মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ - মহান আল্লাহ পাকের
৯৯টি নামকে “আসমা উল হুসনা” বলা হয় । (আরবিতে বলা হয়: أسماء
الله
الحسنى)
এর বাংলা অর্থ হচ্ছে “আল্লাহর সবচেয়ে সুন্দর নাম” আর ইংরেজিতে “The Most
Beautiful Names of Allah” । ইসলামী মতে মহান আল্লাহ পাকের প্রকৃত বা ভিত্তি নাম একটাই
আর তা হলো “আল্লাহ” । আর মহান আল্লাহর গুণবাচক নামের সংখ্যা ৯৯টি ।
আরও পড়ুনঃ হযরত আলী রাঃ এর সংক্ষিপ্ত জীবনী | Short Biography of Hazrat Ali
অন্য পোস্টঃ টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড | Teletalk Emergency Balance Code
মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ
আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো মহান আল্লাহ তায়া’লার ৯৯টি নাম,অর্থ ও উচ্চারণ । আশা করি মহান আল্লাহ পাকের ৯৯টি গুণবাচক নাম অনেকেই অর্থসহ পড়তে চান, তাদের অনেক ভালো লাগবে । তাহলে চলুন মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ পড়তে শুরু করি ।
মহান আল্লাহর ৯৯টি নাম নিয়ে হাদিস
অনেকগুলো হাদিস দ্বারাই প্রমাণিত যে, মহানবী মুহাম্মাদ
(সাঃ) মহান আল্লাহ পাকের অনেকগুলো গুন বাচক নাম-এর উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ একটি
বিশুদ্ধ হাদিসে আবু হোরায়রা মুহাম্মাদ (সাঃ) এর একটি উক্তি বর্ণনা করেন,
“মহান আল্লাহ তায়ালার ৯৯টি গুণবাচক নাম রয়েছে । আর সেগুলি মুখস্থকারী ব্যাক্তি বেহেস্তে প্রবেশ করবে । যেহেতু মহান আল্লাহ পাক বিজোড় বা একক (অর্থাৎ একক একটি বিজোড় সংখ্যা) । মহান আল্লাহ পাক বিজোড় সংখ্যাকেই ভালোবাসেন।”
মহান আল্লাহ তায়া’লার ৯৯টি নাম,অর্থ ও উচ্চারণ
১. আল্লাহ - الله
Allah
অর্থঃ আল্লাহ
২. আর রাহমান- الرحمن
Ar-Rahman
অর্থঃ কল্যাণময়, সবচেয়ে দয়ালু, পরম করুণাময়,পরম দয়ালু,
৩. আর-রাহীম- الرحيم
Ar-Rahim
অর্থঃ অতিশয়-মেহেরবান, অতি দয়ালু
৪. আল-মালিক- الملك
Al-Malik
অর্থঃ সর্বকর্তৃত্বময়, অধিপতি, মালিক
৫. আল-কুদ্দুস- القدوس
Al-Quddus
অর্থঃ নিষ্কলুষ, অতি পবিত্র
৬. আস-সালাম- السلام
As-Salam
অর্থঃ নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী, ত্রাণকর্তা,
দোষমুক্ত
৭. আল-মু'মিন- المؤمن
Al-Mu'min
অর্থঃ সত্য ঘোষণাকারী, জামিনদার, নিরাপত্তা দানকারী,
ঈমান দানকারী,
৮. আল-মুহাইমিন- المهيمن
Al-Muhaymin
অর্থঃ পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী, রক্ষক, অভিভাবক, প্রতিপালনকারী
৯. আল-আ'জীজ- العزيز
Al-'Aziz
অর্থঃ পরাক্রমশালী, অপরাজেয়, সর্বাধিক সম্মানিত, মহাসম্মানিত
১০. আল-জাব্বার- الجبار
Al-Jabbar
অর্থঃ দুর্নিবার, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত
