ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট - ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান ব্যাংক । তাই আমরা স্টুডেন্ট হিসাবে একাউন্ট খুলতে চাই তাহলে ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্টকেই বেছে নিয়ে থাকি । 

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সম্পর্কে ইন্টারনেটে বিভিন্ন প্রকার তথ্য রয়েছে । আজকের ব্লগপোস্টে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব ।

আরও পড়ুনঃ বাংলাদেশের ১০ টি সেরা বীমা কোম্পানি  | 10 Best Insurance Companies in Bangladesh

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

আরও পড়ুনঃ বীমা কি ও কেন | বীমা কেন প্রয়োজন

আজকের এই ব্লগ পোস্টে ডাচ বাংলা ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট সম্পর্কে যা যা আলোচনা করা হয়েছে তা নিম্নরূপ ---

ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা অসুবিধা, ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট কারা করতে পারবে, ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট করতে কি কি কাগজপত্র লাগবে, ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট কি ধরনের কার্ড দিয়ে থাকে এবং এর চার্জ কত, ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট বিভিন্ন প্রকার চার্জ সম্পর্কে

এই বিষয়গুলি সম্পর্কে পুরোপুরি জানতে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন ।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে হলে সমস্ত ডকুমেন্ট সহকারে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকে যাবেন । এরপর সেখানকার কর্মকর্তার সাথে কথা বলে একাউন্ট খোলার সমস্ত কার্যক্রম সমাপ্ত করুন ।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম খুবই সহজ । আপনি একাউন্ট খোলার কথা বললে ঐ ব্রাঞ্চের কর্মকর্তাই আপনাকে সহযোগীতা করবে ।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে

আমাদের মাঝে অনেকেই ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খুলতে চান, কিন্তু এই একাউন্ট খুলতে কি কি কাগজ-পত্র লাগে তা জানেন না । এখানে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে তা নিম্নে আলোচনা করা হলো ।

১। আপনার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি

২। আপনার জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন এর ফটোকপি

৩। আপনার ছাত্র আইডি কার্ডের ফটোকপি

৪। আপনার যেকোনো শিক্ষাগত রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি

৫। নমিনির এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের এক কপি ছবি

৬। ইউটিলিটি বিল এর ফটোকপি

৭। একজন সনাক্তকারী

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা

১। ১৮ বছরের নিচে এবং ১৮ বছর বয়সের উপরে ছাত্রদের ব্যাংক একাউন্ট খোলার সুযোগ ।

২। ফ্রী ডেবিট কার্ড নেওয়ার সুযোগ ।

৩। ফ্রী এটিএম নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ ।

৪। এসএমএস অ্যালার্ট এবং ইন্টারনেট ব্যাংকিং এ ডিসকাউন্ট ।

৫। Nexus Pay ব্যবহারের সুযোগ ।

ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট অসুবিধা

১। প্রথমত আপনি কোন প্রকার চেক ব্যবহার করতে পারবেন না অর্থাৎ কাউকে চেক দিতে পারবেন না ।

২। টাকা লেনদেনের ব্যাপারে লিমিট রয়েছে ।

৩। কার্ড ব্যবহার করে আপনি একদিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন ।

৪। আপনার যেহেতু স্টুডেন্ট একাউন্ট সে ক্ষেত্রে এক লক্ষ টাকার বেশি রাখতে পারবেন না ।

৫। ব্যাংক মেনটেনেন্স চার্জ দিতে হবে ৬ মাস পরপর ।

৬। আপনার একাউন্টে ক্রেডিট বা ডেবিট লিমিট ১ লক্ষ টাকার উপরে এবং ৫ লক্ষ টাকার নিচে হলে ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হবে ।

অন্য পোস্টঃ 

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট কারা করতে পারবে

এখানে একাউন্টের ধরণ দেখেই বোঝা যাচ্ছে এই একাউন্টটি কারা করতে পারবে । ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সাধারণত স্টুডেন্ট অর্থাৎ ছাত্ররাই করতে পারবে । তবে এখানে একটা কথা আছে -----

