এম ক্যাশ হেল্পলাইন | mCash Helpline
Number -
বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা এদেশের ব্যাংকিং খাতকে অনেক সহজ করেছে । এদেশের
প্রায় প্রতিটি প্রতিষ্ঠিত ব্যাংক বা অর্থিক প্রতিষ্ঠানের মোবাইল ব্যাংকিং সেবা
কার্যক্রম রয়েছে । ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের মধ্যে অন্যতম ।
বাংলাদেশের
ব্যাংকিং সেক্টরে যদি ১ থেকে ১০ নাম্বারের ব্যাংক গুলোর কথা ভাবেন তাহলে ইসলামী
ব্যাংক প্রথম পর্যায়ের একটি ব্যাংক । এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট এর একটি
অন্যতম একটি সেবার নাম এম ক্যাশ । এম ক্যাশ একটি মোবাইল ব্যাংকিং সেবা ।
আরও পড়ুনঃ নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করনীয় | নগদ একাউন্টের পিন ভুলে গেলে
আরও পড়ুনঃ বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | বাটন মোবাইলে নগদ একাউন্ট ২০২৩
বর্তমানে এম ক্যাশ মোবাইল ব্যাংকিং এর গ্রাহক প্রচুর । অনেক গ্রাহকই তাদের প্রয়োজনে এম ক্যাশ হেল্পলাইন এর নাম্বারটি অনলাইনে খোঁজ করে থাকেন ।
গুগল নিউজে Genius Bangla Blog সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
আর
এই গ্রাহকের কথা মাথায় রেখেই আজকে ব্লগ পোস্টে আলোচনা করবো এম ক্যাশ হেল্পলাইন
নাম্বার নিয়ে । যাতে আপনারা অর্থাৎ গ্রাহকেরা মোবাইল ব্যাংকিং সেবা এম ক্যাশ
একাউন্টের সমস্যা সমাধান করতে পারেন ।
এম ক্যাশ কি
এম
ক্যাশ হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মোবাইল ব্যাংকিং সেবা । ইসলামী
ব্যাংক তাদের গ্রাহকদের সুবিধার্থে মোবাইলের মাধ্যমে বাংকিং সেবা কার্যক্রম চালু
করেছে । আর ইসলামী ব্যাংকের এই সেবাটির নাম হলো এম ক্যাশ মোবাইল ব্যাংকিং ।
এম
ক্যাশের মাধ্যমে ইসলামী ব্যাংকের গ্রাহক চাইলেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেশের
ভিতরে এবং দেশের বাইরে অর্থ আদান-প্রদান, একাউন্টে টাকা জমা অথবা এটিম বুথ বা এম
ক্যাশ এজেন্টের কাছ থেকে খুব সহজেই টাকা উত্তলোন করতে পারবেন ।
এম ক্যাশ হেল্পলাইন
এম
ক্যাশ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার এবং এম ক্যাশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ
তথ্য সমূহ আপনাদের সুবিধার্তে দেওয়া হলো । এখান থেকে আপনাদের প্রয়োজনীয় তথ্য সমূহ
দেখে নিতে পারেন -----
ব্যাংকঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ।
২৪/৭
হেল্পলাইন নাম্বার বা কাস্টমার কেয়ার হট লাইনঃ ১৬২৫৯ (দেশের মধ্যে যে কোনো অপারেটর
থেকে) ।
হেল্পলাইন
ফোন নাম্বারঃ ৮৩৩১০৯০ (দেশের মধ্যে)/ +৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ থেকে) ।
সরাসরি
টেলিফোনঃ (০২)৯৫৬৩০৪০, ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭ ।
মোবাইল
নাম্বারঃ +৮৮-০১৭১১-৪৩৫৬৩৮-৯১ ।
জিপিও
বক্স নংঃ ২৩৩ ।
ফ্যাক্স
নাম্বারঃ +৮৮০-২-৯৫৬৪৫৩২, +৮৮০-২-৯৫৬৮৬৩৪
ইসলামী
ব্যাংক সুইফ্ট কোডঃ IBBLBDDH
এম ক্যাশ ইমেইল এড্রেস ও ওয়েব সাইট ঠিকানা
Email:
info@islamibankbd.com
Website:
https://www.islamibankbd.com
এম ক্যাশ প্রধান কার্যালয়ের ঠিকানা
এখানে
এম ক্যাশ প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হল:
ইসলামী
ব্যাংক টাওয়ার ৪০, ঢাকা দিলকুশা সি/এ, ঢাকা - ১০০০, বাংলাদেশ ।
এম ক্যাশ কোড / Islami bank mcash code
এম
ক্যাশ ডায়াল কোড নাম্বার হচ্ছে *২৫৯#
Islami bank mcash code *259#
ইসলামী ব্যাংক এম ক্যাশ কি সুবিধা
ইসলামী
ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের প্রচুর গ্রাহকের কথা মাথায় রেখে এই মোবাইল ব্যাংকিং
সেবা এম ক্যাশ চালু করেছে । মোবাইল ব্যাংকিং সেবা এম ক্যাশ চালু করার মূল উদ্দেশ্য
