গোসলের ফরজ ও সুন্নত কয়টি | গোসলের নিয়ম - গোসল শব্দের
আভিধানিক অর্থ হল ধৌত করা । আর শরীয়তের পরিভাষায় মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর
পবিত্রতা লাভের জন্য উত্তমরূপে পানি দ্বারা ধৌত করাকেই গোসল বলা হয় ।
পবিত্র কোরআন শরিফে উল্লেখ আছে “নিশ্চই মহান আল্লাহ পাক-পবিত্র মানুষদের ভালোবাসেন” । আমাদের প্রিয় ও শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন “পবিত্রতা ঈমানের অঙ্গ” ।
আরও পড়ুনঃ মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ
আরও পড়ুনঃ নফল নামাজ কাকে বলে । দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ম
গোসলের ফরজ ও সুন্নত কয়টি ও কি কি - গোসলের নিয়ম কানুন
আজকের ব্লগ পোস্টে আমরা জানবো গোসলের ফরজ ও সুন্নত ও মুস্তাহাব কয়টি এবং গোসলের নিয়ম সম্পর্কে । গোসল আমাদেরকে সমস্ত নাপাকি থেকে দুর করে ।
নিয়মিত গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহমন পবিত্র হয়, মন ভাল থাকে এবং কাজে উৎসাহ পাওয়া যায় । গোসল করা মহান আল্লাহ পাকের একটি অন্যতম হুকুম এবং এটাও একটা ইবাদাত ।
গোসলের ফরজ কয়টি ও কি কি
আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা গোসলের ফরজ কয়টি ও
কি কি তা জানি না । আজকের আলোচনায় আমরা প্রথমে আলোচনা করব গোসলের ফরজ কয়টি ও কি কি?
ফরজ অর্থাৎ অবশ্যই পালনীয় । এই গোসলের ফরজ সাধারণত ৩টি । গোসলের ফরজ ৩টি যথাক্রমে
নিচে বর্ণনা করা হলো । যথাঃ
১। গড়গড়া সহ কুলি করা
২। নাক পরিষ্কার করা
৩। সর্বাঙ্গে পানি ঢেলে এমনভাবে ধৌত করা যাতে একটি পশমের
গোড়াও যেন শুকনো না থাকে ।
উল্লেখ্য বর্ণিত গোসলের ফরজ ও সুন্নত সমূহ সাধারণত কেবলমাত্র
ফরয-ওয়াজিব গোসলের ক্ষেত্রেই প্রযোজ্য । অন্যান্য ক্ষেত্রে তা প্রযোজ্য নয় ।
গোসলের সুন্নাত কয়টি ও কি কি
আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যা করেছেন সেটাই
আমাদের জন্য সুন্নত । আর গোসলের মধ্যে সুন্নত ছয়টি । যথাঃ
১। দুই হাতের কব্জি পর্যন্ত তিনবার ধুয়ে ফেলা ।
২। শরীরের নাপাকি প্রথমে ধুয়ে ফেলা ।
৩। গুপ্ত স্থানের ধুয়ে নাপাকি পরিষ্কার করা ।
৪। গোসলের আগে ওযু করা ।
৫। মাথা ও শরীর তিনবার উত্তমরুপে ধৌত করা ।
৬। গোসলের স্থান হইতে অন্যত্র পা সরিয়ে ধৌত করা ।
গোসলের মুস্তাহাব কয়টি ও কি কি
গোসলের মধ্যে মুস্তাহাব সাতটি । যথাঃ
১। মনে মনে নিয়ত করা ।
২। উভয় হাত ধৌত করার সময় “বিসমিল্লাহ” বলা ।
৩। সর্ব শরীর উত্তমরূপে ডলে ডলে গোসল করা ।
৪। নির্জন স্থানে গোসল করা ।
৫। গোসল করার সময় অযথা কথা না বলা ।
৬। প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা ।
৭। গোসলের পরে গামছা অথবা তোয়ালে দ্বারা সর্ব শরীর
মুছে ফেলা ।
গোসলের নিয়ত
আরবি উচ্চারণঃ نويت
الغصلة
لرافيل
جناباتي
বাংলা উচ্চারণঃ নাওয়াইতুল গোসলা লিরাফই’ল জানাবাতি ।
বাংলা অর্থঃ আমি নাপাকী দূর করার জন্য গোছলের নিয়ত করছি
।
গোসল করার নিয়ম
প্রথমে গোসলের নিয়ত করে বিসমিল্লাহ বলে উভয় হাতের
কব্জি পর্যন্ত ধৌত করতে হবে । এরপর গোপন স্থান ধৌত করতে হবে ।
এরপর অজু করবে, ওযুতে উত্তমরূপে গড়গড়ার সহিত কুলি করবে
। রোজাদার হইলে শুধুমাত্র কুলি করিবে, গড়গড়া করিবে না, তিনবার কুলি করা সুন্নত ।
তারপর তিনবার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করতে হবে । ওযুতে ঘাড় মাসেহ পর্যন্ত করতে হবে ।
এরপর শরীরের প্রথমে মাথায়, তারপর ডান কাঁধে, তারপর বাম কাঁধে, এমনিভাবে পানি ঢালতে হবে যেন সমস্ত শরীর এবং পায়ের নিচ পর্যন্ত ধুয়ে পরিষ্কার হয়ে যায় । লক্ষ্য রাখতে হবে শরীরের কোন অংশ যেন বাদ না যায় ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ হযরত আলী রাঃ এর সংক্ষিপ্ত জীবনী | Short Biography of Hazrat Ali