বিনিময় একাউন্ট খোলার নিয়ম | Binimoy Account Opening

বিনিময় একাউন্ট খোলার নিয়ম | Binimoy Account Opening - বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের নতুন একটি সিস্টেম চালু হয়েছে, আর এই সিস্টেমের নাম হচ্ছে “বিনিময়” । এই বিনিময়ের মাধ্যমে ব্যাংকিং লেনদেন সমূহ হবে আরও সহজ । ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানই তাদের অ্যাপ এর মধ্যে বিনিময় অপশনটি চালু করে দিয়েছে ।

আরও পড়ুনঃ বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট | bKash Islamic Savings Account

বিনিময় একাউন্ট খোলার নিয়ম

আরও পড়ুনঃ এম ক্যাশ হেল্পলাইন | mCash Helpline Number

বন্ধুরা আজকের ব্লগ পোস্টে এই বিনিময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে । এই বিনিময়টি আসলে কি, কিভাবে কাজ করবে, এটার সুবিধা-অসুবিধা কি সকল কিছু জানতে পারবেন আজকের এই ব্লগ পোস্টে । তাহলে চলুন বন্ধুরা বিনিময় একাউন্ট খোলার নিয়ম ও বিনিময় এর অন্যান্য বিষয় সম্পর্কে জেনে নিই ।

বিনিময় কি?

প্রথমে আমাদের জানতে হবে “বিনিময়” আসলে কি? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (UPI) এর আদলে তৈরি হচ্ছে ইন্টার ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (Inter digital transaction platform) যার নাম হচ্ছে “বিনিময়” । এই বিনিময়ের মাধ্যমে আপনারা বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন ।

এছাড়াও মোবাইল ব্যাংকিং এর সমস্ত প্ল্যাটফর্ম থেকে এবং আপনারা ব্যাংকের যে কোনো একাউন্টে খুব সহজেই টাকা ট্রানজেকশন করতে পারবেন এই বিনিময়ের মাধ্যমে ।

বিকাশ ও রকেটে টাকা ট্রানজেকশন করার ক্ষেত্রে আপনার কোন নাম্বারের প্রয়োজন পড়বে না । শুধুমাত্র একটি ইউজার নেম বা আইডি ব্যবহার করে মুহূর্তেই টাকা পাঠিয়ে দিতে পারবেন আপনার কাংখিত মানুষের কাছে ।

বিনিময়ের কি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট আছে?

আপাতত বিনিময়ের কোন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন থাকছে না । তবে ভবিষ্যতে বিনিময়ের সার্ভিস যখন অনেক বেড়ে যাবে এবং সকলের কাছে এটি যখন অনেক গ্রহণযোগ্যতা অথবা পরিচিতি পাবে তখন আশা করা যায় তারা তাদের একটি সতন্ত্র অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি করবেন ।

বর্তমানে বিনিময় সেবা কারা দিবে?

বর্তমানে সকল ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো এই বিনিময়ের সাথে সংযুক্ত হচ্ছে না । তবে ভবিষ্যতে সকল মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকসমূহ এই বিনিময় সার্ভিসের আওতায় চলে আসবে বলে ধারণা করা হচ্ছে ।

এই বিনিময় সার্ভিসটি কিন্তু একটি সহজ সার্ভিস হতে যাচ্ছে । যার মাধ্যমে খুব সহজেই ব্যাংকিং সেক্টর লেনদেনগুলো অনেক সহজ করে দিবে । তবে বর্তমানে যে সমস্ত প্রতিষ্ঠান এই বিনিময় সার্ভিসটি প্রভেইট করছে তাদের নাম দেওয়া হল ----

১। সোনালী ব্যাংক

২। ব্র্যাক ব্যাংক

৩। ইসলামী ব্যাংক

৪। ইস্টার্ন ব্যাংক

৫। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

৬। মিডল্যান্ড ব্যাংক

৭। পূবালী ব্যাংক

৮। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

৯। আল আরাফা ইসলামী ব্যাংক

১০। ডাচ বাংলা ব্যাংক

উপরে উল্লেখিত ব্যাংকগুলো বিনিময় সেবা এর সাথে যুক্ত হয়েছে । আপনি খুব সহজেই বিনিময়ের মাধ্যমে এই ব্যাংকগুলো থেকে সেবা নিতে পারবেন ।

এছাড়াও মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ এবং রকেট বর্তমানে যুক্ত আছে এই বিনিময় সেবা এর সাথে এবং এই বিনিময়ের মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে কিন্তু এখন খুব সহজেই বিকাশ থেকে রকেটে এবং রকেট থেকে বিকাশে টাকা ট্রানজেকশন করা যাচ্ছে ।

বিনিময় একাউন্ট খোলার নিয়ম | Binimoy Account Opening
বিনিময় লোগো

বিনিময় কিভাবে কাজ করবে?

