বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট | bKash Islamic
Savings Account - বিকাশে চালু হয়েছে ইসলামিক সেভিংস একাউন্ট সুবিধা । বিকাশ সিটি
ব্যাংকের মাধ্যমে ইসলামিক সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে । যা কিনা সম্পূর্ণ
ইসলামি শরীয়াহ অনুযায়ী পরিচালিত ।
আজকের ব্লগ পোস্টে কিভাবে আপনি বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট খুলবেন, কিভাবে আপনার একাউন্টে টাকা জমা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
আরও পড়ুনঃ এম ক্যাশ হেল্পলাইন | mCash Helpline Number
আরও পড়ুনঃ নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করনীয় | নগদ একাউন্টের পিন ভুলে গেলে
বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
বিকাশ সিটি ব্যাংকের মাধ্যমে এই সেবাটি চালু করেছে । আপনি বিকাশের মাধ্যমে যে একাউন্টটি করবেন সেটি বাংলাদেশের অন্যতম ব্যাংক সিটি ব্যাংকের মাধ্যমে এই অ্যাকাউন্টটি বিকাশের সাথে লিংক করে এই সুবিধাটি দেওয়া হচ্ছে । বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট খোলার নিয়ম কি তা বিস্তারিত আলোচনা করবো । তাহলে চলুন জেনে নিই কিভাবে এই বিকাশ ইসলামিক সেভিংস একাউন্টের সুবিধাটি পাবেন ।
👉 বিকাশ থেকে এই সুবিধাটি নেওয়ার জন্য প্রথমে আপনাকে
বিকাশ মোবাইল অ্যাপ এ লগইন করতে হবে । এবার বিকাশ অ্যাপ এর মূল ইন্টারফেসে “সেভিংস”
নামের একটি আইকন দেখতে পাবেন । এই “সেভিংস” আইকনে ক্লিক করুন ।
👉 এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে
অ্যাপ এর একেবারে নিচে লেখা থাকবে “নতুন স্কিম খুলুন” । এবার ঐখানে ক্লিক করুন ।
👉 এবার আপনার সামনে দুইটি অপশন ওপেন হবে । এখানে লেখা
থাকবে “সাধারণ সেভিংস” এবং “ইসলামিক সেভিংস” । যেহেতু আপনি “ইসলামিক সেভিংস একাউন্ট”
খুলবেন সেহেতু “ইসলামিক সেভিংস” লেখা অপশন এ ক্লিক করুন ।
👉 ইসলামিক সেটিংস অপশনে ক্লিক করার পর যে ইন্টারফেসটি
ওপেন হবে সেখানে প্রথমে মেয়াদ বেছে নিতে হবে, অর্থাৎ আপনি কত বছর মেয়াদী একাউন্ট
করতে চান । তাই মেয়াদ সিলেক্ট করুন । এবার জমার ধরণ সিলেক্ট করুন । এরপর “এগিয়ে যান
বাটনে” ক্লিক করুন ।
👉 এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে
অ্যামাউন্ট এর পরিমাণ নির্ধারণ করতে হবে । ওই ইন্টারফেসে ৫০০, ১০০০, ২০০০, ৩০০০ টাকার
অপশন দেওয়া থাকবে । এখানে আপনার পছন্দের অ্যামাউন্ট সিলেক্ট করুন । এবার “এগিয়ে যান”
বাটনে ক্লিক করুন ।
👉 এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে
“সিটি ব্যাংক ইসলামিক” লেখাসহ কিছু তথ্য দেখাবে, ঐখানে ক্লিক করুন ।
👉 এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে, সেখানে
আপনার নমিনির তথ্য দিতে হবে ।
প্রথমে আপনার নমিনির NID কার্ড এর নাম্বার বসাতে হবে
।
এরপর নমিনি এর জন্ম তারিখ NID কার্ড অনুসারে সিলেক্ট
করতে হবে ।
এরপর নমিনির সাথে আপনার সম্পর্ক কি তা নির্ধারণ করতে
হবে । এরপর “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন ।
👉 এবার আপনার সামনে যে ইন্টারফেস ওপেন হবে, সেখানে
কি কারণে সেভিংস করতে চান তা সিলেক্ট করতে হবে ।
