এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB
Bank Student Account - বাংলাদেশের যতগুলো ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট সুবিধা
আছে তার মধ্যে এবি ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা সব থেকে বেশি । এবি
ব্যাংকে স্টুডেন্টদের জন্য যে অ্যাকাউন্ট রয়েছে তার প্রতিটির সুবিধাই ফ্রী ।
যে সব স্টুডেন্টরা অনলাইন এর সাথে
জড়িত, যেমন - ইউটিউব বুস্টিং, ফেসবুক বুস্টিং, ই-কমার্স বিজনেস এর সাথে জড়িত বা
যাদের ডুয়েল কারেন্সি এর দরকার আছে, সে সকল স্টুডেন্টরা এই সকল সুবিধা সমূহ
একেবারেই ফ্রী পেতে পারেন এবি ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট ওপেন করে ।
আরও পড়ুনঃ ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
আরও পড়ুনঃ বাংলাদেশের ১০ টি সেরা বীমা কোম্পানি | 10 Best Insurance Companies in Bangladesh
বন্ধুরা, আজকের এই আর্টিকেলে AB Bank Student Account নিয়ে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো । আগেই বলেছি যে সকল ব্যাংক এদেশের স্টুডেন্টদের বেশি সুবিধা দিয়ে সেই সকল ব্যাংকের মধ্যে এবি ব্যাংক অন্যতম ।
আপনাদের সাথে এবি ব্যাংক স্টুডেন্টদের
যে সকল Support দিয়ে থাকে, যেমন – স্টুডেন্ট একাউন্টের সুবিধা, অসুবিধা, স্টুডেন্ট
একাউন্ট খুলতে কি কি লাগে, এই সকল যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবো । এবার চলুন মূল
আলোচনায় যাওয়া যাক ।
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
এবি ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট দুই প্রকারের,
যথা -
১। এবি ব্যাংক মাইনর স্টুডেন্ট
একাউন্ট
২। এবি ব্যাংক মেজর স্টুডেন্ট একাউন্ট
এবি ব্যাংক মাইনর স্টুডেন্ট একাউন্ট
যাদের বয়স ৬ থেকে ১৮ বছরের মধ্যে সে
সমস্ত স্টুডেন্টদের জন্য মাইনর একাউন্ট । এই অ্যাকাউন্টটি মাত্র ১০০ টাকা ডিপোজিট
করে ওপেন করা যায় । এই একাউন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড, এসএমএস ব্যাংকিং,
ইন্টারনেট ব্যাংকিং সবকিছুই ফ্রী ।
তবে মাইনর একাউন্ট এর ক্ষেত্রে যে
ডেবিট কার্ড রয়েছে এটি ডুয়েল কারেন্সি নয় । এই একাউন্টে মাসে ২০০০ টাকা পর্যন্ত
ট্রানজেকশন করা যায় । ইন্টারেস্ট রেট হচ্ছে ৩.২৫% ।
এবি ব্যাংক মেজর স্টুডেন্ট একাউন্ট
যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে
সেই সকল স্টুডেন্টদের জন্য মেজর একাউন্ট । এই একাউন্ট ওপেন করতে হলে ৫০০ টাকা
ডিপোজিট করতে হয় । মেজর একাউন্টের যে ডেবিট কার্ড রয়েছে এটি ডুয়েল কারেন্সি ।
দেশে এবং দেশের বাইরে এই কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে ।
এই একাউন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড,
এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং সবকিছুই ফ্রী । সাধারনত ডেবিট কার্ডের জন্য
বাৎসরিক ৫০০ টাকা এবং ভ্যাট ৭৫ টাকা দিতে হয় । কিন্তু মেজর অ্যাকাউন্টের জন্য
বাৎসরিক শুধুমাত্র ভ্যাট ৭৫ টাকা প্রদান করতে হয় ।
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে (ডকুমেন্ট)
প্রতিটি ব্যাংকের একাউন্ট খোলার সময়
কিছু ডকুমেন্ট জমা দিতে হয় । এবি ব্যাংকেও তার বিপরিত নয় । এবি ব্যাংক স্টুডেন্ট
একাউন্ট খুলতে যে সকল ডকুমেন্টস এর দরকার হয় তা নিম্নরুপ ------
১। পাসপোর্ট সাইজের ছবি
২। এনআইডি কার্ড/ জন্ম সনদ/ পাসপোর্ট
এর ফটোকপি
