বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম | How to
Create Upay Account - আমাদের মাঝে অনেকেই আছেন যারা নিজের বাসায় বসে বাটন মোবাইলের
মাধ্যমে উপায় একাউন্ট খুলতে চান । কিন্তু কিভাবে সিম্পল বাটন মোবাইলের মাধ্যমে NID
ছাড়া Upay একাউন্ট খুলতে হয় তার প্রসেস জানেন না ।
বন্ধুরা, যারা Upay একাউন্ট খোলার প্রসেস জানেন না,
তারা আজকের ব্লগ পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়ুন, তাহলে কিভাবে
এবং খুব সহজে একটি বাটন মোবাইলের সাহায্যে NID ছাড়া Upay অ্যাকাউন্ট খুলবেন তার পদ্ধতি
জেনে যাবেন ।
আরও পড়ুনঃ বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট | bKash Islamic Savings Account
আরও পড়ুনঃ নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করনীয় | নগদ একাউন্টের পিন ভুলে গেলে
বিঃদ্রঃ বাটন মোবাইলের মাধ্যমে উপায় একাউন্ট শুধু গ্রামীণফোনের গ্রাহকরাই খুলতে পারবেন । পরবর্তীতে রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক এর গ্রাহকরাও খুলতে পারবেন । তবে সেটি প্রক্রিয়াধীন ।
উপায় একাউন্ট খোলার নিয়ম
বর্তমানে উপায়ে একাউন্ট খোলা খুবই সহজ । আপনি নিজে
নিজেই উপায় একাউন্ট খুলতে পারবেন শুধুমাত্র একটি বাটন ফোনের সাহায্যে । আপনি কিভাবে
বাটন ফোন দিয়ে উপায় একাউন্ট খুলবেন এবং সেই একাউন্ট খোলার জন্য কি কি করবেন তা
step-by-step নিচে বর্ণনা করা হলো ----
ধাপ ১: বাটন মোবাইলের মাধ্যমে উপায় একাউন্ট খুলতে হলে, বাটন মোবাইল থেকে প্রথমে উপায় মোবাইল ব্যাংকিং কোড *268# ডায়াল করতে হবে ।
ধাপ ২: *268# ডায়াল করার পর আপনার মোবাইলে একটি পেজ
ওপেন হবে সেখানে লেখা থাকবে “I am allowing GP to share my NID No and DOB to upay,
to open upay account”
- Yes
- No
অর্থাৎ “আপনি গ্রামীনফোন এর সিম কেনার সময় যে জাতীয়
পরিচয়পত্র/NID দিয়েছিলেন সেই জাতীয় পরিচয়পত্র/NID থেকে তথ্য নিয়ে আপনার উপায় একাউন্ট
খোলা হবে । এই ব্যাপারে আপনি সম্মত আছেন কিনা?”
রাজি থাকলে 1 সিলেক্ট করতে হবে এবং রাজি না থাকলে 2
সিলেক্ট করতে হবে । যেহেতু আপনি Upay একাউন্ট খুলতে চাচ্ছেন, সেহেতু Reply বাটন এ ক্লিক
করে 1 টাইপ করে Sand বাটনে ক্লিক করুন ।
ধাপ ৩: এবার আপনার মোবাইলে একটি Temporary পিন নাম্বার
সহ SMS আসবে অর্থাৎ আপনাকে এবার পিন সেট করতে হবে ।
আবার আপনাকে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে উপায় কোড
*268# ডায়াল করতে হবে । সেখানে যে পেজ ওপেন হবে সেখানে SMS-এ আসা Temporary পিন নাম্বার
দিয়ে Send বাটনে ক্লিক করতে হবে ।
এবার আবার একটি পেজ ওপেন হবে সেখানে আপনার পছন্দের ৪
(চার) সংখ্যার একটি পিন দিয়ে Send বাটনে ক্লিক করতে হবে । এরপর আবার একটি পেজ ওপের
হবে সেখানে Confirm করার জন্য আবার যে পিনটি দিয়েছেন সেই পিন নাম্বার দিয়ে Send বাটনে
ক্লিক করতে হবে ।
এবার আপনার সামনে উপায় মোবাইল ব্যাংকিং এর মূল ইন্টারফেস
আপনার বাটন মোবাইলে চলে আসবে ।
বিঃদ্রঃ
আপনার
উপায় একাউন্ট খোলা সম্পন্ন হলেও ক্যাশ ইন এবং মোবাইল রিচার্জ ছাড়া অন্য কোন সেবা
আপনি ভোগ করতে পারবেন না ।
উপায় এর অন্যান্য সেবা গুলো উপভোগ করার জন্য আপনার
একাউন্টি Verify করতে হবে । এজন্য আপনার নিকটস্থ এজেন্ট পয়েন্টে গিয়ে অথবা আপনার
হাতের স্মার্টফোনের মাধ্যমে ছবি তুলে Verification করে নিলেই উপায় একাউন্ট এর সমস্ত
প্রকারের লেনদেন করতে পারবেন এবং সাথে পেয়ে যাবেন Cash Reward ।
উপায় মোবাইল ব্যাংকিং ৫০ টাকা বোনাস
এখানে উল্লেখ থাকে যে উপায় এজেন্ট থেকে একাউন্ট Verification সম্পন্ন করলে আপনি রিওয়ার্ড পাবেন ৩০ টাকা । আর স্মার্টফোনের মাধ্যমে অ্যাপ দিয়ে একাউন্ট Verification সম্পন্ন করলে রিওয়ার্ড পাবেন ৫০ টাকা ।
