিত্যের ভাষা আন্দোলন (২১ ফেব্রুয়ারি) ভিত্তিক প্রথম উপন্যাস “আরেক ফাল্গুন” ।

আরেক ফাল্গুন উপন্যাস pdf

বন্ধুরা, আমাদের মাঝে অনেকেই আছেন যারা আরেক ফাল্গুন উপন্যাস pdf খোঁজ করে থাকেন । আপনাদের সুবিধার্তে এখানে আরেক ফাল্গুন উপন্যাস এর pdf ফাইলটি দেওয়া হলো । এখান থেকে উপন্যাসটি ডাউনলোড করে নিতে পারবেন ।

আরেকফাল্গুন উপন্যাস pdf

অন্য পোস্টঃ 

আরেক ফাল্গুন – জহির রায়হান
আরেক ফাল্গুন – জহির রায়হান

আরেক ফাল্গুন লেখক পরিচিতি

👉 নামঃ জহির রায়হান

👉 জন্মঃ ১৯ আগষ্ট ১৯৩৫, মজুপুর গ্রাম ফেনী ।

👉 মৃত্যুঃ ৩০ জানুয়ারি ১৯৭২ তিনি নিখোঁজ হন (নিখোঁজ ভাই শহীদুল্লা কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেন নি) ।

👉 পরিচালিত ছবিঃ সোনার কাজল (১৯৬২), কাঁচের দেওয়াল (১৯৬৩), বাহানা (১৯৭৫), বেহুলা (১৯৬৬), আনোয়ারা (১৯৬৭), সঙ্গম (১৯৬৪), জীবন থেকে নেওয়া (১৯৭০) ।

👉 উপন্যাসঃ তৃষ্ণা (১৯৫৫), শেষ বিকেলের মেয়ে (১৯৬০), হাজার বছর ধরে (১৯৬৪), আরেক ফাল্গুন (১৯৬৮), বরফ গলা নদী (১৯৬৯), আর কত দিন (১৯৭০), একুশে ফেব্রুয়ারী (১৯৭০) কয়েকটি মৃত্যু (১৯৭৫) ।

👉 গল্পগ্রন্থঃ সূর্য্যগ্রহন (১৯৫৫), জহির রায়হান গল্পসমগ্র (১৯৭৯) ।

👉 গল্পঃ সোনার হরিণ, সময়ের প্রয়োজনে, একটি জিজ্ঞাসা, হারানো বলয়, বাধা, নয়াপত্তন, মহামৃত্যু, ভাঙাচোরা, অপরাধ, স্বীকৃতি, অতি পরিচিত, ইচ্ছা-অনিচ্ছা, জন্মান্তর, পোস্টার, ইচ্ছার আগুনে জ্বলছি, কয়েকটি সংলাপ, দেমাক, ম্যাসাকার, একুশের গল্প ।

👉 সম্পাদনাঃ প্রবাহ (বাংলা মাসিক), এক্সপ্রেস (ইংরেজি সাপ্তাহিক)  

👉 পুরস্কারঃ আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৪), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭১), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৯২) ।

আরেক ফাল্গুন – গ্রন্থ সংক্ষেপ

জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসের কাহিনী অত্যন্ত সংক্ষিপ্ত । কাহিনীর স্থিতিকাল মাত্র তিনদিন দুই রাত । প্রথম দিনে কুয়াশাচ্ছন্ন বিকালে কাহিনীর সূচনা । প্রথম দিন, রাত এবং দ্বিতীয় দিন ও রাত ধরে চলছে একুশে ফেব্রুয়ারি পালনের বিরামহীন প্রস্তুতি ।

তৃতীয় দিন কাহিনীর চূড়ান্তকাল । মিছিল এবং পুলিশের সংঘর্ষের মাধ্যমে অতিক্রান্ত হয়েছে এ চূড়ান্ত কালটি । অতঃপর দিনের শেষে কারাতোরণ প্রাঙ্গণে কাহিনীর পরিসমাপ্তি । সেই জন্য কাহিনীর ব্যাপ্তিকাল সীমিত ।

আরেক ফাল্গুন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মুনিম । সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা । জহির রায়হান সিপাহী বিদ্রোহের স্মৃতিময়তার সাথে বায়ান্ন’র ভাষা আন্দোলন থেকে জন্ম নেওয়া প্রতিবাদী চেতনার এক অপূর্ব সম্মেলন ঘটান এ উপন্যাসের সূচনাপর্বে ।

স্বৈরাচারী সরকারের সকল বাধাকে উপেক্ষা করে শহীদ দিবসকে যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে মুনিম-এর মত আসাদ, সালমা, নীলা, রানু, বেনু, রাহাত, কবি রসুল কবি দিন-রাত কাজ করে যায় । পোস্টার ও লিফলেট ছাপানো, কালো ব্যাজ বিতরণ, স্লোগান ও অন্যান্য সাংগঠনিক কর্মকাণ্ডে সকলেই অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় ছিল ।

মূলত সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ কিভাবে রুখে দাঁড়ায় এবং আপন স্বার্থকে তুচ্ছ করে প্রতিবাদ ও প্রতিরোধ কিভাবে নিজেকে প্রস্তুত করে তার একটি পুঙ্খানুপুঙ্খ চিত্র প্রতিফলিত হয় পুরো উপন্যাস জুড়ে ।

তবে শুধু আন্দোলনের চিত্র নয়, একইসাথে মানুষের স্মৃতিকাতর মন, প্রিয়জন হারানোর বেদনা, ছাত্র-ছাত্রীদের মধ্যকার প্রেম-ভালোবাসা ও হৃদয়ঘটিত দুর্বলতাসহ বিচিত্র অনুভূতির চিত্রায়ন ঘটেছে এই উপন্যাসে ।

জহির রায়হানের জীবন দৃষ্টি রোমান্টিক । “আরেক ফাল্গুন” উপন্যাসে এই রোমান্টিক দৃষ্টির প্রতিফলন ঘটিয়েছেন তিনি সফলভাবে । রাজনৈতিক পটভূমিতে এটি রচিত হলেও এতে প্রণয় উপেক্ষিত নয় ।

উপন্যাসের মূল কাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে অসংখ্য উপ-কাহিনী । প্লট সংগঠনে লেখকের নৈপুণ্য সর্বত্র রক্ষিত হয়নি । চরিত্র অনুসারে ভাষা ব্যবহারে লেখক তার পরিচয় দিয়েছেন । সর্বোপরি, বর্ণনার আবেগের সঙ্গে ঘটনার প্রবাহমানতা একাত্ব করে জহির রায়হান ভাষা আন্দোলনের তথা একুশের প্রথম উপন্যাস রচনা করে স্মরণীয় হয়ে আছেন ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


অন্য পোস্টঃ বাংলার নবাবী আমল | Nawab period of Bengal

Previous Post Next Post