হযরত হাসান রাঃ এর শাহাদাত | Martyrdom of Hazrat Hasan - হযরত আলী (রাঃ) এবং মা ফাতেমা (রাঃ)-এর জ্যেষ্ঠ সন্তান হযরত ইমাম হাসান (রাঃ) । ৬২৪ খ্রিস্টাব্দে হযরত ইমাম হাসান (রাঃ) মা ফাতেমা (রাঃ)-এর কোলে আসেন । হযরত ইমাম হাসান (রাঃ) জন্ম গ্রহণ করার পর তার নানা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) তার নাম রাখেন “আল হাসান” এবং ইসলামী নিয়মে আকিকা করেন ।
আরও পড়ুনঃ হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর জীবনী | Biography of Hazrat Abu Bakr Siddique
আরও পড়ুনঃ মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ
বন্ধুরা, আমাদের মাঝে অনেকেই আছেন যারা হযরত হাসান রাঃ এর শাহাদাত এবং জীবনী নিয়ে লেখা পড়তে চান । হযরত হাসান রাঃ এর শাহাদাত এর সম্পর্কে যত টুকু জানতে পেরেছি সে টুকু আপনাদের সামনে তুলে ধরলাম । আশা করি এই লেখা আপনাদের ভালো লাগবে ।
মহানবী
হযরত মুহাম্মদ (সাঃ)-এর বড় নাতি হিসাবে বাল্যকালে অনেক স্নেহ প্রাপ্ত হন হযরত
ইমাম হাসান (রাঃ) । ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মৃত্যুর পর
উপযুক্ত বয়সে হযরত ইমাম হাসান (রাঃ) একজন অতি নম্র, ভদ্র, দয়ালু, বিচক্ষণ ও
সাহসী পুরুষ হিসেবে প্রসিদ্ধি লাভ করেন ।
বিশেষত
ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রাঃ) নিজ গৃহে বিপক্ষ শক্তির আকস্মিক আক্রমণের
শিকার হলে হযরত ইমাম হাসান (রাঃ) তা প্রতিহত করতে সচেষ্ট হন । পরবর্তী বা চতুর্থ
খলীফা হযরত আলী (রাঃ)-এর শাসনামলে তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে শাফিন, নাহরাওয়ান
ও জামালের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরত্বের স্বাক্ষর রাখেন ।
৬৬১
খ্রিস্টাব্দে বিদ্রোহী খারাজীদের চক্রান্তে বিষ মাখানো তরবারির আঘাতে শাহাদাত বরণ
করেন ইসলামের চতুর্থ খলীফা হযরত আলী (রাঃ) । পিতা হযরত আলী (রাঃ)-এর অনাকাঙ্ক্ষিত
মৃত্যুর পর হযরত আলী (রাঃ) এবং মা ফাতেমা (রাঃ)-এর জ্যেষ্ঠ সন্তান হিসাবে হযরত
ইমাম হাসান (রাঃ) হযরত আবু বকর (রাঃ)-এর অনুকরণে স্থানীয় কুফা মসজিদে এক আবেগময়
ভাষণ প্রদান করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর উত্তরসূরিদের খলিফা হওয়ার
যুক্তি উপস্থাপন করেন ।
এ সময়
উপস্থিত সবার সিদ্ধান্তে ইসলামের পঞ্চম খলিফা নির্বাচিত হন হযরত ইমাম হাসান (রাঃ)
। তবে তা মেনে নিতে পারেননি হযরত আলী (রাঃ)-এর পারিবারিক শত্রু মুয়াবিয়া ।
পরবর্তীতে সুয়াইরিয়া চিঠির মাধ্যমে এবং সমাবেশ ঘটিয়ে হযরত ইমাম হাসান (রাঃ)-কে
ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানায় ।
প্রতিউত্তরে
হযরত ইমাম হাসান (রাঃ) তার মেয়াদ শেষ হওয়ার পক্ষে যুক্তি দেন এবং মেয়াদ শেষ না
হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান । কিন্তু উভয়ের মধ্যে তিক্ততা এমন
পর্যায়ে এসে পৌঁছে যে, ক্ষমতা গ্রহণের সাত মাসের মাথায় হযরত ইমাম হাসান (রাঃ) ক্ষমতা
ছেড়ে দেন । এরপর তিনি মদিনায় ফিরে যান এবং একান্ত সাদামাটা জীবন যাপন করতে থাকেন
।
তারপরও
শত্রুরা তার পিছু ছাড়েনি । ৬৭০ খ্রিস্টাব্দে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়
হযরত ইমাম হাসান (রাঃ)-কে । হযরত ইমাম হাসান (রাঃ) শাহাদাত বরণ করেন । এই বিষ
প্রয়োগের নেপথ্যে তার স্ত্রী জাদা বিনতে আল আসাদ, অপর একজন স্ত্রী এবং একজন দাসীর
নাম উঠে আসে । হযরত ইমাম হাসান (রাঃ) শাহাদাত বরণের পর মহানবী হযরত মুহাম্মদ
(সাঃ)-এর রওজা মোবারকের পাশে কবর দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয় ।
পরবর্তীতে
মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকী কবরস্থান হযরত ইমাম হাসান (রাঃ)-কে সমাহিত করা
হয় ।
আরও পড়ুনঃ নফল নামাজ কাকে বলে । দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ম