লাইফবয় সাবান দাম ২০২৩ | লাইফবয় সাবানের দাম কত -
লাইফবয় (Lifebuoy) মূলত একটি সাবানের নাম । এই সাবানটি ইউনিলিভার বাজারজাত করে এবং
এই সাবান একটি ইন্টারন্যাশনাল ব্রান্ড । ১৮৯৫ সালে যুক্তরাজ্যে তৎকালিন লিভার ব্রাদার্স
কোম্পানি দ্বারা বাজারে ছাড়া হয়েছিলো । ১৯২৩ সাল থেকে ৫০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত
লাইফবয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় সাবানগুলির মধ্যে একটি ।
বর্তমানে লাইফবয় (Lifebuoy) সাবান বিশ্বের অনেক দেশেই
জনপ্রিয় । আমাদের বাংলাদেশেও লাইফবয় সাবান বেশ জনপ্রিয় । লাইফবয় (Lifebuoy) সাবান
যুক্তরাজ্য, ব্রাজিল, ভারতসহ বেশ কয়েকটি দেশে তৈরী হয় । আধুনিক সুগন্ধযুক্ত লাল লাইফবয়
সাবানটি এদেশে অনেক জনপ্রিয় ।
আরও পড়ুনঃ লাক্স সাবানের দাম | লাক্স সাবানের দাম কত
অন্য পোস্টঃ ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবজনিত রোগ | ভিটামিন বি কমপ্লেক্স এর কাজ কি
বন্ধুরা, আমাদের মাঝে অনেকেই আছেন যারা “লাইফবয় সাবান দাম ২০২৩ | লাইফবয় সাবানের দাম কত” জানতে চান । আজকের এই ব্লগ পোস্টে লাইফবয় সাবান দাম ২০২৩ এবং বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করবো । যারা লাইফবয় সম্পর্কে জানতে চান তাদের কাছে এই পোস্টটি আশা করি ভালো লাগবে ।
লাইফবয় সাবানের দাম কত
বাংলাদেশের বাজারে বেশ কয়েক প্রকার লাইফবয় সাবান বাজারে
পাওয়া যায় । কালারের মধ্যে লাল ও সাদা । আর ওজনের মধ্যে ৭৫ গ্রাম, ১০০ গ্রাম এবং ১৫০
গ্রাম । নিচে ওজন ভেদে লাইফবয় সাবানের দাম দেওয়া হলো ---
সাবানের নাম | সাবানের প্রকার | ওজন | দাম |
---|---|---|---|
লাইফবয় | লেমন ফ্রেস | ১৫০ গ্রাম | ৭০ টাকা |
লাইফবয় | লেমন ফ্রেস | ১০০ গ্রাম | ৫০ টাকা |
লাইফবয় | কেয়ার বার | ১৫০ গ্রাম | ৭০ টাকা |
লাইফবয় | কেয়ার বার | ১০০ গ্রাম | ৫০ টাকা |
লাইফবয় | টোটাল বার | ১৫০ গ্রাম | ৭০ টাকা |
লাইফবয় | টোটাল বার | ১০০ গ্রাম | ৫০ টাকা |
লাইফবয় | নিম বার | ১৫০ গ্রাম | ৭০ টাকা |
লাইফবয় | নিম বার | ১০০ গ্রাম | ৫০ টাকা |
লাইফবয় সাবানের উপাদান |
লাইফবয় সাবানের উপাদান
আমাদের মাঝে অনেকেই আছেন যারা লাইফবয় সাবানের উপাদান
সম্পর্কে জানতে চান । যারা লাইফবয় সাবানের উপাদান সম্পর্কে জানতে চান তাদের জন্য নিচে
লাইফবয় সাবানের উপাদান সমূহের বিবরণ দেওয়া হলো ---
সোডিয়াম সোপ, অ্যাকুয়া, টেট্রা সোডিয়াম ইডিটি, ইটিড্রনিক
অ্যাসিড, সিলভার অক্সাইড, ভিপি/ভিএ কোপলিমার, থাইমল, টারপিনিয়ল, পারফিউম । কোন ক্ষতিকারক
উপাদান নেই ।
লাইফবয় নিম সাবান |
লাইফবয় নিম সাবান
আমরা প্রতিদিন বিভিন্ন প্রকার অদৃশ্য জীবানু, তাপ, ধূলিকণার সংস্পর্শে থাকি । এর পরিপ্রেক্ষিতে আমাদের ত্বকে সংক্রমণ হয় । এসব কারনে আমাদের বিভিন্ন রকম রোগ হতে পারে । এ জন্য লাইফবুয় আপনার জন্য নিয়ে এসেছে - নিমের শক্তি সহ নতুন লাইফবয় নিম সাবান যা ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত । লাইফবয় নিম এর প্রাকৃতিক জীবাণু সুরক্ষা সূত্র 100% উন্নত ত্বক সুরক্ষা প্রদান করে এবং জীবাণুকে ধুয়ে দেয় ।
