বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন চেক | BTRC Mobile Registration Check

বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন চেক | BTRC Mobile Registration Check - গত ২০২১ সালে বাংলাদেশ সরকার কতৃক ঘোষনা করা হয় যে, ২০২১ সালের জুলাইয়ের এক তারিখ থেকে নতুন ক্রয় করা বা বিদেশ থেকে সব ধরনের মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন করতে হবে বলে ঘোষনা দেয় বিআরটিসি – বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা

তারা আরও জানায় যে, অবৈধ উপায়ে বা ট্যাক্স ফাকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট সেগুলো নিবন্ধিত হবে না । আজকের ব্লগ পোস্টে বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন চেক | BTRC Mobile Registration Check বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো । আশা করি এই পোস্টে থেকে আপনারা উপকৃত হবেন ।

আরও পড়ুনঃ খুলনা বিভাগ সম্পর্কে বিস্তারিত ২০২৩ | খুলনা বিভাগ সম্পর্কে তথ্য

বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন চেক | BTRC Mobile Registration Check

আরও পড়ুনঃ মোবাইল নাম্বার দিয়ে এনআইডি চেক | Mobile Number Diye NID Check

বিদেশ থেকে আনা ফোন রেজিস্ট্রেশন

দেশের বাইরে থেকে আনা বা উপহার পাওয়া মোবাইল হ্যান্ডসেট দেশে এনে চালু করলে সেটি অটোমেটিক ভাবে নির্ধারিত নেটওয়ার্কের মাধ্যমে সচল হবে । দশ দিনের মধ্যে অনলাইনে তথ্য বা দলিল প্রদান করে রেজিস্ট্রেশন করার জন্য SMS দেয়া হবে ।

মোবাইল হ্যান্ডসেট চালু করার ১০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলে সেই হ্যান্ডসেট বৈধ বলে বিবেচিত হবে । অন্যথায় উক্ত হ্যান্ডসেট অবৈধ বলে বিবেচিত হবে । এ সম্পর্কে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে অবহিত করে পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে । পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিটিআরসি কতৃপক্ষ ।

মোবাইল নিবন্ধন ওয়েবসাইট

অনেকেই জানে না যে কোন ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হয় । নিম্নে মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার নিয়ম আলোচনা করা হলো -----

হ্যান্ডসেট নিবন্ধন বা রেজিস্ট্রেশন করার পদ্ধতি

ধাপ-১: http://neir.btrc.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত একাউন্টটি প্রথমে রেজিস্টার করতে হবে ।

ধাপ-২: উক্ত ওয়েবসাইটের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে আপনার বাইরে থেকে আনা মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নাম্বারটি দিন ।

ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্ট এর ছবি অথবা স্ক্যান কপি যেমন - ক্রয় রশিদ, ট্যাক্স রশিদ, পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন তথ্যাদি ইত্যাদি আপলোড করুন এবং Submit বাটন-টি ক্লিক করুন ।

ধাপ-৪: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে । হ্যান্ডসেটটি যদি বৈধ না হয় তাহলে SMS-এর মাধ্যমে গ্রাহককে অবহিত করে পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে । পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিটিআরসি পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে ।

বিঃদ্রঃ মোবাইল ফোন অপারেটর বিক্রয় কেন্দ্র বা তাদের নির্দিষ্ট কাস্টমার কেয়ার সেন্টার থেকেও এই সেবা নিতে পারবেন ।

ব্যাগেজ রুলস বা আইন অনুযায়ী একজন ব্যক্তি দেশের বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে শুল্ক বিহীন সর্বোচ্চ দুইটি মোবাইল হ্যান্ডসেট এবং শুল্ক প্রদান এর মাধ্যমে আরও ছয়টি মোবাইল হ্যান্ডসেট সাথে আনতে পারবেন ।

মোবাইল নিবন্ধন চেক

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন বা মোবাইল ফোন রেজিস্ট্রেশন যাচাই দুই ভাবে করা যাবে ----

১। মোবাইলের মাধ্যমে (কোডের মাধ্যমে)

২। ওয়েবসাইটের মাধ্যমে (অনলইনের মাধ্যমে)

বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন চেক কোড

মোবাইলের মাধ্যমে আপনার মোবাইল হ্যান্ডসেটটি বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন এর বর্তমান অবস্থা জানতে যা করতে হবে তা হলো ---