১১. আল-মুতাকাব্বিইর- المتكبر
Al-Mutakabbir
অর্থঃ নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, সর্বশ্রেষ্ঠ,
গৌরবান্বিত, অহংকারী
১২. আল-খালিক্ব- الخالق
Al-Khaliq
অর্থঃ সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী
১৩. আল-বারী- البارئ
Al-Bari'
অর্থঃ সঠিকভাবে সৃষ্টিকারী
১৪. আল-মুছউইর- المصور
Al-Musawwir
অর্থঃ আকৃতি-দানকারী
১৫. আল-গফ্ফার- الغفار
Al-Ghaffar
অর্থঃ পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল
১৬. আল-ক্বাহার- القهار
Al-Qahhar
অর্থঃ কঠোর, মহাপ্রতাবশালী, দমনকারী
১৭. আল-ওয়াহ্হাব- الوهاب
Al-Wahhab
অর্থঃ সবকিছু দানকারী, দানশীল, স্থাপনাকারী
১৮. আর-রজ্জাক্ব- الرزاق
Ar-Razzaq
অর্থঃ রিযিকদাতা
১৯. আল ফাত্তাহ- الفتاح
Al-Fattah
অর্থঃ বিজয়দানকারী, শ্রেষ্ঠ ফয়সালাকারী, প্রারম্ভকারী
২০. আল-আ'লীম- العليم
Al-'Alim
অর্থঃ সর্বজ্ঞ, মহাজ্ঞানী
২১. আল-ক্ববিদ্ব'- القابض
Al-Qabid
অর্থঃ নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী
২২. আল-বাসিত- الباسط
Al-Basit
অর্থঃ প্রশস্তকারী
২৩. আল-খফিদ্বু- الخافض
Al-Khafid
অর্থঃ অবনতকারী (কাফির ও মুশরিকদের, অবিশ্বাসীদের অপমানকারী)
২৪. আর-রফীই'-الرافع
Ar-Rafi'
অর্থঃ উন্নতকারী, উঁচুকারী
২৫ .আল-মুই'জ্ব- المعز
Al-Mu'iz
অর্থঃ সম্মান-দানকারী
২৬. আল-মুদ্বি'ল্লু (আল-মুযিল্ল)-المذل
Al-Muzil
অর্থঃ (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী, সম্মান হরণকারী
২৭. আস্-সামিই'-السميع
As-Sami'
অর্থঃ সর্বশ্রোতা
২৮. আল-বাছীর- البصير
Al-Basir
অর্থঃ সর্ববিষয়-দর্শনকারী, সর্বদ্রষ্টা
২৯. আল-হা'কাম- الحكم
Al-Hakam
অর্থঃ অটল বিচারক, মহা বিচারপতি, হুকুমদাতা
৩০. আল-আ'দল- العدل
Al-'Adl
অর্থঃ পরিপূর্ণ-ন্যায়বিচারক, নিখুঁত, ন্যায় বিচারক
৩১. আল-লাতীফ- اللطيف
Al-Latif
অর্থঃ সকল-গোপন-বিষয়ে-অবগত, সূক্ষ্মদর্শী, অমায়িক
৩২. আল-খ'বীর-الخبير
Al-Khabir
অর্থঃ সকল ব্যাপারে জ্ঞাত, সর্বজ্ঞ
৩৩. আল-হা'লীম-الحليم
Al-Halim
অর্থঃ অত্যন্ত ধৈর্যশীল, মহা সহনশীল, প্রশ্রয়দাতা
৩৪. আল-আ'জীম-العظيم
Al-'Azim
অর্থঃ সর্বোচ্চ-মর্যাদাশীল, মহা মর্যাদাপূর্ণ, অতি বিরাট
৩৫. আল-গফুর- الغفور
Al-Ghafoor
অর্থঃ পরম ক্ষমাশীল, মার্জনাকারী, অতীব ক্ষমাশীল
৩৬. আশ্-শাকুর- الشكور
Ash-Shakur
অর্থঃ গুনগ্রাহী, সুবিবেচক
৩৭. আল-আ'লিইউ- العلي
Al-'Ali
অর্থঃ উচ্চ-মর্যাদাশীল
৩৮. আল-কাবিইর-الكبير
Al-Kabir
অর্থঃ সুমহান, অতি বিরাট
৩৯. আল-হা'ফীজ- الحفيظ
Al-Hafiz
অর্থঃ সংরক্ষণকারী
৪০. আল-মুক্বীত- المقيت
Al-Muqit
অর্থঃ সকলের জীবনোপকরণ-দানকারী, সংরক্ষণকারী, লালনপালনকারী