👉 যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের একাউন্ট খুলতে গেলে একজন অভিভাবক এর দরকার হবে ।

👉 আর যাদের বয়স ১৮ বছরের উপরে তারা নিজেরাই এই একাউন্ট খুলতে পারবে নিদ্দিষ্ট কাগজ-পত্র জমা দিয়ে । শুধুমাত্র এক্ষেত্রে একজন সনাক্তকারির প্রয়োজন হবে ।

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ।

ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট কার্ড

আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট খুলেন সে ক্ষেত্রে মাত্র ৫০০ টাকা জমা দিতে হবে । আপনাকে যেহেতু কোনো প্রকার চেক বই প্রদান করা হবে না সেহেতু আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে একটি Nexus এটিএম কার্ড দেওয়া হবে ।

এ জন্য কোনো প্রকার চার্জ দিতে হবে না । কোন প্রকার বাৎসরিক চার্জও দিতে হয় না তবে Nexus এটিএম কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ৪০০ টাকা জমা দিয়ে আবার এটিএম কার্ড নিতে হবে ।

এই Nexus কার্ডের মাধ্যমে একজন স্টুডেন্ট এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন খুব সহজে ।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট চার্জ

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্টের এক্সট্রা কোনো চার্জ নেই । তবে ব্যাংক মেনটেনেন্স চার্জ দিতে হবে ৬ মাস পরপর । আপনার ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্টের লেনদেন এর পরিমান যদি ১ লক্ষ টাকার উপরে এবং ৫ লক্ষ টাকার নিচে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হবে ।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কত টাকা লাগে

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে মাত্র ৫০০ টাকার প্রয়োজন হয় । এই টাকা আপনি যখন একাউন্ট ক্লোজ করবেন তখন তুলে নিতে পারবেন ।

ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট ফরম

যে কোনো প্রকার ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রত্যেক ব্যাংকের একটি নির্দ্দিষ্ট ফরম পূরণ করতে হয় । যেটাকে একাউন্ট ওপেনিং ফরম বলে । ঠিক তেমনি ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খুলতে গেলেও একটি ফরম পূরণ করতে হবে । এই ফরম আপনি ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা থেকে বা তাদের ফাস্টট্রাক থেকে নিতে পারবেন ।

আপনাদের সুবিধার্তে এখানে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ওপেনিং এর ফরম এর লিংক দেওয়া হলো । এখান থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে ব্যাংকে জমা দিয়ে একাউন্ট ওপেন করতে পারবেন ।

ডাচবাংলাব্যাংক স্টুডেন্ট একাউন্ট ফরম

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ইন্টারেস্ট

অনেকেই জানতে চান যে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ইন্টারেস্ট কত? আসলে এটি প্রতি বছর পরিবর্তন হয় তাই নির্দ্দিষ্ট করে বলা সম্ভব নয় । তবে আপনি যখন ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলবেন তখন ব্যাংকের কর্মকর্তার কাছে থেকে ইন্টারেস্ট এর বিষয়টি নিশ্চিৎ হয়ে নিবেন ।

ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট লেনদেন লিমিট

১। একজন স্টুডেন্ট তার একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন ।

২। একজন স্টুডেন্ট তার একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ ৫ বার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন ।

৩। একজন স্টুডেন্ট তার একাউন্ট থেকে প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন ।

৪। একজন স্টুডেন্ট তার একাউন্ট থেকে প্রতি মাসে যেকোন পরিমাণ রেমিট্যান্স গ্রহন করতে পারবেন ।

৫। একজন স্টুডেন্ট তার একাউন্টে সর্বোচ্চ ১ লাখ পযন্ত টাকা জমা রাখতে পারবে । এই জমার পরিমান যদি বেশি হয় তাহলে নির্দ্দিষ্ট ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে তার টাকা জমার লিমিট বাড়িয়ে নিতে পারবেন ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


অন্য পোস্টঃ নতুন পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage

Previous Post Next Post