একাদশ শ্রেণিতে ভর্তি
২০২৩ আবেদন | একাদশ শ্রেণিতে আবেদনের নিয়ম ২০২৩ - একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় থাকা
ভাই ও বোনেরা! আপনাদের এর মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং ৮ ডিসেম্বর -২০২২ থেকে
ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
অনলাইনের মাধ্যমে এখন কিন্তু আপনি ঘরে বসেই আপনার মোবাইল
ফোন অথবা কম্পিউটার এর মাধ্যমে কলেজের জন্য চয়েস দিতে পারবেন এবং আপনি পেমেন্টও করতে
পারবেন ।
অন্য পোস্টঃ এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account
অন্য পোস্টঃ ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
আজকের ব্লগ পোস্টে আপনাদের জানাব একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য ঘরে বসে কিভাবে কলেজ চয়েস দিতে পারবেন এবং কিভাবে আপনি এটার পেমেন্ট করবেন ।
আপনি যদি ঘরে বসেই কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে
চান বা কলেজের চয়েস দিতে চান তাহলে প্রথমে যে কাজগুলো আপনাকে করতে হবে তা পর্যায়ক্রমে
নিচে দেওয়া হল ----
১। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি
ব্রাউজার ওপেন করতে হবে ।
২। ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বার এ লিখুন
xiclassadmission.gov.bd এবং এন্টার প্রেস করুন ।
৩। ওই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে কলেজ চয়েজ দিতে
হবে । এর জন্য আপনাকে নির্দ্দিষ্ট একটি ফি প্রদান করতে হবে ।
৪। ফি প্রদানের জন্য “ফি প্রদান পদ্ধতি” বাটনে ক্লিক
করতে হবে । এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস ওপেন হবে । সেখানে কয়েকটি
অপশন থাকবে এর মধ্য থেকে “Sonali web payment system” এ ক্লিক করতে হবে ।
৫। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস ওপেন
হবে । এখানে https://sbl.com.bd:7070 লেখা স্থানে ক্লিক করতে হবে ।
৬। ওই লেখাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে “সোনালী বিল
পেমেন্ট সিস্টেম” নামক একটি পেজে নিয়ে যাওয়া হবে । এখানে প্রথম অপশন XI Class
Admition এ ক্লিক করতে হবে ।
৭। ওই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আর একটি পেজে
নিয়ে যাওয়া হবে । এখানে Fee Type এ Application Fee সিলেক্ট করবেন তারপর এস এস সি
রোল নাম্বার দিবেন তারপর বোর্ডের নাম, পাশের বছর এবং কন্টাক্ট নাম্বার দিয়ে চেক অপশনে
ক্লিক করবেন ।
৮। চেক অপশনে ক্লিক করার সাথে সাথে ডানপাশে আপনার বিস্তারিত
চলে আসবে । নিচে ফি এর পরিমাণ ১৫০ টাকা লেখা থাকবে ।
৯। এবার পেমেন্ট করার জন্য Payment Request অপশনে ক্লিক
করতে হবে । এখন একটি পপ-আপ আসবে সেখানে Ok বাটনে ক্লিক করুন ।
১০। এবার আপনাকে পেমেন্ট গেটওয়তে নিয়ে যাওয়া হবে
। এখান থেকে আপনি Mobile Banking সিলেক্ট করবেন । এরপর পেমেন্ট করার জন্য বিকাশ সিলেক্ট
করুন ।
১১। এখানে বিকাশ সিলেক্ট করার পর একটি পপ-আপ আসবে এখানে
Confirm বাটনে ক্লিক করুন ।
১২। এখানে ক্লিক করার সাথে সাথে যে এন্টারফেস আসবে সেখানে
Pay with bKash এ ক্লিক করবেন ।
১৩। এখানে ক্লিক করার সাথে সাথে যে ইন্টারফেসটি আপনার
সামনে ওপেন হবে সেখানে বিকাশ নাম্বার দিবেন এবং Confirm বাটনে ক্লিক করবেন ।
১৪। এবার আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড
যাবে । সেটি ওই ইন্টারফেসে বসিয়ে Confirm বাটনে ক্লিক করবেন । এরপর বিকাশের পিন নাম্বারটি
দিয়ে আবার Confirm বাটনে ক্লিক করবেন ।
১৫। এবার আপনার ফি প্রদান কার্যক্রম সম্পন্ন হবে । এবার
একটি ভাউচার আসবে সেটি এর pdf ফাইল ডাউনলোড করে রেখে দিবেন বা প্রিন্ট করে রাখবেন ।
পরবর্তীতে এটা আপনার ভর্তির সময় কাজে আসবে ।
Payment তো হয়ে গেল । এবার চলুন দেখে নেই কিভাবে কলেজ
চয়েজ দিবেন ----
১। কলেজ চয়েজ দেওয়ার জন্য আপনাকে পূর্বের ন্যায় আবারও
xiclassadmission.gov.bd ওয়েবসাইটে যেতে হবে । ওই ওয়েবসাইটে যাওয়ার পর “Apply
Now” অপশনে ক্লিক করতে হবে
২। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে আপনার রোল নাম্বার, বোর্ড, পাসের বছর, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন । এবার ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন ।
৩। এবার যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে আপনার ডিটেইলস দেওয়া থাকবে । এবার নিচের প্রথম ঘরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে । তার পরের ঘরে আবারও মোবাইল নাম্বার টাইপ করতে হবে ।
মাঝের ঘরে আপনার অভিভাবকের আইডি নাম্বার দিতে হবে, তবে
এটি অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন । তারপরের ঘরে অভিভাবকের সাথে আপনার সম্পর্ক
সিলেক্ট করবেন । এবার Next বাটনে ক্লিক করুন ।
৪। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে
আপনাকে কলেজের জন্য চয়েস দিতে হবে । কলেজ
চয়েজ দেওয়ার জন্য প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল ---
প্রথম ঘরে বোর্ড সিলেক্ট করবেন, তারপর জেলা সিলেক্ট
করবেন, তারপর থানা সিলেক্ট করবেন, এবার কলেজ সিলেক্ট করবেন ।
এবার নিচের ঘরে শিফট সিলেক্ট করবেন, তারপর ভার্শন, তারপর
গ্রুপ সিলেক্ট করবেন । এবার একেবারে নিচে লেখা থাকবে এড কলেজ এখানে ক্লিক করলে প্রথম
কলেজটি এড হয়ে যাবে ।
এভাবে আপনি সর্বোচ্চ 5 টি কলেজ অ্যাড করতে পারবেন ।
কলেজ চয়েজ দেওয়া শেষ হয়ে গেলে এবার আপনি Preview Application এ ক্লিক করবেন ।
৫। এবার আপনার সামনে আপনার Application এর Preview চলে
আসবে । সবকিছু ঠিকঠাক থাকলে Submit Application এ ক্লিক করবেন । এখন আপনার
Application সাবমিট হয়ে যাবে ।
৬। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে
কিছু নির্দেশনা দেওয়া থাকবে সেগুলো পড়ে নিবেন ।
নিচে Print Version লেখা স্থানে ক্লিক করবেন । এখানে
ক্লিক করলে আপনার Application Details চলে আসবে ।
এই ডকুমেন্টটিকে প্রিন্ট করতে পারবেন বা সেভ করে রাখতে পারবেন । তবে প্রিন্ট করে রাখা ভালো, কারণ এই ডকুমেন্টটি পরে আপনার ভর্তির সময় কাজে লাগবে ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
অন্য পোস্টঃ নতুন পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage