নতুন পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage

নতুন পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage - দেশের বাহিরে যেতে যেটা প্রথম প্রয়োজন হয় সেটি হচ্ছে পাসপোর্ট । আর এই পাসপোর্টে কিভাবে তৈরি করতে হয় এটা আসলে অনেকেই জানেন না বা পাসপোর্ট তৈরির প্রক্রিয়া টা অনেকে বুঝতে পারেন না । 

অর্থাৎ পাসপোর্ট করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় তা অনেকেরই অজানা । চলুন আজকের ব্লগপোস্ট থেকে জেনে নেই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে ।

আরও পড়ুনঃ অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন

নতুন পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage

আরও পড়ুনঃ টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড | Teletalk Emergency Balance Code

নতুন পাসপোর্ট করতে যা যা লাগবে

১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপোয়েন্টমেন্ট সহ) ।

২। জাতীয় পরিচয় পত্রের (NID) মূল কপি এবং ফটোকপি ।

৩। অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার পরিচয় পত্র নাই তার পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের (NID) নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে ।

৪। অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) জন্ম নিবন্ধন এর মূল কপি এবং ফটোকপি (ইংরেজি ভার্সন) ।

৫। নাগরিক সনদপত্র

৬। পূর্বের পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে) ।

৭। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে) ।

৮। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র (স্থায়ী ঠিকানা, বৈবাহিক অবস্থা, পেশা অথবা অন্যান্য তথ্যাদি পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে হবে) ।

৯। আবেদনপত্রের প্রিন্ট কপি (ঐচ্ছিক) ।

১০। ৬ বছর বয়সের নিচে পাসপোর্ট এর জন্য আবেদনের ক্ষেত্রে থ্রি আর (3R) সাইজের (ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড) ছবি জমা করতে হবে ।

১১। পেমেন্ট স্লিপ (পাসপোর্ট এর জন্য যে টাকা ব্যাংকে জমা করেছেন) অর্থাৎ ব্যাংক স্লিপ ।

অন্য পোস্টঃ 

বাংলাদেশের পাসপোর্ট করতে কত টাকা লাগে

আমরা এখন জেনে নেব যে কোন পাসপোর্ট করতে কত টাকা লাগবে ।

৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদে পাসপোর্ট করতে যে পরিমান টাকা লাগবে তা নিম্ন রুপ ----

সাধারণ ভাবেঃ ৪,০২৫ টাকা

জরুরী ভাবেঃ ৬,৩২৫ টাকা

অতি জরুরী ভাবেঃ ৮,৬২৫ টাকা ।

৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদে পাসপোর্ট করতে যে পরিমান টাকা লাগবে তা নিম্ন রুপ ----

সাধারণ ভাবেঃ ৫,৭৫০ টাকা

জরুরী ভাবেঃ ৮,০৫০ টাকা

অতি জরুরী ভাবেঃ ১০,৩৫০ টাকা ।

৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদে পাসপোর্ট করতে যে পরিমান টাকা লাগবে তা নিম্ন রুপ ----

সাধারণ ভাবেঃ ৬,৩২৫ টাকা

জরুরী ভাবেঃ ৮,৬২৫ টাকা

অতি জরুরী ভাবেঃ ১২,০৭৫ টাকা ।

৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদে পাসপোর্ট করতে যে পরিমান টাকা লাগবে তা নিম্ন রুপ ----

সাধারণ ভাবেঃ ৮,০৫০ টাকা

জরুরী ভাবেঃ ১০,৩৫০ টাকা

অতি জরুরী ভাবেঃ ১৩,৮০০ টাকা ।

পাসপোর্ট করতে কত সময় লাগে

আমরা অনেকেই জানি না যে বাংলাদেশে পাসপোর্ট করতে কত দিন সময় লাগে । আপনাদের সুবিধার্তে কোন পাসপোর্ট করতে কত দিন সময় লাগে তা নিম্নরুপ ------

সাধারণ ভাবেঃ বায়োমেট্রিক এনরোলমেন্ট এর তারিখ হতে ২১ দিন সময় লাগে ।

জরুরী ভাবেঃ বায়োমেট্রিক এনরোলমেন্ট এর তারিখ হতে ১০ দিন সময় লাগে ।

অতি জরুরী ভাবেঃ বায়োমেট্রিক এনরোলমেন্ট এর তারিখ হতে ২ দিন সময় লাগে ।

পাসপোর্টের টাকা জমা দেয়ার ব্যাংক

আমরা যখন কোনো প্রকার মাধ্যম ছাড়া পাসপোর্ট তৈরী করতে যাই তখন আমাদের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খায় যে পাসপোর্টের টাকা জমা দেয়ার ব্যাংক কোনটি বা পাসপোর্টের টাকা কোথায় জমা দিতে হবে?

এর উত্তর হচ্ছে বর্তমানে আপনি পাসপোর্টের টাকা ঘরে বসে অনালাইনের মাধ্যমেও জমা দিতে পারবেন । এছাড়াও পাসপোর্টের টাকা ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং সোনালী ব্যাংকের যে কোনো শাখায় পাসপোর্টের ফি বা টাকা জমা দিতে পারবেন ।

পাসপোর্ট নিয়ে প্রশ্ন উত্তর

বাংলাদেশের পাসপোর্ট করতে কত টাকা লাগে?

সাধারণত পাসপোর্টের মেয়াদ, পৃষ্ঠা সংখ্যা ও সময়ের উপর নির্ভর করে টাকা জমা দেওয়ার পরিমান ভিন্ন ভিন্ন হয়ে থাকে । সাধারণ ভাবে ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদে পাসপোর্ট করতে ৪,০২৫ টাকা জমা দিতে হয় ।

বাংলাদেশের পাসপোর্ট করতে কত সময় লাগে?

  • সাধারণ ভাবেঃ বায়োমেট্রিক এনরোলমেন্ট এর তারিখ হতে ২১ দিন সময় লাগে ।
  • জরুরী ভাবেঃ বায়োমেট্রিক এনরোলমেন্ট এর তারিখ হতে ১০ দিন সময় লাগে ।
  • অতি জরুরী ভাবেঃ বায়োমেট্রিক এনরোলমেন্ট এর তারিখ হতে ২ দিন সময় লাগে ।

এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


অন্য পোস্টঃ দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম | বিদেশে টাকা পাঠানোর নিয়ম

Previous Post Next Post