আইটেল বাটন মোবাইলের দাম ২০২৩ | আইটেল বাটন মোবাইল

আইটেল বাটন মোবাইলের দাম ২০২৩ | আইটেল বাটন মোবাইল - বর্তমান সময়ে প্রায় প্রতিটি মানুষের হাতে রয়েছে একটি করে স্মার্টফোন । আমার সকলেই এখন স্মার্টফোন ব্যাবহার করতে সাচ্ছন্দ্যবোধ করি । তবে দেখা যায় সকলেই স্মার্টফোনের পাশাপাশি একটি বাটন মোবাইল ব্যাবহার করে । 

বাটন মোবাইলগুলো খুব সহজেই ব্যাবহার করা যায় এবং হালকা ও ছোট । বাটন মোবাইলগুলো দামেও অনেক সস্তা । এজন্যই অনেকেই অল্পদামে ভালো একটি বাটন মোবাইল খুঁজে থাকেন ।

আরও পড়ুনঃ স্যামসাং বাটন মোবাইলের দাম ২০২৩ | স্যামসাং বাটন মোবাইলের দাম

আইটেল বাটন মোবাইলের দাম ২০২৩ | আইটেল বাটন মোবাইল

আরও পড়ুনঃ নোকিয়া বাটন মোবাইলের দাম ২০২৩ | নোকিয়া বাটন মোবাইল

আজকে আমরা আইটেল বাটন মোবাইল নিয়ে আলোচনা করবো । আইটেল বাটন মোবাইলের দাম অন্যান্য বাটন মোবাইলের থেকে বেশ কম থাকায় এর চাহিদা অনেক বেশি । মূলত আইটেল বাটন মোবাইলগুলোর মানও অনেকটা উন্নত ।

আপনি যদি একটি বাটন মোবাইল কিনবেন বলে ঠিক করে থাকেন তাহলে নিচের আইটেল মোবাইলগুলো দেখে সিদ্ধান্ত নিন । আর যদি আইটেল এর বাটন মোবাইল কিনতে চান তাহলে এই ব্লগ পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ । কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি আইটেল বাটন মোবাইলের ফিচার ও দাম সম্পর্কে ।

Itel বাটন মোবাইলের দাম ২০২৩

আগেই বলেছি অন্যান্য বাটন মোবাইলের তুলনায় Itel বাটন মোবাইলের দাম বেশ কম । Itel অল্পদামে দিচ্ছে ভালো ভালো ফিচার ফোন বা বাটন মোবাইল । এই মোবাইল গুলোতে ভালো ভালো ফিচার রয়েছে । এমন অনেক বাটন মোবাইল আছে যে গুলোতে আপনি ইন্টারনেও ব্যাবহার করতে পারবেন ।

বন্ধুরা, আপনাদের সুবিধার্তে নিচে আইটেল এর কয়েকটি মডেলের বাটন মোবাইলের দাম ও ফিচার নিয়ে আলোচনা করা হলো । তাহলে চলুন দেখে নিই কোন মোবাইলগুলো থাকছে আজকের আলোচনায় ।

Itel it5621

আজকের ব্লগ পোস্টে Itel কোম্পানির যে বাটন মোবাইলটি নিয়ে প্রথম আলোচনা করবো সেটি হচ্ছে Itel it5621 বাটন মোবাইল । এই মোবাইলটির ডিজাইন এবং আউট লুক খুবই আকর্ষনীয় ও উন্নত ফিচার সমৃদ্ধ । Itel it5621 বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,৫৫০ টাকা । যারা একটি বাটন মোবাইল কিনতে চাচ্ছে তারা এটি দেখতে পারেন । নিচে Itel it5621 মোবাইলটির সংক্ষিপ্ত Specification এবং Price দেওয়া হলো ।

এক নজরে Itel it5621

  • ব্রান্ড/মডেলঃ Itel it5621
  • সিমঃ ডুয়েল সিম
  • ডিসপ্লেঃ ২.৮ ইঞ্চি
  • ডিসপ্লে টাইপঃ টিএফটি ডিসপ্লে
  • ক্যামেরাঃ আছে
  • এক্সট্রা মেমোরিঃ সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত ব্যাবহার করা যাবে
  • ব্যাটারিঃ ২৫০০এমএএইচ রিমুভাল লি-আয়ন ব্যাটারি
  • Itel it5621 প্রাইস ইন বাংলাদেশঃ ১,৫৫০ টাকা ।

