অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম | অনলাইনে জমির খতিয়ান চেক - জমির খতিয়ান! যাদের জমি আছে তাদের জন্য খতিয়ান একটি গুরুত্বপূর্ণ দলিল । জমির খতিয়ান দিয়ে জমির পরিমাপ বা চিহ্নিত করা যায় ।
যারা জমির এই গুরুত্বপূর্ণ
দলিল খতিয়ান হারিয়ে ফেলেছেন অথবা যাদের জমির খতিয়ান নেই তারা চাইলেই মোবাইল অথবা
কম্পিউটারের মাধ্যমে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে বের করতে পারবেন অথবা চেক করতে পারবেন
জমির যে কোনো খতিয়ান ।
আরও পড়ুনঃ অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম | ই পাসপোর্ট চেক 2023
আরও পড়ুনঃ নতুন পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage
অনলাইনে জমির খতিয়ান চেক
বন্ধুরা, আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে অতি অল্প সময়ের মধ্যে ঘরে বসেই আপনার হাতের মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে জমির খতিয়ান চেক করবেন । জমির খতিয়ান চেক করার প্রসেস দেখিয়ে দিব আপনাদের । তাহলে চলুন বন্ধুরা দেখে নেই কিভাবে জমির সি এস, এস এ, আর এস, বি এস খতিয়ান বের করতে হয় ।
বন্ধুরা, জমির যে কোনো খতিয়ান অল্প সময়ের মধ্যে বের করার জন্য সর্ব প্রথম আপনার কম্পিউটারটি অন করে নিবেন । আপনারা চাইলে মোবাইল দিয়েও এ কাজটি করতে পারবেন সেক্ষেত্রে মোবাইলটি ডেক্সটপ মোড অন করে নিবেন ।
এবার প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার এর যে কোনো
একটি ব্রাউজার ওপেন করতে হবে । এবার ব্রাউজারের
URL বারে টাইপ করুন www.land.gov.bd এবং এবার এন্টার প্রেস করুন ।
১। URL বারে এড্রেসটি টাইপ করে এন্টার প্রেস করলে আপনাকে
বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং সেখানকার মূল ইন্টারফেস
আপনার সামনে ওপেন হবে ।
২। এই ওয়েবসাইটে আসার পর “ডিজিটাল ল্যান্ড রেকর্ড” নামে
একটি অপশন আছে সেটিতে ক্লিক করবেন ।
৩। ওই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটি
ইন্টারফেস ওপেন হবে । সেখানে “খতিয়ান” নামের একটি অপশন দেখতে পাবেন । জমির খতিয়ান
বের করার জন্য এখানে ক্লিক করুন ।
৪। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখান
থেকে আপনি সব রকমের খতিয়ান বের করতে পারবেন । যেমন: বি এস, সি এস, বি আর এস, আর এস, এস এ,
পেটি ইত্যাদি ।
এবার খতিয়ান বের করার জন্য এখানে একটি ফরম পাবেন ।
এগুলো সঠিকভাবে পূরণ করুন, যেমন; বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান নং ইত্যাদি ।
ফরম পূরণ করার পর ক্যাপচা কোড লিখে “অনুসন্ধান করুন”
বাটনে ক্লিক করুন । এখানে ক্লিক করার সাথে সাথে খতিয়ানের বিস্তারিত সহ আপনার সামনে
চলে আসবে ।
৫। এবার আপনি যদি এই খতিয়ানের সার্টিফাইড কপি বের করতে
চান তাহলে নিচে থাকা “আবেদন করুন” অপশনে ক্লিক করতে হবে ।
৬। এবার আপনার সামনে যে ইন্টারফেস ওপেন হবে সেখানে সমস্ত
ইনফরমেশন গুলো পূরণ করুন । ইনফরমেশন গুলো পূরণ করার পর সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান
করলে আপনার খতিয়ানের সার্টিফাইড কপি বের করতে পারবেন ।
এই সার্টিফাইড কপি বের করতে আপনার সময় লাগবে ১৫ দিন
। এই সার্টিফাইড কপি আপনি ভূমি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন অথবা ডাকযোগেও সংগ্রহ
করতে পারবেন ।
বিঃদ্রঃ এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের সকল ভূমি এর
তথ্য এই ওয়েবসাইটে হালনাগাদ করা হয়নি । আর সে কারণে অনেক তথ্য নাও পাওয়া যেতে পারে
।
তবে ভালো খবর হচ্ছে সকল তথ্য হালনাগাদ এর কাজ চলছে । কিছু দিনের মধ্যে বাংলাদেশের ভূমি সংক্রান্ত সকল তথ্য এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন