বিবিসি বাংলা রেডিও বন্ধ | BBC Bangla Radio is off

বিবিসি বাংলা রেডিও বন্ধ | BBC Bangla Radio is off - ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC) যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা । টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটের সম্প্রচারের জন্য বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান প্রচার এবং তথ্য সেবা সরবরাহ করা BBC এর প্রধান কাজ । ১৮ অক্টোবর ১৯২২ BBC প্রতিষ্ঠা করা হয় । বিবিসি এর সদর দপ্তর হল “ব্রডকাস্টিং হাউসে” যুক্তরাজ্যের রাজধানীর লন্ডনে অবস্থিত ।

আরও পড়ুনঃ সুন্দরবন নিয়ে কিছু কথা | সুন্দরবন সম্পর্কে তথ্য

বিবিসি বাংলা রেডিও বন্ধ | BBC Bangla Radio is off

আরও পড়ুনঃ ঢাকার পাঁচ তারকা হোটেল | Five Star Hotel in Dhaka

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকালে মিত্রপক্ষের বক্তব্য ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হয় বিবিসি বাংলা রেডিও । বাংলাদেশের মানুষের মধ্যে বিবিসি নামটি সবচেয়ে বেশি পরিচিতি পায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ।

৮১ বছর যাত্রার ইতি টানলো বিবিসি বাংলা রেডিও । ৩১ ডিসেম্বর ২০২২ সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় শেষবারের মতো বিবিসি রেডিওতে সম্প্রচারিত হয় সংবাদ এবং সাময়িক প্রসঙ্গ এর অনুষ্ঠান “প্রবাহ” ও “পরিক্রমা” । এর মধ্য দিয়ে দীর্ঘকাল বাংলার মানুষের আগ্রহের কেন্দ্রে থাকা রেডিও টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায় ।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ব্যাপক পরিবর্তনের জেরে বিবিসি বাংলা রেডিও বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয় । ২০২২ সালের সেপ্টেম্বরে ওয়ার্ল্ড সার্ভিস কর্তৃপক্ষ বাংলা রেডিও সম্প্রচার বন্ধের ঘোষণা করে ।

বিবিসি বাংলার ইতিহাস

১৯৪১ সালের ১১ই অক্টোবর British Broadcasting Corporation বা BBC থেকে বাংলায় অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় । BBC এর প্রথম দিকের অনুষ্ঠান প্রতি সপ্তাহে ১৫ মিনিট সম্প্রচার হতো । এরপর পর্যায়ক্রমে নিয়মিত সংবাদ সম্প্রচার শুরু হয় ১৯৬৫ সাল থেকে ।

বিবিসি বাংলা রেডিও বন্ধ | BBC Bangla Radio is off
বিবিসি বাংলা রেডিও বন্ধ

BBC সংবাদ বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষা-ভাষী শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় এর সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারণে । ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় নিরপেক্ষ সংবাদ প্রচারের কারণে এটি বিপুল বিশ্বাসযোগ্যতা ও জনপ্রিয়তা অর্জন করেছিল ।

BBC বন্ধের কারণ

বিবিসি কতৃপক্ষ তাদের বাংলাসহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় ৩০ সেপ্টেম্বর ২০২২-এ । বিবিসি কতৃপক্ষ তাদের অতিরিক্ত খরচ কমানোর জন্য ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ শূন্য করার অংশ হিসেবে এই সম্প্রচার বন্ধ করে । এই সম্প্রচার বন্ধের বিপরিতে তাদের খরচ কমবে প্রায় ২৮.৫ মিলিয়ন পাউন্ড বা আনুমানিক ৩২০ কোটি টাকা এর মতো ।

২০২২ সালের শেষ দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর নিয়মিত আয়োজন "পরিক্রমা" অনুষ্ঠান সম্প্রচারের পর আনুষ্ঠানিক ভাবে বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায় । ১৯৪১ সালে প্রতিষ্ঠার ৮১ বছর পর এই সম্প্রচার বন্ধ হলো ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ মেট্রোরেল বাংলাদেশ | মেট্রোরেল তথ্য

Previous Post Next Post