Itel it5027

আজকের ব্লগ পোস্টে Itel কোম্পানির যে বাটন মোবাইলটি নিয়ে এবার আলোচনা করবো সেটি হচ্ছে Itel it5027 বাটন মোবাইল । এই মোবাইলটির ডিজাইন এবং আউট লুক খুবই আকর্ষনীয় ও উন্নত ফিচার সমৃদ্ধ । Itel it5027 বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,৩৭০ টাকা । যারা একটি বাটন মোবাইল কিনতে চাচ্ছে তারা এটি দেখতে পারেন । নিচে Itel it5027 মোবাইলটির সংক্ষিপ্ত Specification এবং Price দেওয়া হলো ।

এক নজরে Itel it5027

  • ব্রান্ড/মডেলঃ Itel it5027
  • সিমঃ ডুয়েল সিম
  • ডিসপ্লেঃ ২.৪ ইঞ্চি
  • ডিসপ্লে টাইপঃ টিএফটি ডিসপ্লে
  • ক্যামেরাঃ আছে
  • এক্সট্রা মেমোরিঃ সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত ব্যাবহার করা যাবে
  • ব্যাটারিঃ ১৭০০এমএএইচ রিমুভাল লি-আয়ন ব্যাটারি
  • Itel it5027 প্রাইস ইন বাংলাদেশঃ ১,৩৭০ টাকা ।

আরও পড়ুনঃ 

Itel IT5618N (Power410)

আজকের ব্লগ পোস্টে Itel কোম্পানির যে বাটন মোবাইলটি নিয়ে এবার আলোচনা করবো সেটি হচ্ছে Itel IT5618N (Power410) বাটন মোবাইল । এই মোবাইলটির ডিজাইন এবং আউট লুক খুবই আকর্ষনীয় ও উন্নত ফিচার সমৃদ্ধ । Itel IT5618N (Power410) বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,৪৯০ টাকা । যারা একটি বাটন মোবাইল কিনতে চাচ্ছে তারা এটি দেখতে পারেন । নিচে Itel IT5618N (Power410) মোবাইলটির সংক্ষিপ্ত Specification এবং Price দেওয়া হলো ।

এক নজরে Itel IT5618N (Power410)

  • ব্রান্ড/মডেলঃ Itel IT5618N (Power410)
  • সিমঃ ডুয়েল সিম
  • ডিসপ্লেঃ ২.৪ ইঞ্চি
  • ডিসপ্লে টাইপঃ টিএফটি ডিসপ্লে
  • ক্যামেরাঃ আছে
  • এক্সট্রা মেমোরিঃ সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত ব্যাবহার করা যাবে
  • ব্যাটারিঃ ২৫০০এমএএইচ রিমুভাল লি-আয়ন ব্যাটারি
  • Itel it5027 প্রাইস ইন বাংলাদেশঃ ১,৪৯০ টাকা ।

Itel it2173

আজকের ব্লগ পোস্টে Itel কোম্পানির যে বাটন মোবাইলটি নিয়ে এবার আলোচনা করবো সেটি হচ্ছে Itel it2173 বাটন মোবাইল । এই মোবাইলটির ডিজাইন এবং আউট লুক খুবই আকর্ষনীয় ও উন্নত ফিচার সমৃদ্ধ । Itel it2173 বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,৪৯০ টাকা । যারা একটি বাটন মোবাইল কিনতে চাচ্ছে তারা এটি দেখতে পারেন । নিচে Itel it2173 মোবাইলটির সংক্ষিপ্ত Specification এবং Price দেওয়া হলো ।

এক নজরে Itel it2173

  • ব্রান্ড/মডেলঃ Itel it2173
  • সিমঃ ডুয়েল সিম
  • ডিসপ্লেঃ ১.৮ ইঞ্চি
  • ডিসপ্লে টাইপঃ টিএফটি ডিসপ্লে
  • ক্যামেরাঃ আছে
  • এক্সট্রা মেমোরিঃ সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত ব্যাবহার করা যাবে
  • ব্যাটারিঃ ১০০০এমএএইচ রিমুভাল লি-আয়ন ব্যাটারি
  • Itel it2173 প্রাইস ইন বাংলাদেশঃ ১,৪৯০ টাকা ।

