সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – পর্ব – ১ - বর্তমানে অনেক
ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রয়োজন হয় । আজকের ব্লগ পোস্টটি সাধারণ জ্ঞান এর কিছু প্রশ্ন
উত্তর দিয়ে সাজানো হয়েছে । এই প্রশ্ন ও উত্তরগুলো আপনাদের অনেক কাজে আসবে । তাহলে চলুন
শুরু করা যাক আজকের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – পর্ব – ১ ------
অন্য পোস্টঃ ইংরেজি নববর্ষের ইতিহাস | বিভিন্ন ভাষায় নববর্ষের শুভেচ্ছা
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – পর্ব - ১ |
প্রশ্নঃ বেঙ্গল ফ্যান কি? এটি কোথায় অবস্থিত?
উত্তরঃ বেঙ্গল ফ্যান হলো সমুদ্রতলের একটি ভূমিরূপ যা নদীবাহিত পলি দ্বারা ক্রম সঞ্চিত হয়ে নদীর তলদেশ শিরা-উপশিরা মিলে জালের মতো বেষ্টনী তৈরি করে । এর নিকটই রয়েছে সোয়াচ অব নো গ্রাউন্ড নামক একটি গভীর সমুদ্রখাদ । গঙ্গা-ব্রহ্মপুত্র ও তাদের বিভিন্ন শাখা নদী বাহিত পলি দ্বারা বঙ্গোপসাগরে বেঙ্গল ফ্যানের সৃষ্টি হয়েছে । এর দৈর্ঘ্য প্রায় ৩০০০ কিলোমিটার এবং প্রস্থ ১৪৩০ কিলোমিটার । এটি পৃথিবীর সব থেকে বড় সাবমেরিন ফ্যান । এটি বঙ্গোপসাগরে এবং ভৌগোলিকভাবে বাংলাদেশে অবস্থিত ।
প্রশ্নঃ প্যালিনড্রোম কাব্য কি? বিশ্ব সাহিত্যে এর উদ্ভব হয় কত সালে?
উত্তরঃ Palindrome শব্দটি গ্রিক শব্দ “Palin” যার অর্থ
again বা পুনরায় । এর সাথে অন্য একটি গ্রিক শব্দ
“dramein” যার অর্থ “to run” থেকে “drom” শব্দাংশ নিয়ে গঠিত হয় গ্রিক শব্দ “Palindromos”
। এর ইংরেজি অর্থ দাড়ায় running back again । প্যালিনড্রোম মূলত এমন একটি গুচ্ছকবিতা
ক্রোম যা সামনে-পেছনে দুদিক থেকে পড়লে একই অর্থ মেলে । গ্রীক কবি সোতাদেস খ্রিস্টপূর্ব
তৃতীয় শতকে সর্বপ্রথম প্যালিনড্রোম কবিতা রচনা করেন ।
প্রশ্নঃ স্কোভিল হিট ইউনিট (SHU) কি বর্ণনা করুন ।
উত্তরঃ ঝাল মাপার বৈজ্ঞানিক ইউনিট হচ্ছে স্কোভিল হিট
ইউনিট (SHU) । এর মাধ্যমে মরিচেন ক্যাপসাইসিনের (Capsaicin) পরিমাপণ বা স্কেল নির্দেশ
করে । যে মরিচের স্কোভিল হিট ইউনিট (SHU) যত বেশি সে মরিচ তত ঝাল । এই স্কেলটির নামকরণ
করা হয়েছে এর স্রষ্টা উইলবার স্কোভিল এর নামানুসারে ।
অন্য পোস্টঃ সজনে পাতার গুনাগুন | সজনে পাতার উপকারিতা
প্রশ্নঃ পণ্যের নামের উপর (R) ধরনের চিহ্ন দ্বারা কি বোঝায়?
উত্তরঃ বর্ণ, বর্ণগুচ্ছ, শব্দগুচ্ছ ও চিত্রালৌকিক প্রতীক
বা নকশা দিয়ে পণ্য মার্কা সৃষ্টি করা হয় । অন্য প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর পণ্য বা
সেবা থেকে নিজস্ব পণ্য বা সেবাকে সহজে পৃথক করে চেনা যায় । একটি বৃত্তের মাঝে R (ইংরেজি
Registered শব্দের অদ্যাক্ষর) যার অর্থ হলো এটি নিবন্ধিত ট্রেডমার্ক ।
প্রশ্নঃ রহস্যময় মনোলিথ কি?
উত্তরঃ মনোলিথ শব্দের অর্থ হলো একটিমাত্র পাথরে তৈরি
স্তম্ভ । ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানে সম্প্রতি রহস্যময় স্তম্ভের আবির্ভাব
ঘটে । যা হঠাৎ করে দেখা যায় আবার হঠাৎ করেই উধাও হয়ে যায় । এসব স্তম্ভ মনোলিথ হিসাবে
পরিচিতি পায় । পরবর্তীতে এর পিছনে দায় স্বীকার করে যুক্তরাষ্ট্রের একদল স্ট্যান্ট
শিল্পী । আর মনোলিথ তৈরি, স্থাপন এবং উচ্ছেদের পেছনে ভূমিকা ছিল “দ্য মোস্ট ফেমাস আর্টিস্ট
২০২০” দলের ।
প্রশ্নঃ কপিরাইট কি? এর উপকারিতা কি?
উত্তরঃ কপিরাইট (Copyright) ইংরেজি শব্দ বাংলায় গ্রন্থস্বত্ব
বা লেখাসত্ব । একজন লেখক এর রচিত পুস্তক বা গ্রন্থের ওপর তার মুদ্রণ, পূর্ণমুদ্রন ও
প্রকাশের অধিকারই হলো কপিরাইট । কপিরাইট এর মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য
শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা
হয় । কপিরাইট আইনের কারণেই কোনো নির্মাতা, শিল্পী, প্রোগ্রামার কিংবা লেখক তার মেধার
সঠিক মূল্যায়ন পেয়ে থাকেন ।
প্রশ্নঃ টেরি ফক্স রান কি?
উত্তরঃ টেরি ফক্স এক তরুনের নাম । কানাডার ম্যানিটোবার
উইনিপেগ শহরে তার জন্ম । অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পা হারান । ক্যান্সারে
আক্রান্ত শিশুদের জন্য তিনি এক তহবিল গঠন করেন । এ জন্য তিনি সুবিশাল কানাডার এক প্রান্ত
থেকে অন্য প্রান্ত পর্যন্ত দৌড়ান এক পায়ে । পরবর্তীতে তার এই দৌড়কেই টেরি ফক্স রান
বলা হয় ।
প্রশ্নঃ নাব্যতা সংকট কি এবং কেন হয়?
উত্তরঃ নাব্যতা বলতে নদীর গভীরতাকে বোঝানো হয় । সাধারণ
অর্থে নাব্যতা বলতে নৌযান চলাচলের উপযোগিতা বোঝায় । নদীতে পলি জমে নাব্যতা সংকট সৃষ্টি
হয় । মূলত তিনটি কারনে নদী নাব্যতা হারিয়ে ফেলে ----
প্রথমত: পানি প্রবাহ কমে যাওয়া,
দ্বিতীয়ত: নদী অবৈধ ভাবে দখল হয়ে যাওয়া,
তৃতীয়ত: কোথাও বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে দেওয়া ।
এই সমস্ত কারণেই নদী নাব্যতা হারিয়ে ফেলে । এর ফলে নাব্যতা সংকট সৃষ্টি হয় ।
এই রকম আরো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ সুস্বাস্থ্যের জন্য নিয়মিত হাঁটুন | হাঁটার উপকারিতা সমূহ