বিনিময় ব্যবহার করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান বর্তমানে বিনিময়ের সার্ভিস দিচ্ছে, যেমন – বিকাশ, ইসলামী ব্যাংকের সেলফিন এবং রকেট । এই সমস্ত প্রতিষ্ঠানের অ্যাপের মধ্যে ঢুকলে আপনি বিনিময়ের অপশন দেখতে পাবেন । সেখানে ক্লিক করলে বিনিময় এর একটি রেজিস্ট্রেশন পেজ দেখতে পাবেন ।

এখান থেকে আপনি একটি ইউজার নেম সেট করে দিয়ে এবং পিন দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এবং প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা ইউজারনেম এর প্রয়োজন পড়বে ।

তার কারণ আমরা মোবাইল ব্যাংকিং থেকে যখন টাকা পাঠাই তখন কিন্তু মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠাই । কিন্তু বর্তমানে ফোন নম্বর থাকছে না এই বিনিময় একাউন্টে । আপনাকে ইউজারনেম ব্যবহার করে বিনিময়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হবে ।

সুতরাং উদাহরণ স্বরুপ রকেটের জন্য একটি ইউজারনেম প্রয়োজন পড়বে, ঠিক তেমনি বিকাশের জন্য একটি ইউজারনেম প্রয়োজন পড়বে, সেলফিন এর জন্য একটি ইউজারনেম প্রয়োজন পড়বে ।

এই রকম ব্যাংকিং সেক্টরে যে সমস্ত জায়গায় আপনি টাকা ট্রানজেকশন করবেন সেখানে প্রত্যেকটিতেই একটি করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং একটি করে ইউজারনেম এর প্রয়োজন পড়বে ।

সুতারাং এই ইউজারনেম ব্যবহার করেই আপনারা এই বিনিময় একাউন্টের মাধ্যমে যাবতীয় লেনদেন করতে পারবেন খুব সহজেই ।

অন্য পোস্টঃ 

চার্জ কত কাটবে?

যদিও সংবাদমাধ্যমে বলা হয়েছিল বিনিময় ব্যবহারের ক্ষেত্রে কোন প্রকার চার্জ কাটা হবে না । তবে পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করলে প্রতি হাজারে ১০ টাকা হারে চার্জ দিতে হচ্ছে । তবে আবার দেখা গেছে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করলে কোন প্রকার চার্জ কাটেনি । তবে ভবিষ্যতে চার্জ এ্যাড হতে পারে ।

বিনিময় একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি বিনিময়ে একাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করতে চান তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি বিনিময় অ্যাকাউন্ট খুলতে হবে । আপনাকে একাউন্ট খোলার জন্য কি কি করতে হবে তা নিচে পর্যায়ক্রমে আলোচনা করা হলো । নিচের আলোচনা অনুসরণ করলে আপনি অ্যাকাউন্টটি খুব সহজেই খুলতে পারবেন । তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিনিময়ে একাউন্ট খুলতে হয় ---

ধাপ-১: 

প্রথমে বিকাশ অ্যাপ এ লগইন করে অ্যাপের মধ্যে প্রবেশ করবেন । এরপর বিকাশ অ্যাপের একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন “বিনিময়” নামের একটি অপশন আছে, এখান থেকে ওই অপশন এর উপর প্রেস করুন তারপর ওকে বাটনে ক্লিক করুন ।

ধাপ-২: 

এবার আপনার সামনে বিনিময় এর রেজিস্ট্রেশন এর ইন্টারফেসটি ওপেন হবে । এখানে Register Now বাটনে ক্লিক করবেন ।

ধাপ-৩: 

এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে প্রথমে আপনার একটি ভ্যালিড ইমেইল এড্রেস দিবেন । এরপর একটি ইউজার আইডি/নেম সেট করবেন । যেমন – Korim72, Amin21 ইত্যাদি ।

একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, আপনি যে ইউজার আইডি অর্থাৎ ইউজার নেম সেট করছেন সেটি মনে রাখবেন । কারণ এই ইউজার আইডি/নেম দিয়েই কিন্তু টাকা লেনদেন করতে হবে । এবার কনফার্ম বাটনে ক্লিক করুন ।

ধাপ-৪: 

এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে, সেখানে বিনিময় পিন সেট করতে বলবে । এখানে ছয় সংখ্যার একটি পেন সেট করে দিবেন । এরপর সাবমিট অপশনে ক্লিক করুন ।

ধাপ-৫: 

এবার যে ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে সেখানে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে জানিয়ে দেবে ।

বন্ধুরা এভাবেই আপনারা বিনিময় একাউন্ট খোলা সম্পন্ন করতে পারবেন ।

বিনিময় থেকে টাকা ট্রান্সফার করার নিয়ম

বন্ধুরা, এর আগে আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন অর্থাৎ বিনিময় একাউন্ট খুলতে হয় । এবার আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বিনিময় অ্যাকাউন্ট থেকে পণ্য বিনিময় একাউন্টে টাকা ট্রান্সফার করবেন । তাহলে চলুন জেনে নেওয়া যাক ---

ধাপ-১: 

বিনিময় একাউন্ট থেকে টাকা ট্রান্সফারের জন্য বিকাশ অ্যাপের মধ্যে থাকা বিনিময় অপশনে প্রথমে আসবেন । এখানে আসার পর বিনিময়ের অন্য আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন । এখানে লেখা থাকবে ---

  1. Direct pay
  2. Request pay
  3. Request notification

1. Direct pay: 

এই অপশনের মাধ্যমে অন্য যে কারো বিনিময় ইউজার আইডিতে সরাসরি টাকা পাঠাতে পারবেন ।

2. Request pay: 

এই অপশনের মাধ্যমে অন্য যে কারোর কাছে আপনি টাকা প্রাপ্তির জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন । যার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সে যদি রিকোয়েস্ট একসেপ্ট করে তাহলে সরাসরি তার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে ।

3. Request notification: 

এই অপশনের মাধ্যমে আপনি জানতে পারবেন কে কে আপনাকে টাকার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে । তার সম্পূর্ন বিবরণ দেখতে পারবেন ।

ধাপ-২: 

বিনিময় থেকে টাকা ট্রান্সফার করার জন্য আপনি Direct pay অপশনে ক্লিক করবেন । এবার যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে Amount এর জায়গায় টাকার পরিমান টাইপ করবেন ।

এবার যার কাছে টাকা পাঠাবেন তার ইউজার আইডি টি টাইপ করে বসাবেন (bKash to Rocket, Rocket to bKash) ।

এবার Purpose এর জায়গায় কি জন্য টাকা পাঠাচ্ছেন সেটি লিখবেন । এবার Proceed অপশনে ক্লিক করুন ।

ধাপ-৩: 

এবার আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে টাকা পাঠাতে কত খরচ হবে তা দেখানো হবে । ঐ ইন্টারফেসেই এবার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিন এবং Confirm বাটনে ক্লিক করুন ।

ধাপ-৪: 

এবার যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে বিনিময় একাউন্টের পিন নাম্বারটি দিতে হবে । সেখানে বিনিময়ের পিন নাম্বারটি দেওয়া হলে Submit বাটনে ক্লিক করুন ।

ধাপ-৫: 

এবার যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে আপনার লেনদেনটি সাকসেসফুল হয়েছে দেখানো হবে এবং তার সাথে লেনদেনের বিবরণী দেখানো হবে ।

বিঃদ্রঃ এভাবেই আপনি বিকাশ, রকেট এবং যেই সমস্ত অ্যাপের মধ্যে “বিনিময়” অপশনটি রয়েছে বা “বিনিময়” সাপোর্ট করে সেই অ্যাপগুলো থেকে মুহূর্তেই টাকা লেনদেন বা টাকা ট্রান্সফার করতে পারবেন ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করনীয় | নগদ একাউন্টের পিন ভুলে গেলে

Previous Post Next Post