একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন | একাদশ শ্রেণিতে আবেদনের নিয়ম ২০২৩

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন | একাদশ শ্রেণিতে আবেদনের নিয়ম ২০২৩ - একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় থাকা ভাই ও বোনেরা! আপনাদের এর মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং ৮ ডিসেম্বর -২০২২ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।

অনলাইনের মাধ্যমে এখন কিন্তু আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার এর মাধ্যমে কলেজের জন্য চয়েস দিতে পারবেন এবং আপনি পেমেন্টও করতে পারবেন ।

অন্য পোস্টঃ এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

অন্য পোস্টঃ ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট

আজকের ব্লগ পোস্টে আপনাদের জানাব একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য ঘরে বসে কিভাবে কলেজ চয়েস দিতে পারবেন এবং কিভাবে আপনি এটার পেমেন্ট করবেন ।

আপনি যদি ঘরে বসেই কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে চান বা কলেজের চয়েস দিতে চান তাহলে প্রথমে যে কাজগুলো আপনাকে করতে হবে তা পর্যায়ক্রমে নিচে দেওয়া হল ----

১। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

২। ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বার এ লিখুন xiclassadmission.gov.bd এবং এন্টার প্রেস করুন ।

৩। ওই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে কলেজ চয়েজ দিতে হবে । এর জন্য আপনাকে নির্দ্দিষ্ট একটি ফি প্রদান করতে হবে ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

৪। ফি প্রদানের জন্য “ফি প্রদান পদ্ধতি” বাটনে ক্লিক করতে হবে । এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস ওপেন হবে । সেখানে কয়েকটি অপশন থাকবে এর মধ্য থেকে “Sonali web payment system” এ ক্লিক করতে হবে ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

৫। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস ওপেন হবে । এখানে https://sbl.com.bd:7070 লেখা স্থানে ক্লিক করতে হবে ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

৬। ওই লেখাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে “সোনালী বিল পেমেন্ট সিস্টেম” নামক একটি পেজে নিয়ে যাওয়া হবে । এখানে প্রথম অপশন XI Class Admition এ ক্লিক করতে হবে ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

৭। ওই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আর একটি পেজে নিয়ে যাওয়া হবে । এখানে Fee Type এ Application Fee সিলেক্ট করবেন তারপর এস এস সি রোল নাম্বার দিবেন তারপর বোর্ডের নাম, পাশের বছর এবং কন্টাক্ট নাম্বার দিয়ে চেক অপশনে ক্লিক করবেন ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

৮। চেক অপশনে ক্লিক করার সাথে সাথে ডানপাশে আপনার বিস্তারিত চলে আসবে । নিচে ফি এর পরিমাণ ১৫০ টাকা লেখা থাকবে ।

৯। এবার পেমেন্ট করার জন্য Payment Request অপশনে ক্লিক করতে হবে । এখন একটি পপ-আপ আসবে সেখানে Ok বাটনে ক্লিক করুন ।

১০। এবার আপনাকে পেমেন্ট গেটওয়তে নিয়ে যাওয়া হবে । এখান থেকে আপনি Mobile Banking সিলেক্ট করবেন । এরপর পেমেন্ট করার জন্য বিকাশ সিলেক্ট করুন ।

১১। এখানে বিকাশ সিলেক্ট করার পর একটি পপ-আপ আসবে এখানে Confirm বাটনে ক্লিক করুন ।

১২। এখানে ক্লিক করার সাথে সাথে যে এন্টারফেস আসবে সেখানে Pay with bKash এ ক্লিক করবেন ।

১৩। এখানে ক্লিক করার সাথে সাথে যে ইন্টারফেসটি আপনার সামনে ওপেন হবে সেখানে বিকাশ নাম্বার দিবেন এবং Confirm বাটনে ক্লিক করবেন ।

১৪। এবার আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে । সেটি ওই ইন্টারফেসে বসিয়ে Confirm বাটনে ক্লিক করবেন । এরপর বিকাশের পিন নাম্বারটি দিয়ে আবার Confirm বাটনে ক্লিক করবেন ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

১৫। এবার আপনার ফি প্রদান কার্যক্রম সম্পন্ন হবে । এবার একটি ভাউচার আসবে সেটি এর pdf ফাইল ডাউনলোড করে রেখে দিবেন বা প্রিন্ট করে রাখবেন । পরবর্তীতে এটা আপনার ভর্তির সময় কাজে আসবে ।

Payment তো হয়ে গেল । এবার চলুন দেখে নেই কিভাবে কলেজ চয়েজ দিবেন ----

১। কলেজ চয়েজ দেওয়ার জন্য আপনাকে পূর্বের ন্যায় আবারও xiclassadmission.gov.bd ওয়েবসাইটে যেতে হবে । ওই ওয়েবসাইটে যাওয়ার পর “Apply Now” অপশনে ক্লিক করতে হবে 

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

২। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে আপনার রোল নাম্বার, বোর্ড, পাসের বছর, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন । এবার ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

৩। এবার যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে আপনার ডিটেইলস দেওয়া থাকবে । এবার নিচের প্রথম ঘরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে । তার পরের ঘরে আবারও মোবাইল নাম্বার টাইপ করতে হবে ।

মাঝের ঘরে আপনার অভিভাবকের আইডি নাম্বার দিতে হবে, তবে এটি অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন । তারপরের ঘরে অভিভাবকের সাথে আপনার সম্পর্ক সিলেক্ট করবেন । এবার Next বাটনে ক্লিক করুন ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

৪। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে আপনাকে কলেজের জন্য চয়েস দিতে হবে ।  কলেজ চয়েজ দেওয়ার জন্য প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল ---

প্রথম ঘরে বোর্ড সিলেক্ট করবেন, তারপর জেলা সিলেক্ট করবেন, তারপর থানা সিলেক্ট করবেন, এবার কলেজ সিলেক্ট করবেন ।

এবার নিচের ঘরে শিফট সিলেক্ট করবেন, তারপর ভার্শন, তারপর গ্রুপ সিলেক্ট করবেন । এবার একেবারে নিচে লেখা থাকবে এড কলেজ এখানে ক্লিক করলে প্রথম কলেজটি এড হয়ে যাবে ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

এভাবে আপনি সর্বোচ্চ 5 টি কলেজ অ্যাড করতে পারবেন । কলেজ চয়েজ দেওয়া শেষ হয়ে গেলে এবার আপনি Preview Application এ ক্লিক করবেন ।

৫। এবার আপনার সামনে আপনার Application এর Preview চলে আসবে । সবকিছু ঠিকঠাক থাকলে Submit Application এ ক্লিক করবেন । এখন আপনার Application সাবমিট হয়ে যাবে ।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ আবেদন

৬। এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে কিছু নির্দেশনা দেওয়া থাকবে সেগুলো পড়ে নিবেন ।

নিচে Print Version লেখা স্থানে ক্লিক করবেন । এখানে ক্লিক করলে আপনার Application Details চলে আসবে ।

এই ডকুমেন্টটিকে প্রিন্ট করতে পারবেন বা সেভ করে রাখতে পারবেন । তবে প্রিন্ট করে রাখা ভালো, কারণ এই ডকুমেন্টটি পরে আপনার ভর্তির সময় কাজে লাগবে ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


অন্য পোস্টঃ নতুন পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage

Previous Post Next Post