টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড | Teletalk Emergency Balance Code

টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড | Teletalk Emergency Balance Codeযারা টেলিটক সিম ব্যাবহার করেন তারা কিভাবে টেলিটক সিম থেকে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় তা জানতে চান । আপনাদেরকে বলতে চাই আপনার প্রয়োজনীয় মুহুর্তে টেলিটক সিমের ব্যালেন্স শেষ হয়ে গেলেও দুশ্চিন্তার কোনো কারন নেই । টেলিটক আপনার জরুরী মুহুর্তে আপনাকে দেবে ১০ – ৫০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স ।

আরও পড়ুনঃ দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম | বিদেশে টাকা পাঠানোর নিয়ম

টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড | Teletalk Emergency Balance Code

অন্য পোস্টঃ বীমা কি ও কেন | বীমা কেন প্রয়োজন

আজকের ব্লগ পোস্টে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিতে হয় এবং টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো । চলুন তাহলে শুরু করা যাক ।

সকল টেলিটক এর সকল প্রিপেইড ব্যাবহারকারীরা টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন । আপনি হয়তো এমন জায়গায় অবস্থান করছেন সেখানে কোনো প্রকার মোবাইল রিচার্জের ব্যাবস্থা নেই অথবা টেলিটক সিমে রিচার্জ করার মতো কোনো পরিস্থিতি নেই ।

ঠিক সেই মুহুর্তে চাইলেই আপনি টেলিটক সিম থেকে খুব সহজেই ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন । যেটা আপনি পরবর্তী সময়ে টেলিটককে পরিশোধ করতে পারবেন ।

টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স

বাংলাদেশে যতগুলি মোবাইল অপারেটর রয়েছে প্রায় প্রতিটির ইমারজেন্সি ব্যালেন্স সেবাটি চালু রয়েছে । টেলিটকও তার ব্যতিক্রম নয় । টেলিটক তার গ্রাহকদের জরুরি মুহূর্তে ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে । ইমারজেন্সি ব্যালেন্স হলো এমন একটি লোন পদ্ধতি যেখানে গ্রাহক তার প্রয়োজনে নিয়ে থাকেন । টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ইন্টারনেট অথবা মিনিট লোন হিসেবে প্রদান করে থাকে।

আপনি যদি টেলিটক থেকে ইমারজেন্সি ব্যালেন্স গ্রহন করেন সেটি খুব সহজে পরবর্তী রিচার্জের সময় পরিশোধ করে দিতে পারবেন । এখানে উল্লেখ থাকে যে একবার ইমারজেন্সি ব্যালেন্স গ্রহনকালীন সময়ে দ্বিতীয় বার ইমারজেন্সি ব্যালেন্স গ্রহন করা যাবে না । প্রথমবারের ইমারজেন্সি ব্যালেন্স পরিশোধ করার পরই আবার আপনি ইমারজেন্সি ব্যালেন্স গ্রহন করতে পারবেন ।

টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে যা আপনাদের জন্য নিম্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো ------

টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স আনে কিভাবে

টেলিটকের অনেক গ্রাহক প্রশ্ন করে থাকেন যে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স আনে কিভাবে? এর উত্তর হচ্ছে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স আনার দুটি পদ্ধতি রয়েছে । যেমন ---

কোড ডায়াল এর মাধ্যমে

SMS এর মাধ্যমে

টেলিটক থেকে এই দুই মাধ্যমেই ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন । আপনি টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড ডায়াল করে লোন নিতে পারবেন এবং এসএমএস এর মাধ্যমেও আপনি টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন ।

বন্ধুরা, আজকে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স আনার বিষয়ে সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন । তাহলে চলুন দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম সম্পর্কে ।

অন্য পোস্টঃ 

টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড

আপনি টেলিটক সিম ব্যাবহার করছেন । ঠিক এমন মুহুর্তে আপনার টেলিটক সিমের ব্যালেন্স শেষ হয়ে গেছে কিন্তু মোবাইল রিচার্জের ব্যাবস্থা নেই । এমন অবস্থায় আপনি চাইলে ১০ - ৫০ টাকা পর্যন্ত ঝটপট টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন ।

এজন্য আপনাকে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড ডায়াল করতে হবে । আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *১১২২# । *১১২২# এটাই টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড বা USSD কোড ।

আরেকটি কথা আপনি কত টাকা লোন পাবেন সেটি আপনার রিচার্জ স্কোরিং এর নির্ভর করবে । প্রয়োনীয় মুহুর্তে কোন USSD কোড ডায়াল করলে কত টাকা লোন পাবেন তা ছকে নির্দেশনা দেওয়া হলো ।