৩। ইউটিলিটি বিল ফটোকপি
৪। প্রত্যায়ন পত্র
৫। নমিনির ছবি ও এন আইডির ফটোকপি
** যদি কোন ক্ষেত্রে এন আই ডি কার্ড
না থাকে তাহলে ইন্ট্রোডিউসার এর প্রয়োজন হবে ।
** এই একাউন্ট অনলাইনে খোলা যায় না ।
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ এবি ব্যাংকের
শাখায় যেতে হবে ।
অন্য পোস্টঃ
- মহান আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ
- অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন
- হযরত আলী রাঃ এর সংক্ষিপ্ত জীবনী | Short Biography of Hazrat Ali
এবি ব্যাংক ডেবিট কার্ড এর সুবিধা
১। ডেভিড এটিএম কার্ড দিয়ে একদিনে
দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন ।
২। ডেবিট এটিএম কার্ড থেকে একবারে
২০,০০০ টাকা উত্তোলন করতে পারবেন ।
৩। ই-কমার্স সাইটের পেমেন্ট আড়াই লাখ
টাকা পর্যন্ত করতে পারবেন ।
৪। ফরেন কারেন্সিজ ক্ষেত্রে 300 USD
উত্তোলন করতে পারবেন ।
** এই একাউন্টের ভ্যালিডিটি ২৫ বছর
বয়স পর্যন্ত । অর্থাৎ একজন স্টুডেন্টের বয়স ২৫ বছর পার হলে এই অ্যাকাউন্ট আর
ব্যবহার করা যাবে না । সে ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট শাখায় গিয়ে মেজর
অ্যাকাউন্টটি সাধারণ সেভিংস একাউন্টে পরিণত করতে পারবেন ।
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা
১। একাউন্ট পরিচালনার ক্ষেত্রে কোনো
প্রকার ফি নেই ।
২। ডেবিট কার্ড, এসএমএস ব্যাংকিং,
ইন্টারনেট ব্যাংকিং, চেক বই, মোবাইল টপ-আপ এর সুবিধা সম্পূর্ণ ফ্রি ।
৩। ডেবিট কার্ড ফ্রী তবে বাৎসরিক
মাত্র ৭৫ টাকা ।
৪। ডেবিট কার্ডটি আপনি ডুয়েল
কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন ।
৫। আপনি যদি আপনার কার্ডে টাকা
এনডোর্স করে রাখেন অর্থাৎ পাসপোর্ট এর সাথে ডলার এনডোর্স করে রাখেন সে ক্ষেত্রে
দেশের বাইরে গেলে এই কার্ডের মাধ্যমে ওই দেশের কারেন্সি উইথড্র করতে পারবেন ।
৬। দেশের বাইরে থেকে কোন কিছু পারচেস
করলে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ।
৭। গুগোল অ্যাড, ইউটিউব বুষ্টিং,
ফেসবুক বুস্টিং করতে পারবেন এই কার্ডের মাধ্যমে ।
৮। আপনার ডেবিট কার্ড এর দ্বারা এটিএম
বুথ থেকে টাকাও উঠাতে পারবেন ।
৯। আপনার একাউন্টে যদি পর্যাপ্ত
পরিমাণ টাকা থাকে তাহলে যেকোনো সময়ে USD-তে পেমেন্ট করতে পারবেন ।
১০। দেশের বাইরে টাকার প্রয়োজন হলে
আপনার একাউন্টে টাকা জমা দিলে বিদেশে বসেই ওই দেশের কারেন্সিতে টাকা উইথড্র করতে
পারবেন ।
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট অসুবিধা
অসুবিধা মাত্র একটাই, সেটা হল ২৫ বছর
বয়সের পর আর এই একাউন্ট আর ব্যবহার করা যাবে না ।
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ইন্টারেস্ট রেট
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্টে গ্রাহক
অর্থাৎ একজন স্টুডেন্ট যে পরিমান টাকা জমা রাখবে সেই টাকার উপর বাৎসরিক ৩.২৫% হারে
লভ্যাংশ বা ইন্টারেস্ট পাবে । এক কথায় এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ইন্টারেস্ট রেট
হচ্ছে ৩.২৫% ।
এবি ব্যাংক হেল্পলাইন
👉 যে কোনো মোবাইল থেকে ২৪ ঘন্টা ১৬২০৭
অথবা যে কোনো ল্যান্ডফোন বা মোবাইল থেকে +৮৮০৯৬৭৮৯১৬২০৭ ।
👉 ইমেইল: support@abbl.com
👉 ঠিকানা: স্কাইমার্ক, ১৮ গুলশান
এভিনিউ, ঢাকা ১২১২, বাংলাদেশ ।
👉 ওয়েবসাইট: https://abbl.com/
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ বীমা কি ও কেন | বীমা কেন প্রয়োজন