ধাপ-১: যে কোনো মোবাইল হ্যান্ডসেট থেকে *১৬১৬১# - এ ডায়াল করতে হবে ।

ধাপ-২: স্ক্রিনে আসা অপশন থেকে Status Cheek সিলেক্ট করুন ।

ধাপ-৩: এবার আপনার নির্ধারিত সেটের ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নাম্বারটি দিন । (IMEI জানতে নির্ধারিত হ্যান্ডসেট থেকে *০৬# ডায়াল করলে IMEI আসবে) ।

ধাপ-৪: এরপর মোবাইলে আসা হ্যাঁ/না অপশন হ্যাঁ সিলেক্ট করুন ।

এরপর ফিরতি মেসেজ এর মাধ্যমে নির্দিষ্ট মোবাইল হ্যান্ডসেটের হালনাগাদ বা বর্তমান অবস্থা জানানো হবে ।

বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন চেক অনলাইন

আপনার মোবাইলের বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে জানতে হলে নিচে প্রক্রিয়া অবলম্বন করুন ---

ধাপ-১: http://neir.btrc.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত একাউন্টটি প্রথমে রেজিস্টার করতে হবে ।

ধাপ-২: এবার লগইন করে প্রবেশ করুন উক্ত ওয়েবসাইটে ।

ধাপ-৩: ওয়েবসাইটে প্রবেশের পর “IMEI যাচাই করুন” সেকশনে গিয়ে আপনার মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নাম্বারটি দিন । (IMEI জানতে নির্ধারিত হ্যান্ডসেট থেকে *০৬# ডায়াল করলে IMEI আসবে) ।

“IMEI যাচাই করুন” সেকশনে IMEI দিয়ে সাবমিট করলেই এরপর ফিরতি মেসেজ এর মাধ্যমে নির্দিষ্ট মোবাইল হ্যান্ডসেটের হালনাগাদ বা বর্তমান অবস্থা জানানো হবে ।

মোবাইল রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে?

মোবাইল রেজিস্ট্রেশন করতে কোনো প্রকার টাকা লাগবে না । আপনার ফোন রেজিস্ট্রেশন করতে হলে উপরে বর্নিত ওয়েবসাইটে গিয়ে আপনি নিজে নিজেই মোবাইল হ্যান্ডসেটের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন ।

দেশের বাইরে থেকে আপনি দুইটা মোবাইল হ্যান্ডসেট সাথে আনতে পারবেন কোনো প্রকার ট্যাক্স ছাড়া । এছাড়া আপনি অতিরিক্ত ছয়টা মোবাইল সাথে আনতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ সরকারকে ট্যাক্স পেমেন্ট করতে হবে । আর রেজিস্ট্রেশন উপরের উল্লেখিত নিয়মেই করতে পারবেন । রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রকার টাকার দরকার হবে না ।

আনঅফিসিয়াল ফোন রেজিস্ট্রেশন করার উপায়

আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট আগে উপরে উল্লেখিত নিয়মে চেক করতে হবে । যদি উক্ত হ্যান্ডসেট রেজিস্ট্রার্ড না হয় তাহলে http://neir.btrc.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ।

হ্যান্ডসেট রেজিস্ট্রেশনের জন্য ডকুমেন্ট দরকার?

বিদেশ থেকে আসার সময় সঙ্গে নিয়ে আসা সর্বোচ্চ দুটি ফোন নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট নম্বর ও পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া আগমনের সিল সম্বলিত পাতার স্ক্যান কপি বা ছবি প্রয়োজন হবে ।

বিদেশ থেকে ট্যাক্স পরিশোধ সাপেক্ষে আনা সর্বোচ্চ ছয়টি হ্যান্ডসেট নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট নম্বর, পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া সিল সম্বলিত পাতার স্ক্যান কাপি বা ছবি এবং কাস্টমস ট্যাক্স পরিশোধ সংক্রান্ত প্রমাণ পত্রের স্ক্যান কপি বা ছবি প্রয়োজন হবে ।

বিদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আনা ফোন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে কমার্শিয়াল ইনভয়েসের স্ক্যান/ছবি, প্রাপকের জাতীয় পরিচয়পত্রের স্ক্যান/ছবি এবং কাস্টমস ট্যাক্স পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান কপি বা ছবি প্রয়োজন পড়বে ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র কি | NID BD Details

Previous Post Next Post