দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম | বিদেশে টাকা পাঠানোর নিয়ম - বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর হাজারো উপায় রয়েছে । আপনারা যে কোন একটা মাধ্যম ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন । কিন্তু দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম অথবা বিদেশে টাকা পাঠানোর নিয়ম রয়েছে সেটা কি আপনি জানেন?
অন্য পোস্টঃ বীমা কি ও কেন | বীমা কেন প্রয়োজন
অন্য পোস্টঃ ২০০০ টাকার মধ্যে মোবাইল বাংলাদেশ | ২০০০ টাকার মধ্যে মোবাইল
আসলে আমরা একটি উন্নয়নশীল দেশে বসবাস করি । বিশ্বের কোন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে অথবা প্রতিবেশী কোন দেশে টাকা পাঠানো যায় না । শুধুমাত্র উন্নত দেশগুলো থেকে বিশ্বের যেকোন দেশে টাকা পাঠানো যায় । হয়তো আপনি চিন্তা করছেন আমার টাকা আমি দেশের বাইরে পাঠাবো তাতে অন্য কার কি আসে যায়?
হ্যাঁ এতে দেশের অনেক ক্ষতি হবার সম্ভাবনা থাকে । অনেক
চোরাকারবারি আছে যারা এদেশ থেকে টাকা বিদেশে পাচার করে । তারা সুবিধা পেয়ে যাবে যদি
বিদেশে টাকা পাঠানোর বৈধ উপায় থাকে ।
বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশ । সে কারণেই দেশের
বাইরে টাকা পাঠানোর কোন উপায় নেই । বৈধ উপায়ে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর
কোন প্রকার কোন ধরনের নিয়ম নেই ।
তবে হ্যাঁ আপনি যদি বিজনেস পারপাস দেশের বাইরে টাকা
পাঠাতে চান সে বিষয়টি সম্পূর্ণ আলাদা । বিজনেস পারপাস টাকা পাঠাতে গেলে বাংলাদেশ সরকারের
যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনি টাকা পাঠাতে পারবেন ।
দেশের বাইরে টাকা পাঠানোর উপায়
বৈধ উপায়ে দেশের বাইরে টাকা পাঠানোর মাত্র তিনটি উপায়
রয়েছে । যেমন -----
১। আপনার আপনজন যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যায় সেজন্য
তার কাছে টাকা পাঠাতে পারবেন । তারপরও যে মাধ্যমে টাকা পাঠাবেন সেখানে অনেক ডকুমেন্ট
মেন্টেন করার প্রয়োজন হয় ।
২। আপনি যদি শিক্ষামূলক বা এডুকেশন পারপাস এ দেশের বাইরে
টাকা পাঠাতে চান তাহলে আপনাকে বাংকের মাধ্যমে একটি এডুকেশন প্রোফাইল তৈরি করে তারপর
দেশের বাইরে টাকা পাঠাতে হবে ।
অন্য পোস্টঃ
- ফেসিয়াল করার উপকারিতা ও পদ্ধতি | Facial benefits and procedures
- ঘুম নিয়ে কিছু কথা | ঘুম বিষয়ক কিছু উপকারী তথ্য
- ব্রণ দূর করার ফেসপ্যাক | ব্রণ দূর করার উপায়
৩। আরও একটি ক্ষেত্রে আপনারা টাকা দেশের বাইরে নিয়ে
যেতে পারবেন । সেটা হলো আপনি যদি কোন দেশে ভ্রমণ করতে যান । সেখানে কিন্তু আপনি টাকা
পাঠাতে পারবেন না । সেখানে আপনাকে পাসপোর্টে ডলার এনডোর্স করতে হবে ।
এখানেও লিমিটেশন আছে । সার্কভুক্ত দেশের ভিতরে যদি আপনি
ভ্রমণ করতে চান তাহলে আপনি ৫০০০ ডলার পর্যন্ত আপনার পাসপোর্টে এনডোর্স করতে পারবেন
। আর সার্কভুক্ত দেশের বাইরে গেলে আপনি ৭০০০ ডলার পর্যন্ত পাসপোর্টে এনডোর্স করে নিয়ে
যেতে পারবেন ।
এই তিনটি পদ্ধতিতে ছাড়া অন্য কোন উপায়ে বাংলাদেশ থেকে
বৈধ পদ্ধতিতে টাকা বিদেশে পাঠানোর কোন ধরনের কোনো উপায় নেই ।
শেষ কথা
দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম অনেকটা জটিল । আপনি
ইচ্ছা করলেই নিজের টাকা দেশের বাইরে অর্থাৎ বিদেশে পাঠাতে পারবেন না । আগেই বলেছি বিশ্বের
কোন উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে অথবা প্রতিবেশী কোন দেশে টাকা পাঠানো যায় না ।
শুধুমাত্র উন্নত দেশগুলো থেকে বিশ্বের যেকোন দেশে টাকা পাঠানো যায় ।
দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম যদি সহজ করে দেওয়া
হয় তাহলে এদেশে অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে । দেশে দুর্নীতি পরিমান বেড়ে যাবে । আর এই
দুর্নীতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাবে । আর এ কারনে দেশ থেকে বিদেশে
টাকা পাঠানো অনেক কঠিন ।
তবে বেশ কয়েকটি প্রয়োজনে দেশের বাইরে টাকা পাঠাতে পারেন
তাও বৈধ ভাবে । আপনি যদি আপনার টাকা কোনো বৈধ কাজে দেশের বাইরে পাঠাতে চান তাহলে বাংলাদেশ
ব্যাংক কতৃক অনুমদিত ব্যাংক গুলোর সহযোগিতা নিতে পারবেন।
বিদেশে টাকা পাঠানোর প্রশ্ন এবং উত্তর
প্রশ্নঃ সার্কভূক্ত দেশের বাইরে কত টাকা নেওয়া যায়?
উত্তরঃ সার্কভুক্ত দেশের বাইরে গেলে আপনি ৭০০০ ডলার
পর্যন্ত পাসপোর্টে এনডোর্স করে নিয়ে যেতে পারবেন ।
প্রশ্নঃ সার্কভূক্ত দেশের মধ্যে কত টাকা নেওয়া যায়?
উত্তরঃ সার্কভুক্ত দেশের ভিতরে যদি আপনি ভ্রমণ করতে
চান তাহলে আপনি ৫০০০ ডলার পর্যন্ত আপনার পাসপোর্টে এনডোর্স করতে পারবেন ।
প্রশ্নঃ বাংলাদেশ থেকে কোন কোন দেশে টাকা নেওয়া যায় ?
উত্তরঃ বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশ । সে কারণেই দেশের বাইরে টাকা পাঠানোর কোন উপায় নেই । বৈধ উপায়ে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর কোন প্রকার কোন ধরনের নিয়ম নেই ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
অন্য পোস্টঃ ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল | ১ হাজার টাকার মোবাইল