বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং ২০২৩ | বয়স্ক ভাতা টাকা চেক

বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং ২০২৩ | বয়স্ক ভাতা টাকা চেক - বয়স্কভাতা হচ্ছে একটি কর্মসূচি বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবারিক ও সমাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে প্রবর্তন করা হয় । বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর বয়স্ক ভাতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়ে থাকে ।

আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো “বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং ২০২৩ | বয়স্ক ভাতা টাকা চেক” বিষয়টি নিয়ে । আজকের আলোচনায় বাংলাদেশের বয়স্ক ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো । তাহলে চলুন শুরু করা যাক ।

আরও পড়ুনঃ বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম ২০২৩ | How to Close a bKash Account

বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং ২০২৩ | বয়স্ক ভাতা টাকা চেক

আরও পড়ুনঃ বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম | How to Create Upay Account

বয়স্ক ভাতা কি?

বয়স্ক ভাতা হচ্ছে বাংলাদেশ সরকারের একটি প্রশংসনীয় সমাজ সেবা মূলক কার্যক্রম । এই কার্যক্রমের অধিনে বয়স্ক ভাতা বাংলাদেশের বয়স্ক ব্যাক্তি যারা দুস্থ, উপার্জনহীন বা স্বল্প উপার্জনক্ষম বৃদ্ধ বা বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে প্রদান করা হয়ে থাকে । এই কর্মসূচি শুরু হয় ১৯৯৭-৯৮ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ।

বয়স্ক ভাতা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য

(১) বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান নিশ্চিত করা ।

(২) বয়স্ক জনগোষ্ঠীর পরিবার ও তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ।

(৩) বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদারকরণ ।

(৪) বয়স্ক জনগোষ্ঠীর চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা ।

বয়স্ক ভাতা কারা পাবে?

বয়স্ক ভাতা পাওয়ার যোগ্যতাগূলো হচ্ছে ---

(১) সংশ্লিষ্ট বা নির্দিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।

(২) নির্ধারিত বয়স্ক ব্যক্তির জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে ।

(৩) বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে ।

(৪) বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ্ব ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে ।

(৫) বয়স্ক ভাতা নির্ধারিত বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে ।

বয়স্ক ভাতা কারা পাবে না

(১) নির্ধারিত বয়স্ক ব্যক্তি সরকারি কর্মচারী পেনশনভোগী হলে ।

(২) নির্ধারিত বয়স্ক ব্যক্তি দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে ।

(৩) নির্ধারিত বয়স্ক ব্যক্তি অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে ।

(৪) নির্ধারিত বয়স্ক ব্যক্তি কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।

বয়স্ক ভাতা কবে চালু হয়?

১৯৯৭-৯৮ অর্থবছর হতে প্রাথমিকভাবে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয় । এরপরে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয় । বাংলাদেশের বয়স্ক জনগনের একটি উল্লেখযোগ্য অংশ বয়স্কভাতা পেয়ে থাকে ।

বয়স্ক ভাতা কত টাকা

বয়স্ক ভাতা কর্মসূচী ১৯৯৭-৯৮ অর্থবছর শুরু হয় তখন নির্ধারিত বয়স্ক ব্যক্তিদের প্রতি মাসে ১০০ টাকা করে দেওয়া হতো এবং পরে ২৫০ টাকায় উন্নীত করা হয় । ২০০৯-১০ অর্থ বছরে বয়স্কভাতাভোগীর জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকায় উন্নীত করা হয় । ২০১৬-১৭ অর্থ বছরে নির্ধারিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয় ।

বয়স্ক ভাতা কত দিন পর পর দেওয়া হয়

২০১৬-১৭ অর্থ বছরে নির্ধারিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয় । ২০১৬-১৭ অর্থ বছর থেকে এখনও পর্যন্ত মাসিক ৫০০ টাকা করেই নির্ধারিত বয়স্ক ব্যক্তিদের দেওয়া হয় । তবে এই টাকা প্রতি তিন মাস পর পর একত্রে অর্থাৎ এক সাথে ১৫০০ টাকা নির্ধারিত বয়স্ক ব্যক্তিদের তাদের মোবাইল ব্যাংকিং একাউন্টে পাঠিয়ে দেওয়া হয় ।

বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং

২০২১ সালের জানুয়ারী থেকে বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি মোবাইল আর্থিক প্রতিষ্ঠান ‘নগদ’ ও ‘বিকাশ’-এর মাধ্যমে সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয় ।

বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং উপকারভোগীদের আর ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হবে না । তারা বাড়ির আশপাশের যেকোনো নগদ ও বিকাশ এজেন্ট থেকে ভাতার টাকা উত্তোলন করতে পারবেন ।

