দোভাষী চাকরি | Interpreter job

দোভাষী চাকরি | Interpreter job - বিশ্বের নানা ধরনের ভাষা রয়েছে । ভিন্ন ভাষাভাষী মানুষ বা সমাজের মাঝে ভাষার পার্থক্য দূর করাই দোভাষী বা ইন্টারপ্রেটারদের কাজ । বাংলাদেশ এই পেশায় ক্যারিয়ার গড়া বা গড়ে তোলার সুবর্ণ সুযোগ রয়েছে । আজকের ব্লগপোস্টে “দোভাষী চাকরি | Interpreter job” নিয়ে আলোচনা করব । যারা নতুন করে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন আশা করি এই পোস্ট তাদের অনেক কাজে আসবে । তাহলে চলুন শুরু করা যাক ।

আরও পড়ুনঃ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ | Medical Representative Job

দোভাষী চাকরি | Interpreter job

অন্য পোস্টঃ ক্রিস্তিয়ানো রোনালদোর জীবনী | Cristiano Ronaldo Jivani

ইন্টারপ্রেটার বা দোভাষী

কোনো নির্দিষ্ট ভাষার মূল বক্তব্য নতুন কোনো ভাষায় প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করাকেই ইন্টারপ্রেটার বা দোভাষী বলা হয় । একজন ইন্টারপ্রেটারের মূল দায়িত্ব হলো দুজন ভিন্ন ভাষী মানুষের মধ্যে যোগাযোগ রক্ষা করা ।

ভাষা নির্ধারণ: কোন ব্যক্তি ইন্টারপ্রেটার বা দোভাষী হতে হলে অবশ্যই তাকে কোন ভাষা শিখবে তা নির্ধারণ করতে হবে । যে ভাষার চাহিদা বেশী সে ভাষা নির্ধারণ করতে হবে । এক্ষেত্রে ইংরেজির পাশাপাশি জার্মান, ফরাসি, চীনা, আরবি, সুইডিশ, ইতালি ও গ্রিক ভাষা প্রভৃতি ভাষা নির্ধারণ করা যায় ।

কারিগরি জ্ঞান: ইন্টারপ্রেটার দোভাষী হিসাবে কাজ করতে কারিগরি জ্ঞান থাকার বাধ্যবাধকতা নেই । কিন্তু প্রতিবেদন তৈরির কাজ করতে হলে অফিস প্রোগ্রামে দক্ষ হওয়া প্রয়োজন । শব্দকোষ এবং পরিভাষা ডাটাবেজে অনুবাদ করতে হলে প্রয়োজনীয় তথ্য এবং টেকনিক্যাল টার্মস জানা থাকতে হয় ।

কোথায় শিখবেন

আধুনিক ভাষা ইনস্টিটিউট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিভিন্ন ভাষা শেখার জন্য তিন মাসের শর্ট কোর্স, জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা সহ নানা ধরনের কোর্স রয়েছে । এখানে পৃথিবীর অনেক ভাষা শেখানো হয় ।

ব্রিটিশ কাউন্সিল: ইংরেজি ভাষা শিক্ষার জন্য রয়েছে ব্রিটিশ কাউন্সিল রিসোর্স সেন্টার ।

আলিয়ঁস ফ্রঁসেজ: আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষা শিখতে পারেন । যা সম্পূর্ণ ফ্রান্সের এনভায়রনমেন্টে তৈরি করা হয় ।

গ্যোটে ইনস্টিটিউট: অলাভজনক জার্মান সাংস্কৃতিক সংগঠন । এখানে আধুনিক জার্মান ভাষা শেখানো হয় ।

অন্য পোস্টঃ স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম | স্কিটো সিম ব্যালেন্স চেক

দোভাষী চাকরি | Interpreter job
দোভাষী চাকরি | Interpreter job

অন্য পোস্টঃ হিজরী সনের সূচনা ও আশুরায় করণীয়

ক্যারিয়ার গঠন

দূতাবাস সমূহ: বিদেশি মিশন, বিভিন্ন দেশের দূতাবাস, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা ও বিভিন্ন প্রকল্পে অভিজ্ঞ দোভাষীর ব্যাপক চাহিদা রয়েছে । আপনি যদি কোনো ভাষায় দক্ষ হন তাহলে অনুবাদক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে । এছাড়াও বিভিন্ন এনজিও ও অনুবাদকেন্দ্রে ইন্টারপ্রেটর বা দোভাষীর চাহিদা প্রচুর ।

