ফুটবল বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে | ফুটবল বিশ্বকাপ ২০২৬ - রাশিয়াতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০১৮ সালে । এরপর আগামী ২০২২ সালের ২২ তম ফুটবল বিশ্বকাপ অনুঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে । এরপর আসছে ২০২৬ সাল । এই বছর বিশ্বকাপের ইতিহাসে ৩২টি দলের বদলে খেলবে ৪৮টি দল । কিন্তু কোন দেশে হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল?
আরও পড়ুনঃ লিওনেল মেসির জীবন কাহিনী | Lionel Messi Jeevan Kahini
অন্য পোস্টঃ ফেসিয়াল করার উপকারিতা ও পদ্ধতি | Facial benefits and procedures
বন্ধুরা, ২০২২ সালের ২২তম বিশ্বকাপ শেষ হলো । এখন অনেকেই জানতে চাইবেন যে ২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? । আজকের ব্লগ পোস্টে ২০২৬ সালের বিশ্বকাপ এবং বিশ্বকাপ সংক্রান্ত অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করা হবে । বন্ধুরা চলুন তবে শুরু করা যাক ---
২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে
সাধারণত চার বছর পর পর ফিফা (FIFA) বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত
হয়ে থাকে । ২০২৬ সালে সালের আসরটি হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের ২৩মত আসর । ফিফার সিদ্ধান্ত
অনুযায়ী ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যৌথ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র,
কানাডা এবং মেক্সিকোতে । এর আগে ১৯৯৪ সালে একবার ফিফা এর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিলো
মার্কিন যুক্তরাষ্ট্রতে ।
২০২৬ বিশ্বকাপে কতটি দল খেলবে?
বিশ্বকাপের অনুষ্ঠিত মৌসুমগুলোতে দেখা গেছে যে সাধারনত
৩২টি দল অংশগ্রহন করে থাকে । কিন্তু ২০২৬ সালের আসরে এর ব্যতিক্রম ৩২টি দলের সাথে আরও
১৬টি দল অংশগ্রহন করবে এবং সর্বমোট দলের সংখ্যা হবে ৪৮টি । বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে
এটাই হবে সর্বচ্চো সংখ্যক দলের অংশগ্রহন ।
কোন কোন দেশে বিশ্বকাপ ফুটবল হয়েছে (১৯৩০-২০২৬)
১৯৩০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কোন কোন দেশে বিশ্বকাপ
ফুটবল অনুষ্ঠিত হয়েছে এবং হবে তা নিচে দেওয়া হলো ---
দেশ | সাল |
---|---|
উরুগুয়ে | ১৯৩০ সাল |
ইতালি | ১৯৩৪ সাল |
ফ্রান্স | ১৯৩৮ সাল |
ব্রাজিল | ১৯৫০ সাল |
সুইজারল্যান্ড | ১৯৫৪ সাল |
সুইডেন | ১৯৫৮ সাল |
চিলি | ১৯৬২ সাল |
ইংল্যান্ড | ১৯৬৬ সাল |
মেক্সিকো | ১৯৭০ সাল |
পশ্চিম জার্মানি | ১৯৭৪ সাল |
আর্জেন্টিনা | ১৯৭৮ সাল |
স্পেন | ১৯৮২ সাল |
মেক্সিকো | ১৯৮৬ সাল |
ইতালি | ১৯৯০ সাল |
মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৯৪ সাল |
ফ্রান্স | ১৯৯৮ সাল |
দক্ষিণ কোরিয়া–জাপান | ২০০২ সাল |
জার্মানি | ২০০৬ সাল |
দক্ষিণ আফ্রিকা | ২০১০ সাল |
ব্রাজিল | ২০১৪ সাল |
রাশিয়া | ২০১৮ সাল |
কাতার | ২০২২ সাল |
কানাডা–মেক্সিকো–মার্কিন যুক্তরাষ্ট্র | ২০২৬ সাল |
আগামী বিশ্বকাপ ফুটবল কোথায় হবে
ফিফা-এর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা সাধারণত ৪ বছর পর
পর অনুষ্ঠিত হয়ে থাকে । সর্বশেষ বিশ্বকাপ ফুটবল ২০২২ হয় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ।
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল হবে কানাডা-মেক্সিকো-যুক্তরাষ্ট্রতে যৌথ ভাবে ।
২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল হতে পারে উরুগুয়েতে । কারণ
২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের বয়স ১০০ বছর পূর্তি হবে । প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল
উরুগুয়েতে । তাই শতবর্ষ পূর্তি উপলক্ষে উরুগুয়ে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক
হওয়ার ইচ্ছা পোষণ করেছে উরুগুয়ে । এরপর ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত
হবে তা এখন পর্যন্ত নির্ধারণ হয়নি ।
ফুটবল বিশ্বকাপ ২০২২
ফিফার ২০২২ সালের বিশ্বকাপ হচ্ছে এই প্রতিযোগিতার ২২তম
আসর । ২০২২ সালের জন্য বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কাতারে । আরব বিশ্ব তথা মধ্যপ্রচ্যে
এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে এটাই হবে প্রথম বিশ্বকাপ ফুটবল ।
এশিয়া মহাদেশের বিশ্বকাপ হিসাবে এটি দ্বিতীয় । ২০০২
সালে এশিয়ার প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কোরিয়া এবং জাপানে যৌথ ভাবে ।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ২০২২ সালের শেষের
দিকে অর্থাৎ ২০ নভেম্বর ২০২২ থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর ২০২২ শেষ হয় । ১৮ ডিসেম্বর
ছিলো কাতারের জাতীয় দিবস । এই টুর্নামেন্টটি ২৮দিন ব্যাপি চলে ।
কাতার বিশ্বকাপ ২০২২ স্টেডিয়াম
২০২২ সালের বিশ্বকাপ উপলক্ষে কাতারের ৮টি স্টেডিয়ামে
অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম জাকজমকপূর্ণ এই টুর্নামেন্টগুলি । অনেকেই কাতারের স্টেডিয়ামগুলির নাম জানতে চান । কাতারের স্টেডিয়ামগুলির নাম ও স্থান হচ্ছে
-----
অঞ্চল | স্টেডিয়াম |
---|---|
কাতারের লুসাইল অঞ্চল | লুসাইল আইকনিক স্টেডিয়াম |
কাতারের আল-খুর অঞ্চল | আল বাইত স্টেডিয়াম |
কাতারের দোহা অঞ্চল | রাস আবু আবুদ স্টেডিয়াম |
কাতারের দোহা অঞ্চল | আল সুমামাহ স্টেডিয়াম |
কাতারের আল-রাইয়ান অঞ্চল | এডুকেশন সিটি স্টেডিয়াম |
কাতারের আল-রাইয়ান অঞ্চল | আহমেদ বিন আলী স্টেডিয়াম |
কাতারের দোহা অঞ্চল | খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম |
কাতারের আল-ওয়াক্রাহ অঞ্চল | আল জানুব স্টেডিয়াম |
ফুটবল বিশ্বকাপ ২০২২ ফাইনাল
১৮ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপে ফাইনালে খেলে আর্জেন্টিনা
এবং ফ্রান্স । এই দিনটি ছিলো ঐতিহাসিক । এই ম্যাচটি অনুষ্ঠিত হয় কাতারের লুসাইল আইকনিক
স্টেডিয়ামে । এই দিন ফান্সকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জেতে । আর্জেন্টিনার
দির্ঘ্য ৩৬ বছর পর অবশেষে লিওনেল মেসি এর হাত ধরে ২০২২ এর বিশ্বকাপ শিরোপা জিতে নেয়
।
২০২২ কত তম ফুটবল বিশ্বকাপ
অনেকেই প্রশ্ন করে থাকেন যে ২০২২ কত তম ফুটবল বিশ্বকাপ?
এর সঠিক উত্তর হচ্ছে ২০২২ ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছে । ২০২২ সালের বিশ্বকাপ
ছিলো ২২ মত ফুটবল বিশ্বকাপের আসর ।
বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা কে
সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৯৩০ সালের ১৩
জুলাই উরুগুয়েতে । প্রথম বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং
মেক্সিকো । ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি করেন ফ্রান্সে খেলোয়াড় লুসিয়ান লরেন্ট
।
অন্য পোস্টঃ
- ইংরেজি নববর্ষের ইতিহাস | বিভিন্ন ভাষায় নববর্ষের শুভেচ্ছা
- সুস্বাস্থ্যের জন্য নিয়মিত হাঁটুন | হাঁটার উপকারিতা সমূহ
- ঘুম নিয়ে কিছু কথা | ঘুম বিষয়ক কিছু উপকারী তথ্য
ফুটবল বিশ্বকাপ কত সালে শুরু হয়
ফুটবল বিশ্বকাপ শুরু হয় ১৯৩০ সালের ১৩ জুলাই । ১৯৩০
সালের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে । সেই বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে মুখোমুখি
হয় মেক্সিকো এবং ফ্রান্স ।
বিশ্বকাপের দাম কত
১৯৭১ সালে যখন বিশ্বকাপ ট্রফিটি বানানো হয় তখন এর সোনার
পরিমান হিসাবে দাম প্রায় ১১ লক্ষ টাকার মতো ছিলো । কিন্তু বর্তমান সময়ে সোনার দাম বাড়ার
সাথে সাথে এর দামও বেড়েই চলেছে । বর্তমান সময়ে এর দাম প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি
।
আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে
আর্জেন্টিনা বিশ্বকাপের ইতিহাসে সর্বমোট তিন বার বিশ্বকাপ
জিতেছে, যথা - ১৯৭৮, ১৯৮৬, ২০২২ সাল এবং তিন বার রানার-আপ হয়, যথা – ১৯৩০, ১৯৯০, ২০১৪
সালে ।
ফ্রান্স কতবার বিশ্বকাপ জিতেছে
ফ্রান্স বিশ্বকাপের ইতিহাসে সর্বমোট দুইবার ফুটবল বিশ্বকাপ
জিতেছে যথা – ১৯৯৮ সাল এবং ২০১৮ সালে এবং দুই বার রানার-আপ হয় ২০০৬ এবং ২০২২ সালে ।
প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশগ্রহণ করেছিল
১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে ।
সেই বিশ্ব কাপে মোট ১৩টি দল অংশগ্রহন করে । এর মধ্যে উত্তর আমেরিকা থেকে দুটি দেশ,
দক্ষিণ আমেরিকা থেকে সাতটি দেশ এবং ইউরোপ থেকে দুটি দেশ অংশগ্রহন করে ।
বিশ্বকাপ ফুটবলের ওজন কত
বিশ্বকাপ ফুটবল যে ফুটবলগুলো দিয়ে খেলা হয় তার ওজন সাধারনত
৪০০ গ্রাম থেকে ৪৫০ গ্রাম হয়ে থাকে ।
বর্তমান ফুটবল বিশ্বকাপের নাম কি
বিশ্বকাপ ফুটবল ট্রফির নাম হচ্ছে FIFA World Cup
Trophy (ফিফা ওয়ার্ল্ডকাপ ট্রফি) ।
বিশ্বকাপ ফুটবল ২০১৮
বিশ্বকাপ ফুটবল ২০১৮ অনুষ্ঠিত হয়েছিল রাশিয়াতে । এই
বিশ্বকাপ ছিলো ফিফা বিশ্বকাপ এর ২১তম আসর । ২০১৮ সালের বিশ্বকাপ রাশিয়াতে ১৪ জুন থেকে
১৫ জুলাই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল । এই বিশ্বকাপে মোট ৩২টি দেশের জাতীয় ফুটবল
দল অংশগ্রহন করে ।
বিশ্বকাপ ফুটবল ২০১৮ ফাইনাল
২০১৮ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় রাশিয়াতে । এই বিশ্বকাপে
মোট ৩২টি দল অংশগ্রহন করে । ২০১৮ সালের বিশ্বকাপ রাশিয়াতে ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত
অনুষ্ঠিত হয় । বিশ্বকাপ ফুটবল ২০১৮ ফাইনাল ১৫ জুলাই তারিখে রাশিয়ার মস্কো অঞ্চলের লুঝনিকি
স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় । এই ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়া মুখোমুখি হয় এবং ফ্রান্স
৪-২ গোলে বিজয়ী হয় । ফ্রান্স ২য় বারের মতো বিশ্বকাপ ফুটবলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়
।
২০২৬ বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে
ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যৌথ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে । এই দেশ তিনটি উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত ।
২০৩০ ফিফা বিশ্বকাপ
২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী
গ্রাউন্ড উরুগুয়েতে । ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের ১০০ বছর পূর্তি উপলক্ষে তারা আয়োজক
হওয়ার ইচ্ছা পোষণ করেছে । তাই ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল উরুগুয়েতে হতে পারে ।
২০৩৪ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে
২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও
চুড়ান্ত হয়নি ।
ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে
১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে তার তালিকা নিম্নরুপ ----
দেশ | বিশ্বকাপের সংখ্যা | সাল |
---|---|---|
ব্রাজিল | ৫বার | ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ সাল । |
জার্মানি | ৪বার | ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ সাল । |
ইতালি | ৪বার | ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬ সাল । |
আর্জেন্টিনা | ৩বার | ১৯৭৮, ১৯৮৬, ২০২২ সাল । |
ফ্রান্স | ২বার | ১৯৯৮, ২০১৮ সাল । |
উরুগুয়ে | ২বার | ১৯৩০, ১৯৫০ সাল । |
ইংল্যান্ড | ১বার | ১৯৬৬ সাল । |
স্পেন | ১বার | ২০১০ সাল । |
এই রকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।