বর্তমানে বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে । আপনি যে নাম্বারটি দেওয়া আছে সেটি যদি “নগদ” বা “বিকাশ” একাউন্ট থেকে থাকে তাহলে এর একাউন্ট ব্যালেন্স চেক করে দেখলেই জানতে পারবেন যে আপনার বয়স্ক ভাতার টাকা আপনার একাউন্টে জমা হয়েছে কি না ।

বয়স্ক ভাতা টাকা চেক

আপনারা আগে থেকেই অবগত আছেন যে বয়স্ক ভাতা টাকা বর্তমানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে । বয়স্ক ভাতা টাকা “নগদ” বা “বিকাশ” একাউন্টে দেওয়া হয় । এখন প্রশ্ন থাকে যে বয়স্ক ভাতা টাকা কিভাবে চেক করবেন? বয়স্ক ভাতা টাকা “নগদ” বা “বিকাশ” একাউন্ট থেকে কিভাবে চেক করবেন তা নিম্নে দেওয়া হলো ---

বিকাশে বয়স্ক ভাতা চেক

আপনি যদি বিকাশের মাধ্যমে বয়স্ক ভাতা নিয়ে থাকেন সেটি চেক করার পদ্ধতি হচ্ছে ---

ধাপ-১: প্রথমে বিকাশ কোড *২৪৭# ডায়াল করুন । অবশ্যই যে নাম্বারটি বয়স্ক ভাতা নেওয়ার জন্য জমা দেওয়া আছে এবং বিকাশ একাউন্ট খোলা আছে ।

ধাপ-২: এবার মোবাইলে যে ইন্টারফেসটি আসবে সেখান থেকে MY bKash সিলেক্ট করুন ।

ধাপ-৩: এবার মোবাইলে যে ইন্টারফেসটি আসবে সেখান থেকে Chack Balance সিলেক্ট করুন ।

ধাপ-৪: এবার মোবাইলে যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিন । পিন দেওয়ার পর আপনি আপনার বয়স্ক ভাতার টাকা জমা হয়েছে কি না সেটি চেক করতে পারবেন ।

নগদে বয়স্ক ভাতা চেক

আপনি যদি নগদের মাধ্যমে বয়স্ক ভাতা নিয়ে থাকেন সেটি চেক করার পদ্ধতি হচ্ছে ---

ধাপ-১: প্রথমে বিকাশ কোড *১৬৭# ডায়াল করুন । অবশ্যই যে নাম্বারটি বয়স্ক ভাতা নেওয়ার জন্য জমা দেওয়া আছে এবং নগদ একাউন্ট খোলা আছে ।

ধাপ-২: এবার মোবাইলে যে ইন্টারফেসটি আসবে সেখান থেকে My Nagad সিলেক্ট করুন ।

ধাপ-৩: এবার মোবাইলে যে ইন্টারফেসটি আসবে সেখান থেকে Balance Enquiry সিলেক্ট করুন ।

ধাপ-৪: এবার মোবাইলে যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনার নগদের পিন নাম্বারটি দিন । পিন দেওয়ার পর আপনি আপনার বয়স্ক ভাতার টাকা জমা হয়েছে কি না সেটি চেক করতে পারবেন ।

বয়স্ক ভাতা আবেদন online

আপনি বয়স্ক ভাতা আবেদন online এ করতে পারবেন । এজন্য বয়স্ক বাংলাদেশী নাগরিকদের নিকট হতে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভাতা প্রদানের লক্ষ্যে অনলাইনে দরখাস্ত আহবান করতে পারবেন । বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য যেমন- ভোটার আইডি কার্ডের তথ্য এবং আবেদনপত্র সাবমিট করার জন্য ছবি, সিগনেচার সহ প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে বয়স্ক ভাতা আবেদন করতে হয় । অনলাইনে সঠিকভাবে বয়স্ক ভাতার আবেদন করতে না পারলে ভাতা প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে ।

সুতরাং, online এর মাধ্যমে বয়স্ক ভাতা আবেদন করার জন্য যদি আপনার প্রয়োজনীয় সকল তথ্য ঠিকঠাক থাকে তাহলে নিচের লিংক থেকে এখনই সমাজসেবা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন ।

বয়স্কভাতা আবেদন online

বয়স্ক ভাতা ফরম pdf

অনেকেই অনলাইনে বয়স্ক ভাতার আবেদন ফরম খোঁজ করে থাকেন । তাদের সুবিধার জন্য নিচে লিংক দেওয়া হলো সেখান থেকে বয়স্ক ভাতা ফরম pdf ডাউনলোড করে নিতে পারবেন ।

বয়স্কভাতা ফরম pdf


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট | bKash Islamic Savings Account

Previous Post Next Post