ফুটবল বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে | ফুটবল বিশ্বকাপ ২০২৬

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে | ফুটবল বিশ্বকাপ ২০২৬ - রাশিয়াতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০১৮ সালে । এরপর আগামী ২০২২ সালের ২২ তম ফুটবল বিশ্বকাপ অনুঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে । এরপর আসছে ২০২৬ সাল । এই বছর বিশ্বকাপের ইতিহাসে ৩২টি দলের বদলে খেলবে ৪৮টি দল । কিন্তু কোন দেশে হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল?

আরও পড়ুনঃ লিওনেল মেসির জীবন কাহিনী | Lionel Messi Jeevan Kahini

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে | ফুটবল বিশ্বকাপ ২০২৬

অন্য পোস্টঃ ফেসিয়াল করার উপকারিতা ও পদ্ধতি | Facial benefits and procedures

বন্ধুরা, ২০২২ সালের ২২তম বিশ্বকাপ শেষ হলো । এখন অনেকেই জানতে চাইবেন যে ২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? । আজকের ব্লগ পোস্টে ২০২৬ সালের বিশ্বকাপ এবং বিশ্বকাপ সংক্রান্ত অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করা হবে । বন্ধুরা চলুন তবে শুরু করা যাক ---

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে

সাধারণত চার বছর পর পর ফিফা (FIFA) বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়ে থাকে । ২০২৬ সালে সালের আসরটি হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের ২৩মত আসর । ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যৌথ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে । এর আগে ১৯৯৪ সালে একবার ফিফা এর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রতে ।

২০২৬ বিশ্বকাপে কতটি দল খেলবে?

বিশ্বকাপের অনুষ্ঠিত মৌসুমগুলোতে দেখা গেছে যে সাধারনত ৩২টি দল অংশগ্রহন করে থাকে । কিন্তু ২০২৬ সালের আসরে এর ব্যতিক্রম ৩২টি দলের সাথে আরও ১৬টি দল অংশগ্রহন করবে এবং সর্বমোট দলের সংখ্যা হবে ৪৮টি । বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এটাই হবে সর্বচ্চো সংখ্যক দলের অংশগ্রহন ।

কোন কোন দেশে বিশ্বকাপ ফুটবল হয়েছে (১৯৩০-২০২৬)

১৯৩০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কোন কোন দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে এবং হবে তা নিচে দেওয়া হলো ---

দেশ সাল
উরুগুয়ে ১৯৩০ সাল
ইতালি ১৯৩৪ সাল
ফ্রান্স ১৯৩৮ সাল
ব্রাজিল ১৯৫০ সাল
সুইজারল্যান্ড ১৯৫৪ সাল
সুইডেন ১৯৫৮ সাল
চিলি ১৯৬২ সাল
ইংল্যান্ড ১৯৬৬ সাল
মেক্সিকো ১৯৭০ সাল
পশ্চিম জার্মানি ১৯৭৪ সাল
আর্জেন্টিনা ১৯৭৮ সাল
স্পেন ১৯৮২ সাল
মেক্সিকো ১৯৮৬ সাল
ইতালি ১৯৯০ সাল
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ সাল
ফ্রান্স  ১৯৯৮ সাল
দক্ষিণ কোরিয়া–জাপান ২০০২ সাল
জার্মানি  ২০০৬ সাল
দক্ষিণ আফ্রিকা ২০১০ সাল
ব্রাজিল  ২০১৪ সাল
রাশিয়া ২০১৮ সাল
কাতার ২০২২ সাল
কানাডা–মেক্সিকো–মার্কিন যুক্তরাষ্ট্র  ২০২৬ সাল

আগামী বিশ্বকাপ ফুটবল কোথায় হবে

ফিফা-এর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা সাধারণত ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে । সর্বশেষ বিশ্বকাপ ফুটবল ২০২২ হয় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে । ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল হবে কানাডা-মেক্সিকো-যুক্তরাষ্ট্রতে যৌথ ভাবে ।

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল হতে পারে উরুগুয়েতে । কারণ ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের বয়স ১০০ বছর পূর্তি হবে । প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল উরুগুয়েতে । তাই শতবর্ষ পূর্তি উপলক্ষে উরুগুয়ে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হওয়ার ইচ্ছা পোষণ করেছে উরুগুয়ে । এরপর ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে তা এখন পর্যন্ত নির্ধারণ হয়নি ।

