জানাজার নামাজের ফরজ কয়টি ও কি কি | জানাজার নামাজের বিস্তারিত

জানাজার নামাজের ফরজ কয়টি ও কি কি | জানাজার নামাজের বিস্তারিত - আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানতে চান জানাজার নামাজের ফরজ, সুন্নত ও জানাজার নামাজের বিস্তারিত সম্পর্কে । 

আরও পড়ুনঃ মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ

আমার মুসলিম জাতি । আর সে কারনে আমাদের জানাজা সম্পর্কে বিস্তারিত জানা দরকার । আসলে আমরা এ ব্যাপারে উদাসীন । যখন আমরা কোনো সমস্যার সম্মুখিন হই কেবল মাত্র তখনই এই বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করি ।

আরও পড়ুনঃ গোসলের ফরজ ও সুন্নত কয়টি | গোসলের নিয়ম

জানাজার নামাজের ফরজ কয়টি ও কি কি | জানাজার নামাজের বিস্তারিত

আরও পড়ুনঃ নফল নামাজ কাকে বলে । দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ম

একজন মুসলিম হিসাবে ধর্মীও মতে জানাজার নামাজের সব কিছু জেনে রাখা উচিৎ । বন্ধুরা, আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো জানাজার নামাজের ফরজ কয়টি ও কি কি | জানাজার নামাজের বিস্তারিত সম্পর্কে । আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে ।

জানাজার নামাজ

মৃত ব্যক্তিকে দাফন করার আগে মৃতকে সামনে রেখে ৪ তাকবিরের সাথে যে নামাজ আদায় করা হয় তাকে জানাজা নামাজ বলে । জানাজার নামাজ “ফরজে কিফায়া” ।

জানাজার নামাজ যদি কেউ না পড়ে তাহলে ওই এলাকার সবাই গুনাহগার হবে । আর যদি কিছু সংখ্যক লোক জানাজার নামাজ আদায় করে তাহলে ফরজ আদায় হয়ে যাবে । এর ফলে অনুপস্থিত গ্রামবাসী আর গুনাহগার হবে না ।

জানাজার নামাজের ফরজ কয়টি ও কি কি

আমাদের মাঝে অনেকেই আছেন যারা জানাজার নামাজের ফরজ কয়টি ও কি কি তা জানতে চান । যারা এই বিষয়ে জানতে আগ্রহী তাদের জন্য এখানে বিস্তারিত লেখা হলো -----

জানাজার নামাজের ফরজ ২টি । যথা ----

১। চারবার আল্লাহু আকবার বলা (চার তাকবীর)

২। দাঁড়িয়ে নামাজ আদায় করা ।

জানাজার নামাজের সুন্নত কয়টি ও কি কি

জানাজার নামাজের সুন্নত ৩টি । যথা ----

১। প্রথম তাকবীরের পর ছানা পড়া

২। দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরিফ পড়া

৩। তৃতীয় তাকবীরের পর মৃত ব্যাক্তির জন্য দু’আ করা ।

জানাজার নামাজের নিয়ম

মৃত ব্যক্তিকে সামনে রাখিয়া ইমাম তাহার সিনা অর্থাৎ বক্ষ বরাবর দাঁড়াবে এবং সকলের নিয়ত করবে “আমি আল্লাহ পাকের জন্য জানাযার ফরজে কেফায়া এর নামাজ আদায় করিতেছি এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করতেছি” । অতঃপর “আল্লাহু আকবার” বলিয়া নামাজের ন্যায় হাত বাধবে । তারপর সানা পড়িবে ।

জানাজার নামাজের নিয়ত

জানাজার নামাজের নিয়ত আপনি আরবি এবং বাংলায় দুই ভাবেই করতে পারবেন । নিচে জানাজার নামাজের নিয়ত আরবি এবং বাংলায় দেওয়া হলো ।

জানাজার নামাজের নিয়ত আরবি উচ্চারণঃ نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