১। ভবিষ্যৎ প্রয়োজন
২। শিক্ষা
৩। অন্যান্য
এখান থেকে আপনার পছন্দমত অপশন নির্ধারণ করে “নিশ্চিত
করুন” বাটনে ক্লিক করতে হবে ।
👉 নিশ্চিত করুন বাটনে ক্লিক করার পর, আপনি যে মেয়াদে
বিকাশ সেভিংস একাউন্ট করেছেন তার পরিপূর্ণ হিসাব সহ একটি স্টেটমেন্ট পেজ ওপেন হবে সিটি
ব্যাংকের পক্ষ থেকে ।
সেখানে মোট জমার অ্যামাউন্ট, মুনাফার পরিমাণ, ম্যাচিউরিটির
তারিখ, পরবর্তী জমার তারিখ, জমার পরিমাণ ইত্যাদি দেখতে পাবেন ।
এবার “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করুন ।
👉 এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে, সেখানে
কিছু শর্তাবলী দেখানো হবে । এগুলো পড়ে “সম্মতি দিচ্ছি” লেখা বাটনে ক্লিক করুন ।
👉 এরপর যে ইন্টারফেসটি আপনার সামনে ওপেন হবে, সেখানে
আপনার মাসিক জমা এর পরিমাণ দেখাবে । এবার পিন নাম্বারটি টাইপ করুন । এরপর এ্যারো চিহ্নিত
স্থানে ক্লিক করবেন । এখানে ক্লিক করার পর আপনাকে মাসিক অ্যামাউন্টটি পে করতে হবে ।
এবার “সেভিংস করতে টেপ করে ধরে রাখুন” অপশনে ট্যাপ হোল্ড
করুন এবং পেমেন্ট করুন ।
👉 এবার পেমেন্ট সাকসেসফুল হবে এবং বিকাশ থেকে একটি কনফার্মেশন
SMS আসবে । এবার আপনি সিটিব্যাংক থেকেও একটি SMS পাবেন । সিটি ব্যাংকে আপনার আবেদনটি
প্রক্রিয়াধীন থাকবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে এটি সম্পন্ন হবে । প্রক্রিয়া সম্পন্ন হওয়ার
পর আপনি কনফার্মেশন SMS পাবেন ।
বিঃদ্রঃ একটি কথা মনে রাখবেন, আপনি যে সেভিংস একাউন্ট করেছেন তার টাকা প্রতিমাসে আপনার বিকাশ একাউন্ট ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে । সে কারণে প্রতিমাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমান টাকা আপনার বিকাশ একাউন্টে রাখতে হবে ।
বিকাশ ইসলামিক সেভিংস স্কিম শর্তাবলি
⇒ বিকাশ সেভিংস একাউন্ট আপনার বিকাশ অ্যাপ থেকে খুলতে
পারবেন ।
⇒ আপনি যদি সেভিংস শুরু করার পর নমেনি পরিবর্তন করতে চান
সেটা করতে পারবেন ।
⇒ এই স্কিমের কোনো প্রকার হিডেন চার্জ নেই ।
⇒ আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনার লভ্যাংশ
থেকে ভ্যাট কম কাটা হবে । সে কারনে যে কোনো সময় বিকাশ অ্যাপের সেভিংস অপশনে গিয়ে এর
তথ্য দিতে পারবেন । আর টিন সার্টিফিকেট না থাকলে, এনবিআর-এর ওয়েবসাইটে গিয়ে তা গ্রহণ
করতে পারেন ।
⇒ বিকাশ সেভিংস একাউন্ট ৩মাসের আগে ভেঙ্গে ফেলা সম্ভব
নয় । তবে ৩মাস পর যে কোনো সময় আপনার জমাকৃত টাকা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন ।
⇒ মেয়াদের আগে বিকাশ সেভিংস স্কিম বন্ধ করতে চান তাহলে
আপনি মুনাফা নাও পেতে পারেন । এ বিষয়ে জানতে সিটি ব্যাংক লিমিটেডের শর্তাবলি পড়ুন ।
⇒ নির্দ্দিষ্ট সময়ে বিকাশ সেভিংস একাউন্টের কিস্তি দেওয়ার
চেষ্টা করুন । যদি কিস্তি সময় মতো না পরিশোধ করেন তাহলে মুনাফা নাও পেতে পারেন । তাই
নির্দ্দিষ্ট সময়ে বিকাশ একাউন্টে কিস্তির সমপরিমান টাকা রাখুন ।
⇒ বিকাশ সকল শর্তাবলি পরিবর্তন বা সংশোধন করার অধিকার
সংরক্ষণ করে ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম | বাটন মোবাইলে নগদ একাউন্ট ২০২৩