ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | IBBL Student Account

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | IBBL Student Account - ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রথম সারির অন্যতম একটি ব্যাংক । স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের জন্য ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে । এই একাউন্টই হলো ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ।

আজকের আলোচনায় ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কী কী কাগজপত্র লাগবে এবং ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো ।

আরও পড়ুনঃ এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | AB Bank Student Account

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট | IBBL Student Account

আরও পড়ুনঃ ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ফরম

আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন একটি ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে, সে জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের কোনো শাখায় অথবা ইসলামী এজেন্ট ব্যাংকে গিয়ে একটি স্টুডেন্ট একাউন্ট ওপেনিং ফরম নিতে হবে ।

আপনি এখান থেকেও ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ওপেনিং ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে ব্যাংকে জমা দিতে পারবেন । নিচের স্টুডেন্ট একাউন্ট ওপেনিং ডাউনলোড লিংক দেওয়া হলো ।

ইসলামীব্যাংক স্টুডেন্ট একাউন্ট ফরম

একাউন্ট খোলার প্রক্রিয়া

👉 ফরমটি সুন্দর করে পূরণ করে সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে ২ কপি ছবি এবং ১০০ টাকা জমা দিন ।

👉 স্টুডেন্ট একাউন্ট করতে প্রথমে ১০০ টাকা আপনার একাউন্টে জমা করতে হবে । এবার ব্যাংক কর্মকর্তা ফরম এবং ডকুমেন্টগুলো নিয়ে আপনার স্টুডেন্ট একাউন্টটি খুলে দিবেন ।

👉 আপনার একাউন্টের টাকা লেনদেন করার জন্য ব্যাংক আপনাকে একটি এটিএম কার্ড প্রভাইড করবে । এই কার্ডটি আপনি সেই সময়েই পেয়ে যেতে পারেন বা দু-এক দিন অপেক্ষাও করতে হতে পারে ।

👉 আর এভাবেই খুব তাড়াতাড়ি ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ বা এজেন্ট ব্যাংকে গিয়ে ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন ।

অন্য পোস্টঃ

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা

১। স্টুডেন্ট একাউন্ট এর জন্য ইসলামী ব্যাংকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন ।

২। আপনি ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ (i banking) এর সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন ।

৩। পাঁচ বছর মেয়াদের ফ্রি ATM Card বা Visa Card দেওয়া হবে ।

৪। স্টুডেন্ট একাউন্ট এর জন্য ATM Card এর বাৎসরিক কোন চার্জ দিতে হবে না ।

৫। পাঁচ বছর পর অল্প টাকায় অর্থাৎ ২৩০ টাকা দিয়ে ATM Card নবায়ন নতুন করে একটিভ করে নিতে পারবেন ।

৬। ATM Card ব্যবহার করতে না চাইলে বা পছন্দনীয় নাহলে আপনি চাইলে বিনামূল্যে চেক বই নিতে পারবেন এবং চেকবইয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন ।

৭। দেশের যেকোন জায়গা থেকে দিন-রাত ২৪ ঘন্টা ব্যাংকের ATM বুথ থেকে টাকা তুলতে পারবেন খুব সহজেই ।

ইসলামি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে

১। যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠান থেকে প্রদত্ত প্রত্যয়ন পত্র বা স্টুডেন্ট আইডি কার্ডের একটা ফটোকপি ।

২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি যদি থাকে আর না থাকলে জন্ম নিবন্ধন সনদের একটি ফটোকপি ।

৩। ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নিতে হবে ।

৪। যেকোনো একটি ইউটিলিটি বিল তথা পানি গ্যাস বিদ্যুৎ ইত্যাদির যেকোনো একটি চলতি মাসের বিলের কাগজ এর একটি ফটোকপি লাগবে ।

৫। স্টুডেন্ট এর বয়স যদি ১৮ বছরের কম হয় তাহলে অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের একটি ফটোকপি আর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে । আর ১৮ বছরের বেশি হলে আর অভিভাবকের কোন কাগজপত্র লাগবে না ।

৬। স্টুডেন্টের বয়স যদি ১৮ বছরের কম হয় তাহলে অভিভাবককে সঙ্গে নিয়ে আসাটা বাধ্যতামূলক ।

৭। একজন নমিনি লাগবে যে আপনার অবর্তমানে আপনার অ্যাকাউন্টের মালিক হবেন । নমিনির ক্ষেত্রে নমিনির ভোটার আইডি অর্থাৎ NID বা পাসপোর্ট এর ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ।

৮। যে ব্যাংকে আপনি একাউন্ট খুলবেন ওই ব্যাংকে আপনার একজন পরিচিত একাউন্টধারী লাগবে । যার একাউন্ট আছে এমন । তার অ্যাকাউন্ট নাম্বার ও স্বাক্ষর লাগবে ।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট মুনাফার হার

ব্যাংক একাউন্টের মুনাফার হার কখনওই স্থির থাকে না । মুনাফার হার প্রতি বছরই পরিবর্তন হয় । তেমনি ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট মুনাফার হারও প্রতি বছর পরিবর্তন হয় ।

ইসলামী ব্যাংকের ওয়েব সাইটে দেখা গেছে বর্তমান ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট মুনাফার হার হচ্ছে ২.২৫% । এই পরিমান মুনাফা পেতে হলে অবশ্যই আপনাকে এক বছর টাকা জমাতে হবে । আশা করি বুঝতে পেরেছেন । এখানে যে চার্টে স্টুডেন্ট একাউন্ট মুনাফার হার দেওয়া আছে সেটার লিংক দেওয়া হলো । এখান থেকে মুনাফার হার দেখে নিতে পারেন ।

ইসলামীব্যাংক স্টুডেন্ট একাউন্ট মুনাফার হার

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর অসুবিধা

ইসলামী ব্যাংকের ছাত্র/ছাত্রীদের জন্য যে সেবা দিয়ে যাচ্ছে সেখানে অসুবিধা নেই বললেই চলে । যে সকল ছাত্র/ছাত্রী স্টুডেন্ট একাউন্ট খুলতে চান তারা ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে পারেন ।


এই রকম আরো পোস্ট পেতে চাইলে “জিনিয়াস বাংলা ব্লগ” এর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন । আমরা আপনাদের চাহিদা অনুযায়ী লেখা পোস্ট করার চেষ্টা করবো ।


আরও পড়ুনঃ বাংলাদেশের ১০ টি সেরা বীমা কোম্পানি  | 10 Best Insurance Companies in Bangladesh

Previous Post Next Post