৪১. আল-হাসীব-الحسيب
Al-Hasib
অর্থঃ হিসাব-গ্রহণকারী, মহা মীমাংসাকারী
৪২. আল-জালীল-الجليل
Aj-Jalil
অর্থঃ পরম মর্যাদার অধিকারী, গৌরবান্বিত
৪৩. আল-কারীম-الكريم
Al-Karim
অর্থঃ সুমহান দাতা, মহা সম্মানিত, মহা দয়ালু
৪৪. আর-রক্বীব-الرقيب
Ar-Raqib
অর্থঃ তত্ত্বাবধায়ক
৪৫. আল-মুজীব-المجيب
Al-Mujib
অর্থঃ জবাব-দানকারী, সাড়া দানকারী, উত্তরদাতা, দো‘আ
কবুলকারী
অন্য পোস্টঃ
- দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম | বিদেশে টাকা পাঠানোর নিয়ম
- বীমা কি ও কেন | বীমা কেন প্রয়োজন
- ২০০০ টাকার মধ্যে মোবাইল বাংলাদেশ | ২০০০ টাকার মধ্যে মোবাইল
৪৬. আল-ওয়াসি'-الواسع
Al-Wasi'
অর্থঃ সর্ব-ব্যাপী, অসীম, ব্যাপক
৪৭. আল-হাকীম-الحكيم
Al-Hakim
অর্থঃ পরম-প্রজ্ঞাময়, সুবিজ্ঞ, সুদক্ষ
৪৮. আল-ওয়াদুদ-الودود
Al-Wadud
অর্থঃ (বান্দাদের প্রতি) সদয়, প্রেমময়, পরম স্নেহশীল
৪৯. আল-মাজীদ-المجيد
Al-Majid
অর্থঃ সকল-মর্যাদার-অধিকারী, মহিমান্বিত, সম্মানিত
৫০. আল-বাই'ছ'-الباعث
Al-Ba'ith
অর্থঃ পুনুরুজ্জীবিতকারী
৫১. আশ্-শাহীদ-الشهيد
Ash-Shahid
অর্থঃ সর্বজ্ঞ-স্বাক্ষী, প্রত্যক্ষদর্শী
৫২. আল-হা'ক্ব-الحق
Al-Haqq
অর্থঃ পরম সত্য
৫৩. আল-ওয়াকিল-الوكيل
Al-Wakil
অর্থঃ পরম আস্থাভাজন উকিল, সহায় প্রদানকারী, তত্ত্বাবধায়ক,
পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী
৫৪. আল-ক্বউইউ-القوي
Al-Qawee
অর্থঃ পরম-শক্তির-অধিকারী
৫৫. আল-মাতীন-المتين
Al-Matin
অর্থঃ সুদৃঢ়, সুস্থির
৫৬. আল-ওয়ালিইউ-الولي
Al-Walee
অর্থঃ অভিভাবক ও সাহায্যকারী
৫৭. আল-হা'মীদ-الحميد
Al-Hamid
অর্থঃ মহা প্রশংসনীয়, সকল প্রশংসার দাবীদার, সকল প্রশংসার
অধিকারী
৫৮. আল-মুহছী-المحصي
Al-Muhsi
অর্থঃ সকল সৃষ্টির ব্যপারে অবগত
৫৯. আল-মুব্দি'-المبدئ
Al-Mubdi'
অর্থঃ প্রথমবার-সৃষ্টিকর্তা, অগ্রণী, প্রথম প্রবর্তক
৬০. আল-মুঈ'দ-المعيد
Al-Mu'eed
অর্থঃ পুনরায়-সৃষ্টিকর্তা
৬১. আল-মুহ'য়ী-المحيي
Al-Muhyee
অর্থঃ জীবন-দানকারী
৬২. আল-মুমীত-المميت
Al-Mumeet
অর্থঃ মৃত্যু-দানকারী
৬৩. আল-হাইয়্যু-الحي
Al-Hayy
অর্থঃ চিরঞ্জীব, যার কোন শেষ নেই
৬৪. আল-ক্বাইয়্যুম-القيوم
Al-Qayyum
অর্থঃ সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী
৬৫. আল-ওয়াজিদ-الواجد
Al-Wajid
অর্থঃ অফুরন্ত ভান্ডারের অধিকারী
৬৬. আল-মুহীত-المحيط
Al-Muhit
অর্থঃ পরিবেষ্টনকারী, সর্ব বেষ্টনকারী
৬৭. আল-ওয়াহি'দ-الواحد
Al-Wahid
অর্থঃ এক ও অদ্বিতীয়
৬৮. আছ্-ছমাদ-الصمد
As-Samad
অর্থঃ অমুখাপেক্ষী,অবিনশ্বর, চিরন্তন, স্বয়ং সম্পূর্ণ
৬৯. আল-ক্বদির-القادر
Al-Qadir
অর্থঃ সর্বশক্তিমান, মহা ক্ষমতাধর
৭০. আল-মুক্ব্তাদির-المقتدر
Al-Muqtadir