জাতিসংঘ ও বিশ্ব সংস্থা: জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষা --- আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ । জাতিসংঘের দাপ্তরিক ভাষাগুলোর মধ্যে ইংরেজি ৫২ টি সদস্য দেশের সরকারি ভাষা । তাই জাতিসংঘের বিভিন্ন মিশনে ক্যারিয়ার গড়তে এ ভাষা গুলো শিখতে পারেন ।

সামরিক ও বেসামরিক বাহিনী: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনী কন্টিনজেন্টের সাথে কাজ করার জন্য বিভিন্ন ভাষায় দোভাষী নিয়োগ দেওয়া হয় ।

ভ্রমণ নির্দেশক: যে ভাষা শিখবেন সেদেশের ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ে কোর্স করে নিতে পারেন । এতে করে একদিকে যেমন দোভাষী হিসেবে কাজ করতে পারবেন, তেমনি সেই দেশের ভ্রমণ নিদের্শক হিসেবেও কাজ করতে পারবেন ।

সংবাদপত্র: বিশ্বের বিভিন্ন গণমাধ্যম কর্মী হিসাবে দোভাষী বা ইন্টারপ্রেটরের ব্যাপক চাহিদা রয়েছে । বিভিন্ন দেশে বিদেশী পত্রিকা বা টিভির নিউজ প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় ।

এছাড়া ফ্রিল্যান্সার, রিসোর্ট, মোটেল, পাঁচতারা হোটেল, বিমান ও পরিবহন কোম্পানি রয়েছে ইন্টারপ্রেটর ও দোভাষীর ব্যাপক চাহিদা ।

সফলতার কৌশল

স্মার্ট ও স্পষ্টভাষী: ইন্টারপ্রেটার বা দোভাষী হিসাবে কাজ উভয় ভাষায় অনর্গল কথা বলা, প্রখর স্মৃতিশক্তি এবং বক্তব্যের অর্থ স্পষ্ট ও সঠিকভাবে উপস্থাপন করার গুণাবলী থাকতে হবে । কথা বলার ক্ষেত্রে স্মার্ট ও বিনয়ী হতে হবে, যাতে সহজেই শ্রোতার হৃদয়গ্রাহী হয় ।

ভাষা ও সংস্কৃতি: উৎস ভাষার ধারণাকে লক্ষভাষায় সমতুল্য ধারণায় রূপান্তর করা । আক্ষরিক অনুবাদ না করে ভাবগত ও প্রাসঙ্গিক অনুবাদ করা । অনুবাদের ক্ষেত্রে মূল ভাষাশৈলী এবং ভঙ্গিমা রক্ষা করা । কোনো ভাষা অনুবাদ করার পূর্বে উভয় ভাষা-ভাষীদের সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাক প্রয়োজন ।

স্বরভঙ্গির ব্যবহার: যে কোন ভাষায় কথা বলতে হলে সহজভাবে বলার চেষ্টা করা । ভাষার জটিলতা পরিহার করে হাসিমুখে কথা বলা ।

আই কন্ট্যাক্ট: ইন্টারপ্রেটার বা দোভাষীর অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রোতার চোখের দিকে তাকিয়ে কথা বলা । এতে বক্তার সাথে শ্রোতার সেতুবন্ধন তৈরি হয় ।

কাজের প্রয়োজনে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় । তাই প্রতিনিয়ত বাড়ছে বিদেশী ভাষা জানা লোকের চাহিদা । তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আপনিও ইন্টারপ্রেটার বা দোভাষী হিসাবে ক্যারিয়ার তৈরি করতে পারেন । বেকারত্বের হতাশার গ্লানি থেকে মুক্ত হয়ে সফল হতে পারেন খুব সহজেই ।


এই রকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


অন্য পোস্টঃ বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন চেক | BTRC Mobile Registration Check

Previous Post Next Post