মেসির রেকর্ড সমূহ ২০২২ | বিশ্বকাপে মেসির রেকর্ড - আর্জেন্টাইনদের ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে মেসির জাদুকরী পায়ে । আর্জেন্টাইন এই মহাতারকা কাতার ২০২২ বিশ্বকাপ ফুটবলে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা দূর করার পথে নিজের করে নিয়েছেন অনেক রেকর্ড । মেসির রেকর্ড সমূহ ২০২২ নিয়ে আজকের বিশেষ আয়োজন ।
আরও পড়ুনঃ লিওনেল মেসির জীবন কাহিনী | Lionel Messi Jeevan Kahini
আরও পড়ুনঃ ব্যালেন ডি অর ২০২২ | ব্যালন ডি অর তালিকা ২০২২
বন্ধুরা, আজকের ব্লগপোস্টে আর্জেন্টাইন জাদুকর ফুটবলার লিওনেল মেসি ২০২২ বিশ্বকাপে যতগুলো রেকর্ড করেছেন, সেই রেকর্ড সমূহ নিয়ে আলোচনা করব । যারা লিওনেল মেসির ভক্ত আশা করি আজকের এই পোস্টটি তাদের ভালো লাগবে । তাহলে চলুন দেখে নেই মেসির ২০২২ বিশ্বকাপসহ ফুটবলের রেকর্ড সমূহ ।
বিশ্বকাপে মেসির রেকর্ড
** বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে গোল করা একমাত্র খেলোয়াড় মেসি ।
** প্রথম খেলোয়াড় হিসেবে একাধিকবার গোল্ডেন বল জিতেন
মেসি (২০১৪ সালে প্রথমবার গোল্ডেন বল পান) ।
** ৫ বিশ্বকাপে গোলে সহায়তা (অ্যাসিস্ট) করা একমাত্র ফুটবলার
লিওনেল মেসি ।
** ১৯৬৬ সালের পর মাত্র দুজন খেলোয়াড় এক বিশ্বকাপের পাঁচটির বেশি গোল ও ২০টির বেশি সুযোগ তৈরি করেন । ২০২২ সালে মেসি ও ১৯৮৬ সালে ম্যারাডোনা । দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা আটটি ।
মেসির রেকর্ড সমূহ ২০২২ |
** মেক্সিকোর রাফায়েল মার্কেজ ও আন্তোনিও কারভাহাল,
পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, জার্মানির লোথার ম্যাথিউসের সমান পাঁচটি করে বিশ্বকাপ
খেলার রেকর্ড করেন মেসি ।
** প্রথম খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে পাঁচবার ম্যাচসেরা
হয়ে রেকর্ড গড়েন মেসি ।
** ইতিহাসের নবম ফুটবলার হিসাবে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স
লিগ, (সাবেক ইউরোপিয়ান কাপ) ও ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়েন সেমি ।
** বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে গ্যাব্রিয়েল বাতিস্তুতার
১০টি রেকর্ড ছাড়িয়ে সব থেকে বেশি ১৩ গোল এবং সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ
গোলদাতা (প্রথম জার্মানির ক্লোসা ২৪টি গোল) ।
** বিশ্বকাপে প্রথম ও শেষ গোলের মধ্যে ব্যবধান ১৬ বছর
১৮৪ দিন, যা সব থেকে দীর্ঘ ।
** অধিনায়ক হিসেবে বিশ্বকাপে রেকর্ড ১৯ টি ম্যাচ খেলেন
। এর আগে রাফায়েল মার্কেজ সর্বোচ্চ ১৭টি ম্যাচে নেতৃত্ব দেন মেক্সিকোকে ।
** বিশ্বকাপে সব থেকে বেশি ২১ গোলে (১৩ গোল, ৮ অ্যাসিস্ট)
সম্পৃক্ত মেসি । এতদিন মোট ১৯ গোলে অবদান রেখে শীর্ষে ছিলেন জার্মানির মিরাস্লাভ ক্লোসা
ও ব্রাজিলের রোনালদো ।
ব্যালন ডি’অর জয়ী মেসি |
** বিশ্বকাপ ইতিহাসে সবথেকে বেশি ২৬ ম্যাচ খেলে ভাঙেন
জার্মানির লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ।
** ব্রাজিলের রোনালদো ২৫ গোল পিছনে ফেলে বিশ্বকাপ ও মহাদেশীয়
টুর্নামেন্ট মিলিয়ে দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের মধ্যে সবথেকে বেশি ২৬ গোল ।
** বিশ্বকাপে রেকর্ড ২৩১৪ মিনিট খেলে ভাঙ্গেন ইতালির
পাওলো মালদিনির ২২১৭ মিনিট খেলার রেকর্ড ।
মেসির ব্যক্তিগত অর্জন
ট্রফি –
👉 বিশ্বকাপ: ১বার ।
👉 যুব বিশ্বকাপ: ১ বার ।
👉 অলিম্পিক চ্যাম্পিয়ন: ১ বার ।
👉 কোপা আমেরিকা চ্যাম্পিয়ন: ১ বার ।
👉 কোপা আমেরিকা রানার্স আপ: ৩ বার ।
👉 কনমেবল-উয়েফা কাপ চ্যাম্পিয়ন: ১ বার ।
বিশ্বকাপ জয়ী মেসি |
পুরস্কার –
👉 বিশ্বকাপ গোল্ডেন বল: ২বার ।
👉 ব্যালন ডি’অর: ৭ বার ।
👉 ফিফা বর্ষসেরা: ১ বার ।
👉 ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: ১ বার ।
👉 ইউরোপিয়ান গোল্ডেন সু: ৬ বার ।
👉 ফিফা ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বুট: ২ বার ।
👉 লরিয়াস বিশ্বসেরা অ্যাথলেট: ১ বার ।
👉 লা লিগা বর্ষসেরা: ৬ বার ।
👉 লা লিগা সর্বোচ্চ গোলদাতা: ৮ বার ।
👉 আর্জেন্টিনার বর্ষসেরা: ১৪ বার ।
এই রকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ ফুটবল বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে | ফুটবল বিশ্বকাপ ২০২৬