জানাজার নামাজের নিয়ত বাংলা উচ্চারণঃ “নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবা’আ তাকবীরাতি ছালাতিল জানাজাতি ফারদ্বিল কেফায়াতি, আস্সনাউ লিল্লাহি তায়ালা ওয়াস ছালাতু আলান নাবীয়্যি ওয়াদ্দুয়াউ লিহাযাল মাইয়্যিতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আললাহু আকবার” ।

জানাজার নামাজের নিয়ত বাংলা অর্থঃ আমি পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে জানাজার নামাজ যা ফরজে কিফায়া, চার তাকবীরের সাথে আদায়ের নিয়ত করলাম । এটা মহান আল্লাহ তা'আলার জন্য প্রশংসা, রাসুল (সাঃ) এর উপর দরুদ এবং মৃত ব্যক্তির জন্য দোয়া । আল্লাহু আকবার ।

জানাজার নামাজের বাংলায় নিয়তঃ জানাজার চার রাকাত ফরজে কিফায়া নামাজ কেবলা মুখী হয়ে চার তাকবীর এর সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি - আল্লাহু আকবার ।

বিঃদ্রঃ মৃত ব্যাক্তি স্ত্রীলোক হলে “লিহাযাল মাইয়্যিতি” এর স্থলে “রিহাযিহিল মাইয়্যিতি” বলতে হবে ।

সানা

নিয়ত করার পর ইমামের সাথে হাত বাধার পর সানা পড়তে হবে । নিচে সানা এর উচ্চারণ আরবি এবং বাংলায় দেওয়া হলো ।

সানা আরবি উচ্চারণঃ سُبْحَا نَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ

সানা বাংলা উচ্চারণঃ সুবহা-নাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা’আলা জাদ্দুকা ওয়া জাল্লাছানাউকা ওয়ালা-ইলা-হা-গাইরুকা ।

সানা বাংলা অর্থঃ “হে পালনকর্তা! আমরা আপনার পবিত্রতার গুণগান করছি, আপনার নাম মঙ্গল বিধাকারী, আপনার গৌরব উচ্চ, আপনার প্রশংসা শ্রেষ্ঠ, আপনি ব্যাতীত আর কেউই উপাস্য নাই” ।

তারপর দ্বিতীয় তাকবীর বলে দরুদ শরীফ যা আমরা নামাজে তাশাহুদ এর পর পড়ি বা পড়তে হয় । দরুদ শরীফ পড়ে তৃতীয় তাকবীর বলতে হবে । প্রথম তাকবীর ব্যতীত বাকি তিন তাকবীরে কান পর্যন্ত হাত উঠাতে হবে না ।

দরুদ শরীফ

দ্বিতীয় তাকবীর এর পর নিম্নের দরূদ পড়বে ।

দরুদ শরীফ আরবি উচ্চারণঃ اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

দরুদ শরীফ বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ছাল্লি আ’লা মুহাম্মাদিওঁ আ’লা আলি মুহাম্মাদিন কামা ছাল্লাইতা আ’লা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ । আল্লাহুম্মা বারিক আ’লা মুহাম্মাদিওঁ আ’লা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আ’লা ইব্রাহীম ওয়া আ’লা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ ।

জানাজার দোয়া

মৃত ব্যাক্তি বালেগ হলে ৩য় তাকবীরের পর নিম্নের দোয়া পড়বে ।

জানাজার দোয়া আরবি উচ্চারণঃ لَّهُمَّ اغْفِرْلحَيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الاْيمَانِ بِرَحْمَتِكَ يَا ارْحَمَ الرَّاحِمِيْنَ

জানাজার দোয়া বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মাগফির লিহাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া ছাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারীনা ওয়া উনসানা । আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান ।

জানাজার দোয়া বাংলা অর্থঃ হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, বালক ও বৃদ্ধ এবং পুরুষ ও স্ত্রীলোকদিগতে ক্ষমা করুন । হে আল্লাহ! আমাদের মধ্যে যাদেরকে আপনি জীবিত রাখেন, তাদেরকে ইসলাম ধর্মে জীবিত রাখুন, যাদেরকে আপনি লোকান্তরিত করেছেন তাদেরকে ঈমানের সাথে ওঠান ।