অর্থঃ নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী
৭১. আল-মুক্বদ্দিম-المقدم
Al-Muqaddim
অর্থঃ অগ্রসারক, সর্বাগ্রে সহায়তা প্রদানকারী
৭২. আল-মুয়াক্খির-المؤخر
Al-Mu'akhkhir
অর্থঃ অবকাশ দানকারী, বিলম্বকারী
৭৩. আল-আউয়াল-الأول
Al-'Awwal
অর্থঃ অনাদি, প্রথম
৭৪. আল-আখির-الأخر
Al-'Akhir
অর্থঃ অনন্ত, সর্বশেষ
৭৫. আজ-জ'হির-الظاهر
Az-Zahir
অর্থঃ সম্পূর্নরূপে-প্রকাশিত, প্রকাশ্য
৭৬. আল-বাত্বিন-الباطن
Al-Batin
অর্থঃ দৃষ্টি হতে অদৃশ্য, গোপন
৭৭. আল-ওয়ালি-الوالي
Al-Wali
অর্থঃ সমস্ত কিছুর অভিভাবক
৭৮. আল-মুতাআ'লি-المتعالي
Al-Muta'ali
অর্থঃ সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে
৭৯. আল-বার্-البر
Al-Barr
অর্থঃ পরম-উপকারী, অণুগ্রহশীল, কল্যাণকারী
৮০. আত্-তাওয়াব-التواب
At-Tawwab
অর্থঃ তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী, ক্ষমাকারী
৮১. আল-মুনতাক্বিম-المنتقم
Al-Muntaqim
অর্থঃ প্রতিশোধ-গ্রহণকারী
৮২. আল-আ'ফঊ-العفو
Al-'Afuww
অর্থঃ পাপ মোচনকারী, গুনাহ ক্ষমাকারী, শাস্তি মউকুফকারী,
পরম-উদারময়
৮৩. আর-রউফ-الرؤوف
Ar-Ra'uf
অর্থঃ পরম-স্নেহশীল, সদয়, সমবেদনা প্রকাশকারী, দয়াশীল
৮৪. মালিকুল-মুলক-مالك
الملك
Malik Al-Mulk
অর্থঃ সমগ্র জগতের বাদশাহ্
৮৫. যুল-জালালি-ওয়াল-ইকরাম-ذو
الجلال
والإكرام
Zul-l-Jalal wal-Ikram
অর্থঃ মহা মহত্ত্ব ও মহা সম্মানিত, মহা মর্যাদাবান,
মহিমান্বিত ও দয়াবান সত্তা
৮৬. আল-মুক্ব্সিত-المقسط
Al-Muqsit
অর্থঃ হকদারের হক-আদায়কারী
৮৭. আল-জামিই'-الجامع
Aj-Jami
অর্থঃ একত্রকারী, সমবেতকারী
৮৮. আল-গণিই'-الغني
Al-Ghanee
অর্থঃ অমুখাপেক্ষী ধনী
৮৯. আল-মুগণিই'-المغني
Al-Mughnee
অর্থঃ পরম-অভাবমোচনকারী, সমৃদ্ধকারী, উদ্ধারকারী
৯০. আল-মানিই'-المانع
Al-Mani'
অর্থঃ অকল্যাণরোধক, প্রতিরোধকারী, রক্ষাকর্তা, নিষেধকারী,
বারণকারী
৯১. আয্-যর-الضار
Ad-Darr
অর্থঃ ক্ষতিসাধনকারী, যন্ত্রনাদানকারী, উৎপীড়নকারী
৯২. আন্-নাফিই'-النافع
An-Nafi
অর্থঃ কল্যাণকারী, অনুগ্রাহক, উপকারকারী, হিতকারী
৯৩. আন্-নূর-النور
An-Nur
অর্থঃ পরম-আলো, আলোক
৯৪. আল-হাদী-الهادي
Al-Hadi
অর্থঃ পথ-প্রদর্শক, হিদায়েতকারী
৯৫. আল-বাদীই'-البديع
Al-Badi'
অর্থঃ অতুলনীয়
৯৬. আল-বাক্বী-الباقي
Al-Baqi
অর্থঃ চিরস্থায়ী, অবিনশ্বর
৯৭. আল-ওয়ারিস'-الوارث
Al-Warith
অর্থঃ উত্তরাধিকারী
৯৮. আর-রাশীদ-الرشيد
Ar-Rashid
অর্থঃ সঠিক পথ-প্রদর্শক, বিচক্ষণ, সচেতন
৯৯. আস-সবুর-الصبور
As-Sabur
অর্থঃ অত্যধিক ধৈর্যধারণকারী
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
অন্য পোস্টঃ কালোজিরা ও মধু খাওয়ার নিয়ম ও উপকারিতা | কালোজিরা ও মধুর উপকারিতা