ইলন মাস্ক টুইটার | টুইটার কিনলেন ইলন মাস্ক

ইলন মাস্ক টুইটার | টুইটার কিনলেন ইলন মাস্ক - ইলন মাস্ক এর জন্ম ২৮ জুন ১৯৭১ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় । ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের মাইক্রোব্লগিং সাইট টুইটার এখন আলোচনায় বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক । গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ সংস্থা স্পেস-এক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি । এর বাইরেও তার রয়েছে অনেক উদ্যোগ ।

অন্য পোস্টঃ অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম | ই পাসপোর্ট চেক 2023

টুইটার কিনলেন ইলন মাস্ক

অন্য পোস্টঃ ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | Brac Bank Student Account

এক নজরে টুইটার

  • প্রতিষ্ঠা: ২১ মার্চ ২০০৬ ।
  • সদর দপ্তর: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র ।
  • প্রতিষ্ঠাতা: জ্যাক ডরসি, নোয়া গ্লাস, বিজ স্টোন ও ইভান উইলিয়ামস ।
  • প্রথম টুইট: just setting up my twttr ।
  • প্রথম টুইট করেন: জ্যাক ডরছি, ২১মার্চ ২০০৬ ।
  • টুইট করার সর্বোচ্চ সীমা: প্রথমে ছিল ১৪০ অক্ষর । ২০১৮ অক্ষর সীমা বাড়িয়ে ২৮০ করা হয় ।
  • লোগোতে ব্যবহৃত পাখিটির নাম: ল্যারি দ্য বার্ড । সাবেক বাস্কেটবল খেলোয়াড় বার্ডের নামে এর নামকরণ করা হয় ।

টুইটার কিনলেন ইলন মাস্ক

মাইক্রোব্লগিং সাইট টুইটার (Twitter) ২১ মার্চ ২০০৬ মাইক্রোব্লগিং সাইট হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে টুইটার একটি বিশাল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে পরিণত হয়েছে । টুইটার ব্যবহারকারীগণ শুধু ২৮০ অক্ষর ব্যবহার করে পোস্ট করতে পারেন ।

স্বল্প ভাষায় মত প্রকাশের মাধ্যম হওয়ার কারণে টুইটারের জনপ্রিয়তা বিশ্বজুড়ে । আর এই সীমাবদ্ধতা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে তাকে বেশ আলাদা করেছে ।

১৪ এপ্রিল ২০২২ বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার পুরোপুরি কিনে নেওয়ার জন্য প্রকাশ্য ঘোষণা দেন । এর জন্য একদাম ৪ হাজার ৪০০ কোটি ডলার প্রস্তাব দেন । এরপর দীর্ঘ টানাপোড়েনের পর ২৭ অক্টোবর ২০২২ তিনি টুইটারে দায়িত্ব নেন ।

ইলন মাস্ক কেন বিখ্যাত

ইলন মাস্ক এর পুরো নাম ইলন রিভ মাস্ক । বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা । ১৪ এপ্রিল ২০২২ তিনি টুইটার কেনার ঘোষনা দিলে টক অব দ্য ওয়ার্ল্ড এ পরিনত হন । ইলন মাস্ক শুধুমাত্র শীর্ষ ধনীই নন । তার রয়েছে বিশ্ব বিখ্যাত কিছু প্রতিষ্ঠান । সম্প্রতি তিনি টুইটার ও কিনে নিয়েছেন ।

ইলন মাস্ক মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেস-এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা । বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরস এর প্রধান নির্বাহী কর্মকর্তা । তিনি সোলারসিটির চেয়ারম্যান ।

ইলন মাস্ক দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা, নিউরালিংকের সহ-প্রতিষ্ঠাতা, ওপেন এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, পেপ্যালের একজন সহ-প্রতিষ্ঠাতা । এছাড়াও তিনি হাইপারলুপ নামক কল্পিত উচ্চ গতিসম্পন্ন পরিবহন ব্যবস্থার উদ্ভাবক ।

ইলন মাস্কের কয়েকটি প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বর্ননা নিচে দেওয়া হলো ------

অন্য পোস্টঃ 

Zip2 (প্রথম প্রতিষ্ঠান)

১৯৯৫ সালে উদ্যোক্তা হিসেবে ভাই কিম্বলকে নিয়ে ইলন মাস্ক Zip2 নামে একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন । ৬ নভেম্বর ১৯৯৫ এর পথচলা শুরু হয় । ১৯৯৯ সালে কমপ্যাক কোম্পানির কাছে ২২ মিলিয়ন ডলারে এটি বিক্রি করে দেন ।

পেপ্যাল

পেপ্যাল একটি ই-কমার্স প্রতিষ্ঠান যার অর্থের স্থানান্তর বা হাতবদল ইন্টারনেটের মাধ্যমে করার ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে । মার্চ ১৯৯৯ ইলন মাস্ক X.com নামের একটি অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান চালু করেন ।