লাইফবয় নিম আপনার ত্বকে প্রাকৃতিক জীবাণু সুরক্ষা প্রদান
করে । অ্যান্টিব্যাকটেরিয়াল নিম সাবান দিয়ে গোসল আপনার ইন্দ্রিয়কে চাঙ্গা করবে ।
এর ফেনা আপনার ত্বকের ছিদ্রের গভীরে প্রবেশ করবে, দূষণকারী এবং জীবাণুগুলিকে সরিয়ে
দেবে যা আপনার ত্বককে সুরক্ষিত, পরিষ্কার এবং সতেজ রাখবে ।
বাজারে খুব সহজেই পেয়ে যাবেন লাইফবয় নিম সাবান খুব
আকর্ষণীয় মূল্যে । এই সাবান ব্যবহার করে আপনি স্বাচ্ছন্দ বোধ করবেন এবং থাকবেন জীবানু
মুক্ত ।
লাইফবয় সাবান এর উপকারিতা
সাবান দিয়ে হাত ধুলে ময়লা পরিস্কার হবে এটাই স্বাভাবিক
। তবে লাইফবয় সাবানের কার্যকারিতা একটু বেশি । কারণ এটি ময়লা ও জীবানু মানুষের শরীর
থেকে দুর করার জন্যই বিশেষ ভাবে তৈরী করা হয়েছে । নিচে লাইফবয় সাবানের কিছু উপকারিতার
কথা উল্লেখ করা হলো ---
১। লাইফবয় সাবানকে আপনার ফেসওয়াস নয় বডিওয়াস হিসাবে
ব্যাবহার করতে পারেন ।
২। লাইফবয় সাবান দ্বারা শরীরকে খুব দ্রুত জীবানু মুক্ত
করা যায় ।
৩। এই সাবানকে আপনি হ্যান্ডওয়াস হিসাবে ব্যাবহার করতে
পারেন ।
৪। এই সাবানে কোন প্রকার ক্ষতিকারক পদার্থ নেই ।
৫। অন্যান্য সাবান থেকে এই সাবান গোসলের সময় নিয়মিত
ব্যাবহার করা যায় ।
৬। রোদ এবং খোলা আবহাওয়ায় আমাদের দেহে যে জীবানু আক্রমন
করে তা লাইফবয় সাবান খুব দ্রুত দুর করতে সাহায্য করে ।
৭। ঘামের কারণে আমাদের দেহে যে দুর্গন্ধ সৃষ্টি হয় লাইফবয়
সাবান দিয়ে গোসল করলে তা খুব সহজে দুর হয় ।
৮। এই সাবানের পারফিউম অনেক ভালো যার ফলে সবাই এটি সহ্য
করতে পারে ।
৯। এই সাবান ফাংগাল ইনফেকশন দুর করতে সাহায্য করে ।
১০। এই সাবানে যে উপাদানগুলো রয়েছে তা খুব নিরাপদ এবং
খুব দ্রুততার সাথে জীবানু ধ্বংস করে ।
সাপ তাড়াতে লাইফবয় সাবান
বেশ কিছু দিন আগে বন্যার সময় আমাদের দেশে একটি কথা প্রচলিত
ছিলো যে সাপ তাড়াতে লাইফবয় সাবান খুব ভালো কাজ করে । ঘরের মাঝে লাল লাইফবয় সাবান
কেটে ছড়িয়ে রাখলে নাকি সাপ ঘরে আসবে না কারন এতে নাকি কার্বলিক অ্যাসিড আছে । এই কথাটি
সম্পূর্ণ ভুলো । কারন লাইফবয় সাবানে কোনো প্রকার কার্বলিক অ্যাসিড নাই ।
একটু পিছনে ফিরে তাকাই । লিভার ব্রাদার্স ১৮৯৫ লাইফবয়
সাবান যুক্তরাজ্যের বাজারে ছাড়ে । তখন ছিলো এটি একটি কার্বোলিক সাবান যাতে ফেনল ছিলো
। পরবর্তীতে বিভিন্ন প্রকার ভেষজ ব্যাবহার করা হয় কার্বলিক ছাড়াই বাজারে বের করা হয়
।
বন্ধুরা, যে লাইফবয় সাবান এখন বাজারে পাওয়া যায় তার উল্টো পিঠে উপাদান সমূহের নাম দেওয়া আছে সেখানে কার্বলিক এর কোনো নাম দেওয়া নেই । আশা করি ব্যাপারটি আপনাদের কাছে পরিস্কার ।
এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।
আরও পড়ুনঃ Dove সাবানের দাম কত | ডাভ সাবান এর দাম