ফুটবল বিশ্বকাপ ২০২২

ফিফার ২০২২ সালের বিশ্বকাপ হচ্ছে এই প্রতিযোগিতার ২২তম আসর । ২০২২ সালের জন্য বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কাতারে । আরব বিশ্ব তথা মধ্যপ্রচ্যে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে এটাই হবে প্রথম বিশ্বকাপ ফুটবল ।

এশিয়া মহাদেশের বিশ্বকাপ হিসাবে এটি দ্বিতীয় । ২০০২ সালে এশিয়ার প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কোরিয়া এবং জাপানে যৌথ ভাবে ।

২০২২ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ২০২২ সালের শেষের দিকে অর্থাৎ ২০ নভেম্বর ২০২২ থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর ২০২২ শেষ হয় । ১৮ ডিসেম্বর ছিলো কাতারের জাতীয় দিবস । এই টুর্নামেন্টটি ২৮দিন ব্যাপি চলে ।

কাতার বিশ্বকাপ ২০২২ স্টেডিয়াম

২০২২ সালের বিশ্বকাপ উপলক্ষে কাতারের ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম জাকজমকপূর্ণ এই টুর্নামেন্টগুলি । অনেকেই কাতারের স্টেডিয়ামগুলির নাম জানতে চান । কাতারের স্টেডিয়ামগুলির নাম ও স্থান হচ্ছে -----

অঞ্চল স্টেডিয়াম
কাতারের লুসাইল অঞ্চল লুসাইল আইকনিক স্টেডিয়াম
কাতারের আল-খুর অঞ্চল আল বাইত স্টেডিয়াম
কাতারের দোহা অঞ্চল রাস আবু আবুদ স্টেডিয়াম
কাতারের দোহা অঞ্চল আল সুমামাহ স্টেডিয়াম
কাতারের আল-রাইয়ান অঞ্চল এডুকেশন সিটি স্টেডিয়াম
কাতারের আল-রাইয়ান অঞ্চল আহমেদ বিন আলী স্টেডিয়াম
কাতারের দোহা অঞ্চল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম
কাতারের আল-ওয়াক্রাহ অঞ্চল আল জানুব স্টেডিয়াম

ফুটবল বিশ্বকাপ ২০২২ ফাইনাল

১৮ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপে ফাইনালে খেলে আর্জেন্টিনা এবং ফ্রান্স । এই দিনটি ছিলো ঐতিহাসিক । এই ম্যাচটি অনুষ্ঠিত হয় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে । এই দিন ফান্সকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জেতে । আর্জেন্টিনার দির্ঘ্য ৩৬ বছর পর অবশেষে লিওনেল মেসি এর হাত ধরে ২০২২ এর বিশ্বকাপ শিরোপা জিতে নেয় ।

২০২২ কত তম ফুটবল বিশ্বকাপ

অনেকেই প্রশ্ন করে থাকেন যে ২০২২ কত তম ফুটবল বিশ্বকাপ? এর সঠিক উত্তর হচ্ছে ২০২২ ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছে । ২০২২ সালের বিশ্বকাপ ছিলো ২২ মত ফুটবল বিশ্বকাপের আসর ।

বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা কে

সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৯৩০ সালের ১৩ জুলাই উরুগুয়েতে । প্রথম বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং মেক্সিকো । ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি করেন ফ্রান্সে খেলোয়াড় লুসিয়ান লরেন্ট ।

অন্য পোস্টঃ 

ফুটবল বিশ্বকাপ কত সালে শুরু হয়

ফুটবল বিশ্বকাপ শুরু হয় ১৯৩০ সালের ১৩ জুলাই । ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে । সেই বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো এবং ফ্রান্স ।

বিশ্বকাপের দাম কত

১৯৭১ সালে যখন বিশ্বকাপ ট্রফিটি বানানো হয় তখন এর সোনার পরিমান হিসাবে দাম প্রায় ১১ লক্ষ টাকার মতো ছিলো । কিন্তু বর্তমান সময়ে সোনার দাম বাড়ার সাথে সাথে এর দামও বেড়েই চলেছে । বর্তমান সময়ে এর দাম প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি ।

আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে

আর্জেন্টিনা বিশ্বকাপের ইতিহাসে সর্বমোট তিন বার বিশ্বকাপ জিতেছে, যথা - ১৯৭৮, ১৯৮৬, ২০২২ সাল এবং তিন বার রানার-আপ হয়, যথা – ১৯৩০, ১৯৯০, ২০১৪ সালে ।

ফ্রান্স কতবার বিশ্বকাপ জিতেছে

ফ্রান্স বিশ্বকাপের ইতিহাসে সর্বমোট দুইবার ফুটবল বিশ্বকাপ জিতেছে যথা – ১৯৯৮ সাল এবং ২০১৮ সালে এবং দুই বার রানার-আপ হয় ২০০৬ এবং ২০২২ সালে ।

প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশগ্রহণ করেছিল

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে । সেই বিশ্ব কাপে মোট ১৩টি দল অংশগ্রহন করে । এর মধ্যে উত্তর আমেরিকা থেকে দুটি দেশ, দক্ষিণ আমেরিকা থেকে সাতটি দেশ এবং ইউরোপ থেকে দুটি দেশ অংশগ্রহন করে ।

বিশ্বকাপ ফুটবলের ওজন কত

বিশ্বকাপ ফুটবল যে ফুটবলগুলো দিয়ে খেলা হয় তার ওজন সাধারনত ৪০০ গ্রাম থেকে ৪৫০ গ্রাম হয়ে থাকে ।

বর্তমান ফুটবল বিশ্বকাপের নাম কি

বিশ্বকাপ ফুটবল ট্রফির নাম হচ্ছে FIFA World Cup Trophy (ফিফা ওয়ার্ল্ডকাপ ট্রফি) ।

বিশ্বকাপ ফুটবল ২০১৮

বিশ্বকাপ ফুটবল ২০১৮ অনুষ্ঠিত হয়েছিল রাশিয়াতে । এই বিশ্বকাপ ছিলো ফিফা বিশ্বকাপ এর ২১তম আসর । ২০১৮ সালের বিশ্বকাপ রাশিয়াতে ১৪ জুন থেকে ১৫ জুলাই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল । এই বিশ্বকাপে মোট ৩২টি দেশের জাতীয় ফুটবল দল অংশগ্রহন করে ।

বিশ্বকাপ ফুটবল ২০১৮ ফাইনাল

২০১৮ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় রাশিয়াতে । এই বিশ্বকাপে মোট ৩২টি দল অংশগ্রহন করে । ২০১৮ সালের বিশ্বকাপ রাশিয়াতে ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় । বিশ্বকাপ ফুটবল ২০১৮ ফাইনাল ১৫ জুলাই তারিখে রাশিয়ার মস্কো অঞ্চলের লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় । এই ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়া মুখোমুখি হয় এবং ফ্রান্স ৪-২ গোলে বিজয়ী হয় । ফ্রান্স ২য় বারের মতো বিশ্বকাপ ফুটবলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় ।

২০২৬ বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যৌথ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে । এই দেশ তিনটি উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত ।

২০৩০ ফিফা বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী গ্রাউন্ড উরুগুয়েতে । ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের ১০০ বছর পূর্তি উপলক্ষে তারা আয়োজক হওয়ার ইচ্ছা পোষণ করেছে । তাই ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল উরুগুয়েতে হতে পারে ।

২০৩৪ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে

২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও চুড়ান্ত হয়নি ।

ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে

১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে তার তালিকা নিম্নরুপ ----

দেশ বিশ্বকাপের সংখ্যা সাল
ব্রাজিল ৫বার ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ সাল ।
জার্মানি ৪বার ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ সাল ।
ইতালি ৪বার ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬ সাল ।
আর্জেন্টিনা ৩বার ১৯৭৮, ১৯৮৬, ২০২২ সাল ।
ফ্রান্স ২বার ১৯৯৮, ২০১৮ সাল ।
উরুগুয়ে ২বার ১৯৩০, ১৯৫০ সাল ।
ইংল্যান্ড ১বার ১৯৬৬ সাল ।
স্পেন ১বার ২০১০ সাল ।


এই রকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ ব্যালেন ডি অর ২০২২ | ব্যালন ডি অর তালিকা ২০২২

Previous Post Next Post