ইমারজেন্সি ব্যালেন্স কোড লোনের পরিমান সার্ভিস চার্জ
ডায়াল *১১২২# রিচার্জ স্কোরিং উপর ভিত্তি করে ফ্রি
ডায়াল *১১২২*১০# ১০ টাকা ফ্রি
ডায়াল *১১২২*১২# ১২ টাকা ১.৬০ টাকা (১.৪০ টাকা সার্ভিস চার্জ + ০.৪০ টাকা ভ্যাট)
ডায়াল *১১২২*২০# ২০ টাকা ২.৬৭ টাকা (২ টাকা সার্ভিস চার্জ + ০.৬৭ টাকা ভ্যাট)
ডায়াল *১১২২*৩০# ৩০ টাকা ৪.০০ টাকা (৩ টাকা সার্ভিস চার্জ + ১.০০ টাকা ভ্যাট)
ডায়াল *১১২২*৫০# ৫০ টাকা ৬.৬৬ টাকা (৫ টাকা সার্ভিস ফি + ১.৬৬ টাকা ভ্যাট)

Teletalk Emergency ব্যালেন্স SMS

SMS পদ্ধতি ইমারজেন্সি ব্যালেন্স পেতে প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং “Loan” লিখে 1122 এই এই নাম্বারে SMS করতে হবে ।

ফিরতি SMS-এ আপনি কি পরিমান ইমারজেন্সি ব্যালেন্স পেয়েছেন সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে । SMS-এর মাধ্যমে টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য নিচের ছকে নির্দেশনা দেওয়া হলো ।

ইমারজেন্সি SMS কোড লোনের পরিমান সার্ভিস চার্জ
"Loan" লিখে SMS করুন ১১২২ নম্বরে রিচার্জ স্কোরিং উপর ভিত্তি করে ফ্রি
"10" লিখে SMS করুন ১১২২ নম্বরে ১০ টাকা ফ্রি
"12" লিখে SMS করুন ১১২২ নম্বরে ১২ টাকা ১.৬০ টাকা (১.৪০ টাকা সার্ভিস চার্জ + ০.৪০ টাকা ভ্যাট)
"20" লিখে SMS করুন ১১২২ নম্বরে ২০ টাকা ২.৬৭ টাকা (২ টাকা সার্ভিস চার্জ + ০.৬৭ টাকা ভ্যাট)
"30" লিখে SMS করুন ১১২২ নম্বরে ৩০ টাকা ৪.০০ টাকা (৩ টাকা সার্ভিস চার্জ + ১.০০ টাকা ভ্যাট)
"50" লিখে SMS করুন ১১২২ নম্বরে ৫০ টাকা ৬.৬৬ টাকা (৫ টাকা সার্ভিস ফি + ১.৬৬ টাকা ভ্যাট)

টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স নির্ধারন

টেলিটক তার গ্রাহকদের ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করে রিচার্জ স্কোরিং বিচার বিশ্লেষণ করে । একজন টেলিটক গ্রাহক তিনি ১০-৫০ টাকা পর্যন্ত লোন অনুরোধ করতে পারেন । টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স যে কোনো মুহুর্তেই নিতে পারেন যখন গ্রাহকের ব্যালেন্স না থাকে । টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স সেবা গ্রহন করলে একজন গ্রাহককে একটি নির্দ্দিষ্ট পরিমান সার্ভিস চার্জ দিতে হয় ।

টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স নির্ধারন এর তথ্য ছক আকারে দেওয়া হলো -----

ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিস চার্জ + ভ্যাট গড় রিচার্জ (টাকা)/মাস লোন পরিশোধ
১০ টাকা ০ টাকা ১৬০ - ২৪০ রিচার্জের মাধ্যমে
১২ টাকা ১.২ টাকা ১৬০ - ২৪০ রিচার্জের মাধ্যমে
২০ টাকা ২ টাকা ১৬০ - ২৪০ রিচার্জের মাধ্যমে
৩০ টাকা ৩ টাকা ২৪০ - ৩৪০ রিচার্জের মাধ্যমে
৫০ টাকা ৫ টাকা ৪০০ - ৪০০+ রিচার্জের মাধ্যমে

টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক

যারা টেলিটকের গ্রাহক তারা টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক এর পদ্ধতি সম্পর্কে জানতে চান । আসলে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স ‍দুই ভাবে চেক করা যায় ।

USSD কোড ডায়ালের মাধ্যমে

SMS এর মাধ্যমে

টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স USSD কোড ডায়ালের মাধ্যমে জানতে হলে আপনাকে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১১২২*০# । *১১২২*০# এটাই টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড ।

টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স যদি SMS এর মাধ্যমে জানতে চান তাহলে "Loan info" লিখে SMS সেন্ড করতে হবে ১১২২ নম্বরে । এভাবেই টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স SMS এর মাধ্যমে জানতে পারবেন ।

আশা করি টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক এর পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন ।

টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স প্রশ্নত্তোর

প্রশ্নঃ টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিতে হয়?

উত্তরঃ টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য দুইটি নিয়ম রয়েছে । আপনি টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য USSD কোড ডায়াল করে এবং SMS এর মাধ্যমেও নিতে পারবেন ।

প্রশ্নঃ টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কত টাকা নেওয়া যায়?

উত্তরঃ টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স সর্বোচ্চ ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত নেওয়া যায় ।

প্রশ্নঃ টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড কত?

উত্তরঃ টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হচ্ছে *১১২২# । *১১২২# ডায়ালের মাধ্যমে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


অন্য পোস্টঃ কালোজিরা ও মধু খাওয়ার নিয়ম ও উপকারিতা | কালোজিরা ও মধুর উপকারিতা

Previous Post Next Post