এ প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে সিলিকন ভেঞ্চার ক্যাপিটালিস্ট পিটার থোয়েলের ইনফিনিটির সঙ্গে একীভূত হয়ে পেপ্যাল নাম ধারণ করে যাত্রা শুরু করে ।

ইলন মাস্ক হন পেপ্যাল এর CEO । মতবিরোধের কারণে ২০০০ সালে ইলন মাস্ককে পেপ্যাল থেকে সরিয়ে দেওয়া হয় । ২০০২ সালে eBay পেপ্যাল কিনে নেয়, তখন তিনি ১৬৫ মিলিয়ন ডলার পান ।

টেসলা

টেসলা ইনকর্পোরেশন বৈদ্যুতিক গাড়ি নির্মাণ এবং ক্লিন এনার্জি ভিত্তিক পণ্য নির্মাতা । ১ জুলাই ২০০৩ টেসলা মটরস নামে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি । বৈদ্যুতিক প্রকৌশলী নিকোলা টেসলা প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ।

এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মার্টিন এবারহার্ড এবং মার্ক টারপেনিং । টেসলার প্রধান কার্যালয় টেক্সাসের অস্টিনে অবস্থিত । প্রতিষ্ঠানটির বেশিরভাগ তহবিলের অর্থায়নে অবদান রেখেছিলেন ইলন মাস্ক । তিনি ২০০৮ সাল থেকে এই প্রতিষ্ঠানের CEO হিসেবে দায়িত্ব পালন করছেন ।

স্টারলিংক

স্টারলিংক (Starlink) হলো - স্যাটেলাইট ভিত্তিতে ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য SpaceX কতৃক তৈরী কৃত্রিম উপগ্রহ । এই প্রকল্পের প্রধান রুপকার হচ্ছেন ইলন মাস্ক । ২০১৫ সালে স্টারলিংক প্রকল্পের যাত্রা শুরু হয় ।

SpaceX

বেসরকারি মহাকাশযান প্রস্তুতকারক SpaceX । মহাকাশ যাত্রা ভ্রমণ সহজলভ্য করার এবং মঙ্গল গ্রহে মানুষের বসবাসের স্বপ্ন নিয়ে ইলন মাস্ক ১৪ ই মার্চ ২০০২ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন । এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাউথ্রনে অবস্থিত ।

SpaceX মহাকাশযান এবং রকেট ইঞ্জিন তৈরির পাশাপাশি ড্রাগন স্পেসক্রাফট এবং স্টারলিংক স্যাটেলাইট তৈরি করে । ১১ মে ২০১৮ বাংলাদেশের প্রথম স্যাটেলাইট “বঙ্গবন্ধু-১” মহাকাশে পাঠান মাস্কের কোম্পানি SpaceX ।

বোরিং কোম্পানি

বর্তমান সময়ে বড় বড় শহরগুলোতে বড় যন্ত্রণার নাম যানজট । The Boring Company (TBC) ভিড় এড়াতে বিকল্প পথ তৈরীর কাজ করে থাকে । ১৭ ডিসেম্বর ২০১৬ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মূল কাজ হচ্ছে মাটির নিচে যানবাহন চলাচলের জন্য টানেল বা সুড়ঙ্গপথ তৈরি করা ।

ইলন মাস্ক কর্তৃক প্রতিষ্ঠিত এ ধরনের এ ধরনের প্রকল্পের নাম দিয়েছে “লুপ” প্রকল্প ।  অর্থাৎ যানজট এড়াতে পাতালপথ বা বিশেষ লুপ তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি ।

নিউরোলিংক

মানব মস্তিষ্কে চিপ বসানোর জন্য জুলাই ২০১৬ নিউরোলিংক (Neuralink) এর যাত্রা শুরু । প্রতিষ্ঠানটি এর সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্ক । নিউরোলিংক এর লক্ষ্য হচ্ছে স্নায়বিক সমস্যা আছে, এমন ব্যক্তির মাথায় ওয়ারলেস কম্পিউটার চিপ বসিয়ে আলঝেইমার, ডিমেনশিয়া কিংবা মেরুদন্ডের সমস্যা ইত্যাদি সমাধান ।

৯ মার্চ ২০২১ “নিউরোলিংক” তিন মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে । তাতে দেখা যায়, পেজার নামে একটি বানর শুধু চিন্তা করে, কোন কিছু হাত দিয়ে না ধরেই মাইন্ড পং নামের এই ভিডিও গেম খেলছে । এর পেছনে আছে বানরটির মাথায় বসানো নিউরোলিংক চিপ ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


অন্য পোস্টঃ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | IBBL Student Account

Previous Post Next Post