হলো ইসালামী ব্যাংকের বৃহত্তর গ্রাহকদের সুবিধা প্রদান করা । ইসলামী ব্যাংক এম ক্যাশ
কি সুবিধা তা নিচে বর্ননা করা হলো ------
👉 ২৪/৭
হিসাবে দিনের ২৪ ঘন্টা, সপ্তাহের ৭ দিন এবং বছরে ৩৬৫ দিন নিরবিচ্ছিন্ন ব্যাংকিং
সুবিধা ।
👉 নির্দিষ্ট
কোনো শাখা ছাড়াই ব্যাংকিং সুবিধা ।
👉 বাংলাদেশের
যে কোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা নেওয়া যায় ।
👉 বিদেশ
থেকে খু্ব দ্রুত সময়ে মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে রেমিটেন্স গ্রহন করা যায়
।
👉 যারা
সাধারণত ব্যাংক একাউন্ট সুবিধা থেকে তাদের জন্য উপযুক্ত ব্যাংকিং সুবিধা প্রদান ।
👉 অধিকতর
নিরাপদ এবং সবর্দা নিরাপদ ব্যাংকিং ব্যাবস্থা ।
👉 ব্যাংকের
প্রায় সব ধরনের লেনদেনের সুযোগ সৃষ্টি ।
👉 মোবাইল
একাউন্টের মাধ্যমে টাকা সঞ্চয়ের সুবিধা ।
অন্য পোস্টঃ
- অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম | ই পাসপোর্ট চেক 2023
- ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | Brac Bank Student Account
- ওয়ালটন বাটন মোবাইল দাম ২০২৩ | ওয়ালটন বাটন মোবাইল
এম ক্যাশ একাউন্ট খোলার নিয়ম
এম
ক্যাশ একাউন্ট খোলার জন্য ইসলামী ব্যাংক কতৃক নির্ধারিত এজেন্ট অথবা ইসলামী
ব্যাংকের যে কোনো শাখা থেকে এম ক্যাশ একাউন্ট খুলতে পারবেন ।
এম
ক্যাশ একাউন্ট খোলার জন্য এজেন্ট বা ব্যাংক কর্মকর্তা নির্ধারিত কিছু কাজ করার পর
এম ক্যাশ মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে লেনদেন করতে পারবেন ।
একাউন্ট
খোলার সময় সর্বনিম্ন ২০ টাকা দিয়ে একাউন্ট চালু করতে পারবেন ।
এম ক্যাশ একাউন্ট খুলতে যা লাগবে
👉 গ্রাহকের
এক কপি পাসপোর্ট সাইজ ছবি ।
👉 এনআইডি
কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ।
👉 একটি
সচল সিম সহ মোবাইল ।
👉 ব্যাংক
কতৃক নির্ধারিত এজেন্ট অথবা ব্যাংক কর্মকর্তা যে তথ্য ও মোবাইল নাম্বার দিয়ে
একাউন্ট খুলবেন, গ্রাহকের সেই নাম্বারে একটি এসএমএস যাবে ।
👉 গ্রাহক
প্রদত্ত মোবাইল নাম্বারটির সঙ্গে একটি অতিরিক্ত ডিজিট যুক্ত হয়ে মোট ১২ সংখ্যা
সম্বলিত একটি একাউন্টে পরিনত হবে ।
👉 এরপরে
গ্রাহকের প্রদত্ত মোবাইল নাম্বারে একটি ফোন কল আসবে এবং গ্রাহককে তার একাউন্টের
জন্য চার ডিজিটের একটি পিন নাম্বার দিতে বলবে ।
👉 গ্রাহক
চার ডিজিটের পিন দিলে কাজ সম্পন্ন হবে । পরবর্তিতে এই পিন তার লেনদেনে গোপন পিন
হিসাবে বিবেচিত হবে ।
এম ক্যাশ ক্যাশ আউট চার্জ
এজেন্ট
পয়েন্ট থেকে ক্যাশ আউট চার্জ শতকরা: ১.৮০ টাকা ।
এটিএম
বুথ থেকে ক্যাশ আউট চার্জ শতকার: ১.০০ টাকা ।
এম ক্যাশ FAQ
এম
ক্যাশ কি?
উত্তরঃ
এম ক্যাশ হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মোবাইল ব্যাংকিং সেবা । ইসলামী
ব্যাংক তাদের গ্রাহকদের সুবিধার্থে মোবাইলের মাধ্যমে বাংকিং সেবা কার্যক্রম চালু
করেছে । আর ইসলামী ব্যাংকের এই সেবাটির নাম হলো এম ক্যাশ মোবাইল ব্যাংকিং ।
এম
ক্যাশ এর ক্যাশ আউট চার্জ কত?
উত্তরঃ
এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট চার্জ শতকরা: ১.৮০ টাকা এবং এটিএম বুথ থেকে ক্যাশ
আউট চার্জ শতকার ১.০০ টাকা হারে প্রযোজ্য হবে ।
এম
ক্যাশ এর হেল্পলাইন কখন খোলা থাকে?
উত্তরঃ
২৪/৭ হিসাবে দিনের ২৪ ঘন্টা, সপ্তাহের ৭ দিন এবং বছরে ৩৬৫ দিন নিরবিচ্ছিন্ন
হেল্পলাইন সুবিধা দিয়ে থাকে এম ক্যাশ হেল্পলাইন কতৃপক্ষ ।
এম
ক্যাশের প্রধান কার্যালয় কোথায়?
উত্তরঃ
এখানে এম ক্যাশ প্রধান কার্যালয়ের ঠিকানা এখানে উল্লেখ করা হল ।
ইসলামী ব্যাংক টাওয়ার ৪০, ঢাকা দিলকুশা সি/এ, ঢাকা - ১০০০, বাংলাদেশ ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
অন্য পোস্টঃ ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট