বাংলাদেশের ১০ টি সেরা বীমা কোম্পানি- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর (Insurance) বীমা কোম্পানি আইনের অধীনে বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করে । প্রথম দিকে মাত্র তিনটি বীমা কোম্পানি তাদের যাত্রা শুরু করেছিল এবং সমগ্র বাংলাদেশে সেবা প্রদান করেছে ।
কিন্তু তখন থেকে বর্তমান সময় পর্যন্ত বীমা প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন অনেক
বেড়েছে । আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে বাংলাদেশের ১০ টি সেরা বীমা প্রতিষ্ঠান নিয়ে
আলোচনা করবো ।
আরও পড়ুনঃ বীমা কি ও কেন | বীমা কেন প্রয়োজন
অন্য পোস্টঃ মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ
বাংলাদেশের শীর্ষ ১০টি বীমা কোম্পানির তালিকা
বীমা কোম্পানি একটি আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রহিতাদের বীমা সংক্রান্ত সেবা প্রদান করে থাকে । সেগুলোর মধ্যে জীবন বীমা গ্রহিতাদের জন্য সর্বোত্তম এবং এই আর্থিক সংস্থা বাংলাদেশের স্থানীয় জনগণকে তাদের আর্থিক সংকটের জন্য ক্রমাগত সাহায্য করে থাকে ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের স্থানীয় জনগনের
জন্য দুটি বীমা সংস্থার দ্বারা অবদান রেখে যাচ্ছে । ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড
রেগুলেটরি অথরিটি অব বাংলাদেশ (IDRA)-এর অধীনে সবসময় নিয়ম-কানুন দিন দিন উন্নয়ন
এর চেষ্টা করছে ।
বাংলাদেশে অনেক বীমা কোম্পানি আছে । আজ বাংলাদেশের সেই সমস্ত বীমা প্রতিষ্ঠানের মধ্যে ১০টি সেরা বীমা কোম্পানী বা প্রতিষ্ঠানের কথা জানাবো, যা আপনাদের সব ধরনের ব্যবসা, সাধারণ ও শীর্ষ, ব্যক্তিগত ও দুর্ঘটনা, বাড়ি, ভ্রমণ, জীবন, স্বাস্থ্য এবং অটো বীমা সেবা দিয়ে সাহায্য করে ।
আজকের ব্লগ পোস্টে আপনাদের সুবিধার্তে বাংলাদেশের শীর্ষ ১০টি বীমা কোম্পানির তালিকা এখানে দেওয়া হলো --------
মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেটলাইফ) পূর্বে
আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (ALICO) নামে পরিচিত ছিল । মেটলাইফ ইন্স্যুরেন্স
কোম্পানি একটি অতি প্রাচীন বীমা কোম্পানি । বাংলাদেশে যার যাত্রা শুরু হয়েছিল ১৯৫২
সাল থেকে । বাংলাদেশের মানুষের প্রয়োজনে এই বীমা কোম্পানি সুদুর আমেরিকা থেকে বাংলাদেশে
এসেছে এবং আজও তারা সেবা দিয়ে যাচ্ছে ।
১৯৫২ সাল থেকে তারা সফলভাবে এ দেশের জনগণের প্রত্যাশা
পূরণ করছে এবং তাদের কাছ থেকে বিশ্বাস অর্জন করে নেয় । মেটলাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটিতে
এক মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ দিতেও সাহায্য করছে ।
সম্প্রতি মেটলাইফ "সুপারব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২০-২০২১" অর্জন
করেছে ।
জীবন বীমা কর্পোরেশন
জীবন বীমা কর্পোরেশন বাংলাদেশেরে একমাত্র বীমা প্রতিষ্ঠান
যা সরকারি অর্থায়নে পরিচালিত এবং একমাত্র রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি যা ১৯৭৩ সালে
বীমা আইন ও বিধিমালার অধীনে সর্ব প্রথম ঢাকার মতিঝিলে যাত্রা শুরু করে । “জীবন বীমা
কর্পোরেশন”-এই নামটি এসেছে বাংলা ভাষা থেকে ।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
বাংলাদেশের বেসরকারি বীমা কোম্পানিগুলি বাংলাদেশ সরকারের
অনুমতি পেয়ে ১৯৮৪ সালে যাত্রা শুরু করে । ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
তাদের মধ্যে অন্যতম । ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মতিঝিলে, উত্তরা ব্যাংক
ভবনে অবস্থিত ছিল ।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর মিশন
হচ্ছে পশ্চিমা দেশ গুলোর মতই এদেশের মানুষকে উচ্চমানের বীমা সেবা প্রদান করা ।
অন্য পোস্টঃ
- অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন
- টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড | Teletalk Emergency Balance Code
- দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম | বিদেশে টাকা পাঠানোর নিয়ম
সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
১৯৯০ সাল থেকে, সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রধান জীবন বীমা কোম্পানি হিসাবে তাদের যাত্রা শুরু করে
। তারা বাংলাদেশের প্রায় সব এলাকায় তাদের সেবা প্রদান করছে এবং সমাজে আর্থিক পরিবর্তন
এর চেষ্টা করছে । তাদের অনেক মাইক্রোইনস্যুরেন্স সেগমেন্ট রয়েছে যা আরও পরিষেবা প্রদান
করে এবং সমাজে অর্থনীতির দীর্ঘ পরিবর্তন সৃষ্টি করছে ।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শুরু হয়েছিল
বাংলাদেশের মানুষ ও জাতির উন্নতির জন্য । মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
১৯৯৬ সালে ঢাকায় বিমান ভবন মতিঝিলে প্রতিষ্ঠিত হয়েছিল । তারা সব সময় তাদের নিখুঁত
এবং সঠিক মূল্যে সেবা প্রদানের চেষ্টা করে । তারা অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের
মানুষের কাছ থেকে সুনাম অর্জন করেছে ।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (PLICL)
২০০০ সালে বীমা আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার মতিঝিলে । এই বীমা কোম্পানিটি
বেশ কয়েকটি স্কিম বা আরও বেশি সুবিধা দিয়ে বাংলাদেশের নাগরিকদের বীমা ভিত্তিক আস্থা
অর্জন করেছে । বর্তমানে এই বীমা কোম্পানিতে বাংলাদেশের শত শত এজেন্ট কাজ করছে । যা
এ দেশের বেকার সমস্যা দূরীকরনে সহায্য করেছে ।
সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি ২০০০ সালে বিভিন্ন
ব্যবসায়িক ক্ষেত্র, গ্রাহক সুরক্ষা এবং অন্যান্যদের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল
। সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আস্তে আস্তে বাংলাদেশে শীর্ষ বীমা অবস্থান
নেয় ।
মূলত তারা সমাজের ক্ষুদ্রতম পরিবারের দিকে মনোনিবেশ
করে । তারা পর্যাপ্তভাবে সুরক্ষিত এবং সব ধরণের মানুষের নিরাপত্তা দিতে সফল হয় যা সানলাইফ
ইন্স্যুরেন্স কোম্পানিকে একটি সফল বীমা কোম্পানি হিসাবে গড়ে তোলে ।
পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মূলত জীবনভিত্তিক
বীমার উপর তাদের স্কিম প্রদান করে থাকে । এই বীমা কোম্পানিটি রূপালী বীমা ভবন, ঢাকায়
অবস্থিত । আপনি আপনার পছন্দের হিসাব স্কিমগুলি পছন্দ করতে পারেন যা আপনি এখান থেকে
উচ্চ বা সর্বনিম্ন রিটার্ন পেতে পারেন । পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
মানুষের জন্য বীমা সংক্রান্ত সব ধরনের সেবা প্রদান করে থাকে ।
তাকফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড
আপনি যদি ইসলামী শরিয়া সহ বীমা সুবিধা পেতে চান, তাহলে
আর্থিক সেবা পাওয়ার জন্য তাকফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড আপনার জন্য সেরা বীমা
কোম্পানি । তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ইসলামী স্কিমগুলোতে অনাবাদী এবং জীবনের
জন্যও একটি অনন্য প্রকৃতির সাথে তার সেবা সমূহ প্রদান করে থাকে ।
এদেশের অধিকাংশ মানুষ মুসলমান । সুতরাং, এই বীমা কোম্পানি
মুসলমানদের জন্য বহুবিধ প্রকল্প চালু করেছে । তারা এ দেশের মানুষের জন্য সব ধরনের সেবা
প্রদান করে । এজন্য তারা সহজেই এদেশের মানুষের কাছে গ্রহন যোগ্যতা অর্জন করেছে ।
প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের আর্থিক
সেবা প্রদান করে একটি জীবনহীন ভিত্তিতে । এই জন্য প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে
বলা হয় নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি । তারা তাদের স্কিম যেমন মেশিন ইন্সুরেন্স,
দুর্ঘটনা বীমা, হোম ইন্স্যুরেন্স, এবং ফ্যাক্টরি ভিত্তিক বীমা এবং অন্যান্য বিষয়ে বীমা
সেবা দিয়ে থাকে ।
তারা এ দেশে সফলভাবে তাদের বীমা যাত্রা চালাচ্ছে এবং
বীমা সংক্রান্ত তাদের সেরা পারফরম্যান্স দিয়ে তাদের জনপ্রিয়তা অর্জন করেছে ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
অন্য পোস্টঃ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – পর্ব - ১