Itel it5617

আজকের ব্লগ পোস্টে Itel কোম্পানির যে বাটন মোবাইলটি নিয়ে এবার আলোচনা করবো সেটি হচ্ছে Itel it5617 বাটন মোবাইল । এই মোবাইলটির ডিজাইন এবং আউট লুক খুবই আকর্ষনীয় ও উন্নত ফিচার সমৃদ্ধ । Itel it5617 বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,৪৯০ টাকা । যারা একটি বাটন মোবাইল কিনতে চাচ্ছে তারা এটি দেখতে পারেন । নিচে Itel it5617 মোবাইলটির সংক্ষিপ্ত Specification এবং Price দেওয়া হলো ।

এক নজরে Itel it5617

  • ব্রান্ড/মডেলঃ Itel it5617
  • সিমঃ ডুয়েল সিম
  • ডিসপ্লেঃ ২.৪ ইঞ্চি
  • ডিসপ্লে টাইপঃ টিএফটি ডিসপ্লে
  • ক্যামেরাঃ আছে
  • এক্সট্রা মেমোরিঃ সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত ব্যাবহার করা যাবে
  • ব্যাটারিঃ ২৫০০এমএএইচ রিমুভাল লি-আয়ন ব্যাটারি
  • Itel it5617 প্রাইস ইন বাংলাদেশঃ ১,৪৯০ টাকা ।

Itel it2171

আজকের ব্লগ পোস্টে Itel কোম্পানির যে বাটন মোবাইলটি নিয়ে এবার আলোচনা করবো সেটি হচ্ছে Itel it2171 বাটন মোবাইল । এই মোবাইলটির ডিজাইন এবং আউট লুক খুবই আকর্ষনীয় ও উন্নত ফিচার সমৃদ্ধ । Itel it2171 বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,১৫০ টাকা । যারা একটি বাটন মোবাইল কিনতে চাচ্ছে তারা এটি দেখতে পারেন । নিচে Itel it2171 মোবাইলটির সংক্ষিপ্ত Specification এবং Price দেওয়া হলো ।

এক নজরে Itel it2171

  • ব্রান্ড/মডেলঃ Itel it2171
  • সিমঃ ডুয়েল সিম
  • ডিসপ্লেঃ ১.৭৭ ইঞ্চি
  • ডিসপ্লে টাইপঃ টিএফটি ডিসপ্লে
  • ক্যামেরাঃ আছে
  • এক্সট্রা মেমোরিঃ সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত ব্যাবহার করা যাবে
  • ব্যাটারিঃ ১০০০এমএএইচ রিমুভাল লি-আয়ন ব্যাটারি
  • Itel it2171 প্রাইস ইন বাংলাদেশঃ ১,১৫০ টাকা ।

আইটেল বাটন মোবাইলের দাম

👉 Itel it5621 মোবাইলটির দাম কত?
Itel it5621 বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,৫৫০ টাকা ।

👉 Itel it5027 মোবাইলটির দাম কত?
Itel it5027 বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,৩৭০ টাকা ।

👉 Itel IT5618N (Power410) মোবাইলটির দাম কত?
Itel IT5618N (Power410) বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,৪৯০ টাকা ।

👉 Itel it2173 মোবাইলটির দাম কত?
Itel it2173 বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,৪৯০ টাকা ।

👉 Itel it5617 মোবাইলটির দাম কত?
Itel it5617 বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,৪৯০ টাকা ।

👉 Itel it2171 মোবাইলটির দাম কত?
Itel it2171 বাংলাদেশের মোবাইল মার্কেটে এর দাম ১,১৫০ টাকা ।


প্রিয় পাঠক বৃন্দ, আপনারা যখন কোনো মোবাইল কিনতে যাবেন তখন সেই মোবাইলের ওয়েবসাইট থেকে দাম সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন । কারন মোবাইলের দাম প্রায় পরিবর্তন হয় ।


আরও পড়ুনঃ ২৫০০ টাকার মধ্যে বাটন মোবাইল | ২৫০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩

Previous Post Next Post