টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড | Teletalk Emergency Balance Code - যারা টেলিটক সিম ব্যাবহার করেন তারা কিভাবে টেলিটক সিম থেকে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় তা জানতে চান । আপনাদেরকে বলতে চাই আপনার প্রয়োজনীয় মুহুর্তে টেলিটক সিমের ব্যালেন্স শেষ হয়ে গেলেও দুশ্চিন্তার কোনো কারন নেই । টেলিটক আপনার জরুরী মুহুর্তে আপনাকে দেবে ১০ – ৫০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স ।
আরও পড়ুনঃ দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম | বিদেশে টাকা পাঠানোর নিয়ম
অন্য পোস্টঃ বীমা কি ও কেন | বীমা কেন প্রয়োজন
আজকের ব্লগ পোস্টে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিতে হয় এবং টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো । চলুন তাহলে শুরু করা যাক ।
সকল টেলিটক এর সকল প্রিপেইড ব্যাবহারকারীরা টেলিটক ইমারজেন্সি
ব্যালেন্স নিতে পারবেন । আপনি হয়তো এমন জায়গায় অবস্থান করছেন সেখানে কোনো প্রকার মোবাইল
রিচার্জের ব্যাবস্থা নেই অথবা টেলিটক সিমে রিচার্জ করার মতো কোনো পরিস্থিতি নেই ।
ঠিক সেই মুহুর্তে চাইলেই আপনি টেলিটক সিম থেকে খুব সহজেই
ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন । যেটা আপনি পরবর্তী সময়ে টেলিটককে পরিশোধ করতে পারবেন
।
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স
বাংলাদেশে যতগুলি মোবাইল অপারেটর রয়েছে প্রায় প্রতিটির
ইমারজেন্সি ব্যালেন্স সেবাটি চালু রয়েছে । টেলিটকও তার ব্যতিক্রম নয় । টেলিটক তার
গ্রাহকদের জরুরি মুহূর্তে ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে । ইমারজেন্সি ব্যালেন্স হলো
এমন একটি লোন পদ্ধতি যেখানে গ্রাহক তার প্রয়োজনে নিয়ে থাকেন । টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স
হিসাবে ইন্টারনেট অথবা মিনিট লোন হিসেবে প্রদান করে থাকে।
আপনি যদি টেলিটক থেকে ইমারজেন্সি ব্যালেন্স গ্রহন করেন
সেটি খুব সহজে পরবর্তী রিচার্জের সময় পরিশোধ করে দিতে পারবেন । এখানে উল্লেখ থাকে যে
একবার ইমারজেন্সি ব্যালেন্স গ্রহনকালীন সময়ে দ্বিতীয় বার ইমারজেন্সি ব্যালেন্স গ্রহন
করা যাবে না । প্রথমবারের ইমারজেন্সি ব্যালেন্স পরিশোধ করার পরই আবার আপনি ইমারজেন্সি
ব্যালেন্স গ্রহন করতে পারবেন ।
টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার জন্য কিছু
নিয়ম কানুন রয়েছে যা আপনাদের জন্য নিম্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো ------
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স আনে কিভাবে
টেলিটকের অনেক গ্রাহক প্রশ্ন করে থাকেন যে টেলিটক ইমারজেন্সি
ব্যালেন্স আনে কিভাবে? এর উত্তর হচ্ছে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স আনার দুটি পদ্ধতি
রয়েছে । যেমন ---
কোড ডায়াল এর মাধ্যমে
SMS এর মাধ্যমে
টেলিটক থেকে এই দুই মাধ্যমেই ইমারজেন্সি ব্যালেন্স নিতে
পারবেন । আপনি টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড ডায়াল করে লোন নিতে পারবেন এবং
এসএমএস এর মাধ্যমেও আপনি টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন ।
বন্ধুরা, আজকে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স আনার
বিষয়ে সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন । তাহলে চলুন দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া
যাক টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম সম্পর্কে ।
অন্য পোস্টঃ
- ২০০০ টাকার মধ্যে মোবাইল বাংলাদেশ | ২০০০ টাকার মধ্যে মোবাইল
- ফেসিয়াল করার উপকারিতা ও পদ্ধতি | Facial benefits and procedures
- ঘুম নিয়ে কিছু কথা | ঘুম বিষয়ক কিছু উপকারী তথ্য
টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড
আপনি টেলিটক সিম ব্যাবহার করছেন । ঠিক এমন মুহুর্তে
আপনার টেলিটক সিমের ব্যালেন্স শেষ হয়ে গেছে কিন্তু মোবাইল রিচার্জের ব্যাবস্থা নেই
। এমন অবস্থায় আপনি চাইলে ১০ - ৫০ টাকা পর্যন্ত ঝটপট টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে
যাবেন ।
এজন্য আপনাকে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড
ডায়াল করতে হবে । আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *১১২২# । *১১২২# এটাই
টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড বা USSD কোড ।
আরেকটি কথা আপনি কত টাকা লোন পাবেন সেটি আপনার রিচার্জ
স্কোরিং এর নির্ভর করবে । প্রয়োনীয় মুহুর্তে কোন USSD কোড ডায়াল করলে কত টাকা লোন পাবেন
তা ছকে নির্দেশনা দেওয়া হলো ।
ইমারজেন্সি ব্যালেন্স কোড | লোনের পরিমান | সার্ভিস চার্জ |
---|---|---|
ডায়াল *১১২২# | রিচার্জ স্কোরিং উপর ভিত্তি করে | ফ্রি |
ডায়াল *১১২২*১০# | ১০ টাকা | ফ্রি |