অ্যাপ দিয়ে উপায় একাউন্ট ভেরিফিকেশন
আপনি নিজে নিজে উপায় একাউন্ট খোলার পর অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট
Verification করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন ---
ধাপ-১: আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে Google
Play Store থেকে উপায় অ্যাপটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে নিন ।
ধাপ-২: এবার উপায় অ্যাপটি ওপেন করুন । এবার যে পেজটি
আসবে সেখানে নিচে লেখা থাকবে Registration এবং Login । আমরা যেহেতু Registration কমপ্লিট
করেছি সেজন্য Login বাটনে ক্লিক করব ।
ধাপ-৩: এবার উপায় অ্যাপটি লোকেশন Allow চাইবে আপনি
Allow করে দিন । এরপর যে জিপি মোবাইল নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলেছিলেন সেটি
বসাবেন এবং যে পিন নাম্বারটি সেট করেছিলেন সেটি বসাবেন । এরপর এ্যারো অর্থাৎ নেক্সটে
ক্লিক করুন ।
ধাপ-৪: এবার আপনার কাছে SMS পাঠানোর জন্য Allow পারমিশন
চাইবে, এটি Allow করে দিবেন । Device Authorization চাইবে, এটিও Allow করে দিবেন ।
এবার SMS-এর মাধ্যমে একটি OTP কোড আসবে সেটি নির্দিষ্ট স্থানে অটোমেটিক ভাবে বসে যাবে
। এরপর আবার আপনার পিন নাম্বার দিয়ে এ্যারো চিহ্নতে ক্লিক করুন ।
ধাপ-৫: এবার আপনার সামনে উপায় অ্যাপ এর মূল ইন্টারফেস
ওপেন হবে । এই অ্যাকাউন্টটি লিমিটেড অবস্থায় আছে । এর সমস্ত সেবা পাওয়ার জন্য একাউন্টটি
Verification সম্পন্ন করতে হবে ।
ধাপ-৬: Verification কমপ্লিট করার জন্য নিচে থাকা Account
icon এ ক্লিক করুন । এবার যে পেজ ওপেন হবে সেখানে আপনার নামের স্থানে ক্লিক করুন ।
এবার Update অপশন আসবে সেখানে ক্লিক করুন ।
ধাপ-৭: এবার যে পেজটি ওপেন হবে সেখানে একেবারে নিচে
থাকা Proceed বাটনে ক্লিক করতে হবে । ক্যামেরা ব্যবহারের জন্য Allow চাইবে, আপনি Allow
করে দিন । মিডিয়া Allow চাইবে, এটিও Allow করে দিন ।
এবার আপনার মোবাইলের সামনের ক্যামেরা ওপেন হবে । সেখানে
যে ফ্রেম থাকবে তার মধ্যে আপনার ফেসটি নিয়ে চোখের পাতা কয়েকবার ফেলুন । অটোমেটিক
ভাবে ছবি তোলা হয়ে যাবে । ছবি তোলা হয়ে গেলে আপনি ছবিটি দেখতে পাবেন ।
যদি ছবি ভালো না হয় তাহলে Retake picture-এ ক্লিক করে
আবার ছবি তুলুন । আর যদি ভালো হয় তাহলে Confirm picture-এ ক্লিক করুন ।
ধাপ-৮: এবার আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনার
Occupation সিলেক্ট করবেন । এরপর আপনার Gender সেট করে Proceed বাটনে ক্লিক করুন ।
এবার আপনার Verification Successful হয়েছে বলে আপনাকে
জানিয়ে দিবে । এরপর নিচে থাকা Back to home বাটনে ক্লিক করুন ।
ধাপ-৯: এবার আপনার সামনে উপায় অ্যাপ এর মূল ইন্টারফেস
চলে আসবে । এবার আপনি ২০ টাকা ক্যাশ রিওয়ার্ড পাবেন । এটি ব্যালেন্স চেক করলেই দেখতে
পাবেন । এই ২০ টাকা দিয়ে আপনি মোবাইল রিচার্জ, সমস্ত প্রকার পেমেন্ট এবং বিল দিতে
পারবেন ।
এখন আপনি উপায় অ্যাপ থেকে অথবা বাটন মোবাইলের মাধ্যমে
যেকোন ধরণের ট্রানজেকশন করতে পারবেন, কোন ধরনের ঝামেলা ছাড়াই ।
উপায় একাউন্ট কোড
প্রতিটি মোবাইল ব্যাংকিং একাউন্ট পরিচালনার জন্য একটি কোড থাকে । এই কোডকে USSD কোডও বলা হয়ে থাকে । ঠিক তেমনি উপায় “UPAY” মোবাইল ব্যাংকিং এরও একটি কোড রয়েছে । অনেকেই উপায় একাউন্ট কোড কত এটা জানেন না ।
উপায় একাউন্ট কোড হচ্ছে *268# । *268# কোড দিয়ে উপায় মোবইল ব্যাংকিং ব্যালেন্স চেকসহ সমস্ত কাজ করতে পারবেন ।
উপায় একাউন্ট কোড *268#
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | বাটন মোবাইলে নগদ একাউন্ট ২০২৩