মৃত যদি নাবালেগ ছেলে হয় তাহলে উপরোক্ত দেওয়ার পরিবর্তে নিম্নলিখিত দোয়া পড়বে ।

আরবি উচ্চারণঃ اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطًا وْاَجْعَلْهُ لَنَا اَجْرًا وَذُخْرًا وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَمُشَفَّعًا

বাংলা উচ্চারণঃ “আল্লাহুম্মাজ আলহু লানা ফারাতাও ওয়াজ আলহু লানা আজরাওঁ ওয়া যুখরাও ওয়াজ আলহু লানা শাফিআও ওয়া মুশাফ্ ফিআ” ।

মৃত যদি নাবালেগ মেয়ে হয় তাহলে নিম্নের দোয়া পাঠ করবে ।

আরবি উচ্চারণঃ اللَّهُمَّ اجْعَلْهَا لَنَا فَرْطًا وَاجْعَلْهَا لَنَا اَجْرًا وَذُخْرًاوَاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَمُشَفَّعَة

বাংলা উচ্চারণঃ “আল্লাহুম্মাজ আলহা লানা ফারাতাওঁ ওয়াজ আলহা লানা আজরাওঁ ওয়া যুখরাও ওয়াজ আলহা লানা শাফিআতাওঁ ওয়া মুশাফ্ ফিআহ”

বাংলা অর্থঃ হে আল্লাহ! একে আমাদের জন্য অগ্রগামী করুন এবং একে আমাদের পুরস্কার ও সম্বলের উপলক্ষ্য করুন এবং একে আমাদের জন্য প্রার্থনাকারী ও অনুরোধকারী করুন ।

** চতুর্থ তাকবীর বলার পর ডানে ও বামে সালাম ফিরিয়ে জানাজার নামাজ শেষ করতে হবে । জানাজার নামাজের নিয়ম প্রথম তাকবীরে শুধু কান পর্যন্ত হাত তুলবে । পরের তাকবীরগুলোতে হাত বাঁধা অবস্থায় থাকবে এবং সালাম ফিরিয়ে এরপরে হাত ছেড়ে দিবে ।

মৃতের দাফন

জানাযার নামায শেষ করার পর মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে । দাফন করা “ফরজে কিফায়া” ।

দাফনের নিয়ম

কবরের পশ্চিমে খাট রেখে কবরের ভেতর প্রয়োজন মতো তিন-চারজন নেমে পশ্চিমমুখী হয়ে মৃত ব্যক্তিকে হাতে করে কবরে রাখবে এবং কবরে নামানোর সময় মৃত ব্যাক্তিকে পশ্চিমমুখী করে ডান পাশের উপর শয়ন করাবে । ইহা “সুন্নাতে মুয়াক্কাদা” । মৃত ব্যক্তিকে যারা কবরে রাখবে তারা রাখবার সময় নিম্নের দোয়াটি পড়বে ।

মৃত ব্যাক্তিকে কবরে রাখার দোয়া

আরবি উচ্চারণঃ بِسْمِ اللهِ وَ عِلَى مِلَّةِ رَسُوْلِ الله

বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়া আ’লা মিল্লাতি রাসুলিল্লাহি ।

যে পরিমাণ মাটি কবর হতে উঠানো হয়েছে সে পরিমান মাটি কবরে দিতে হবে । অতিরিক্ত মাটি এবং কবরকে অর্ধ হাত বা এক বিঘত এর বেশি উচু করবে না ।

কবর পাকা করা, কবরের উপর ঘর তৈরি করা, কিংবা কবরের উপর পর্দা বা মশারি টানানো, বাতি জালানো জায়েজ নয় । আবশ্যক হলে হেফাজত ও নিশানার জন্য পাথর খণ্ড ইত্যাদিতে কিছু লেখা ও চারিদিকে বেষ্টনী দেওয়া জায়েজ আছে ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ হযরত আলী রাঃ এর সংক্ষিপ্ত জীবনী | Short Biography of Hazrat Ali

Previous Post Next Post