ডায়াল *১১২২*১২# | ১২ টাকা | ১.৬০ টাকা (১.৪০ টাকা সার্ভিস চার্জ + ০.৪০ টাকা ভ্যাট) |
ডায়াল *১১২২*২০# | ২০ টাকা | ২.৬৭ টাকা (২ টাকা সার্ভিস চার্জ + ০.৬৭ টাকা ভ্যাট) |
ডায়াল *১১২২*৩০# | ৩০ টাকা | ৪.০০ টাকা (৩ টাকা সার্ভিস চার্জ + ১.০০ টাকা ভ্যাট) |
ডায়াল *১১২২*৫০# | ৫০ টাকা | ৬.৬৬ টাকা (৫ টাকা সার্ভিস ফি + ১.৬৬ টাকা ভ্যাট) |
Teletalk Emergency ব্যালেন্স SMS
SMS পদ্ধতি ইমারজেন্সি ব্যালেন্স পেতে প্রথমে আপনার
মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং “Loan” লিখে 1122 এই এই নাম্বারে SMS করতে হবে ।
ফিরতি SMS-এ আপনি কি পরিমান ইমারজেন্সি ব্যালেন্স পেয়েছেন
সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে । SMS-এর মাধ্যমে টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স
নেওয়ার জন্য নিচের ছকে নির্দেশনা দেওয়া হলো ।
ইমারজেন্সি SMS কোড | লোনের পরিমান | সার্ভিস চার্জ |
---|---|---|
"Loan" লিখে SMS করুন ১১২২ নম্বরে | রিচার্জ স্কোরিং উপর ভিত্তি করে | ফ্রি |
"10" লিখে SMS করুন ১১২২ নম্বরে | ১০ টাকা | ফ্রি |
"12" লিখে SMS করুন ১১২২ নম্বরে | ১২ টাকা | ১.৬০ টাকা (১.৪০ টাকা সার্ভিস চার্জ + ০.৪০ টাকা ভ্যাট) |
"20" লিখে SMS করুন ১১২২ নম্বরে | ২০ টাকা | ২.৬৭ টাকা (২ টাকা সার্ভিস চার্জ + ০.৬৭ টাকা ভ্যাট) |
"30" লিখে SMS করুন ১১২২ নম্বরে | ৩০ টাকা | ৪.০০ টাকা (৩ টাকা সার্ভিস চার্জ + ১.০০ টাকা ভ্যাট) |
"50" লিখে SMS করুন ১১২২ নম্বরে | ৫০ টাকা | ৬.৬৬ টাকা (৫ টাকা সার্ভিস ফি + ১.৬৬ টাকা ভ্যাট) |
টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স নির্ধারন
টেলিটক তার গ্রাহকদের ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করে
রিচার্জ স্কোরিং বিচার বিশ্লেষণ করে । একজন টেলিটক গ্রাহক তিনি ১০-৫০ টাকা পর্যন্ত
লোন অনুরোধ করতে পারেন । টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স যে কোনো মুহুর্তেই নিতে পারেন
যখন গ্রাহকের ব্যালেন্স না থাকে । টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স সেবা গ্রহন করলে একজন
গ্রাহককে একটি নির্দ্দিষ্ট পরিমান সার্ভিস চার্জ দিতে হয় ।
টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স নির্ধারন এর তথ্য ছক আকারে
দেওয়া হলো -----
ইমারজেন্সি ব্যালেন্স | সার্ভিস চার্জ + ভ্যাট | গড় রিচার্জ (টাকা)/মাস | লোন পরিশোধ |
---|---|---|---|
১০ টাকা | ০ টাকা | ১৬০ - ২৪০ | রিচার্জের মাধ্যমে |
১২ টাকা | ১.২ টাকা | ১৬০ - ২৪০ | রিচার্জের মাধ্যমে |
২০ টাকা | ২ টাকা | ১৬০ - ২৪০ | রিচার্জের মাধ্যমে |
৩০ টাকা | ৩ টাকা | ২৪০ - ৩৪০ | রিচার্জের মাধ্যমে |
৫০ টাকা | ৫ টাকা | ৪০০ - ৪০০+ | রিচার্জের মাধ্যমে |
টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক
যারা টেলিটকের গ্রাহক তারা টেলিটক সিমের ইমারজেন্সি
ব্যালেন্স চেক এর পদ্ধতি সম্পর্কে জানতে চান । আসলে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স
দুই ভাবে চেক করা যায় ।
USSD কোড ডায়ালের মাধ্যমে
SMS এর মাধ্যমে
টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স USSD কোড ডায়ালের
মাধ্যমে জানতে হলে আপনাকে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১১২২*০# । *১১২২*০# এটাই টেলিটক
সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড ।
টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স যদি SMS এর মাধ্যমে
জানতে চান তাহলে "Loan info" লিখে SMS সেন্ড করতে হবে ১১২২ নম্বরে । এভাবেই
টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স SMS এর মাধ্যমে জানতে পারবেন ।
আশা করি টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক এর পদ্ধতি
সম্পর্কে জানতে পেরেছেন ।
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স প্রশ্নত্তোর
প্রশ্নঃ টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিতে হয়?
উত্তরঃ টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য দুইটি
নিয়ম রয়েছে । আপনি টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য USSD কোড ডায়াল করে এবং
SMS এর মাধ্যমেও নিতে পারবেন ।
প্রশ্নঃ টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কত টাকা নেওয়া যায়?
উত্তরঃ টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স সর্বোচ্চ ১০ থেকে
৫০ টাকা পর্যন্ত নেওয়া যায় ।
প্রশ্নঃ টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড কত?
উত্তরঃ টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হচ্ছে *১১২২# । *১১২২# ডায়ালের মাধ্যমে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
অন্য পোস্টঃ কালোজিরা ও মধু খাওয়ার নিয়ম ও উপকারিতা | কালোজিরা ও মধুর উপকারিতা